২০১৭–১৮ জিম্বাবুয়ে ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জিম্বাবুয়ে ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর ২০১৭-১৮
 
  দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে
তারিখ ২৬ – ২৯ ডিসেম্বর ২০১৭
অধিনায়ক ফাফ দু প্লেসিস গ্রেইম ক্রিমার
টেস্ট সিরিজ
ফলাফল ১ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ১–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান এইডেন মার্করাম (১২৫) কাইল জার্ভিস (২৮)
সর্বাধিক উইকেট অ্যান্ডিল ফেহলাকওয়াইও (৫)
মরনে মরকেল (৫)
কেশব মহারাজ (৫)
কাইল জার্ভিস (৩)
ক্রিস্টোফার এমপফু (৩)

জিম্বাবুয়ে ক্রিকেট দল একমাত্র টেস্ট ক্রিকেট খেলার জন্য দক্ষিণ আফ্রিকা সফর করে, যা ডিসেম্বর ২০১৭-এ অনুষ্ঠিত হয়।

দলীয় সদস্য[সম্পাদনা]

 দক্ষিণ আফ্রিকা  জিম্বাবুয়ে

প্রস্তুতিমূলক খেলা[সম্পাদনা]

তিনদিনের ম্যাচ: ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রণমূলক একাদশ বনাম জিম্বাবুয়ে[সম্পাদনা]

২০–২২ ডিসেম্বর ২০১৭ (দিন/রাত)
১৯৬ (৭১.৫ ওভার)
হ্যামিল্টন মাসাকাদজা ৭৯ (১৮১)
লিযাদ উইলিয়ামস ৩/১২ (৮.৫ ওভার)
২৮৭ (৭৮ ওভার)
তেম্বা বাভুমা ৭০ (৭৭)
গ্রেইম ক্রিমার ৪/৬৭ (২০ ওভার)
২৪৩ (৭৪.৩ ওভার)
চামু চিভাভা ৫৫ (১১০)
লিযাদ উইলিয়ামস ৪/৪৭ (১৫.৩ ওভার)
১৫৪/৫ (৩৮.২ ওভার)
রিকার্ডো ভাস্কন্সিলস ৫৭* (৫১)
গ্রেইম ক্রিমার ৪/৪৪ (১৩ ওভার)
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রণমূলক একাদশ ৫ উইকেটে জয়ী
বোল্যান্ড পার্ক, পার্ল
আম্পায়ার: মুরে ব্রাউন (দক্ষিণ আফ্রিকা) ও ডেনিস স্মিথ (দক্ষিণ আফ্রিকা)
  • জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • প্রতি খেলোয়াড় ১৪ খেলোয়াড় (১১ ব্যাটিং, ১১টি ফিল্ডিং)।

টেস্ট সিরিজ[সম্পাদনা]

একমাত্র টেস্ট[সম্পাদনা]

২৬–২৯ ডিসেম্বর ২০১৭ (দিন/রাত)
৩০৯/৯ঘো (৭৮.৩ ওভার)
এইডেন মার্করাম ১২৫ (২০৪)
কাইল জার্ভিস ৩/৫৭ (১৯ ওভার)
৬৮ (৩০.১ ওভার)
কাইল জার্ভিস ২৩ (৫০)
মরনে মরকেল ৫/২১ (১১ ওভার)
১২১ (৪২.৩ ওভার) (f/o)
ক্রেগ আরভিন ২৩ (৫৮)
কেশব মহারাজ ৫/৫৯ (১৭.৩ ওভার)
দক্ষিণ আফ্রিকা একটি ইনিংস এবং ১২০ রান দ্বারা জয়ী
সেন্ট জর্জেস পার্ক, পোর্ট এলিজাবেথ
আম্পায়ার: রিচার্ড কেটেলবরা (ইংল্যান্ড) ও পল রেইফেল (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা)

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]