২০২২ পূর্ব আফ্রিকা টি২০ সিরিজ
২০২২ পূর্ব আফ্রিকা টি২০ সিরিজ | |||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
তারিখ | ১৩ ডিসেম্বর ২০২২ – ২৩ ডিসেম্বর ২০২২ | ||||||||||||||||||||||||||||
অবস্থান | রুয়ান্ডা | ||||||||||||||||||||||||||||
ফলাফল | ![]() | ||||||||||||||||||||||||||||
সিরিজ সেরা খেলোয়াড় | ![]() | ||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
২০২২ পূর্ব আফ্রিকা টি২০ সিরিজ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট সিরিজ যেটি ২০২২ সালের ডিসেম্বর মাসে রুয়ান্ডায় অনুষ্ঠিত হয়।[১] সিরিজে স্বাগতিক রুয়ান্ডার সঙ্গে অংশগ্রহণ করে উগান্ডা ও তানজানিয়া।[২] অংশগ্রহণকারী দলগুলোর জন্য সিরিজটি ২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপের আফ্রিকা বাছাইপর্বের আঞ্চলিক ফাইনালের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[৩] সিরিজের সব ম্যাচ কিগালির গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।[৪] প্রাথমিকভাবে সিরিজে কেনিয়ার অংশগ্রহণ করার কথা থাকলেও পরবর্তীতে তারা নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। সিরিজে পয়েন্ট তালিকার সেরা দল হিসেবে উগান্ডা বিজয়ী হয়।[৫]
দলীয় সদস্য[সম্পাদনা]
![]() |
![]() |
![]() |
---|---|---|
|
|
পয়েন্ট তালিকা[সম্পাদনা]
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | এনআরআর |
---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
১২ | ৯ | ১ | ০ | ২ | ২০ | +২.৭৩১ |
২ | ![]() |
১২ | ৬ | ৪ | ০ | ২ | ১৪ | +০.৯৫৬ |
৩ | ![]() |
১২ | ১ | ১১ | ০ | ০ | ২ | −৩.১৫৫ |
উৎস: ইএসপিএনক্রিকইনফো
চ্যাম্পিয়ন
সূচি[সম্পাদনা]
ব
|
||
অভীক পাটওয়া ৬৮ (৩৭)
ইভান মিতালি ৩/৩৯ (৩ ওভার) |
উইলসন নিয়িতাংগা ৩৭* (৩৪)
ইয়ালিন্দে ন্কানিয়া ২/৮ (৩ ওভার) |
- রুয়ান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৩ ওভারে খেলা হয়।
ব
|
||
এরিক দুসিংগিজিমানা ২৯ (৩০)
সঞ্জয়কুমার ঠাকুর ২/২১ (৩ ওভার) |
অভীক পাটওয়া ৪৫ (৩০)
ক্লিন্টন রুবাগুমিয়া ২/২১ (৩ ওভার) |
- তানজানিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৫ ওভারে খেলা হয়।
ব
|
||
রোনাল্ড লুতায়া ৭০ (৪০)
কেভিন ইরাকোজে ৩/২১ (৪ ওভার) |
ওর্চিদে তুয়িসেংগে ৬৬ (৪১)
জোসেফ বাগুমা ৪/১৪ (৪ ওভার) |
- রুয়ান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- রোনাল্ড লুতায়া ও সাইরাস কাকুরু (উগান্ডা)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
আবদুল্লাহ জাবিরি ৯ (১৪)
হেনরি সেনিয়োন্দো ৩/১২ (৪ ওভার) |
- তানজানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
ব
|
||
সাইমন সেসাজি ৩৫ (২৩)
এরিক নিয়োমুগাবো ৩/৩২ (৪ ওভার) |
কেভিন ইরাকোজে ১৪ (১৪)
বিলাল হাসান ৩/৪ (৩ ওভার) |
- উগান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- এমানুয়েল হাসাহিয়া (উগান্ডা)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
রজার মুকাসা ৮৯ (৬২)
অখিল অনিল ৩/৩১ (৪ ওভার) |
ইভান ইসমাইল ৪৭ (৩০)
ফ্র্যাংক ন্সুবুগা ২/২৩ (৪ ওভার) জোসেফ বাগুমা ২/২৩ (৪ ওভার) |
- তানজানিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- আবদুররহমান হোসেন (তানজানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
সাইমন সেসাজি ৫৫ (৪৭)
এমানুয়েল সেবারেমে ৩/২৩ (৪ ওভার) |
ওর্চিদে তুয়িসেংগে ২৯ (২৪)
হেনরি সেনিয়োন্দো ৪/৭ (৪ ওভার) |
- রুয়ান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
উইলসন নিয়িতাংগা ৫৫* (৩৭)
সালুম জুম্বে ৪/৩১ (৩ ওভার) |
অমল রাজীবন ২৫ (১৭)
জ্যাপি বিমেন্য়িমানা ২/২১ (৩ ওভার) |
- তানজানিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৫ ওভারে খেলা হয়।
- বৃষ্টির কারণে তানজানিয়ার লক্ষ্য ১৫ ওভারে ১৩৩ নির্ধারণ করা হয়।
ব
|
||
রজার মুকাসা ৪২ (৩০)
ইয়ালিন্দে ন্কানিয়া ৪/১০ (৩ ওভার) |
অমল রাজীবন ৫০ (২৯)
কসমাস কিয়েউতা ৪/৫ (৩ ওভার) |
- উগান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৫ ওভারে খেলা হয়।
ব
|
||
ওর্চিদে তুয়িসেংগে ৫৩ (৫১)
সালুম জুম্বে ৩/১৬ (২ ওভার) |
ইভান ইসমাইল ২৯ (১২)
ক্লিন্টন রুবাগুমিয়া ১/৭ (১ ওভার) |
- রুয়ান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
সাইমন সেসাজি ৩৬ (২৩)
সালুম জুম্বে ৪/২৪ (৩.৪ ওভার) |
ইভান ইসমাইল ২৯ (১৬)
জোসেফ বাগুমা ২/১৩ (৪ ওভার) |
- উগান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
এরিক দুসিংগিজিমানা ১৮ (২২)
হেনরি সেনিয়োন্দো ৩/১৪ (৪ ওভার) |
কেনেথ ওয়াইসোয়া ৩৫* (২১)
ক্লিন্টন রুবাগুমিয়া ১/২৯ (২.৫ ওভার) |
- উগান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
ইভান ইসমাইল ৪৯ (৩৫)
কেভিন ইরাকোজে ৪/২০ (৪ ওভার) |
এরিক দুসিংগিজিমানা ৩২ (৩৪)
ইয়ালিন্দে ন্কানিয়া ৩/৭ (৪ ওভার) |
- তানজানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
ওর্চিদে তুয়িসেংগে ২১ (৩০)
বিলাল হাসান ৩/৯ (৩ ওভার) |
ইগনেস ন্তিরেংগানিয়া ৩০ (২৫)
এমানুয়েল সেবারেমে ১/৯ (১.৫ ওভার) |
- উগান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
সালুম জুম্বে ৩৪ (৩০)
ক্লিন্টন রুবাগুমিয়া ২/২৪ (৩ ওভার) |
এরিক দুসিংগিজিমানা ৪০ (৪০)
অ্যালি কিমোতে ৪/১৩ (৩ ওভার) |
- রুয়ান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
সাইমন সেসাজি ১০০* (৫৮)
ইয়ালিন্দে ন্কানিয়া ২/২৯ (৪ ওভার) |
ইভান ইসমাইল ৩৯ (১৫)
বিলাল হাসান ৩/২২ (৩.৪ ওভার) |
- উগান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- অতুল মেহতা (তানজানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
- সাইমন সেসাজি প্রথম উগান্ডান ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে শতরানের ইনিংস খেলেন।[৭]
ব
|
||
জুমা মিয়াগি ২১ (২৮)
মার্টিন আকাইয়েজু ৩/২৭ (৪ ওভার) |
ওর্চিদে তুয়িসেংগে ২৭ (২৯)
জোসেফ বাগুমা ৩/১২ (৪ ওভার) |
- রুয়ান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- তানজানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Injuries pave way for young talent in the final Cricket Cranes squad for East Africa T20 Series"। ইউজি স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০২২।
- ↑ "New faces in Cricket Cranes squad for East Africa T20 Series"। স্পোর্টস ওশেন উগান্ডা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০২২।
- ↑ "Rwanda Cricket to host inaugural edition of East Africa T20I series"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২২।
- ↑ "Mahatlane hands Kakuru gloves for EA T20 Series"। মনিটর (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২২।
- ↑ "Uganda won the Tri-Nation T20 Cup in Rwanda"। হোম অব টি২০ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২২।
- ↑ "Lutaaya, Kakuru handed T20 debuts on East Africa Series Team"। কাওও স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০২২।
- ↑ "Cricket Cranes win T20 Tri-Nation In Kigali"। কাওও স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২২।