২০২২–২৩ বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের সংযুক্ত আরব আমিরাত সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২–২৩ বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের সংযুক্ত আরব আমিরাত সফর
 
  সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ
তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২২ – ২৭ সেপ্টেম্বর ২০২২
অধিনায়ক চুণ্টঙ্গপোয়িল রিজওয়ান নুরুল হাসান
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে বাংলাদেশ ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান চুণ্টঙ্গপোয়িল রিজওয়ান (৫৬) আফিফ হোসেন (৯৫)
সর্বাধিক উইকেট আয়ান আফজাল খান (৩)
কার্তিক মেইয়াপ্পান (৩)
শরিফুল ইসলাম (৩)
মেহেদী হাসান মিরাজ (৩)

বাংলাদেশ ক্রিকেট দল ২০২২ সালের সেপ্টেম্বর মাসে দুটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য সংযুক্ত আরব আমিরাত সফর করে।[১] সিরিজটি উভয় দলের জন্য ২০২২ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[২][৩] সিরিজে বাংলাদেশ ২–০ ব্যবধানে জয়লাভ করে।[৪]

দলীয় সদস্য[সম্পাদনা]

 সংযুক্ত আরব আমিরাত[৫]  বাংলাদেশ[৬]

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

২৫ সেপ্টেম্বর ২০২২
১৮:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
বাংলাদেশ 
১৫৮/৫ (২০ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত
১৫১ (১৯.৪ ওভার)
চিরাগ সুরি ৩৯ (২৪)
মেহেদী হাসান মিরাজ ৩/১৭ (৩ ওভার)
বাংলাদেশ ৭ রানে জয়ী
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
আম্পায়ার: আকবর আলি (সংযুক্ত আরব আমিরাত) ও শিজু স্যাম (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচ সেরা খেলোয়াড়: আফিফ হোসেন (বাংলাদেশ)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আয়ান আফজাল খান (সংযুক্ত আরব আমিরাত)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই[সম্পাদনা]

২৭ সেপ্টেম্বর ২০২২
১৮:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
বাংলাদেশ 
১৬৯/৫ (২০ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত
১৩৭/৫ (২০ ওভার)
মেহেদী হাসান মিরাজ ৪৬ (৩৭)
আয়ান আফজাল খান ২/৩৩ (৪ ওভার)
বাংলাদেশ ৩২ রানে জয়ী
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
আম্পায়ার: আকবর আলি (সংযুক্ত আরব আমিরাত) ও শিজু স্যাম (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচ সেরা খেলোয়াড়: মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "আরব আমিরাতের সাথে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ"বিডিক্রিকটাইম। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২২ 
  2. "Bangladesh to play UAE in two T20Is, and undergo training camp in Dubai"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২২ 
  3. "ECB announces 'SKYEXCH UAE v Bangladesh Friendship series 2022'"আমিরাত ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২২ 
  4. "Mehidy, Mosaddek help Bangladesh take series 2-0"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২২ 
  5. "SkyExch #UAE v Bangladesh Cricket : The Tigers Friendship series gets underway Dubai International Stadium TODAY 18:00 (UAE Time)"আমিরাত ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  6. "Friendship Series against UAE : Bangladesh squad to fly for Dubai tomorrow"বাংলাদেশ ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]