বিষয়বস্তুতে চলুন

২০১৮-১৯ সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৮-১৯ সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর
 
  জিম্বাবুয়ে সংযুক্ত আরব আমিরাত
তারিখ ৮ – ১৬ এপ্রিল ২০১৯
অধিনায়ক পিটার মুর মোহাম্মদ নাভিদ
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৪ ম্যাচের সিরিজে জিম্বাবুয়ে ৪–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান শন উইলিয়ামস (১৫১) সাইমন আনোয়ার (১১২)
সর্বাধিক উইকেট কাইল জার্ভিস (১০) রোহান মুস্তাফা (৬)
সিরিজ সেরা খেলোয়াড় রেজিস চাকাভা (জিম্বাবুয়ে)

সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দল চারটি একদিনের আন্তর্জাতিক খেলার জন্য জিম্বাবুয়ে সফর করে, যা এপ্রিল ২০১৯-এ অনুষ্ঠিত হয়। [][][]

দলীয় সদস্য

[সম্পাদনা]
ওডিআই
 জিম্বাবুয়ে  সংযুক্ত আরব আমিরাত

প্রস্তুতিমূলক খেলা

[সম্পাদনা]

৫০ ওভারের ম্যাচ: জিম্বাবুয়ে সভাপতি একাদশ বনাম সংযুক্ত আরব আমিরাত

[সম্পাদনা]
৮ এপ্রিল ২০১৯
০৯:৩০
 সংযুক্ত আরব আমিরাত
২৩২/৫ (৪৬.১ ওভার)
ডিওন মাইয়ার্স ৫২ (৭২)
কাদির আহমেদ ৩/৩২ (১০ ওভার)
আশফাক আহমেদ ১৩১* (১৪৪)
রিচার্ড নাগারভা ২/২৭ (৮ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ৫ উইকেটে জয়ী
ওল্ড হারায়ারিয়ানস স্পোর্টস ক্লাব, হারারে
আম্পায়ার: ইকনো চাবি (জিম্বাবুয়ে) ও ক্রিস্টোফার ফরি (জিম্বাবুয়ে)
  • জিম্বাবুয়ে সভাপতি একাদশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

সময়সূচী

[সম্পাদনা]

১ম ওডিআই

[সম্পাদনা]
১০ এপ্রিল ২০১৯
০৯:৩০
সংযুক্ত আরব আমিরাত 
১১০ (৪৪.৫ ওভার)
 জিম্বাবুয়ে
১১১/৩ (২৩.১ ওভার)
ক্রেগ আরভিন ৫১ (৪৬)
কাদির আহমেদ ১/১৬ (৫ ওভার)
জিম্বাবুয়ে ৭ উইকেটে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব, হারারে
আম্পায়ার: শন জর্জ (দক্ষিণ আফ্রিকা) ও ল্যাংটন রাসেরে (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: টেন্ডাই চাতারা (জিম্বাবুয়ে)

২য় ওডিআই

[সম্পাদনা]
১২ এপ্রিল ২০১৯
০৯:৩০
সংযুক্ত আরব আমিরাত 
১৬৯/৯ (৩৫ ওভার)
 জিম্বাবুয়ে
১৮৫/৪ (৩২ ওভার)
রেজিস চাকাভা ৭৮* (১০১)
রোহান মুস্তাফা ২/৩৮ (৭ ওভার)
জিম্বাবুয়ে ৪ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
হারারে স্পোর্টস ক্লাব, হারারে
আম্পায়ার: ইকনো চাবি (জিম্বাবুয়ে) ও শন জর্জ (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: পিটার মুর (জিম্বাবুয়ে)
  • জিম্বাবুয়ে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টি ও খারাপ আলোতে জিম্বাবুয়েকে ৩২ ওভারে ১৮১ রানের একটি সংশোধিত লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।

৩য় ওডিআই

[সম্পাদনা]
১৪ এপ্রিল ২০১৯
০৯:৩০
জিম্বাবুয়ে 
৩০৭/৪ (৫০ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত
১৭৬ (৪৬.২ ওভার)
শন উইলিয়ামস ১০৯* (৮৪)
মোহাম্মদ নাভিদ ১/৪২ (৯ ওভার)
মোহাম্মদ উসমান ৪৯ (৭৪)
রায়ান বার্ল ৪/৩২ (৬.২ ওভার)
জিম্বাবুয়ে ১৩১ রানে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব, হারারে
আম্পায়ার: শন জর্জ (দক্ষিণ আফ্রিকা) ও ল্যাংটন রাসেরে (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: শন উইলিয়ামস (জিম্বাবুয়ে)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • শন উইলিয়ামস ওয়ানডেতে (৭৫ বল) জিম্বাবুয়ে ব্যাটসম্যানের জন্য দ্রুততম সেঞ্চুরি করেছেন।

৪র্থ ওডিআই

[সম্পাদনা]
১৬ এপ্রিল ২০১৯
০৯:৩০
সংযুক্ত আরব আমিরাত 
১৭৫ (৪৭.১ ওভার)
 জিম্বাবুয়ে
১২৯/৭ (২৪.৫ ওভার)
চিরাগ সুরি ৪৬ (৭৬)
শন উইলিয়ামস ২/২৭ (১০ ওভার)
জিম্বাবুয়ে ৩ উইকেটে জয়ী (ডিএলএস পদ্ধতি)
হারারে স্পোর্টস ক্লাব, হারারে
আম্পায়ার: শন জর্জ (দক্ষিণ আফ্রিকা) ও ল্যাংটন রাসেরে (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: কাইল জার্ভিস (জিম্বাবুয়ে)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টি হওয়ার কারণে ৩০ ওভারে জিম্বাবুয়ের ১২৮ রানের একটি সংশোধিত লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Zimbabwe to host UAE, travel to Netherlands"International Cricket Council। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৯ 
  2. "Zimbabwe set for packed season of international cricket"CricBuzz। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৯ 
  3. "Zimbabwe to break cricket hiatus with series against UAE"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]