২০২২–২৩ কেনিয়া চতুর্দেশীয় সিরিজ
তারিখ | ১৩ ডিসেম্বর ২০২২ – ২১ ডিসেম্বর ২০২২ |
---|---|
তত্ত্বাবধায়ক | ক্রিকেট কেনিয়া |
ক্রিকেটের ধরন | টোয়েন্টি২০ আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | দ্বৈত রাউন্ড-রবিন ও ফাইনাল |
আয়োজক | ![]() |
বিজয়ী | ![]() |
রানার-আপ | ![]() |
অংশগ্রহণকারী দল | ৪টি |
খেলার সংখ্যা | ১৪টি |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | ![]() |
সর্বাধিক রান সংগ্রহকারী | ![]() |
সর্বাধিক উইকেটধারী | ![]() ![]() |
২০২২–২৩ কেনিয়া চতুর্দেশীয় সিরিজ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২২ সালের ডিসেম্বর মাসে কেনিয়ায় অনুষ্ঠিত হয়।[১][২] প্রাথমিকভাবে স্বাগতিক কেনিয়ার সাথে উগান্ডা ও কাতারের অংশগ্রহণে একটি ত্রিদেশীয় সিরিজ হিসেবে প্রতিযোগিতাটি আয়োজিত হওয়ার কথা ছিল।[৩][৪] পরবর্তীতে তানজানিয়ার অংশগ্রহণ নিশ্চিত হলে প্রতিযোগিতাটিকে একটি চতুর্দেশীয় টুর্নামেন্টে রূপান্তর করা হয়।[৫]
টুর্নামেন্টের ফাইনালে কেনিয়াকে পরাজিত করে বিজয়ী হয় উগান্ডা।[৬]
দলীয় সদস্য[সম্পাদনা]
![]() |
![]() |
![]() |
![]() |
---|---|---|---|
কেনিয়া দলে অ্যান ওয়াঞ্জিরা ও জুডিথ আজিয়াম্বোকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[১০]
রাউন্ড-রবিন[সম্পাদনা]
পয়েন্ট তালিকা[সম্পাদনা]
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | এনআরআর |
---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
৬ | ৫ | ১ | ০ | ০ | ১০ | +১.৫৭৯ |
২ | ![]() |
৬ | ৪ | ২ | ০ | ০ | ৮ | +১.৫২২ |
৩ | ![]() |
৫ | ৩ | ২ | ০ | ০ | ৬ | +১.০৮৬ |
৪ | ![]() |
৬ | ০ | ৬ | ০ | ০ | ০ | −৪.৩৮৯ |
ফাইনালে উত্তীর্ণ
৩য় স্থান নির্ধারণীতে উত্তীর্ণ
সূচি[সম্পাদনা]
ব
|
||
ম্যারি মোয়াংগি ১৩ (২১)
এভেলিন আন্য়িপো ১/৯ (২ ওভার) |
প্রসকোভিয়া আলাকো ২৭ (২১)
এস্থার ওয়াচিরা ১/১০ (২ ওভার) |
- উগান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১০ ওভারে খেলা হয়।
ব
|
||
সাউম ম্তে ৩৬ (৩৩)
ফ্লাভিয়া ওধিয়াম্বো ৪/২২ (৪ ওভার) |
কুইন্টর আবেল ৩১ (৩৬)
অ্যাগনেস কোয়েলে ১/১৪ (৪ ওভার) |
- তানজানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- আয়েশা মোহাম্মদি ও শিলা শামতে (তানজানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
শ্রুতিবেন কমলেশভাই রানা ৯ (১৮)
আইরিন আলুমো ৩/৩ (৪ ওভার) |
জ্যানেট ম্বাবাজি ২৩ (২৯)
রোশেল কুইন ২/৫ (২.৩ ওভার) |
- উগান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
ফাতুমা কিবাসু ৫২ (৪৪)
রোশেল কুইন ২/৩০ (৪ ওভার) |
আয়েশা মোহাম্মদ ২৮ (২১)
নাসরা সাইদি ২/১২ (৪ ওভার) |
- তানজানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
হুদা ওমরি ২৫ (৩৩)
সারাহ আকিতেং ১/৮ (৪ ওভার) |
জ্যানেট ম্বাবাজি ১৭ (১৯)
নাসরা সাইদি ২/১৩ (৩.৪ ওভার) |
- উগান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
আয়েশা মোহাম্মদ ১২ (১৬)
কুইন্টর আবেল ৩/৪ (৪ ওভার) |
কুইন্টর আবেল ২১* (১৮)
সাবিজা আদিয়েরি পনায়ন ১/২৩ (২.৫ ওভার) |
- কাতার টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- লাবণ্য পিল্লাই (কাতার)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
হুদা ওমরি ২৯ (৩০)
সারাহ আকিতেং ২/১৫ (৩ ওভার) |
জ্যানেট ম্বাবাজি ৩৩ (৩৭)
অ্যাগনেস কোয়েলে ৩/১৪ (৪ ওভার) |
- উগান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- জোসেফিন উলরিক (তানজানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
ভেনাসা ওকো ৪৮ (২৮)
রোশেল কুইন ২/৩৬ (৪ ওভার) |
আয়েশা মোহাম্মদ ৩০ (৩৩)
মার্সি আহোনো ২/৬ (২ ওভার) |
- কেনিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- মার্সি আহোনো (কেনিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
ম্যারি মোয়াংগি ৩১ (৩৮)
জ্যানেট ম্বাবাজি ১/১০ (৪ ওভার) |
প্রসকোভিয়া আলাকো ৩৮ (৩১)
ফ্লাভিয়া ওধিয়াম্বো ৩/২০ (৪ ওভার) |
- উগান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
ফাতুমা কিবাসু ১০১* (৬২)
হিরল আগরওয়াল ১/৩১ (৪ ওভার) |
শাহরিননওয়াব বাহাদুর ৩০ (৩৩)
পেরিস কামুনিয়া ২/৯ (৪ ওভার) |
- তানজানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- সাররিনা আহমেদ (কাতার) ও রহিমা ইয়াহিয়া (তানজানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
সাচি ধাড়ওয়াল ৫১* (৬৫)
জ্যানেট ম্বাবাজি ৩/২০ (৪ ওভার) |
জ্যানেট ম্বাবাজি ৩৪ (১৯)
আলিনা খান ১/১৩ (১.৪ ওভার) |
- কাতার টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- দেবানন্দ কবিণিশ্শেরি (কাতার)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
শুফা মোহাম্মদি ৩৬ (৩৮)
ম্যারি মোয়াংগি ২/১৫ (৪ ওভার) |
ভেরোনিকা আবুগা ৫৬ (৪৯)
পেরিস কামুনিয়া ৩/১৬ (৩.৪ ওভার) |
- তানজানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
৩য় স্থান নির্ধারণী[সম্পাদনা]
ব
|
||
ফাতুমা কিবাসু ৩০ (২৯)
আয়েশা মোহাম্মদ ৩/২৬ (৪ ওভার) |
আয়েশা মোহাম্মদ ৩৬ (২৮)
জোসেফিন উলরিক ২/১৪ (৪ ওভার) |
- তানজানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ফাইনাল[সম্পাদনা]
ব
|
||
ডেইজি ঞ্জোরোগে ২১ (১৭)
এভেলিন আন্য়িপো ৩/১২ (৩.২ ওভার) |
প্রসকোভিয়া আলাকো ৩০ (১৩)
ম্যারি মোয়াংগি ৩/১৫ (৪ ওভার) |
- কেনিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Victoria Pearls to regroup ahead of Kenya Women's Tri-series"। মোবাইল টেলিফোন নেটওয়ার্ক স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০২২।
- ↑ "Cricket Kenya to host Women's Quadrangular T20I series in December 2022"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২২।
- ↑ "Victoria Pearls stars return ahead of Kenya Tour"। কাওও স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০২২।
- ↑ "Consy Aweko to lead Victoria Pearls in T20 series in Nairobi"। মোবাইল টেলিফোন নেটওয়ার্ক স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০২২।
- ↑ "Tanzania joins T20I series to face Kenya, Uganda and Qatar"। মোবাইল টেলিফোন নেটওয়ার্ক স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২২।
- ↑ "Victoria Pearls win Kenya Women's T20 Tournament"। কাওও স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২২।
- ↑ "Experienced Victoria Pearls squad named for Kenya Tri-Series"। কাওও স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০২২।
- ↑ "Qatar women's Squad for Kenya Tour announced"। কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ "All systems go as Kenya name squad for Tri-Series tournament"। ক্যাপিটাল স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২২।
- ↑ "Queentor to lead team Kenya during Quadrangular T20I series"। মোবাইল টেলিফোন নেটওয়ার্ক স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২২।