বিষয়বস্তুতে চলুন

মোহাম্মদ মিঠুন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোহাম্মদ মিঠুন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
মোহাম্মদ মিঠুন আলী
জন্ম (1991-02-13) ১৩ ফেব্রুয়ারি ১৯৯১ (বয়স ৩৩)
কুষ্টিয়া, খুলনা, বাংলাদেশ
ব্যাটিংয়ের ধরনডান-হাতি
ভূমিকাউইকেট-রক্ষক
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই টি২০আই এফসি
ম্যাচ সংখ্যা ১৯ ১৩ ৯৩
রানের সংখ্যা ১৯১ ৪৪১ ৯০ ৪,৯৬১
ব্যাটিং গড় ২১.২২ ৩১.৫০ ১০.০০ ৩৪.৬৯
১০০/৫০ ০/১ ০/৪ ০/০ ১২/২৫
সর্বোচ্চ রান ৬৭ ৬৩ ৪৭ ১৮৬
বল করেছে - - - ৯১
উইকেট - - -
বোলিং গড় - - ৩৫.৫০
ইনিংসে ৫ উইকেট - -
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং - - ১/১২
ক্যাচ/স্ট্যাম্পিং ২/০ ৬/০ ৩/– ১৩৩/২০
মোহাম্মদ মিঠুন
পদক রেকর্ড
পুরুষদের ক্রিকেট
 বাংলাদেশ-এর প্রতিনিধিত্বকারী
এশিয়ান গেমস
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১০ গুয়াংজু দলীয়

মোহাম্মদ মিঠুন আলী (জন্ম: ১৩ ফেব্রুয়ারি ১৯৯১) বাংলাদেশের একজন ক্রিকেটারবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য মিঠুন আলী’র টুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেট খেলায় অভিষেক ঘটে সফরকারী শ্রীলঙ্কা ক্রিকেট দলের বিপক্ষে। ১২ ফেব্রুয়ারি, ২০১৪ তারিখে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ১ম টি২০আইয়ে তিনি অভিষিক্ত হন।[] প্রথম-শ্রেণীর ক্রিকেটে ২০০৬/০৭ মৌসুমে সিলেট বিভাগের হয়ে ক্রিকেটে তার প্রথম অংশগ্রহণ। খেলায় তিনি মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে অংশগ্রহণ করে থাকেন। পাশাপাশি ডানহাতে ব্যাটিং করে থাকেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তিনি বরিশাল বার্নার্সের হয়ে খেলেন।

খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]

২০০৮ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে উইকেট-রক্ষক হিসেবে দলের সদস্য মনোনীত হন। অ্যাডাম গিলক্রিস্টকে তিনি তার আদর্শ মনে করেন, যিনি আক্রমণাত্মক ব্যাটিংয়ে অগ্রসর হন। ২০০৮-০৯ মৌসুমে ঘরোয়া ক্রিকেটে সীমিত ওভারের খেলায় ১০৫ গড়ে ২৮৫ রান করেন। এ সাফল্যে ও আক্রমণাত্মক ব্যাটিংয়ের দরুন তাকে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় দলের সদস্য মনোনীত করা হয়।[]

২০১০ সালের নভেম্বরের শেষদিকে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের ক্রিকেটে ১৩-সদস্যবিশিষ্ট বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।[] চূড়ান্ত খেলায় আফগানিস্তান ক্রিকেট দলের বিপক্ষে বাংলাদেশ পাঁচ উইকেটে জয়লাভ করে। এরফলে বাংলাদেশ দল এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক লাভ করে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Bangladesh bowl; Mithun, Sunny debut, espncricinfo, collect: 12 February, 2014
  2. Biography of Mithun Ali, Sunny debut, espncricinfo, collect: 12 February, 2014
  3. Asian Games Men's Cricket Competition, 2010/11: Bangladesh squad, Cricinfo, ৮ নভেম্বর ২০১০, সংগ্রহের তারিখ ২০১১-০৭-২৫ 
  4. Bangladesh wins first Asian Games gold medal, BBC News, ২৬ নভেম্বর ২০১০, সংগ্রহের তারিখ ২০১১-০৭-২৫ 

আরও দেখুন

[সম্পাদনা]