স্ট্র্যান্ড রোড, চট্টগ্রাম
অবয়ব
স্ট্র্যান্ড রোড | |
---|---|
পথের তথ্য | |
দৈর্ঘ্য | ১.১৮ কিলোমিটার (০.৭৩ মাইল) |
অস্তিত্বকাল | ১৯ শতক–বর্তমান |

স্ট্র্যান্ড রোড, বাংলাদেশের চট্টগ্রাম শহরের আগ্রাবাদ এলাকার সন্নিকটে অবস্থিত ১.১৮ কিলোমিটার দৈর্ঘ্যের ও ৪৮ ফুট চওড়া একটি প্রধান বাণিজ্যিক সড়ক।[১] এটি সদরঘাট থানার অধীনে চট্টগ্রাম বন্দরের জাহাজ-ঘাটের পাশে অবস্থিত। ১৯ শতকের শুরুর দিকে ব্রিটিশ শাসনের অধীনে এই সড়কটি নির্মিত হয়।[২] বর্তমানে সড়কটি অস্থায়ী ট্রাক টার্মিনাল হিসেবে পরিণত হয়েছে।[৩]
সীমারেখা
[সম্পাদনা]সড়কটি আগ্রাবাদ থেকে নগরীর উত্তর-পূর্ব দিকে সদরঘাট নদীবন্দর পর্যন্ত বিস্তৃত।
উল্লেখযোগ্য স্থাপনা
[সম্পাদনা]ভগ্নী সড়ক
[সম্পাদনা]জনপ্রিয় সংস্কৃতিতে
[সম্পাদনা]হরিশংকর জলদাস রচিত কসবি (২০১১) উপন্যাসের মূল উপজীব্য বিষয় চট্টগ্রাম অঞ্চলের ঐতিহাসিক সাহেবপাড়াকে কেন্দ্র করে আবর্তিত, যা একসময় স্ট্র্যান্ড রোডে অবস্থিত ছিল।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "স্ট্র্যান্ড রোড"। bd.geoview.info। bd.geoview.info। সংগ্রহের তারিখ মে ২১, ২০১৭।
- ↑ ওসমানী, শিরীন হাসান (জানুয়ারি ২০০৩)। "চট্টগ্রাম নগরী"। সিরাজুল ইসলাম; আমিরুল ইসলাম চৌধুরী (অনলাইন)। বাংলাপিডিয়া (অনলাইন)। বাংলাদেশ: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। আইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ মে ২১, ২০১৭।
- ↑ সুজন ঘোষ (১৩ জুন ২০১৫)। "চট্টগ্রামের সদরঘাট ও স্ট্র্যান্ড রোড"। প্রথম আলো। চট্টগ্রাম। সংগ্রহের তারিখ মে ২০, ২০১৭।