২০২২–২৩ ওয়েস্ট ইন্ডিজ পুরুষ ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২–২৩ ওয়েস্ট ইন্ডিজ পুরুষ ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর
 
  দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ
তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৩ – ২৮ মার্চ ২০২৩
অধিনায়ক তেম্বা বাভুমা (টেস্ট ও ওডিআই)
এইডেন মার্করাম (টি২০আই)
ক্রেইগ ব্র্যাথওয়েট (টেস্ট)
শেই হোপ (ওডিআই)
রভমান পাওয়েল (টি২০আই)
টেস্ট সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান এইডেন মার্করাম (২৭৬) জার্মেইন ব্ল্যাকউড (১২৬)
সর্বাধিক উইকেট কাগিসো রাবাদা (১২) আলজারি জোসেফ (১২)
সিরিজ সেরা খেলোয়াড় এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র হয়
সর্বাধিক রান তেম্বা বাভুমা (১৪৪) শেই হোপ (১৪৪)
সর্বাধিক উইকেট জেরাল্ড কুটজে (৫) আলজারি জোসেফ (৬)
সিরিজ সেরা খেলোয়াড় হাইনরিখ ক্লাসেন (দক্ষিণ আফ্রিকা)
শেই হোপ (ওয়েস্ট ইন্ডিজ)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান রেজা হেনড্রিকস (১৭২) জনসন চার্লস (১৪৬)
সর্বাধিক উইকেট মার্কো ইয়ানসেন (৩)
আনরিখ নর্টখে (৩)
সিসান্দা মাগালা (৩)
আলজারি জোসেফ (৬)
সিরিজ সেরা খেলোয়াড় জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ)

ওয়েস্ট ইন্ডিজ পুরুষ ক্রিকেট দল ২০২৩ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে দুটি টেস্ট, তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য দক্ষিণ আফ্রিকা সফর করে।[১][২] টেস্ট সিরিজটি ২০২১–২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি অংশ হিসেবে খেলা হয়।[৩] ২০২২ সালের অক্টোবর মাসে সফরের সূচি ঘোষিত হয়।[৪]

টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা ২–০ ব্যবধানে জয়ী হয়।[৫] ওডিআই সিরিজটি ১–১ সমতায় শেষ হয়।[৬] টি২০আই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২–১ ব্যবধানে জয়লাভ করে।[৭]

দলীয় সদস্য[সম্পাদনা]

 দক্ষিণ আফ্রিকা  ওয়েস্ট ইন্ডিজ
টেস্ট[৮] ওডিআই[৯] টি২০আই[১০] টেস্ট[১১] ওডিআই[১২] টি২০আই[১৩]

দ্বিতীয় টেস্ট ম্যাচ চলার সময় চোটের কারণে কেশব মহারাজ সিরিজের বাকি অংশ থেকে ছিটকে যান।[১৪] তাঁর বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার ওডিআই দলে তাবরাইজ শামসিকে যোগ করা হয়।[১৫] ভিয়ান মুল্ডারও চোটের কারণে দক্ষিণ আফ্রিকার ওডিআই দল থেকে ছিটকে যান।[১৬] ওডিআই সিরিজ শুরুর আগে চোটের কারণে ওবেদ ম্যাককয় ওয়েস্ট ইন্ডিজের টি২০আই দল থেকে ছিটকে গেলে রস্টন চেজকে দলে যোগ করা হয়।[১৭]

প্রস্তুতিমূলক ম্যাচ[সম্পাদনা]

২১–২৩ ফেব্রুয়ারি ২০২৩
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকান আমন্ত্রণমূলক একাদশ
২৮৩/৯ঘো (৮৯ ওভার)
জেসন হোল্ডার ৫৭ (৬২)
‌করবিন বশ ২/১৭ (১২ ওভার)
৩১৭ (৮৯.৫ ওভার)
ভিহান লুবা ৭১ (১৩১)
আকিম জর্ডান ৩/৩২ (১৯.৫ ওভার)
২০৮/৮ (৪৯ ওভার)
জশুয়া দা সিলভা ৪৪ (৬২)
মাসিম্পুতান্দো ন্তিনি ২/১০ (৯ ওভার)
খেলা ড্র
উইলোমুর পার্ক, বেনোনি
আম্পায়ার: লুবাবালো খুমা (দক্ষিণ আফ্রিকা) ও স্টিফেন হ্যারিস (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকান আমন্ত্রণমূলক একাদশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

টেস্ট সিরিজ[সম্পাদনা]

১ম টেস্ট[সম্পাদনা]

২৮ ফেব্রুয়ারি–৪ মার্চ ২০২৩
স্কোরকার্ড
৩৪২ (৮৬.৩ ওভার)
এইডেন মার্করাম ১১৫ (১৭৪)
আলজারি জোসেফ ৫/৮১ (১৮.৩ ওভার)
২১২ (৬৯ ওভার)
রেইমন রিফার ৬২ (১৪৩)
আনরিখ নর্টখে ৫/৩৬ (১৬ ওভার)
১১৬ (২৮ ওভার)
এইডেন মার্করাম ৪৭ (৫৮)
কেমার রোচ ৫/৪৭ (১০ ওভার)
১৫৯ (৪১ ওভার)
জার্মেইন ব্ল্যাকউড ৭৯ (৯৩)
কাগিসো রাবাদা ৬/৫০ (১৫ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৮৭ রানে জয়ী
সেঞ্চুরিয়ন পার্ক, সেঞ্চুরিয়ন
আম্পায়ার: কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা) ও মারে এরাসমাস (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচসেরা: এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • প্রথম দিনে আলোকস্বল্পতার কারণে ৮ ওভার খেলা সম্ভব হয়নি।
  • জেরাল্ড কুটজে ও টনি দে জোর্জি (দক্ষিণ আফ্রিকা)-এর টেস্ট অভিষেক হয়।
  • আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ) টেস্ট ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[১৮]
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: দক্ষিণ আফ্রিকা ১২, ওয়েস্ট ইন্ডিজ ০।

২য় টেস্ট[সম্পাদনা]

৮–১২ মার্চ ২০২৩
স্কোরকার্ড
৩২০ (৯২.২ ওভার)
এইডেন মার্করাম ৯৬ (১৩৯)
কাইল মেয়ারস ৩/৩২ (৯ ওভার)
২৫১ (৭৯.৩ ওভার)
জেসন হোল্ডার ৮১* (১১৭)
জেরাল্ড কুটজে ৩/৪১ (১৪ ওভার)
৩২১ (১০০.৪ ওভার)
তেম্বা বাভুমা ১৭২ (২৮০)
কাইল মেয়ারস ৩/৪৬ (১৭ ওভার)
১০৬ (৩৫.১ ওভার)
জশুয়া দা সিলভা ৩৪ (৫২)
জেরাল্ড কুটজে ৩/৩৭ (৮ ওভার)
দক্ষিণ আফ্রিকা ২৮৪ রানে জয়ী
ওয়ান্ডারারস স্টেডিয়াম, স্যান্ডটন
আম্পায়ার: পল রাইফেল (অস্ট্রেলিয়া) ও মারে এরাসমাস (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচসেরা: তেম্বা বাভুমা (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: দক্ষিণ আফ্রিকা ১২, ওয়েস্ট ইন্ডিজ ০।

ওডিআই সিরিজ[সম্পাদনা]

১ম ওডিআই[সম্পাদনা]

১৬ মার্চ ২০২৩
১৩:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ম্যাচ পরিত্যক্ত
বাফেলো পার্ক, পূর্ব লন্ডন
আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও মারে এরাসমাস (দক্ষিণ আফ্রিকা)
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

২য় ওডিআই[সম্পাদনা]

১৮ মার্চ ২০২৩
১৩:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
৩৩৫/৮ (৫০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
২৮৭ (৪১.৪ ওভার)
শেই হোপ ১২৮* (১১৫)
জেরাল্ড কুটজে ৩/৫৭ (১০ ওভার)
তেম্বা বাভুমা ১৪৪ (১১৮)
আলজারি জোসেফ ৩/৫৩ (৮.৪ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৪৮ রানে জয়ী
বাফেলো পার্ক, পূর্ব লন্ডন
আম্পায়ার: আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা) ও মারে এরাসমাস (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: শেই হোপ (ওয়েস্ট ইন্ডিজ)

৩য় ওডিআই[সম্পাদনা]

২১ মার্চ ২০২৩
১০:০০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
২৬০ (৪৮.২ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
২৬৪/৬ (২৯.৩ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে জয়ী
সেনওয়েস পার্ক, পচেফস্ট্রুম
আম্পায়ার: বোনগানি জেলে (দক্ষিণ আফ্রিকা) ও মারে এরাসমাস (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: হাইনরিখ ক্লাসেন (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

২৫ মার্চ ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
১৩১/৮ (১১ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১৩২/৭ (১০.৩ ওভার)
ডেভিড মিলার ৪৮ (২২)
ওডিন স্মিথ ২/২৭ (২ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে জয়ী
সেঞ্চুরিয়ন পার্ক, সেঞ্চুরিয়ন
আম্পায়ার: আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা) ও বোনগানি জেলে (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: রভমান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১১ ওভারে খেলা হয়।

২য় টি২০আই[সম্পাদনা]

২৬ মার্চ ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
২৫৮/৫ (২০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
২৫৯/৪ (১৮.৫ ওভার)
জনসন চার্লস ১১৮ (৪৬)
মার্কো ইয়ানসেন ৩/৫২ (৪ ওভার)
কুইন্টন ডে কক ১০০ (৪৪)
রভমান পাওয়েল ১/২৭ (২ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী
সেঞ্চুরিয়ন পার্ক, সেঞ্চুরিয়ন
আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও আলাউদ্দিন পালেকর (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: কুইন্টন ডে কক (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ) ও কুইন্টন ডে কক (দক্ষিণ আফ্রিকা) টি২০আই ক্রিকেটে নিজেদের প্রথম শতরানের ইনিংস খেলেন।[১৯][২০]

৩য় টি২০আই[সম্পাদনা]

২৮ মার্চ ২০২৩
১৮:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
২২০/৮ (২০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
২১৩/৬ (২০ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৭ রানে জয়ী
ওয়ান্ডারারস স্টেডিয়াম, স্যান্ডটন
আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও শন জর্জ (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[২১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "South Africa to host England and Netherlands for ODIs in early 2023"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০২২ 
  2. "WEST INDIES TO VISIT SOUTH AFRICA FOR ALL-FORMAT SERIES – 21 FEBRUARY 21 TO 28 MARCH 2023"ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০২২ 
  3. "Men's Future Tours Program" (পিডিএফ)আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২২ 
  4. "SOUTH AFRICA MEN'S 2022-23 INTERNATIONAL FIXTURES ANNOUNCED"ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০২২ 
  5. "Rabada, Coetzee, Harmer wrap up 2-0 series win for South Africa"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২৩ 
  6. "Klaasen masterclass sinks West Indies"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০২৩ 
  7. "দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২৩ 
  8. "Bavuma replaces Elgar as SA's Test captain, but relinquishes T20I job"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৩ 
  9. "PROTEAS ODI AND T20I SQUADS ANNOUNCED FOR WEST INDIES SERIES"ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৩ 
  10. "Markram named SA's T20I captain, Bavuma dropped"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৩ 
  11. "WI call up Alick Athanaze for Test tour of SA"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২৩ 
  12. "Gabriel, Chase included in WI squad for SA ODIs"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৩ 
  13. "West Indies name squads for white-ball series in South Africa"ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৩ 
  14. "Maharaj in danger of missing ODI World Cup with Achilles injury"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২৩ 
  15. "#Proteas ODI SQUAD UPDATE 🚨"ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  16. "Mulder out of West Indies ODIs, Parnell named replacement"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৩ 
  17. "CHASE TO REPLACE MCCOY IN WEST INDIES T20I SQUAD VS SOUTH AFRICA"ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২৩ 
  18. "Nortje, Joseph and the thrill of a nail-biting Test match"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২৩ 
  19. "Johnson Charles slams record T20I ton"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২৩ 
  20. "South Africa smash record chase in first 500-run T20"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২৩ 
  21. "Romario Shepherd fireworks, Alzarri Joseph five-for seal series for West Indies 2023"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]