২০১৮-১৯ নেপাল ক্রিকেট দলের সংযুক্ত আরব আমিরাত সফর
অবয়ব
২০১৮-১৯ নেপাল ক্রিকেট দলের সংযুক্ত আরব আমিরাত সফর | |||
---|---|---|---|
সংযুক্ত আরব আমিরাত | নেপাল | ||
তারিখ | ২৫ জানুয়ারি – ৩ ফেব্রুয়ারি ২০১৯ | ||
অধিনায়ক | মোহাম্মদ নাভিদ | পারস খডকা | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে নেপাল ২–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | সাইমন আনোয়ার (৯৮) | পারস খডকা (১৫৬) | |
সর্বাধিক উইকেট | ইমরান হায়দার (৭) |
সোমপাল কামি (৭) সন্দীপ লামিছানে (৭) | |
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে নেপাল ২–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | সাইমন আনোয়ার (১০৩) | সন্দীপ জোরা (৮২) | |
সর্বাধিক উইকেট |
মোহাম্মদ নাভিদ (৫) সুলতান আহমেদ (৫) | অভিনাশ বহরা (৬) | |
সিরিজ সেরা খেলোয়াড় | অভিনাশ বহরা (নেপাল) |
নেপাল ক্রিকেট দল তিনটি একদিনের আন্তর্জাতিক এবং তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য খেলার জন্য সংযুক্ত আরব আমিরাত সফর করে, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ২০১৯-এ অনুষ্ঠিত হয়। [১]
দলীয় সদস্য
[সম্পাদনা]ওডিআই | টি২০আই | ||
---|---|---|---|
সংযুক্ত আরব আমিরাত | নেপাল | সংযুক্ত আরব আমিরাত | নেপাল |
ওডিআই সিরিজ
[সম্পাদনা]১ম ওডিআই
[সম্পাদনা] ২৫ জানুয়ারি ২০১৯
০৯:৩০ |
ব
|
||
- সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ফাহাদ নওয়াজ (সংযুক্ত আরব আমিরাত), বিনোদ ভাণ্ডারী, ললিত রাজবংশী ও পবন সরাফ (নেপাল) সব তার ওডিআই অভিষেক হয়।
- মোহাম্মদ নাভিদ সংযুক্ত আরব আমিরাতর অধিনায়কত্ব ওডিআইতে প্রথমবার।
২য় ওডিআই
[সম্পাদনা] ২৬ জানুয়ারি ২০১৯
০৯:৩০ |
ব
|
||
- নেপাল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- চুন্ডাঙ্গাপয়িল রিজওয়ান (সংযুক্ত আরব আমিরাত) তার ওডিআই অভিষেক হয়।
- রোহিত পাউডেল (নেপাল), ১৬ বছর এবং ১৪৬ দিন বয়সে, আন্তর্জাতিক অর্ধ শতাব্দী গড়তে সর্বকালের সর্বশ্রেষ্ঠ পুরুষ ক্রিকেটার হয়েছিলেন।
৩য় ওডিআই
[সম্পাদনা] ২৮ জানুয়ারি ২০১৯
০৯:৩০ |
ব
|
||
- নেপাল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- সন্দীপ জোরা (নেপাল) তার ওডিআই অভিষেক হয়।
- পারস খডকা নেপালের হয়ে প্রথম ওডিআইতে সেঞ্চুরি করার জন্য প্রথম ব্যাটসম্যান হন।
টি২০আই সিরিজ
[সম্পাদনা]১ম টি২০আই
[সম্পাদনা] ৩১ জানুয়ারি ২০১৯
১৩:০০ |
ব
|
||
- নেপাল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- মোহাম্মদ বুটা, চুন্ডাঙ্গাপয়িল রিজওয়ান (সংযুক্ত আরব আমিরাত), অভিনাশ বহরা, সন্দীপ জোরা ও রোহিত পাউডেল (নেপাল) সব তার টি২০আই অভিষেক হয়।
- সন্দীপ জোরা (নেপাল), এর ১৭ বছর এবং ১০৩ দিন বয়সে, টি২০আইতে হাফ সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ পুরুষ ক্রিকেটার হয়েছিলেন।
২য় টি২০আই
[সম্পাদনা] ১ ফেব্রুয়ারি ২০১৯
১৩:০০ |
ব
|
||
- সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পবন সরাফ (নেপাল) তার টি২০আই অভিষেক হয়।
৩য় টি২০আই
[সম্পাদনা] ৩ ফেব্রুয়ারি ২০১৯
১৩:০০ |
ব
|
||
- সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টি হওয়ায় ম্যাচটি প্রতি পাশের ১০ ওভারে নামিয়ে আনা হয়েছিল।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Nepal-UAE Bilateral Series from January 25"। Cricketing Nepal। ২৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]ক্রিকেট প্রতিযোগিতা বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |