২০২২–২৩ রুয়ান্ডা পুরুষ ক্রিকেট দলের তানজানিয়া সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২–২৩ রুয়ান্ডা পুরুষ ক্রিকেট দলের তানজানিয়া সফর
  Flag of Tanzania.svg Flag of Rwanda.svg
  তানজানিয়া রুয়ান্ডা
তারিখ ৩১ অক্টোবর ২০২২ – ৬ নভেম্বর ২০২২
অধিনায়ক অভীক পাটওয়া ক্লিন্টন রুবাগুমিয়া
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে তানজানিয়া ৫–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান ইভান ইসমাইল (১১৭) ওর্চিদে তুয়িসেংগে (৯৯)
সর্বাধিক উইকেট ইয়ালিন্দে ন্‌কানিয়া (৯) কেভিন ইরাকোজে (৭)
সিরিজ সেরা খেলোয়াড় অ্যালি কিমোতে (তানজানিয়া)

রুয়ান্ডা পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের অক্টোবর ও নভেম্বর মাসে পাঁচটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য তানজানিয়া সফর করে।[১] সিরিজটি উভয় দলের জন্য ২০২২–২৩ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ আফ্রিকা বাছাইপর্ব টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[২] সিরিজে তানজানিয়া ৫–০ ব্যবধানে জয়ী হয়। টি২০আই সিরিজের পাশাপাশি উভয় দল একটি অনানুষ্ঠানিক একদিনের ম্যাচেও অংশ নেয়।[৩]

দলীয় সদস্য[সম্পাদনা]

 তানজানিয়া[৪]  রুয়ান্ডা[৫]
  • অভীক পাটওয়া (অধি.)
  • কাসেম নাস্‌সোরো (সহ-অধি)
  • অখিল অনিল
  • অমল রাজীবন (উই.)
  • অ্যালি কিমোতে
  • আবদুররহমান হোসেন
  • আবদুল্লাহ জাবিরি (উই.)
  • ইভান ইসমাইল
  • ইয়ালিন্দে ন্‌কানিয়া
  • জনসন নিয়াম্বো
  • জিতিন সিং
  • মোহাম্মদ ইউনুস ইসা
  • মোহাম্মদ ওমরি কিতুন্দা (উই.)
  • যতীনকুমার দর্জি
  • রিজিকি কিসেতো
  • সঞ্জয়কুমার ঠাকুর
  • সালুম জুম্বে
  • হরশিদ চৌহান
  • ক্লিন্টন রুবাগুমিয়া (অধি.)
  • অস্কার মানিশিমোয়ে (উই.)
  • আইমে মুচোদুসেংগে (উই.)
  • ইগনেস ন্তিরেংগানিয়া
  • ইভান মিতালি
  • উইলসন নিয়িতাংগা
  • এমানুয়েল সেবারেমে
  • এরিক কুবুইমানা
  • এরিক দুসিংগিজিমানা
  • ওর্চিদে তুয়িসেংগে
  • কেভিন ইরাকোজে
  • জঁ বাপতিস্ত হাকিজিমানা
  • জ্যাপি বিমেন্‌য়িমানা
  • দিদিয়ের ন্দিকুবুইমানা (উই.)
  • মার্টিন আকাইয়েজু

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

৩১ অক্টোবর ২০২২
০৯:৪০
স্কোরকার্ড
তানজানিয়া 
১৩৭ (১৯.২ ওভার)
 রুয়ান্ডা
৮৩ (১৮.২ ওভার)
অ্যালি কিমোতে ৩২ (২১)
কেভিন ইরাকোজে ৩/১৫ (৪ ওভার)
ওর্চিদে তুয়িসেংগে ২২ (১৮)
অখিল অনিল ৩/১৫ (৪ ওভার)
তানজানিয়া ৫৪ রানে জয়ী
আনাদিল বুরহানি মাঠ, দারুস সালাম
আম্পায়ার: আইজ্যাক ওয়িয়েকো (কেনিয়া) ও হুজাইফ ভলু (তানজানিয়া)
ম্যাচসেরা: অ্যালি কিমোতে (তানজানিয়া)
  • রুয়ান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অস্কার মানিশিমোয়ে, ইগনেস ন্তিরেংগানিয়া, এরিক কুবুইমানা ও জঁ বাপতিস্ত হাকিজিমানা (রুয়ান্ডা)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই[সম্পাদনা]

১ নভেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
তানজানিয়া 
১৩০/৬ (২০ ওভার)
 রুয়ান্ডা
১০৯/৬ (২০ ওভার)
ইভান ইসমাইল ৩৩ (২৩)
এমানুয়েল সেবারেমে ২/২২ (৪ ওভার)
ক্লিন্টন রুবাগুমিয়া ২৮ (৩৩)
ইয়ালিন্দে ন্‌কানিয়া ৩/৯ (৪ ওভার)
তানজানিয়া ২১ রানে জয়ী
আনাদিল বুরহানি মাঠ, দারুস সালাম
আম্পায়ার: আইজ্যাক ওয়িয়েকো (কেনিয়া) ও চার্লস কারিউকি (কেনিয়া)
ম্যাচসেরা: ইয়ালিন্দে ন্‌কানিয়া (তানজানিয়া)
  • তানজানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আবদুল্লাহ জাবিরি (তানজানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

৩য় টি২০আই[সম্পাদনা]

৪ নভেম্বর ২০২২
০৯:০০
স্কোরকার্ড
তানজানিয়া 
১৬৮/৯ (২০ ওভার)
 রুয়ান্ডা
৯১/৫ (২০ ওভার)
সঞ্জয়কুমার ঠাকুর ৪২ (১৬)
মার্টিন আকাইয়েজু ৩/৪৪ (৪ ওভার)
এমানুয়েল সেবারেমে ৩২* (২৮)
সালুম জুম্বে ২/১১ (৩ ওভার)
তানজানিয়া ৭৭ রানে জয়ী
আনাদিল বুরহানি মাঠ, দারুস সালাম
আম্পায়ার: আইজ্যাক ওয়িয়েকো (কেনিয়া) ও চার্লস কারিউকি (কেনিয়া)
ম্যাচসেরা: সঞ্জয়কুমার ঠাকুর (তানজানিয়া)
  • তানজানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৪র্থ টি২০আই[সম্পাদনা]

৫ নভেম্বর ২০২২
১৪:০০
স্কোরকার্ড
রুয়ান্ডা 
৯৬ (১৮.৩ ওভার)
 তানজানিয়া
৯৭/৭ (১৮ ওভার)
উইলসন নিয়িতাংগা ১৮ (১৭)
ইয়ালিন্দে ন্‌কানিয়া ৩/১১ (২.৩ ওভার)
অভীক পাটওয়া ২৮ (২৯)
ক্লিন্টন রুবাগুমিয়া ৩/১৪ (৪ ওভার)
তানজানিয়া ৩ উইকেটে জয়ী
আনাদিল বুরহানি মাঠ, দারুস সালাম
আম্পায়ার: আইজ্যাক ওয়িয়েকো (কেনিয়া) ও চার্লস কারিউকি (কেনিয়া)
ম্যাচসেরা: ইয়ালিন্দে ন্‌কানিয়া (তানজানিয়া)
  • রুয়ান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৫ম টি২০আই[সম্পাদনা]

৬ নভেম্বর ২০২২
১৪:০০
স্কোরকার্ড
রুয়ান্ডা 
৮৩ (১৯.১ ওভার)
 তানজানিয়া
৮৪/০ (৭.১ ওভার)
ওর্চিদে তুয়িসেংগে ৪২ (৫২)
সঞ্জয়কুমার ঠাকুর ৩/১০ (৪ ওভার)
ইভান ইসমাইল ৪৪* (২৩)
তানজানিয়া ১০ উইকেটে জয়ী
আনাদিল বুরহানি মাঠ, দারুস সালাম
আম্পায়ার: আদিল কাসেম (তানজানিয়া) ও চার্লস কারিউকি (কেনিয়া)
ম্যাচসেরা: ইভান ইসমাইল (তানজানিয়া)
  • রুয়ান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আইমে মুচোদুসেংগে (রুয়ান্ডা)-এর টি২০আই অভিষেক হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. @TanzaniaCricket (২৮ অক্টোবর ২০২২)। "TANZANIA - RWANDA BILATERAl SERIES 2022 FIXTURES" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  2. "Tanzania Cricket host Rwanda Men for T20I/OD series in November 2022"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২২ 
  3. @TanzaniaCricket (২৮ অক্টোবর ২০২২)। "MEN NATIONAL TEAM" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  4. "TANZANIA-RWANDA BILATERAL SERIES 2022"তানজানিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  5. @RwandaCricket (২৮ অক্টোবর ২০২২)। "Here is the #Squad to represent #Rwanda in #Tanzania" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ[সম্পাদনা]