অক্সিজেন মোড়
অক্সিজেন মোড় হলো বাংলাদেশের চট্টগ্রামের একটি স্থান। এটি বায়েজিদ বোস্তামী থানার অধীনস্থ একটি শহুরে চত্বর।[১]
এটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জালালাবাদ ওয়ার্ডে অবস্থিত। এটি শহরে প্রবেশের দুটি সড়ক প্রবেশদ্বারের অন্যতম। নগরীতে কোন বাস টার্মিনাল না থাকায় সকল বাস ও যাত্রীবাহী যানবাহন এ স্থানে থামার ফলে যাত্রীদের তীব্র যানজটের সৃষ্টি হয়।[২] অক্সিজেন মোড় মহানগরীর ব্যস্ততম এলাকা।[৩] শহরের শিক্ষার্থীদের জন্য চালানো বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের "সততা বাস" এই জায়গা থেকে টাইগারপাস পর্যন্ত চলে।[৪] চট্টগ্রামের বঙ্গবন্ধু অ্যাভিনিউ অক্সিজেন মোড় থেকে কুয়াইশ পর্যন্ত বিস্তৃত।[৫] চট্টগ্রাম জেলার উত্তরাঞ্চলে সড়ক যোগাযোগের জন্য এই স্থানটি অপরিহার্য।[৬] রাঙ্গামাটির একমাত্র মহাসড়ক হলো এন১০৬ যেখানে অক্সিজেন মোড় থেকে প্রবেশ করা যায়।[৭][৮] এখান থেকে সড়ক পথে মুরাদপুর মোড়ের দূরত্ব ৩ কিলোমিটার।[৯] ২৭ ফেব্রুয়ারি ২০২২ সালে মহানগর কর্তৃপক্ষ অক্সিজেন মোড়ের নাম পরিবর্তন করে সৈয়দ আহমদ উল্লাহর নামানুসারে গাউসুল আজম মাইজভাণ্ডারী চত্বর রাখার সিদ্ধান্ত নেয়।[১০]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার"। ঢাকা পোস্ট। ২৫ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২৩।
- ↑ ফিরোজ, গাজী (১৭ ডিসেম্বর ২০১৯)। "এ কে খান ও অক্সিজেন মোড়: দম বন্ধ হয়ে আসে সবার"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২৩।
- ↑ করিম, রেজাউল (৮ জুলাই ২০১৯)। "চট্টগ্রামের অক্সিজেন মোড়ে ভয়াবহ যানজট"। রাইজিংবিডি.কম। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২৩।
- ↑ "চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য ১০টি দোতলা বাস দিলেন প্রধানমন্ত্রী"। বাংলা ট্রিবিউন। ১৮ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২৩।
- ↑ "অক্সিজেন-কুয়াইশ সড়ক জোড়াতালির মেরামতে ভোগান্তি চরমে"। বিডিনিউজ২৪.কম। ৯ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "দৃশ্যপট অক্সিজেন মোড়: যানজট-বিশৃঙ্খলায় ভোগান্তি বাড়ছে"। দৈনিকবায়ান্ন.কম। ১ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২৩।
- ↑ "অক্সিজেন মোড় থেকে হাটহাজারী সড়ক সম্প্রসারণ কার্যাদেশ বাতিলের নির্দেশ"। জনকণ্ঠ। ৫ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২৩।
- ↑ "৪ লেন হচ্ছে হাটহাজারী-রাউজান সড়ক"। আরটিভি। ১৮ সেপ্টেম্বর ২০১৮। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২৩।
- ↑ মুজাম্মেল, রেজা (২২ নভেম্বর ২০১৭)। "মুরাদপুর-অক্সিজেন সড়কে গাড়ি চলে হেলেদুলে"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২৩।
- ↑ "অক্সিজেন মোড়ের নাম 'গাউসুল আজম মাইজভাণ্ডারী চত্বর'"। বাংলানিউজ২৪.কম। ২৭ ফেব্রুয়ারি ২০২২। ২১ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২৩।