২০২২–২৩ আইল অব ম্যান পুরুষ ক্রিকেট দলের স্পেন সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২–২৩ আইল অব ম্যান পুরুষ ক্রিকেট দলের স্পেন সফর
 
  স্পেন আইল অব ম্যান
তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৩ – ২৬ ফেব্রুয়ারি ২০২৩
অধিনায়ক ক্রিস্টিয়ান মুনিয়োস-মিলস ম্যাথিউ অ্যানসেল
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৬ ম্যাচের সিরিজে স্পেন ৫–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান মোহাম্মদ ইহসান (২৫৭) অ্যাডাম ম্যাকঅলে (৮৯)
সর্বাধিক উইকেট মোহাম্মদ কামরান (১০) জোসেফ বারোজ (৬)

আইল অব ম্যান পুরুষ ক্রিকেট দল ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ছয়টি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য স্পেন সফর করে।[১] ২০২৩ সালের জানুয়ারি মাসে সফরের সূচি নিশ্চিত করা হয়।[২] সিরিজের সবগুলো ম্যাচ মুর্সিয়া অঞ্চলের লা মাংগা ক্লাবে অনুষ্ঠিত হয়।[৩] সিরিজে স্পেন ৫–০ ব্যবধানে জয়ী হয়।[৪][৫]

দলীয় সদস্য[সম্পাদনা]

 স্পেন[৬]  আইল অব ম্যান[৭]
  • ক্রিস্টিয়ান মুনিয়োস-মিলস (অধি.)
  • অ্যাডাম অ্যালগার (উই.)
  • আওয়াইস আহমেদ (উই.)
  • আতিফ মাহমুদ
  • আমির হামজা
  • ইয়াসির আলি
  • চার্লি রুমিস্তশেভিচ
  • টম ভাইন
  • ড্যানিয়েল ডয়েল-কাইয়ে (উই.)
  • প্রিন্স ধীমান
  • মোহাম্মদ ইয়াসিন
  • মোহাম্মদ ইহসান (উই.)
  • মোহাম্মদ কামরান
  • রবি খান
  • রবি পাঞ্চাল
  • লর্ন বার্নস
  • সৈয়দ শাফাআত আলি
  • হামজা দার
  • ম্যাথিউ অ্যানসেল (অধি.)
  • অ্যাডাম ম্যাকঅলে
  • এডওয়ার্ড ওয়াকার
  • এডওয়ার্ড বিয়ার্ড
  • কার্ল হার্টমান (উই.)
  • কিরান কট
  • ক্রিশ্চিয়ান ওয়েবস্টার (উই.)
  • ক্রিস্টোফার ল্যাংফোর্ড
  • জর্জ বারোজ
  • জেকব বাটলার
  • জোসেফ বারোজ
  • ডলিন ইয়ানসেন
  • নাথান নাইটস
  • ফ্রেজার ক্লার্ক
  • লুক ওয়ার্ড

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

২৪ ফেব্রুয়ারি ২০২৩
১০:০০
স্কোরকার্ড
স্পেন 
১৭৭/৩ (২০ ওভার)
 আইল অব ম্যান
৯৬ (১৭.২ ওভার)
মোহাম্মদ ইহসান ১০২* (৫৯)
জোসেফ বারোজ ৩/৪১ (৪ ওভার)
অ্যাডাম ম্যাকঅলে ৩০ (৩৩)
ড্যানিয়েল ডয়েল-কাইয়ে ২/১৩ (২ ওভার)
স্পেন ৮১ রানে জয়ী
লা মাংগা ক্লাব নিচ মাঠ, আতামারিয়া
আম্পায়ার: গর্ডন অ্যাশফোর্ড (স্পেন) ও ড্যারিন ক্লার্ক (স্পেন)
ম্যাচ সেরা খেলোয়াড়: মোহাম্মদ ইহসান (স্পেন)
  • স্পেন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আমির হামজা, সৈয়দ শাফাআত আলি (স্পেন) ও ফ্রেজার ক্লার্ক (আইল অব ম্যান)-এর টি২০আই অভিষেক হয়।
  • মোহাম্মদ ইহসান (স্পেন) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।

২য় টি২০আই[সম্পাদনা]

২৪ ফেব্রুয়ারি ২০২৩
১৪:১৫
স্কোরকার্ড
স্পেন 
১৫১/৩ (১৬.৪ ওভার)
ড্যানিয়েল ডয়েল-কাইয়ে ৩৯* (১৯)
জেকব বাটলার ২/২৯ (৩ ওভার)
ফলাফল হয়নি
লা মাংগা ক্লাব নিচ মাঠ, আতামারিয়া
আম্পায়ার: গর্ডন অ্যাশফোর্ড (স্পেন) ও মার্ক চ্যাপেল (স্পেন)
  • স্পেন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
  • এডওয়ার্ড ওয়াকার (আইল অব ম্যান)-এর টি২০আই অভিষেক হয়।

৩য় টি২০আই[সম্পাদনা]

২৫ ফেব্রুয়ারি ২০২৩
১০:০০
স্কোরকার্ড
আইল অব ম্যান 
৬৬ (১৫.১ ওভার)
 স্পেন
৭০/২ (৭.১ ওভার)
অ্যাডাম ম্যাকঅলে ২৯ (৩১)
চার্লি রুমিস্তশেভিচ ৪/২৪ (৪ ওভার)
মোহাম্মদ ইহসান ২৮ (১৪)
জোসেফ বারোজ ২/২৮ (৩.১ ওভার)
স্পেন ৮ উইকেটে জয়ী
লা মাংগা ক্লাব নিচ মাঠ, আতামারিয়া
আম্পায়ার: ড্যারিন ক্লার্ক (স্পেন) ও মার্ক চ্যাপেল (স্পেন)
ম্যাচ সেরা খেলোয়াড়: চার্লি রুমিস্তশেভিচ (স্পেন)
  • আইল অব ম্যান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ক্রিশ্চিয়ান ওয়েবস্টার (আইল অব ম্যান)-এর টি২০আই অভিষেক হয়।

৪র্থ টি২০আই[সম্পাদনা]

২৫ ফেব্রুয়ারি ২০২৩
১৪:১৫
স্কোরকার্ড
আইল অব ম্যান 
১১৬/৮ (২০ ওভার)
 স্পেন
১২০/৪ (১৫.১ ওভার)
এডওয়ার্ড বিয়ার্ড ৩৩ (৩২)
মোহাম্মদ কামরান ৫/৯ (৪ ওভার)
ক্রিস্টিয়ান মুনিয়োস-মিলস ৩০* (২২)
ফ্রেজার ক্লার্ক ২/১৪ (৩ ওভার)
স্পেন ৬ উইকেটে জয়ী
লা মাংগা ক্লাব নিচ মাঠ, আতামারিয়া
আম্পায়ার: ড্যারিন ক্লার্ক (স্পেন) ও মার্ক চ্যাপেল (স্পেন)
ম্যাচ সেরা খেলোয়াড়: মোহাম্মদ কামরান (স্পেন)
  • আইল অব ম্যান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • রবি খান (স্পেন)-এর টি২০আই অভিষেক হয়।
  • মোহাম্মদ কামরান (স্পেন) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।

৫ম টি২০আই[সম্পাদনা]

২৬ ফেব্রুয়ারি ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
আইল অব ম্যান 
১৩২/৮ (২০ ওভার)
 স্পেন
১৩৫/৩ (১২.৩ ওভার)
ক্রিশ্চিয়ান ওয়েবস্টার ৪১ (২০)
সৈয়দ শাফাআত আলি ৫/৩১ (৪ ওভার)
সৈয়দ শাফাআত আলি ৫১ (২৩)
জেকব বাটলার ২/২৪ (৩.৩ ওভার)
স্পেন ৭ উইকেটে জয়ী
লা মাংগা ক্লাব নিচ মাঠ, আতামারিয়া
আম্পায়ার: ড্যারিন ক্লার্ক (স্পেন) ও মার্ক চ্যাপেল (স্পেন)
ম্যাচ সেরা খেলোয়াড়: সৈয়দ শাফাআত আলি (স্পেন)
  • স্পেন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সৈয়দ শাফাআত আলি (স্পেন) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।

৬ষ্ঠ টি২০আই[সম্পাদনা]

২৬ ফেব্রুয়ারি ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
আইল অব ম্যান 
১০ (৮.৪ ওভার)
 স্পেন
১৩/০ (০.২ ওভার)
জোসেফ বারোজ ৪ (৭)
মোহাম্মদ কামরান ৪/৪ (৪ ওভার)
আওয়াইস আহমেদ ১২* (৩)
স্পেন ১০ উইকেটে জয়ী
লা মাংগা ক্লাব নিচ মাঠ, আতামারিয়া
আম্পায়ার: ড্যারিন ক্লার্ক (স্পেন) ও মার্ক চ্যাপেল (স্পেন)
ম্যাচ সেরা খেলোয়াড়: আতিফ মাহমুদ (স্পেন)
  • স্পেন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • লুক ওয়ার্ড (আইল অব ম্যান)-এর টি২০আই অভিষেক হয়।
  • মোহাম্মদ কামরান প্রথম স্পেনীয় ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে হ্যাটট্রিক লাভ করেন।
  • আইল অব ম্যানের ইনিংসটি ছিল পুরুষ টি২০আই ক্রিকেটে যেকোনও দলের হয়ে সর্বনিম্ন রানের ইনিংস।[৮][৯]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "CRICKET: IOM Men's team to take on Spain in T201 series"ম্যান্‌ক্স রেডিও (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২৩ 
  2. "BI-LATERAL SERIES BETWEEN SPAIN AND THE ISLE OF MAN CONFIRMED"ক্রিকেট এস্পানিয়া (ইংরেজি ভাষায়)। ৩১ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২৩ 
  3. "Cricketers head to Spain next month"আইল অব ম্যান টুডে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২৩ 
  4. "Isle of Man bowled out for 10, lowest total in men's T20Is"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৩ 
  5. "Cricket: Isle of Man set unwanted world record in Spain defeat"আইল অব ম্যান টুডে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৩ 
  6. "Isle of Man Men's team to tour Spain for T20I series in February 2023"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২৩ 
  7. "Men's squad released for IOM Cricket's first international outing of 2023"ম্যান্‌ক্স রেডিও (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২৩ 
  8. "Spain smash T20I records in two-ball chase against Isle of Man"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২৩ 
  9. "১০ রানে অলআউট, টি-টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন স্কোরের বিশ্ব রেকর্ড"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]