স্বাধীনতা কমপ্লেক্স
স্বাধীনতা কমপ্লেক্স | |
---|---|
মিনি বাংলাদেশ, শহিদ জিয়া স্মৃতি কমপ্লেক্স | |
![]() স্বাধীনতা টাওয়ার ও ঘূর্ণায়মান রেস্তোরা | |
![]() | |
ধরন | শহুরে উদ্যান |
অবস্থান | বহদ্দারহাট, চট্টগ্রাম, |
স্থানাঙ্ক | ২২°২২′২৮″ উত্তর ৯১°৫০′৫৮″ পূর্ব / ২২.৩৭৪৫৫১° উত্তর ৯১.৮৪৯৩৯৩° পূর্ব |
আয়তন | ১১ একর (০.০৪৫ কিমি২) |
নির্মিত | মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ |
মালিকানাধীন | মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় |
স্বাধীনতা কমপ্লেক্স (মিনি বাংলাদেশ নামেও পরিচিত) হলো বাংলাদেশের চট্টগ্রাম শহরে অবস্থিত একটি পার্ক। এটি মূলত একটি থিম পার্ক যেখানে বাংলাদেশের বিভিন্ন দৃষ্টিনন্দন ও ঐতিহাসিক স্থাপনাগুলোকে অবিকল নতুন করে রূপায়ণ করা হয়েছে।[১]
অবস্থান
[সম্পাদনা]স্বাধীনতা কমপ্লেক্স চট্টগ্রাম শহরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাস টার্মিনালের পাশেই অবস্থিত। এটির উত্তর-পূর্ব পাশে কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অবস্থিত।[২][৩]
নামকরণ ও প্রতিষ্ঠা
[সম্পাদনা]২০০৬ সালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে শহীদ জিয়া স্মৃতি কমপ্লেক্স হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এটিকে স্বাধীনতা কমপ্লেক্স নামে নামকরণ করা হয়। বাংলাদেশের বিভিন্ন দৃষ্টিনন্দন ও ঐতিহাসিক স্থাপনাগুলোর সমন্বয়ে থিম পার্ক হওয়ায় এটি মিনি বাংলাদেশ নামেও পরিচিত।[৩][৪]
বিবরণ
[সম্পাদনা]স্বাধীনতা কমপ্লেক্সে রয়েছে বাংলাদেশের জাতীয় সংসদ ভবন, আহসান মঞ্জিল, সুপ্রিম কোর্ট, কৃত্রিম জলরাশি, কার্জন হল, কান্তজীর মন্দির, দরবার হল, বড়কুঠি, ছোটকুঠি, ছোট সোনা মসজিদ, লালবাগ কেল্লা, পাহাড়পুর বৌদ্ধ বিহার, জাতীয় স্মৃতিসৌধ, শহিদ মিনার, সেন্ট নিকোলাস চার্চ, চিরন্তন পল্লি, ট্রেনের নিচে ব্রিজ, ছয়টি কিউচ (বসার স্টল), পাঁচটি পানির ফোয়ারা ও তিনটি কিডস জোন।[৪] এছাড়াও রয়েছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সাথে মিল রেখে ৭১ মিটার বা ২৩০ ফুট উচ্চতার স্বাধীনতা টাওয়ার। স্বাধীনতা টাওয়ারে রয়েছে একটি রিভলভিং রেস্টুরেন্ট (ঘূর্ণায়মান রেস্তোরাঁ)।[১] ২৩ তলা উচ্চতায় অবস্থিত এই রেস্তোরা থেকে এক নজরে পুরো চট্টগ্রাম শহর, কর্ণফুলী নদী এমনকি বঙ্গোপসাগরও দেখা যায়।[৩]
চিত্রশালা
[সম্পাদনা]-
জাতীয় সংসদ ভবন
-
জাতীয় স্মৃতিসৌধ পার্শ্ব দৃশ্য
-
জাতীয় স্মৃতিসৌধ সম্মুখ দৃশ্য
-
স্বাধীনতা টাওয়ার
-
ট্রেন
-
বড়কুঠি
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "চট্টগ্রামের 'মিনি বাংলাদেশ'"। ডয়চে ভেলে বাংলা। ১৮ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২১।
- ↑ "চট্টগ্রামে 'মিনি বাংলাদেশ'"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২১।
- ↑ ক খ গ "চট্টগ্রামে স্বাধীনতা কমপ্লেক্স পার্কের টেন্ডারে অনিয়ম"। দৈনিক মানবজমিন। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২১।
- ↑ ক খ "সৌন্দর্য হারাচ্ছে স্বাধীনতা কমপ্লেক্স"। দৈনিক সমকাল। ৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২১।
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4a/Commons-logo.svg/30px-Commons-logo.svg.png)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dd/Wikivoyage-Logo-v3-icon.svg/40px-Wikivoyage-Logo-v3-icon.svg.png)