২০২২–২৩ স্পেন পঞ্চদেশীয় সিরিজ
তারিখ | ১১ নভেম্বর ২০২২ – ১৪ নভেম্বর ২০২২ |
---|---|
তত্ত্বাবধায়ক | ক্রিকেট এস্পানিয়া |
ক্রিকেটের ধরন | টোয়েন্টি২০ আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন |
আয়োজক | ![]() |
বিজয়ী | ![]() |
রানার-আপ | ![]() |
অংশগ্রহণকারী দল | ৫টি |
খেলার সংখ্যা | ১২টি |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | ![]() |
সর্বাধিক রান সংগ্রহকারী | ![]() |
সর্বাধিক উইকেটধারী | ![]() |
২০২২–২৩ স্পেন পঞ্চদেশীয় সিরিজ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২২ সালের নভেম্বর মাসে স্পেনে অনুষ্ঠিত হয়।[১] টুর্নামেন্টে স্বাগতিক স্পেনের সাথে অংশগ্রহণ করে আইল অব ম্যান, ইতালি, নরওয়ে ও সুইডেন।[২] টুর্নামেন্টের সব ম্যাচ আলমেরিয়া প্রদেশের ডেজার্ট স্প্রিংস ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।[৩] এ টুর্নামেন্টেই আইল অব ম্যান নিজেদের প্রথম আনুষ্ঠানিক নারী টি২০আই ম্যাচ খেলে।[৪]
টুর্নামেন্টটিতে রাউন্ড-রবিন পর্বের পর প্রাথমিকভাবে একটি ৩য় স্থান নির্ধারণী ম্যাচ ও একটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু রাউন্ড-রবিন পর্বের প্রথম দুটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সব দলের সমান সংখ্যক খেলা নিশ্চিত করার জন্য ৩য় স্থান নির্ধারণী ও ফাইনাল ম্যাচের পরিবর্তে পরিত্যক্ত ম্যচদ্বয় পুনরায় খেলা হয়।[৫]
টুর্নামেন্টে নিজেদের সব ম্যাচে জয়ী হয় চ্যাম্পিয়ন হয় ইতালি।[৬]
দলীয় সদস্য[সম্পাদনা]
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
---|---|---|---|---|
পয়েন্ট তালিকা[সম্পাদনা]
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | এনআরআর |
---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
৪ | ৪ | ০ | ০ | ০ | ৮ | +৪.০০৪ |
২ | ![]() |
৪ | ৩ | ১ | ০ | ০ | ৬ | −০.০৫২ |
৩ | ![]() |
৪ | ২ | ২ | ০ | ০ | ৪ | +০.১৮০ |
৪ | ![]() |
৪ | ১ | ৩ | ০ | ০ | ২ | −০.৬৭৬ |
৫ | ![]() |
৪ | ০ | ৪ | ০ | ০ | ০ | −৩.৮৪৮ |
চ্যাম্পিয়ন
সূচি[সম্পাদনা]
ব
|
||
দিলাইশা নানায়ক্কার ৩৩ (৩১)
পূজা কুমারী ২/২৩ (৪ ওভার) |
রম্য ইমাদি ৯ (২২)
কুমুডু পেডরিক ৩/৮ (৩.৪ ওভার) |
- ইতালি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- এমিলিয়া বারট্রাম, সেরেনা বর্ণকুলসূর্য (ইতালি), বিজেয়াতা কুমারী, মিরাব রাজওয়ান, লোপামুদ্রা ও সাগনা কুনারত্নম (নরওয়ে)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
সাগনা কুনারত্নম ৪* (৩৯)
ক্যাথেরিন পেরি ৩/১৩ (৩ ওভার) |
কিম কার্নি ২৪* (১২)
|
- আইল অব ম্যান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- আলানিয়া থর্প, এলান ক্লিটর, কিম কার্নি, ক্যাথেরিন পেরি, ক্লেয়ার ক্রো, জোঅ্যান হিকস, ড্যানিয়েল মার্ফি, রেবেকা করকিট, রেবেকা কর্কিশ, র্যাচেল ওভারম্যান, লুসি বার্নেট (আইল অব ম্যান) ও রক্ষা সমীপ (নরওয়ে)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
চতুরিকা মহামালাগে ৪১ (৫১)
সিয়েনা লিনডেন ২/৩৩ (৪ ওভার) |
ইমান আসিম ১২ (২০)
কুমুডু পেডরিক ২/২ (১.৫ ওভার) |
- ইতালি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- ইমালি জয়সূর্য (সুইডেন)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
এলান ক্লিটর ৩৬ (৩১)
পায়েল চিলোংগিয়া ২/৮ (৩ ওভার) |
নাওমি হিলম্যান-বেরেহো ৪১* (৩৪)
লুসি বার্নেট ১/৭ (৩ ওভার) |
- স্পেন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- আলোকস্বল্পতার কারণে আর খেলা সম্ভব হয়নি।
- নাওমি হিলম্যান-বেরেহো, পায়েল চিলোংগিয়া (স্পেন), আন্দ্রেয়া লিটলজনস, কিরা বিউক্যান ও জেসমিন পুলেন (আইল অব ম্যান)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
নাওমি হিলম্যান-বেরেহো ৪৩ (৪২)
ফারিয়াল জিয়া সফদার ২/২১ (৪ ওভার) হিনা হুসেইন ২/২১ (৪ ওভার) |
আয়েশা হাসান ৩৩ (৪৭)
পায়েল চিলোংগিয়া ৩/১৭ (৪ ওভার) |
- নরওয়ে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- অনন্যা রৌতেলা ও মাহনুর আকরাম (নরওয়ে)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
লুসি বার্নেট ৬৪ (৬৪)
শ্যারন ভিথানাগে ৩/৫ (৪ ওভার) |
কুমুডু পেডরিক ২৭ (২৮)
আলানিয়া থর্প ২/১১ (৩ ওভার) |
- আইল অব ম্যান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
সিংনে লুন্ডেল ২৬ (২৫)
রম্য ইমাদি ৩/২২ (৪ ওভার) |
আয়েশা হাসান ২৯ (৪৯)
আনিয়া বৈদ্য ২/১৬ (৩ ওভার) |
- নরওয়ে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
নাওমি হিলম্যান-বেরেহো ৪৭* (৪২)
আনিয়া বৈদ্য ২/১৭ (৩ ওভার) |
আনিয়া বৈদ্য ১৫ (১৯)
অ্যামি ব্রাউন-কারেরা ২/৯ (৪ ওভার) |
- সুইডেন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
শ্যারন ভিথানাগে ৫১ (৫৬)
উসওয়া সৈয়দ ১/১৩ (৪ ওভার) |
নাওমি হিলম্যান-বেরেহো ২১* (৩৪)
কুমুডু পেডরিক ২/৬ (৩ ওভার) |
- ইতালি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
কিরা বিউক্যান ৯ (৫)
গুঞ্জন শুক্লা ৫/৭ (৩ ওভার) |
কাঞ্চন রানা ১৪ (১৫)
লুসি বার্নেট ১/১২ (২.৫ ওভার) |
- সুইডেন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- এলসা থেলান্ডের (সুইডেন)-এর টি২০আই অভিষেক হয়।
- গুঞ্জন শুক্লা প্রথম সুইডীয় ক্রিকেটার হিসেবে নারী টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।
পরিত্যক্ত ম্যাচ[সম্পাদনা]
টুর্নামেন্টের প্রথম দিনের সূচিতে থাকা এ ম্যাচদ্বয়ের ফলাফল পয়েন্ট তালিকার গণনার জন্য বিবেচনা করা হয়নি।
ব
|
||
- টস হয়নি।
- বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Spain to host Sweden, Norway, Italy and Isle of Man Women's Team in November"। ফিমেল ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Cricket Spain to host Women's T20I tournament at Desert Springs in November 2022"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২২।
- ↑ "Cricket Spain Women's Pentangular Series"। ডেজার্ট স্প্রিংস রিসোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২২।
- ↑ "Desert Springs to host international double"। ইমার্জিং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০২২।
- ↑ @cricket_jon (১৪ নভেম্বর ২০২২)। "Can confirm the abandoned games are being replayed on Monday. No play offs" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- ↑ @Emerging_96 (১৪ নভেম্বর ২০২২)। "Kudos to @Cricket_Espana and @DSCricketSpain for hosting the 5-nation WT20I series. Congratulations to @FedCricket Women's team on remaining unbeaten in 4 games, followed by Spain Women's team & @Swedish_Cricket Women's team. For many, a first time experience of playing on turf" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- ↑ "Congratulations to the following 15 players led by captain Clare Crowe selected for the IOMCA Women's National Team squad for the T20I multi nation tournament in Spain.🇮🇲🏏"। আইল অব ম্যান ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ "Women's side to make international debut in Spain"। আইল অব ম্যান টুডে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২২।
- ↑ "La Nazionale Femminile disputerà il torneo a 5 Women's T20 International Desert Springs tra il 10 e il 14 novembre"। ইতালীয় ক্রিকেট ফেডারেশন (ইতালীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০২২।
- ↑ "2022 Womens Squad Spain T20I"। নরওয়েজীয় ক্রিকেট ফেডারেশন (নরওয়েজীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২২।
- ↑ "WNT Squad Announcement"। সুইডীয় ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ "SPAIN TO HOST PENTAGONAL WOMEN'S TOURNAMENT AT DESERT SPRINGS"। ক্রিকেট এস্পানিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২২।