২০২৩ নামিবিয়া টি২০আই চতুর্দেশীয় সিরিজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ নামিবিয়া টি২০আই চতুর্দেশীয় সিরিজ
তারিখ২৫ এপ্রিল ২০২৩ – ২ মে ২০২৩
তত্ত্বাবধায়কক্রিকেট নামিবিয়া
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনদ্বৈত রাউন্ড-রবিন ও ফাইনাল
আয়োজক নামিবিয়া
বিজয়ী উগান্ডা (১ম শিরোপা)
রানার-আপ নামিবিয়া
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১২
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়নামিবিয়া উইলকা মোয়াতিলে
সর্বাধিক রান সংগ্রহকারীসংযুক্ত আরব আমিরাত তীর্থ সতীশ (২২০)
সর্বাধিক উইকেটধারীনামিবিয়া কেইলিন গ্রিন (১৩)

২০২৩ নামিবিয়া টি২০আই চতুর্দেশীয় সিরিজ, যা ২০২৩ ক্যাপ্রিকর্ন নারী চতু্র্দেশীয় সিরিজ নামেও পরিচিত, ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২৩ সালের এপ্রিল ও মে মাসে নামিবিয়ায় অনুষ্ঠিত হয়।[১] টুর্নামেন্টে স্বাগতিক নামিবিয়ার সঙ্গে অংশগ্রহণ করে উগান্ডা, সংযুক্ত আরব আমিরাতহংকং[২] টুর্নামেন্টে প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের কথা থাকলেও পরবর্তীতে দলটি নিজেদের নাম প্রত্যাহার করে নেয়,[৩] যার পর উগান্ডাকে দলটির স্থলাভিষিক্ত করা হয়।[৪] টুর্নামেন্টের ম্যাচসমূহ ভিন্টহুকের ইউনাইটেড মাঠে অনুষ্ঠিত হয়।[৫]

টুর্নামেন্টের প্রথম ম্যাচটি নামিবিয়া ও হংকং-এর মধ্যে ২৪ এপ্রিল ২০২৩ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু সেদিন বৃষ্টির কারণে ম্যাচটি স্থগিত করা হয়।[৬] পরবর্তীতে ২৮ এপ্রিল ২০২৩ তারিখে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ঘোষিত হয়।[৭]

টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক নামিবিয়াকে পরাজিত করে বিজয়ী হয় উগান্ডা।[৮]

দলীয় সদস্য[সম্পাদনা]

 উগান্ডা[৯]  নামিবিয়া  সংযুক্ত আরব আমিরাত[১০]  হংকং[১১]
  • কনসি আওয়েকো (অধি.)
  • জ্যানেট ম্বাবাজি (সহ-অধি.)
  • আইরিন আলুমো
  • ইমাকুলেট নাকিসুইয়ি
  • এভেলিন আন্‌য়িপো
  • এস্থার ইলোকু (উই.)
  • কেভিন আউইনো (উই.)
  • গ্লোরিয়া ওবুকোর
  • প্যাট্রিসিয়া মালেমিকিয়া
  • প্রসকোভিয়া আলাকো
  • ফিওনা কুলুমে
  • রিতা মুসামালি
  • সারাহ আকিতেং
  • স্টেফানি নাম্পিনা
  • ইরেনে ফন জেইল (অধি.) (উই.)
  • আদ্রি ফন ডের মেরভা
  • ইউরিয়েন ডিরখার্ড্‌ট
  • ইয়াসমিন খান (উই.)
  • উইলকা মোয়াতিলে
  • এডেল ফন জেইল
  • কেইলিন গ্রিন (উই.)
  • ডিটলিন্ড ফুরস্টার
  • নাওমি বেনজামিন
  • বিয়াংকা ম্যানুয়েল
  • ভিক্টোরিয়া হামুনিয়েলা
  • মেকেলায়ে মোয়াতিলে
  • মেরচেরলি গোরাসেস (উই.)
  • সুনে ভিটমান
  • ছায়া মুঘল (অধি.) (উই.)
  • ইশা রোহিত (সহ-অধি.) (উই.)
  • অবনী সুনীল পাতিল
  • অর্চনা সুপ্রিয়া
  • ইন্দুজা নন্দকুমার
  • ঋষিতা রজিত
  • কবিশা কুমারী
  • খুশি শর্মা
  • গীতিকা জ্যোতিষ
  • তীর্থ সতীশ (উই.)
  • বৈষ্ণবী মহেশ
  • রিনিতা রজিত
  • লাবণ্য কেনি
  • সঞ্চিন সিং (উই.)
  • চেন জিয়াইং (অধি.)
  • নাতাশা মাইলস (সহ-অধি.)
  • ইকরা সাহার
  • ইয়াসমিন দাসওয়ানি (উই.)
  • এলিসা হাবার্ড
  • চেন জিয়ামিন
  • ঝাং শাওইং (উই.)
  • দু চি শান
  • মরিয়ম বিবি
  • মারিকো হিল
  • মেরিনা ল্যামপ্লাও
  • রুচিতা ভেংকটেশ
  • শাও মেইহুই
  • শানজিন শাহজাদ (উই.)

উগান্ডা দলে সারাহ ওয়ালাজা ও সুজান কাকাইকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[১২]

রাউন্ড-রবিন[সম্পাদনা]

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 নামিবিয়া (H) ১০ +০.৭৬০
 উগান্ডা −০.০২৪
 সংযুক্ত আরব আমিরাত +০.৬০৪
 হংকং −১.৩৪৫
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

     ফাইনালে উত্তীর্ণ
     ৩য় স্থান নির্ধারণীতে উত্তীর্ণ

সূচি[সম্পাদনা]

২৫ এপ্রিল ২০২৩
০৯:৪৫
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত 
১২০/৬ (২০ ওভার)
 উগান্ডা
৭০ (১৮.৩ ওভার)
তীর্থ সতীশ ৩৯ (৩৫)
আইরিন আলুমো ২/২৮ (৪ ওভার)
কেভিন আউইনো ২১ (৩২)
খুশি শর্মা ৪/৯ (৩ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ৫০ রানে জয়ী
ইউনাইটেড মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: এভাউত লাসেন (নামিবিয়া) ও হেনরিয়েট হুগো (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: খুশি শর্মা (সংযুক্ত আরব আমিরাত)
  • উগান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • খুশি শর্মা (সংযুক্ত আরব আমিরাত) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম হ্যাটট্রিক লাভ করেন।

২৫ এপ্রিল ২০২৩
১৪:৩০
স্কোরকার্ড
নামিবিয়া 
১১৬/৬ (২০ ওভার)
 হংকং
৫৬ (১৮.৪ ওভার)
আদ্রি ফন ডের মেরভা ৪১* (৪০)
মরিয়ম বিবি ৩/২৭ (৪ ওভার)
মারিকো হিল ১১ (১১)
উইলকা মোয়াতিলে ৩/১০ (৪ ওভার)
নামিবিয়া ৬০ রানে জয়ী
ইউনাইটেড মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: এসাউ হাইনেস (নামিবিয়া) ও হেনরিয়েট হুগো (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: উইলকা মোয়াতিলে (নামিবিয়া)
  • হংকং টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৬ এপ্রিল ২০২৩
১৪:৩০
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত 
১৩৯/৫ (২০ ওভার)
 হংকং
১৪০/৯ (২০ ওভার)
ছায়া মুঘল ৫২ (৪৬)
চেন জিয়াইং ২/৩২ (৪ ওভার)
মারিকো হিল ৭৬ (৫০)
ইশা রোহিত ৩/২৯ (৪ ওভার)
হংকং ১ উইকেটে জয়ী
ইউনাইটেড মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: সুসকা লফটি-ইটন (নামিবিয়া) ও হেনরিয়েট হুগো (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: মারিকো হিল (হংকং)
  • হংকং টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৭ এপ্রিল ২০২৩
০৯:৪৫
স্কোরকার্ড
হংকং 
৬৮ (২০ ওভার)
 উগান্ডা
৭২/৭ (১৪ ওভার)
চেন জিয়াইং ১৭ (২৮)
কনসি আওয়েকো ৩/১০ (৪ ওভার)
ফিওনা কুলুমে ১৫* (২১)
চেন জিয়ামিন ২/৭ (৪ ওভার)
উগান্ডা ৩ উইকেটে জয়ী
ইউনাইটেড মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: এভাউত লাসেন (নামিবিয়া) ও সুসকা লফটি-ইটন (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: কনসি আওয়েকো (উগান্ডা)
  • হংকং টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২৭ এপ্রিল ২০২৩
১৪:৩০
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত 
৯৩/৮ (২০ ওভার)
 নামিবিয়া
৯৪/৬ (১৭.২ ওভার)
তীর্থ সতীশ ৩৫ (৩৫)
ইরেনে ফন জেইল ৩/২৪ (৪ ওভার)
আদ্রি ফন ডের মেরভা ৩৩ (৩৪)
বৈষ্ণবী মহেশ ৩/১৪ (৪ ওভার)
নামিবিয়া ৪ উইকেটে জয়ী
ইউনাইটেড মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: এসাউ হাইনেস (নামিবিয়া) ও হেনরিয়েট হুগো (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: কেইলিন গ্রিন (নামিবিয়া)
  • নামিবিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৮ এপ্রিল ২০২৩
০৯:৪৫
স্কোরকার্ড
নামিবিয়া 
১১২/৭ (২০ ওভার)
 হংকং
১০৭ (১৯.৫ ওভার)
সুনে ভিটমান ৫৩ (৪৯)
চেন জিয়ামিন ৩/১৬ (৪ ওভার)
নাতাশা মাইলস ৩১ (৪২)
সুনে ভিটমান ৩/২৯ (৪ ওভার)
নামিবিয়া ৫ রানে জয়ী
ইউনাইটেড মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: এভাউত লাসেন (নামিবিয়া) ও এসাউ হাইনেস (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: সুনে ভিটমান (নামিবিয়া)
  • হংকং টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৯ এপ্রিল ২০২৩
০৯:৪৫
স্কোরকার্ড
উগান্ডা 
১৫৯/৩ (২০ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত
১৩০/৪ (২০ ওভার)
প্রসকোভিয়া আলাকো ৮৫ (৫৫)
ছায়া মুঘল ১/১২ (২ ওভার)
কবিশা কুমারী ৫১ (৫২)
স্টেফানি নাম্পিনা ২/৭ (১ ওভার)
উগান্ডা ২৯ রানে জয়ী
ইউনাইটেড মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: এভাউত লাসেন (নামিবিয়া) ও সুসকা লফটি-ইটন (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: প্রসকোভিয়া আলাকো (উগান্ডা)
  • উগান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২৯ এপ্রিল ২০২৩
১৪:৩০
স্কোরকার্ড
নামিবিয়া 
৯৪ (১৯.৩ ওভার)
 উগান্ডা
৮৬ (১৮.৫ ওভার)
উইলকা মোয়াতিলে ২৩ (৯)
স্টেফানি নাম্পিনা ৪/১৫ (৪ ওভার)
প্যাট্রিসিয়া মালেমিকিয়া ১৬ (১৩)
ইউরিয়েন ডিরখার্ড্‌ট ৩/১৩ (৩.৫ ওভার)
নামিবিয়া ৮ রানে জয়ী
ইউনাইটেড মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: এভাউত লাসেন (নামিবিয়া) ও এসাউ হাইনেস (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: উইলকা মোয়াতিলে (নামিবিয়া)
  • নামিবিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩০ এপ্রিল ২০২৩
০৯:৪৫
স্কোরকার্ড
উগান্ডা 
৯৮ (১৯.২ ওভার)
 হংকং
১০২/২ (১৭.৩ ওভার)
জ্যানেট ম্বাবাজি ২৭ (২৭)
রুচিতা ভেংকটেশ ৩/৮ (৪ ওভার)
নাতাশা মাইলস ৫০* (৫২)
আইরিন আলুমো ২/১৬ (৪ ওভার)
হংকং ৮ উইকেটে জয়ী
ইউনাইটেড মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: এসাউ হাইনেস (নামিবিয়া) ও সুসকা লফটি-ইটন (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: রুচিতা ভেংকটেশ (হংকং)
  • হংকং টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩০ এপ্রিল ২০২৩
১৪:৩০
স্কোরকার্ড
নামিবিয়া 
৭৮/৮ (২০ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত
৫০/৬ (১৪ ওভার)
উইলকা মোয়াতিলে ২৪* (৩০)
ইন্দুজা নন্দকুমার ৩/৭ (৪ ওভার)
ছায়া মুঘল ১১ (১৫)
ইরেনে ফন জেইল ২/৬ (৩ ওভার)
নামিবিয়া ৭ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
ইউনাইটেড মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: এসাউ হাইনেস (নামিবিয়া) ও সুসকা লফটি-ইটন (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: উইলকা মোয়াতিলে (নামিবিয়া)
  • নামিবিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

১ মে ২০২৩
০৯:৪৫
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত 
১৮২/৪ (২০ ওভার)
 হংকং
১১০/৬ (২০ ওভার)
তীর্থ সতীশ ৯৩ (৬০)
চেন জিয়ামিন ২/৩০ (৪ ওভার)
মেরিনা ল্যামপ্লাও ৩৩* (২৬)
ইশা রোহিত ৩/১৯ (৪ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ৭২ রানে জয়ী
ইউনাইটেড মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: এভাউত লাসেন (নামিবিয়া) ও এসাউ হাইনেস (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: তীর্থ সতীশ (সংযুক্ত আরব আমিরাত)
  • হংকং টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১ মে ২০২৩
১৪:৩০
স্কোরকার্ড
নামিবিয়া 
৭৭/৭ (২০ ওভার)
 উগান্ডা
৭৯/৬ (১৮.৪ ওভার)
উইলকা মোয়াতিলে ২৭* (৩৪)
আইরিন আলুমো ২/১০ (৪ ওভার)
কেভিন আউইনো ২৮ (৪৮)
ইরেনে ফন জেইল ৩/১৯ (৪ ওভার)
উগান্ডা ৪ উইকেটে জয়ী
ইউনাইটেড মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: সুসকা লফটি-ইটন (নামিবিয়া) ও হেনরিয়েট হুগো (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: কনসি আওয়েকো (উগান্ডা)
  • নামিবিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বিয়াংকা ম্যানুয়েল (নামিবিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

৩য় স্থান নির্ধারণী[সম্পাদনা]

২ মে ২০২৩
০৯:৪৫
স্কোরকার্ড
ম্যাচ পরিত্যক্ত
ইউনাইটেড মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: এসাউ হাইনেস (নামিবিয়া) ও হেনরিয়েট হুগো (নামিবিয়া)
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

ফাইনাল[সম্পাদনা]

২ মে ২০২৩
১৪:৩০
স্কোরকার্ড
উগান্ডা 
৯৩/৫ (২০ ওভার)
 নামিবিয়া
৯০/৪ (২০ ওভার)
ইমাকুলেট নাকিসুইয়ি ২৬* (২৮)
কেইলিন গ্রিন ৩/২২ (৪ ওভার)
ইয়াসমিন খান ৪০* (৫২)
আইরিন আলুমো ২/৮ (৩ ওভার)
উগান্ডা ৩ রানে জয়ী
ইউনাইটেড মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: এভাউত লাসেন (নামিবিয়া) ও সুসকা লফটি-ইটন (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: স্টেফানি নাম্পিনা (উগান্ডা)
  • উগান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

পরিত্যক্ত ম্যাচ[সম্পাদনা]

টুর্নামেন্টের প্রথম দিনের সূচিতে থাকা এ ম্যাচটির ফলাফল পয়েন্ট তালিকার গণনার জন্য বিবেচনা করা হয়নি।

২৪ এপ্রিল ২০২৩
১৪:৩০
স্কোরকার্ড
ম্যাচ পরিত্যক্ত
ইউনাইটেড মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: এসাউ হাইনেস (নামিবিয়া) ও সুসকা লফটি-ইটন (নামিবিয়া)
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Women's cricket takes centre stage"দ্য নামিবিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২৩ 
  2. "Cricket Namibia to host Capricorn Women Quadrangular in April/May 2023"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৩ 
  3. "Hong Kong squad for the Capricorns Women Quadrangular Series named"চীনা হংকং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০২৩ 
  4. @DNyeko (২৪ এপ্রিল ২০২৩)। "The Victoria Pearls🇺🇬 winning the second edition of the Victoria Women's T20 Series on home soil. @CricketUganda have been invited for the Capricorn Eagles Quadrangular T20 Series" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  5. "All set for thrilling Capricorn Eagles Quadrangular"ক্রিকেট নামিবিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২৩ 
  6. @Kosmos941 (২৪ এপ্রিল ২০২৩)। "The 1st cricket match between the Capricorn Eagles women and Hong Kong, which was due to take place this afternoon, has been postponed due to the rainy weather. This has just been confirmed by Cricket Namibia's PRO Natalia Naujoma" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  7. "RAINY DAY TODAY🌧"ক্রিকেট নামিবিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  8. "Belief, team effort delivered the Capricorn Eagle Quadrangular series for Victoria Pearls"পালস স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ মে ২০২৩ 
  9. "Victoria Pearls head to Namibia for Quadrangular Series"কাওও স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৩ 
  10. "UAE women's squad for Uganda and Namibia T20 tournaments announced"আমিরাত ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৩ 
  11. "Ex-Aussie quick Lawson handed reins of Hong Kong women's team for T20 tournament in Namibia"দক্ষিণ চীন প্রভাতী ডাক (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৩ 
  12. "Our Victoria Pearls Squad to Namibia for the Capricorn Eagles Quadrangular Series"উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ[সম্পাদনা]