২০২২–২৩ স্পেন ত্রিদেশীয় সিরিজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২–২৩ স্পেন ত্রিদেশীয় সিরিজ
তারিখ৪ নভেম্বর ২০২২ – ৬ নভেম্বর ২০২২
স্থানস্পেন
ফলাফল জার্মানি সিরিজে জয়ী
সিরিজ সেরা খেলোয়াড়ইতালি গ্র্যান্ট স্টুয়ার্ট
দলসমূহ
 ইতালি  জার্মানি  স্পেন
অধিনায়কবৃন্দ
জান-পিয়েরো মিড ভেংকটরমণ গণেশন[টীকা ১] ক্রিস্টিয়ান মুনিয়োস-মিলস
সর্বাধিক রান
গ্র্যান্ট স্টুয়ার্ট (১৯৭) তালহা খান (১৪১) মোহাম্মদ কামরান (৭৮)
সর্বাধিক উইকেট
দামিথ বর্ণকুলসূর্য (৬) মুসলিম ইয়ার আশরাফ (৬)
ডিলান ব্লিগনট (৬)
গোলাম আহমদি (৬)
ইয়াসির আলি (৪)
রাজা আদিল ইকবাল (৪)
মোহাম্মদ কামরান (৪)

২০২২–২৩ স্পেন ত্রিদেশীয় সিরিজ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট সিরিজ যেটি ২০২২ সালের নভেম্বর মাসে স্পেনে অনুষ্ঠিত হয়।[১] সিরিজে স্বাগতিক স্পেনের সাথে অংশগ্রহণ করে ইতালিজার্মানি[২] সিরিজের সব ম্যাচ আলমেরিয়া প্রদেশের ডেজার্ট স্প্রিংস ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।[৩] সিরিজে বিজয়ী হয় জার্মানি।

দলীয় সদস্য[সম্পাদনা]

 ইতালি[৪]  জার্মানি[৫]  স্পেন[১]
  • জান-পিয়েরো মিড (অধি.) (উই.)
  • অচিন্ত বর্ণকুলসূর্য
  • অনমোলদীপ সিং
  • অনিক আহমেদ
  • আলি হাসান
  • ওয়ালিদ রানা
  • কৃশান কালুগামাগে
  • গুরপ্রীত সিং
  • গ্র্যান্ট স্টুয়ার্ট
  • দামিথ বর্ণকুলসূর্য
  • দিনুকা সমরবিক্রম
  • পতিরগে সদেব (উই.)
  • বীরমুণ্ডগে ফার্নান্দো
  • মার্কাস কাম্পোপিয়ানো
  • ভেংকটরমণ গণেশন (অধি.)
  • আবদুল-শুকুর রহিমজাই
  • ওয়াল্টার বের
  • গোলাম আহমদি
  • জশুয়া ফন হেরডেন
  • জাস্টিন ব্রড
  • ডিটার ক্লাইন
  • ডিলান ব্লিগনট
  • তালহা খান
  • ফয়সাল বিন মোবাশির
  • ফায়াজ খান
  • বিষ্ণু ভারতী
  • মাইকেল রিচার্ডসন (উই.)
  • মুসলিম ইয়ার আশরাফ
  • শচীন গঙ্গারেড্ডি (উই.)
  • সাহির নাকাশ
  • ক্রিস্টিয়ান মুনিয়োস-মিলস (অধি.)
  • ইয়াসির আলি (সহ-অধি.)
  • অ্যাডাম অ্যালগার (উই.)
  • আতিফ মাহমুদ
  • চার্লি রুমিস্তশেভিচ
  • ড্যানিয়েল ডয়েল-কাইয়ে (উই.)
  • প্রিন্স ধীমান
  • মোহাম্মদ আতিফ
  • মোহাম্মদ ইয়াসিন
  • মোহাম্মদ ইহসান (উই.)
  • মোহাম্মদ কামরান
  • রবি পাঞ্চাল
  • রাজা আদিল ইকবাল
  • লর্ন বার্নস
  • হামজা দার

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 জার্মানি +১.২৫১
 স্পেন −০.৬৬৮
 ইতালি −০.৬৬৩

     চ্যাম্পিয়ন

সূচি[সম্পাদনা]

৪ নভেম্বর ২০২২
১০:০০
স্কোরকার্ড
ইতালি 
১০৭ (২০ ওভার)
বনাম
 জার্মানি
১০৯/০ (১৩.৫ ওভার)
গ্র্যান্ট স্টুয়ার্ট ৫৪ (৪০)
মুসলিম ইয়ার আশরাফ ৩/৯ (৪ ওভার)
তালহা খান ৬৯* (৫৯)
জার্মানি ১০ উইকেটে জয়ী
ডেজার্ট স্প্রিংস ক্রিকেট মাঠ, পালোমারেস
আম্পায়ার: অ্যান্ড্রু এলিয়ট (ইংল্যান্ড) ও আদনান খান (স্পেন)
ম্যাচ সেরা খেলোয়াড়: মুসলিম ইয়ার আশরাফ (জার্মানি)
  • ইতালি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অনমোলদীপ সিং, অনিক আহমেদ, গুরপ্রীত সিং, দিনুকা সমরবিক্রম, পতিরগে সদেব (ইতালি) ও জশুয়া ফন হেরডেন (জার্মানি)-এর টি২০আই অভিষেক হয়।

৪ নভেম্বর ২০২২
১৪:০০
স্কোরকার্ড
ইতালি 
১৪৬/৬ (২০ ওভার)
বনাম
 জার্মানি
১৪৯/২ (১৭.২ ওভার)
গ্র্যান্ট স্টুয়ার্ট ৭৬ (৩৩)
বিষ্ণু ভারতী ২/১৪ (৪ ওভার)
জাস্টিন ব্রড ৫২ (৩৫)
অচিন্ত বর্ণকুলসূর্য ১/১৭ (২.২ ওভার)
জার্মানি ৮ উইকেটে জয়ী
ডেজার্ট স্প্রিংস ক্রিকেট মাঠ, পালোমারেস
আম্পায়ার: আদনান খান (স্পেন) ও নীলকেশ প্যাটেল (স্পেন)
ম্যাচ সেরা খেলোয়াড়: জাস্টিন ব্রড (জার্মানি)
  • ইতালি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অচিন্ত বর্ণকুলসূর্য, ওয়ালিদ রানা ও বীরমুণ্ডগে ফার্নান্দো (ইতালি)-এর টি২০আই অভিষেক হয়।

৫ নভেম্বর ২০২২
১০:০০
স্কোরকার্ড
ইতালি 
১৬১/৪ (২০ ওভার)
বনাম
 স্পেন
১৬৫/৬ (১৯ ওভার)
গ্র্যান্ট স্টুয়ার্ট ৪৮ (২৬)
লর্ন বার্নস ২/২৭ (৪ ওভার)
ইয়াসির আলি ৪৩ (৪০)
অনিক আহমেদ ২/৩১ (৪ ওভার)
স্পেন ৪ উইকেটে জয়ী
ডেজার্ট স্প্রিংস ক্রিকেট মাঠ, পালোমারেস
আম্পায়ার: অ্যান্ড্রু এলিয়ট (ইংল্যান্ড) ও আদনান খান (স্পেন)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইয়াসির আলি (স্পেন)
  • ইতালি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ ইহসান ও প্রিন্স ধীমান (স্পেন)-এর টি২০আই অভিষেক হয়।

৫ নভেম্বর ২০২২
১৪:০০
স্কোরকার্ড
জার্মানি 
১৩১/৭ (২০ ওভার)
বনাম
 স্পেন
৯৫ (১৯ ওভার)
তালহা খান ২৭ (২৬)
চার্লি রুমিস্তশেভিচ ৩/১৮ (৪ ওভার)
ক্রিস্টিয়ান মুনিয়োস-মিলস ১৮ (২২)
বিষ্ণু ভারতী ২/১৪ (৪ ওভার)
জার্মানি ৩৬ রানে জয়ী
ডেজার্ট স্প্রিংস ক্রিকেট মাঠ, পালোমারেস
আম্পায়ার: অ্যান্ড্রু এলিয়ট (ইংল্যান্ড) ও নীলকেশ প্যাটেল (স্পেন)
ম্যাচ সেরা খেলোয়াড়: জশুয়া ফন হেরডেন (জার্মানি)
  • স্পেন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৬ নভেম্বর ২০২২
১০:০০
স্কোরকার্ড
স্পেন 
১৩২/৭ (২০ ওভার)
বনাম
 জার্মানি
১২৭/৬ (২০ ওভার)
হামজা দার ৩৬ (৩১)
গোলাম আহমদি ২/২০ (৪ ওভার)
মাইকেল রিচার্ডসন ৩৩ (৩৭)
রাজা আদিল ইকবাল ৩/১৮ (৪ ওভার)
স্পেন ৫ রানে জয়ী
ডেজার্ট স্প্রিংস ক্রিকেট মাঠ, পালোমারেস
আম্পায়ার: অ্যান্ড্রু এলিয়ট (ইংল্যান্ড) ও নীলকেশ প্যাটেল (স্পেন)
ম্যাচ সেরা খেলোয়াড়: রাজা আদিল ইকবাল (স্পেন)
  • জার্মানি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৬ নভেম্বর ২০২২
১৪:০০
স্কোরকার্ড
ইতালি 
১৬০/৩ (২০ ওভার)
বনাম
 স্পেন
১২৭ (১৭ ওভার)
মার্কাস কাম্পোপিয়ানো ৮৭* (৫৭)
ইয়াসির আলি ১/১৯ (৪ ওভার)
মোহাম্মদ কামরান ৫২ (৩৩)
আলি হাসান ৩/৯ (৩ ওভার)
ইতালি ৩৩ রানে জয়ী
ডেজার্ট স্প্রিংস ক্রিকেট মাঠ, পালোমারেস
আম্পায়ার: আদনান খান (স্পেন) ও নীলকেশ প্যাটেল (স্পেন)
ম্যাচ সেরা খেলোয়াড়: মার্কাস কাম্পোপিয়ানো (ইতালি)
  • ইতালি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

টীকা[সম্পাদনা]

  1. মাইকেল রিচার্ডসন জার্মানির প্রতিটি ম্যাচে জার্মানির অধিনায়কত্ব করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "SPAIN TO PLAY T20I TRI-SERIES WITH ITALY AND GERMANY"ক্রিকেট এস্পানিয়া (ইংরেজি ভাষায়)। ২৮ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০২২ 
  2. "Desert Springs to host international double"ইমার্জিং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০২২ 
  3. "Cricket Spain to host Men's T20 International Tri-series in November"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২২ 
  4. "Triangolare per la Nazionale Maschile: l'Italia sfiderà Germania e Spagna dal 4 al 6 novembre"ইতালীয় ক্রিকেট ফেডারেশন (ইতালীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০২২ 
  5. @Cricket_Germany (২৫ অক্টোবর ২০২২)। "Squad Announcement: Our men's national team are travelling to Spain next week for a four match triseries against Italy and Spain at Desert Springs Cricket. All matches will be streamed live on the European Cricket Network" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ[সম্পাদনা]