ব্যবহারকারী আলাপ:Intakhab
আলোচনা যোগ করুন
সুপ্রিয় Intakhab ctg! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা টুলবারের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ১৬:১৪, ১৩ মার্চ ২০১২ (ইউটিসি) |
ইনলাইন রেফারেন্স যেভাবে দিতে হয়
[সম্পাদনা]প্রিয় ইন্তেখাব, নামের বানান সঠিক হলো কিনা জানি না, তজ্জন্য ক্ষমাপ্রার্থী। আশা করি ভালো আছেন। আপনার নিবন্ধগুলো বেশ ভালো হচ্ছে। অনুবাদগুলোও ভালো হচ্ছে। শুধু একটু প্রক্রিয়াগত সমস্যা ঠিক হয়ে গেলেই কাজটা সোনায় সোহাগা হয়ে যাবে। আপনি ইংরেজি উইকির যে নিবন্ধ থেকে লেখা অনুবাদ করছেন, সেখানকার "Edit" বোতামে চাপ দিলে ঐ পাতার কোডগুলো দেখতে পাবেন, আমি জানি, আপনি সেটা জানেন। শুধু যে কাজটা করতে হবে, ওখান থেকে যে লাইনে যে রেফারেন্সটা দেয়া আছে, তা কপি করে অনুবাদ করা লাইনটিতে সেভাবে পেস্ট করে দিতে হবে, ব্যস। তাহলে নিচের তথ্যসূত্র অনুচ্ছেদে সবগুলো রেফারেন্স আপনা-আপনি যোগ হয়ে যাবে (শুধু সেখানে {{reflist}} কোডটা লিখতে হবে।)। রেফারেন্সগুলো সাধারণত <ref>Reference</ref> কোডের ভিতর থাকে। উল্লেখ্য, ইনলাইন রেফারেন্স বা ইনলাইন সাইটেশন বলতে বোঝায় নিবন্ধের কোন লাইনটি, বা কোন অংশটি কোন তথ্য-উৎস থেকে নেয়া হয়েছে। ...আব্বাস ইবনে ফিরনাস নিবন্ধে তেমনটা করলেই কাজ হয়ে যাবে। আগের নিবন্ধগুলোতে এরকম ভুল থাকলে ঠিক করে নেয়া এখন আপনার জন্য সময়ের ব্যাপার মাত্র। না বুঝলে অবশ্যই আমার আলাপ পাতায় জানাতে ভুলবেন না। তারপরও পড়ে নিতে পারেন: এই নিবন্ধটি। আর তথ্যসূত্রের একটা উদাহরণ দেখতে অ্যাঞ্জেলিনা জোলি নিবন্ধটাকে কোড-মোডে খুলে আদ্যোপান্ত দেখে নিতে পারেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৪:০০, ১৬ মার্চ ২০১২ (ইউটিসি)
ভাষা-সংযোগ (অন্য ভাষার উইকিপিডিয়া সংযোগ)
[সম্পাদনা]প্রিয় ইনতেখাব, এবার নামের বানান বিষয়ক সংশয় নেই। :) যাহোক, আপনি আপনার ব্যবহারকারী পাতায় (এই নীতিমালা) অনুসরণ করে আপনার সম্পর্কে বিস্তারিত লিখে রাখতে পারেন, এতে অন্যান্য উইকিপিডিয়ান আপনার সম্পর্কে জানবেন, এবং যোগাযোগ সহজ হবে।
আরেকটা কথা, আলাপ পাতায় নিজের আলাপ লেখা শেষে চারটি টিল্ডা (~~~~) দিলে আপনার স্বাক্ষর স্বয়ংক্রীয়ভাবে যোগ হবে (নিচে যেমনটা আমার হয়েছে)। আর, আলাপের ট্রেস রাখার জন্য, আগের অন্য বিষয়ের আলাপ থেকে আপনার আলাপটিকে আলাদা শিরোনামে রাখার জন্য নতুন আলাপ শুরু করার সময় "বিষয়/শিরোনাম" অংশে সেই আলাপের একটা শিরোনাম দেয়া যেতে পারে।
যাহোক, ভাষার কোডগুলো কপি-পেস্ট করা কিংবা টাইপ ছাড়া আপাতত কোনো সহজ পথ নেই। তবে একটা সহজতর উপায় হলো, শুধু ইংরেজি উইকিপিডিয়ার লিংক দিয়ে দিলেই চলে, এভাবে [[en:Example]]। উইকিপিডিয়ায় কিছু [রো]বট অ্যাকাউন্ট আছে, যেগুলো নিয়মিত ক্রস-উইকি চেক করে বিভিন্ন ভাষার সংযোগগুলো আপনা-আপনি যোগ করে নেয়। তাই ইংরেজিটা যোগ করে দিলে, বাকিগুলো বট্ই করে নিবে। অন্য ভাষার উইকিপিডিয়ার সংযোগগুলো নিবন্ধের একেবারে শেষে যোগ করা উত্তম। ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৪:১৭, ১৭ মার্চ ২০১২ (ইউটিসি)
আল্প আরসালান পাতার ছবি
[সম্পাদনা]প্রিয় ইন্তেখাব, আপনি আল্প আরসালান পাতায় একটি ছবি প্রদর্শনের সমস্যার ব্যাপারে মঈনুল ভাইয়ের আলাপের পাতায় বার্তা রেখেছিলেন দেখলাম। উত্তরটি আমিও জানি তাই বলছি। আপনি সম্ভবত এই ছবিটির কথা বলছেন, তাই না? এটি প্রদর্শিত হচ্ছে না, কারণ এই ছবিটি ইংরেজি উইকিপিডিয়াতে লোকালি আপলোড করা, উইকিমিডিয়া কমন্সে নয়। উইকিমিডিয়া কমন্সে ছবিটি আপলোডও করা যাবে না, কারণ ছবিটি মুক্ত বা ফ্রি লাইসেন্সের অধীনে নয়। এবং ইংরেজি উইকিপিডিয়াতে ছবিটি ব্যবহৃত হচ্ছে ফেয়ার ইউজ নিয়মের আওতায়। বাংলা উইকিপিডিয়াও ফেয়ার ইউজ গ্রহণ করে, যদিও তা উৎসাহিত করা হয় না। তবে আপনি যদি চান তাহলে ছবিটি বাংলা উইকিপিডিয়ায় আপলোড করতে পারেন, এবং বিরবণ হিসেবে হুবহু ইংরেজি উইকিপিডিয়ার বিবরণটি ব্যবহার করতে পারেন। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। — তানভির • আলাপ • ১২:১৬, ১৮ মার্চ ২০১২ (ইউটিসি)
বিষয়শ্রেণী সংযোগ
[সম্পাদনা]অনুগ্রহ করে, নিবন্ধ তৈরির পরে নিবন্ধটিতে বিষয়শ্রেণী যোগ করুন। উইকিপিডিয়াতে আপনার অবদানের জন্য ধন্যবাদ। --- ইয়াহিয়া (আলাপ) ২০:০৬, ১৮ জুন ২০১৩ (ইউটিসি)
- বাংলা উইকিপিডিয়াতে "বিষয়শ্রেণী:১৯১২ সালে জন্ম" এবং "বিষয়শ্রেণী:১৯১২ সালে মৃত্যু" পরিবর্তীতে "বিষয়শ্রেণী:১৯১২-এ জন্ম" এবং "বিষয়শ্রেণী:১৯৩৯-এ মৃত্যু" ব্যবহার করা হয়। ধন্যবাদ।--- ইয়াহিয়া (আলাপ) ১১:২৩, ২০ জুন ২০১৩ (ইউটিসি)
নিবন্ধ
[সম্পাদনা]সুপ্রিয় ইনতেখাব, আজকে আপনার তৈরি করডোবা আমিরাত ও করডোবা খিলাফত নিবন্ধ দুটি আলোচনা না করেই কর্ডোবা আমিরাত ও কর্ডোবা খিলাফত নামে সরিয়ে নিয়েছি। ইন্টারনেটে অল্প ফলাফল মধ্যেও দেখলাম বেশির ভাগ কর্ডোবা ব্যবহার করেছে। তাছাড়া আপনি নিজেও আগে কিছু জায়গায় কর্ডোবা ব্যবহার করেছিলেন। যদি আপনার আপত্তি থাকে তাহলে আমাকে জানাতে পারেন বা আপনি নিচেও নিবন্ধ দুটি আগের নামে ফেরত নিতে পারেন। --আফতাব (আলাপ) ২২:৫৯, ২০ জুন ২০১৪ (ইউটিসি)
- ধন্যবাদ আফতাব ভাই। প্রথমে "রেফ" সঠিক মনে হলেও পরে যথার্থ মনে না হওয়ায় নিবন্ধে যোগ করিনি। তাছাড়া বাংলা ভিন্ন একটি ভাষার উইকিপিডিয়াতে "নিকারাগুয়ান করডোবা" নামক একটি পৃষ্ঠায় দেখলাম "রেফ" যুক্ত করা হয়নি। এমন না যে ঐ ভাষায় "রেফ" নেই। কারণ একই পৃষ্ঠায় একটি শব্দে "রেফ" দেখেছি। যাই হোক, আমার যদি ভুল হয়ে থাকে তবে পৃষ্ঠা সরানোতে আমার আপত্তি নেই। --- ইনতেখাব (আলাপ) ১১:৩১, ২১ জুন ২০১৪ (ইউটিসি)
- বুঝতে পেরেছি, আপনি বিষ্ণুপ্রিয়া মণিপুরীর কথা বলছেন। কিন্তু আপনি হয়তো জানেন না নিবন্ধটি বট দিয়ে তৈরি করা হইছে। বটে যে স্ক্রিপ্ট দেয়া ছিল সে অনুজায়ী তৈরি হইছে, এখানে ভুল হবার সম্ভাবনা থাকতে পারে।
আমার আলাপ পাতায় যে সমস্যার কথা বলেছিলেন, সেটা হচ্ছে অদৃশ্য একটি স্পেস বা খালি জায়গা যুক্ত হওয়ায়। আপনি যে কিবোর্ড দিয়ে লিখছেন, সেখানে থেকে এটি হচ্ছে। (আমি Unicodeএ রুপান্তর করে বুজাচ্ছি: আপনার লেখা "কর্ডোবা" (Unicode:\u0995\u09b0\u09cd\u09a1\u09cb\u200c\u09ac\u09be) ও "কামাল আতাতুর্ক" (Unicode:\u0995\u09be\u09ae\u09be\u09b2 \u0986\u09a4\u09be\u09a4\u09c1\u09b0\u09cd\u0995\u200c) এখানে \u200c সমস্যা করছে, অর্থাৎ আপনার লেখা কর্ডোবার বা-এর আগে ও "কামাল আতাতুর্ক"-এ র্ক-এর অদৃশ্য একটি স্পেস আছে। স্পেস দূর করে দিলে আর হবে না) --আফতাব (আলাপ) ১২:১৯, ২১ জুন ২০১৪ (ইউটিসি)
- বুঝতে পেরেছি, আপনি বিষ্ণুপ্রিয়া মণিপুরীর কথা বলছেন। কিন্তু আপনি হয়তো জানেন না নিবন্ধটি বট দিয়ে তৈরি করা হইছে। বটে যে স্ক্রিপ্ট দেয়া ছিল সে অনুজায়ী তৈরি হইছে, এখানে ভুল হবার সম্ভাবনা থাকতে পারে।
কররানি
[সম্পাদনা]কররানি রাজবংশ-এর বানান মনে হয় কররানী হবে (এই সম্পর্কিত সবগুলি নিবন্ধের শিরোনামসহ)। বাংলা পিডিয়ার অনলাইন সংস্করণেও দেখলাম কররানী + ইন্টারনেটে কররানী লিখে অনুসন্ধান করে বেশ কিছু ফলাফল পেয়েছি। কররানি লিখলে বাংলা উইকি ছাড়া আর তেমন ফলাফল আসে না। --আফতাব (আলাপ) ২২:০১, ১ জুলাই ২০১৪ (ইউটিসি)
- আমি আসলে, নিবন্ধ "কররানী" বানানে স্থানান্তর করতে চাচ্ছি। আপনার কি কোন আপত্তি আছে? --আফতাব (আলাপ) ২২:৪৬, ১ জুলাই ২০১৪ (ইউটিসি)
- আগে বিষয়টা খেয়াল করিনি। সার্চ করে দেখলাম "কররানী" বানানটাই বেশি। স্থানান্তরে আপত্তি নেই। (Intakhab ctg (আলাপ) ২২:৫৪, ১ জুলাই ২০১৪ (ইউটিসি))
নিরীক্ষক
[সম্পাদনা]হ্যালো। আপনার অ্যাকাউন্টের সাথে "পরীক্ষক" ব্যবহারকারী অধিকার যুক্ত করা হয়েছে, যা আপনাকে সুরক্ষিত পাতাসমূহে অন্য ব্যবহারকারীদের করা অপেক্ষমান সম্পাদনাসমূহ পর্যবেক্ষণ করার সুবিধা দিবে। অমীমাংসিত পরিবর্তনসহ পাতাসমূহ এখানে পাবেন এবং স্বয়ংক্রিয় পর্যবেক্ষণের সীমাবদ্ধতাসহ সমস্ত পাতাসমূহের স্বয়ংক্রিয় একটি তালিকা এখানে রয়েছে।
মনে রাখবেন এই অধিকারটি আপনার অবস্থার কোন পরিবর্তন ঘটাবে না বা আপনার নিবন্ধ সম্পাদনাতেও প্রভাব ফেলবে না। আপনি যদি এই ব্যবহারকারী অধিকারটি না চান তাহলে যেকোন সময় যেকোন প্রশাসককে অপনার অ্যাকাউন্ট থেকে অধিকারটি প্রত্যাহারের জন্য অনুরোধ করুন।
আরো দেখুন:
- উইকিপিডিয়া:নিরীক্ষক, পর্যবেক্ষণের নীতিমালা
- উইকিপিডিয়া:অমীমাংসিত পরিবর্তন, অমীমাংসিত পরিবর্তন-এর ব্যবহার
- উইকিপিডিয়া:সুরক্ষা নীতি, কোন পাতাগুলোতে প্রশাসকগণ অমীমাংসিত পরিবর্তন সেটিং প্রয়োগ করবেন এর নীতিমালা। যুদ্ধমন্ত্রী আলাপ ০০:০২, ২৩ জুলাই ২০১৪ (ইউটিসি)
অভিনন্দন!!!
[সম্পাদনা]ইসলামী তারকা পদক | ||
বাংলা উইকিতে ইসলাম ধর্ম সম্পর্কিত সকল নিবন্ধ, টেমপ্লেট এবং বিষয়শ্রেণী তৈরী করা সহ নিবন্ধের যথাযথ সম্পাদনার মাধ্যমে মানসম্মত পর্যায়ে আনার জন্য আমার পক্ষ থেকে আপনাকে ইসলামী তারকা পদক দ্বারা সন্মানিত করা হল। তাই ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ইসলামিক নিবন্ধ দেখার দৃঢ প্রত্যয় ব্যক্ত করে; — মাসুম ইবনে মুসা কথোপকথন ০৭:৩৬, ২৬ জুলাই ২০১৪ (ইউটিসি) |
- আপনাকে অসংখ্য ধন্যবাদ মাসুম ভাই। আমার কাজে উৎসাহ বৃদ্ধিতে এটি অবশ্যই সাহায্য করবে। (Intakhab ctg (আলাপ) ০৯:৫৮, ২৬ জুলাই ২০১৪ (ইউটিসি))
পবিত্র ঈদুল ফিত্র এর দাওয়াত এবং শুভেচ্ছা
[সম্পাদনা]মহা পবিত্র ঈদুল ফিতর আগত, আর তাই আমরা সকলেই এই দিনকে ঘিরে উচ্ছ্বসিত; উদ্বেলিত। প্রিয়জনের সাথে থাকার এই মহা পবিত্র উৎসবে আপনাকে আমার পক্ষ থেকে ঈদের দাওয়াত এবং শুভেচ্ছা রইল। আশা করছি যে, দাওয়াতটি সাদরে গ্রহণ করবেন এবং এরই সাথে সাথে আপনি এবং আপনার পরিবারের সকলের জন্য অপরিসীম শুভ কামনা ব্যক্ত করে; ----— মাসুম ইবনে মুসা কথোপকথন ০৫:৪০, ২৭ জুলাই ২০১৪ (ইউটিসি) |
দশম প্রতিষ্ঠাবার্ষিকী-বৃত্তি
[সম্পাদনা]সুপ্রিয় Intakhab! বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কলকাতার সন্মেলনে বৃত্তিতে নিজের নাম নথিভুক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দয়া করে নিচের গুগুল ফর্মটি পুরণ করুন ও আপনার বিস্তারিত জানান, এর ফলে আমরা আপনাকে সঠিক ভাবে আমন্ত্রন পত্র ও বৃত্তির সিদ্ধান্ত জানাতে সক্ষম হব। আশা করি আপনি ফর্মটি পূরণ করে আমাদের সাহায্য করবেন ! |
আপনাকে বৃত্তি প্রদান করা হয়েছে!
[সম্পাদনা]প্রিয় Intakhab ctg, শুভেচ্ছা নিবেন।
আপনি কিছুদিন আগে বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা সন্মেলনের বৃত্তিতে আপনার নিজের নাম অন্তর্ভুক্ত করেছিলেন।
অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, আয়োজক কমিটি আপনাকে বৃত্তি প্রদান করার জন্য নির্বাচিত করেছে। এই সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনার ইমেইল ঠিকানায় পাঠানো হয়েছে। দয়া করে আপনার ইমেইল পরীক্ষা করুন। কোন প্রশ্ন থাকলে infowikimedia.org.bd ঠিকানায় যোগাযোগ করুন।
-আয়োজক কমিটি
উইকি পদক
[সম্পাদনা]নিরলস অবদানের জন্য পদক | ||
বাংলা উইকিপিডিয়ার পেছনে ধারবাহিকতার সাথে অনুকরণীয় শ্রম ও মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে এ পদক দেয়া হল। Ibrahim Husain Meraj (আলাপ) ১১:১৯, ৮ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি) |
ধন্যবাদ ।
[সম্পাদনা]আচ্ছালামু আলাইকুম । আসলে আমি নতুন তো তাই ভালো বুঝতে পারছিনা । । দয়া করে আমাকে সাহায্য করবেন ।
উইকিপ্রকল্প সুফিবাদে আপনাকে স্বাগতম
[সম্পাদনা]
উইকিপ্রকল্প সুফিবাদে অংশগ্রহণ করার জন্য আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে, এটি সুফিবাদ সম্পর্কিত নিবন্ধসমূহের মানোন্নয়ন ও সংষ্কারের জন্য উৎসর্গীকৃত একটি প্রকল্প। বর্তমানে, আমরা এ প্রকল্পের উন্নতি নিয়ে আলোচনা করছি; আপনিও এতে অংশগ্রহণ করে আমাদের সহায়তা করতে পারেন! |
--ইকবাল হোসেন (আলাপ) ০৭:২৫, ১৪ মে ২০১৫ (ইউটিসি)
হজরে আসওয়াদ নিবন্ধ প্রসঙ্গে
[সম্পাদনা]এখানে সম্পাদনাটি পূর্বাবস্থায় ফেরানোর ব্যাখ্যা কী? আমি আরবী নামটা বাংলায় করেছিলাম। তাছাড়া এটা বৈশ্বিকভাবে Black Stone হিসেবে পরিচিত তাই এর বাংলা নাম কালো পাথর থাকলে বিশেষ ক্ষতি কী? --মহীন রীয়াদ (আলাপ) ২০:৩৫, ২৪ মে ২০১৫ (ইউটিসি)
- "Black Stone" বা এর অর্থ হিসেবে "কালো পাথর" বৈশ্বিকভাবে না, বরং ভাষাভেদে প্রচলিত। এই পাথরের একটা বিশেষ পরিচিতি আছে এবং বাংলা ভাষায় তা "হজরে আসওয়াদ" নামে পরিচিত। মূল আরবি ছাড়াও কিছু এশিয়ান ভাষা যেমন ফারসি, তুর্কি, উর্দু, ইন্দোনেশীয় ইত্যাদিতে "হজরে আসওয়াদ" বা কাছাকাছি উচ্চারণের নাম প্রচলিত। পোলিশ ভাষায় এর নাম "Hadżar"। তাই বাংলায় যেহেতু সবাই "হজরে আসওয়াদ" নামে চেনে তাই এর নাম হজরে আসওয়াদ রাখা যুক্তিযুক্ত। উদাহরণ হিসেবে "নামাজ" এর বিষয়টা বলা যায়। বাংলায় কেউ "সালাত" বলে না যদিও এটা মূল শব্দ এবং বিশ্বের অনেকেই এই নামে একে চেনে। কিন্তু অনেক ভাষায় "নামাজ" প্রচলিত তাই বাংলাসহ সেসব ভাষায় এই প্রার্থনার নিবন্ধ "নামাজ" নামেই রাখা হয়েছে। Intakhab ctg (আলাপ) ২১:০৪, ২৪ মে ২০১৫ (ইউটিসি)
বখতিয়ার খিলজীর প্রবন্ধে
[সম্পাদনা]বখতিয়ার খিলজীর প্রবন্ধে কোন কারণ ছাড়াই পূর্বের ভুলে ভরা ইতিহাসে কেন ফেরৎ যাওয়া হল তা জানালে উপকৃত হতাম।
- আপনার সম্পাদনার আগে বানানে কিছু ভুল ছিল (আপনার সম্পাদনা বাতিলের পর যা পরে ঠিক করে দেয়া হয়েছে) তবে ইতিহাসগত ভুল তথ্য ছিল বলে মনে হচ্ছে না। আপনি একটি ক্ষেত্রে রেফারেন্স হিসেবে স্কুলের টেক্সটবই উল্লেখ করেছেন যা রেফারেন্স হিসেবে খুব শক্ত না তাই মূলত সম্পাদনা বাতিল করা হয়েছিল। স্নাতক বা তার উপরের পর্যায়ের এ বিষয়ক বই রেফারেন্স হিসেবে দিলে ভালো হয়। Intakhab ctg (আলাপ) ২২:১৬, ২ জুন ২০১৫ (ইউটিসি)
অভিনন্দন
[সম্পাদনা]বাংলা উইকিপিডিয়ার দশ বছর পূর্তি উপলক্ষে সেরা উইকিপিডিয়ান নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন।মুসফিক মুন্না (আলাপ) ১১:০৩, ১ জুন ২০১৫ (ইউটিসি)
অপসারণ
[সম্পাদনা]কেনো ?? চবির সামাজিক বিজ্ঞান অনুষদ থাকবে না কেন ? প্রবীর ঘোষ (আলাপ) ১৭:০২, ২৯ অক্টোবর ২০১৫ (ইউটিসি)
- কারণ যেকোনো বিশ্ববিদ্যালয়ের অনুষদগুলো আলাদা নিবন্ধ হিসেবে থাকার উপযুক্ত না মনে করি। Intakhab ctg (আলাপ) ১৭:২৫, ২৯ অক্টোবর ২০১৫ (ইউটিসি)
গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি
[সম্পাদনা]সুধী, বাংলা উইকিপিডিয়ায় অবদানের জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনি নিশ্চই জানেন, উইকিপিডিয়ার প্রায় সকল লেখা বা অন্যান্য মিডিয়া ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন শেয়ার অ্যালাইক লাইসেন্সের আওতাভুক্ত। সম্প্রতি একটি আলোচনার মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, আমরা না জেনেই উক্ত লাইসেন্সের একটি ধারা লঙ্ঘন করে যাচ্ছি। আমরা প্রায় সময়ই ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করে বাংলাতে যুক্ত করে থাকি। লাইসেন্স-এর শর্তানুসারে, কোন কিছু অন্য উইকিমিডিয়া প্রকল্প থেকে অনুবাদ করলে মূল প্রকল্পের লেখকদের স্বীকৃতি প্রদান করতে হয়। আমরা ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করলেও ইংরেজি উইকিপিডিয়ার লেখকদের স্বীকৃতিপ্রদান করি না অনেক সময়ই। যারা বিশেষ:ContentTranslation ব্যবহার করে অনুবাদ করেন, তাদের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে স্বীকৃতি প্রদান হয়ে যায়। যারা ম্যানুয়ালি অনুবাদ করেন, তারা খুব সহজেই নিচের যেকোন একটি পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে স্বীকৃতিপ্রদান করতে পারেন:
- নিবন্ধ তৈরির সময় সম্পাদনা সারাংশে লিখুন অমুক উইকিপিডিয়ার অমুক নিবন্ধের অনুবাদ। যেমন, ইংরেজি থেকে নিবন্ধ অনুবাদ করলে সারাংশে লিখবেন,
[[:en:ইংরেজি নিবন্ধের নাম]] থেকে অনুবাদ
। নিবন্ধ তৈরির সময় একবার সারাংশে এটি উল্লেখ করলেই চলবে। - অথবা, সংশ্লিষ্ঠ নিবন্ধের আলাপ পাতায় {{অনূদিত পাতা}} টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন। উদাহরণ হিসেবে দেখুন, আলাপ:২০০৩ বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর।
এখন থেকে বাংলা উইকিপিডিয়ার সকল সম্মানিত ব্যবহারকারীগণকে এই স্বীকৃতিপ্রদানের চর্চা করার অনুরোধ করছি। একইসাথে যেহেতু এটা সম্পর্কে একটি নতুন নীতিমালা তৈরি করতে হবে সুতরাং আমরা আপনাকে উইকিপিডিয়া:উইকিপিডিয়ার অভ্যন্তরে অনুলিপি করা পাতাটির অনুবাদে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। কোন প্রশ্ন থাকলে আলোচনাসভায় বার্তা রাখার অনুরোধ করছি। আপনার সম্পাদনা আনন্দময় হোক। ধন্যবাদ।
বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের পক্ষে,
নাহিদ (আলাপ) ও আফতাব (আলাপ)
বৃহস্পতিবার ১৫:০১, ০৫ নভেম্বর ২০১৫ (ইউটিসি)
এশীয় মাস পদক
[সম্পাদনা]এশীয় মাস পদক | |
২০১৫-এর উইকিপিডিয়া:উইকিপিডিয়া এশীয় মাসে আপনার অসাধারণ অবদানের জন্য অনেক অনেক ধন্যবাদ। এর স্বীকৃতিতে সংগঠক দলের পক্ষ থেকে আপনাকে এই উইকিপদক প্রদান করা হল। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:০৪, ৪ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি) |
উইকি পদক
[সম্পাদনা]নিরলস অবদানের জন্য পদক | ||
ইনতেখাব ভাই, বাংলা উইকিপিডিয়াতে আপনি ইতিমধ্যে বিভিন্ন বিষয়ে সুলিখিত, তথ্যসমৃদ্ধ ও মানসম্পন্ন অনেকগুলো নিবন্ধ তৈরি করেছেন এবং নিরলসভাবে গঠনমূলক অবদান রেখে যাচ্ছেন। আপনার এ মহৎ কাজের সামান্য স্বীকৃতিস্বরূপ এই উইকিপদক প্রদান করলাম। – তানভির (আলাপ) ০৮:৫১, ৬ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি) |
Your attention needed at WP:CHU
[সম্পাদনা]উইকিপিডিয়া:ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন/ইউসারপেশন--যুদ্ধমন্ত্রী আলাপ ১০:১১, ৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
সুপ্রিয় Intakhab ctg,
উইকিপিডিয়া ১৫ অনলাইন নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে আপনার জমা দেয়া এক/একাধিক নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। আয়োজক কমিটি প্রতিযোগিতা শেষ হওয়ার পর অংশগ্রহণকারীদের গৃহীত হওয়া নিবন্ধগুলোর সংখ্যা অনুসারে পুরস্কার ডাকযোগে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে, সে লক্ষ্যে আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। প্রতিযোগিতা শেষ হওয়ার পর ফর্মে সরবরাহ করা আপনার ইমেইল ঠিকানা অনুসারে আপনার সাথে যোগাযোগ করা হবে। ধন্যবাদ।
উইকিপিডিয়া ১৫ আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
বুধবার ১৭:১৬, ০৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
পদক প্রাপ্তি
[সম্পাদনা]সম্পাদকের পদক | ||
বাংলা উইকিপিডিয়ায় আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। Ibrahim Husain Meraj (আলাপ) ১৬:০৩, ১২ জানুয়ারি ২০১৬ (ইউটিসি) |
উইকিপিডিয়া এশীয় মাসের পোস্টকার্ডের জন্য ঠিকানা সংগ্রহ
[সম্পাদনা]সুধী,
২০১৫ সালের নম্ভেম্বর মাস জুড়ে অনুষ্ঠিত উইকিপিডিয়া এশীয় মাস অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই প্রতিযোগিতা শুরু হওয়ার সময় বলা হয়েছিল যে, উইকিপিডিয়া এশীয় সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্বের একজন অংশীদার হিসেবে প্রত্যেক অংশগ্রহণকারী, যারা নিয়মাবলী অনুসরণ করে অন্ততঃ পাঁচটি নিবন্ধ তৈরী করবেন, তাঁরা অন্য অংশগ্রহণকারী দেশ থেকে একটি উইকিপিডিয়া পোস্টকার্ড উপহার হিসেবে পাবেন। আপনি জেনে আনন্দিত হবেন যে, সেই নিয়মানুযায়ী, একজন সফল অংশগ্রহণকারী হিসেবে এশিয়ার উইকিপিডিয়ানদের বন্ধুত্বের চিহ্নস্বরূপ একটি পোস্টকার্ড আপনি পেতে চলেছেন। আয়োজক কমিটি এই উপহার ডাকযোগে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে, সেই লক্ষ্যে আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন যে, আপনার ঠিকানা ও ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ রূপে গোপণ রাখা হবে ও শুধুমাত্র উপহার প্রেরণের জন্যই ব্যবহার করা হবে।
অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সহ,
উইকিপিডিয়া এশীয় মাস আয়োজক কমিটির পক্ষ থেকে,
বোধিসত্ত্ব (আলাপ) ০৮:৫০, ১৩ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)
স্বাগতম নতুন প্রশাসক!
[সম্পাদনা]অভিনন্দ ইন্তেখাব ভাই। আপনার প্রশাসকত্বের আবেদনটি সফল হয়েছে ও আপনাকে প্রশাসকের অধিকার প্রদান করা হয়েছে। এ বিষয়ে কোনো সাহায্যের প্রয়োজন হলে আমায় জানাতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করবো। আশা করছি উইকিপিডিয়ায় আপনার সক্রিয় অংশগ্রহণ বজায় থাকবে। — তানভির • ০৩:০৭, ৩১ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)
আলাপ পাতায় অন্য ব্যবহারকারীর বার্তা রোলব্যাক প্রসঙ্গে
[সম্পাদনা]প্রিয় ইন্তেখাব, এই সম্পাদনায় আপনি আপনার আলাপ পাতায় রাখা একজন ব্যবহারকারীর বার্তা রোলব্যাক করেছেন যা ধ্বংসপ্রবণতা ছিলো না। যদি এটি ভুলক্রমে হয়ে থাকে তাহলে আমি আশা করবো সম্পাদনাটি আপনি ফিরিয়ে নেবেন। কারণ একজন প্রশাসক হিসেবে অন্য ব্যবহারকারীর প্রতি এ ধরনের আচরণ আপনাকে ভুলভাবে উপস্থাপন করবে এবং আপনার মনোভাবকে অসহযোগী হিসেবে উপস্থাপন করবে। আশা করবো সম্পাদনাটির পেছনে আপনার একটি ব্যাখ্যা আছে এবং এটি আপনি আমাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। — তানভির • ০৯:২৭, ৩ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
- ঠিক ধ্বংসপ্রবণতা না হলেও বার্তাটি ব্যক্তিগত যোগাযোগের মত ছিল, উইকি সম্পর্কিত না। তাছাড়া মোটের উপর বার্তাটির কোনো অর্থ ছিল না, অর্থাৎ তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন তা লেখায় পরিষ্কার ছিল না। তাই রোলব্যাক করেছিলাম। যদি উইকি সম্পর্কিত কিছু হত তবে সহায়তা করার জন্য যথাসাধ্য চেষ্টা করতাম। Intakhab (আলাপ) ০৯:৪৩, ৩ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
- আপনি আপনার আলাপ পাতা থেকে যে-কোনো বার্তা সরিয়ে ফেলতে পারেন, এবং সে অধিকার আপনার আছে। আমি এটি বলেছিলাম এ কারণে যে এটি উৎসাহিত করা হয় না এবং ঐ ভদ্রলোক স্বাভাবিক কুশলাদির মতো বার্তা রেখেছিলেন যা উইকিপিডিয়ার সাথে না গেলেও নেতিবাচক কিছু ছিলো না, বরং ইতিবাচক-ই ছিলো। এখন ধরুন, উনি আপনার জবাব দেখতে আশা করে এসে যদি দেখেন আপনি অনুচ্ছেদটাই ডিলিট করে দিয়েছেন, আর আপনি একজন প্রশাসক তাই সব মিলিয়ে আপনার ও বাংলা উইকিপিডিয়ার প্রশাসকদের প্রতি তার একটি বিরূপ ধারণা আসতে পারে যা আমাদের মতো ছোট ও উন্নয়নশীল প্রকল্পের জন্য কাম্য নয়। আমি এসবের প্রতি চিন্তা করেই আপনাকে বিষয়টি নিয়ে বলেছিলাম। আশা করছি আমার পয়েন্টটি বোঝাতে পেরেছি। ধন্যবাদ। — তানভির • ০৯:৫১, ৩ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
রমিজ রাজা পাতা প্রসঙ্গে
[সম্পাদনা]দয়া করে ব্যাখ্যা করে বলবেন কেন আমার যুক্ত করা তথ্য মুছে ফেলা হল রমিজ রাজা পাতা থেকে? আমি কি জাতীয় পত্রিকা সমূহে লিংক যুক্ত করিনি? নাকি লিংকগুলো মিথ্যা ছিল? নাকি আমি আমার মনগড়া তথ্য যুক্ত করেছি? SMMONIR2014 (আলাপ) ০০:১৫, ৮ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)SMMONIR2014
- তথ্যসূত্র সঠিক থাকলেও এই বিষয়টা বিশ্বকোষে রাখার প্রয়োজন নাই। কোনো ব্যক্তির জীবনের প্রতিটা তথ্যের খুটিনাটির উপর জোর দিলে উইকিপিডিয়া বাছবিচারহীন তথ্যের সমাবেশ হয়ে পড়বে। তাই আমি এর পক্ষে না। Intakhab (আলাপ) ০৮:১৩, ৮ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
রমিজ রাজা পাতা প্রসঙ্গে
[সম্পাদনা]আপনার কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম! যাই হোক, আমাকে বাস্তব জগতে ফিরিয়ে আনার জন্য আপনাকে শুকরিয়া। আমি আপনাকে আমার লিখা মুছে ফেলার অনুমতি দিলাম, তবে।
তবে তার আগে অ্যাঞ্জেলিনা জোলি পেজটা থেকে আপনার কথার (তথ্যসূত্র সঠিক থাকলেও এই বিষয়টা বিশ্বকোষে রাখার প্রয়োজন নাই। কোনো ব্যক্তির জীবনের প্রতিটা তথ্যের খুটিনাটির উপর জোর দিলে উইকিপিডিয়া বাছবিচারহীন তথ্যের সমাবেশ হয়ে পড়বে। তাই আমি এর পক্ষে না। Intakhab (আলাপ) ০৮:১৩, ৮ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)) যথাযথ আমল করে আসবেন। শুকরিয়া।SMMONIR2014 (আলাপ) ১২:০৪, ৮ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)SMMONIR2014
- উইকিতে কোনো লেখাই কারো নিজস্ব সম্পদ না। এখানে যুক্তিসংগত কারণে যে কেউ যে কারো লেখা সম্পাদনা করতে পারে। তাই অনুমতি দেয়ার কিছু নাই। যেকোনো একজনের দ্বিমত থাকলেও যদি সম্প্রদায়ের আলোচনার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত হয় তবে তা ফলো করা হয়। আপনার লেখা অপসারণ করার পর আপনি আবার যোগ করেছেন আর তাতে কারো পক্ষ থেকে আপত্তি না উঠায় আমি ব্যাপারটা সর্বজনগৃহিত বিবেচনা করে কিছু করি নাই। আর আপনার শেষের কথাগুলোর ভাষা অনেকটা ব্যক্তি আক্রমণের মত, এরূপ ভাষারীতি ব্যবহার করলে আলোচনার পরিবেশ বজায় থাকে না। তাই আশা করছি ভবিষ্যতে ভাষারীতির ব্যাপারে সচেতন হবেন। ধন্যবাদ। Intakhab (আলাপ) ১৪:০২, ৮ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
- প্রিয় মনির অাপনার দৃষ্টি আকর্ষণ করছি; উইকিপিডিয়া নির্দেশনাতে আপনাকে যেভাবে সাহসী হতে বলা হয়েছে তেমনি কিন্তুু উইকিপিডিয়া:শিষ্টাচার এ অন্য সম্পাদনা পরিবর্তনের সময় আলাপ পাতায় আপনার পরিবর্তনের পক্ষে যুক্তি দিন এবং সম্পাদনা নিয়ে আলোচনার জন্য তৈরি থাকুন। শান্তভাবে আপনার যুক্তিগুলো তুলে ধরলে অন্য সম্পাদনকারীর আপনার সাথে একমত হবার সম্ভাবনা বেশি, একগুয়েমি করলে অন্যরাও তাই করবে এবং সম্পাদন যুদ্ধ শুরু হবে।
মনে রাখুন আপনি মানুষের সাথে কাজ করছেন। প্রতিটি মানুষের আত্মসম্মানবোধ আছে,তারা ভিন্ন ভিন্ন সংস্কৃতি থেকে আগত। সবার প্রতি সম্মান দেখাতে চেষ্টা করুন। এমন কোনো ভাষা ব্যবহার করবেননা যা সকলে বুঝতে সমস্যা হতে পারে। শব্দ-সংক্ষেপ ব্যবহার করলে তার অর্থ লিখে দিন যাতে সন্দেহ সৃষ্টি না হয়। বলা হয়েছে; তাই মার্জিত ভাষা ব্যবহার করুন | ভালো থাকবেন|ইকবাল হোসেন (আলাপ) ১৪:৪৪, ৮ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
ছবি আপলোড
[সম্পাদনা]আমি ছবি আপলোড করার বৈধ পদ্ধতি সম্পর্কে জানতে চাই।Niriho khoka (আলাপ) ১৪:৩৮, ২২ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
- উইকির ছবি আপনি কমন্সে বা বাংলা উইকির সাইটে আপলোড করতে পারেন। কমন্সে আপলোড করা সবচেয়ে ভালো, সেক্ষেত্রে উইকির সব প্রকল্পে সেই ছবি ব্যবহার করা যায়। তবে ছবিকে কপিরাইটমুক্ত হওয়া প্রয়োজন। কপিরাইটযুক্ত ছবি মুছে দেয়া হয়। আর ছবি যদি আপনার নিজের তোলা হয় তবে আপনি স্বত্ত্ব ত্যাগ করে আপলোড করতে পারেন, তাই কপিরাইট নিয়ে নিশ্চিত না থাকলে নিজের তোলা আপলোড করা ভালো। কমন্সে আপলোডের জন্য commons.wikimedia.org এই ওয়েবসাইটে গিয়ে উপরে ডান দিকে আপলোডের অপশন পাবেন। সেটা ব্যবহার করেই আপলোড করতে পারবেন। আপলোডের ধাপগুলোর প্রয়োজনীয় নির্দেশনাও সেখান থেকে পেয়ে যাবেন। --Intakhab (আলাপ) ১৪:৪৭, ২২ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
ইন্তেখাব ভাই, সাধারণত কোন নিবন্ধের অপসারণ প্রস্তাবনা শুরুর নূন্যতম সাতদিন পর আলোচনা সাপেক্ষে পাতা অপসারণ অথবা সংরক্ষণ করা হয়ে থাকে। যেমনটা আপনি এখানে করেছেন। ~ মহীন (আলাপ) ১৯:৪২, ৪ এপ্রিল ২০১৬ (ইউটিসি)
- নিয়মানুযায়ী সাতদিন অপেক্ষা করা উচিত ছিল আমি তা মানছি। কিন্তু নিবন্ধটাতে কোনো সূত্র নাই, কেন নিবন্ধ গুরুত্বপূর্ণ সে বিষয়েও কোনো ব্যাখ্যা ছিল না। সামগ্রিকভাবে আমার কাছে মনে হয়েছে যে দ্রুত অপসারণ করাই সঙ্গত ছিল, তাই সাতদিনের রীতির বাইরে গিয়ে অপসারণ করেছি। --Intakhab (আলাপ) ০৭:১৬, ৫ এপ্রিল ২০১৬ (ইউটিসি)
শিয়া ইমামগণ ও তাদের সাথে সংশ্লিষ্টদের নামের বানান সম্পর্কিত বিষয়
[সম্পাদনা]শিয়া ইমামগণ ও তাদের সাথে সংশ্লিষ্টদের নামের বানান সম্পর্কিত বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাস থেকে প্রকাশিত বিভিন্ন প্রকাশনায় শিয়া ইমামগণ ও তাদের সাথে সংশ্লিষ্টদের নামের বানান যেভাবে ব্যবহৃত হয় ঠিক সেইভাবে উইকিতে ভূক্তি যুক্ত করাই সংগত। দয়া করে নামগুলো পরিবর্তনের পূর্বে আলোচনাসভায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। - Ashiq Shawon (আলাপ) ০৭:১৭, ৬ এপ্রিল ২০১৬ (ইউটিসি)
- সরি আশিক ভাই, সাম্প্রতিক এমন কোনো নাম পরিবর্তনের ঘটনা মনে পড়ছে না। আপনি স্পেসিফিকভাবে বললে সুবিধা হত। Intakhab (আলাপ) ০৭:২৩, ৬ এপ্রিল ২০১৬ (ইউটিসি)
- আপনি ইতিপূর্বে হোসাইন ইবনে আলী নিবন্ধটি সরানোর কারণে এবং আলী, হাসান, হোসাইন প্রমুখের নিবন্ধে সম্পাদনা করার কারণে এই কথাটি বলেছি। আমি এই নিবন্ধগুলোতে একাধিক নাম ও উচ্চারনরীতি দেখতে পেয়েছি বিধায় একটি নির্দিষ্ট রীতিতে আনয়ন করছি ইরানে ব্যবহৃৎ বানানরীতির উপর নির্ভর করে। সেজন্যই এই পরামর্শমূলক বার্তাটি দেয়া হলো। - Ashiq Shawon (আলাপ) ০৮:৫৪, ৬ এপ্রিল ২০১৬ (ইউটিসি)
কাইরোয়ান জামে মসজিদ (উকবা মসজিদ) পাতাটিকে কাইরুয়ান জামে মসজিদ শিরোনামে স্থানান্তর প্রসঙ্গে
[সম্পাদনা]ভাই, 'কাইরুয়ান' শব্দটি কেবল উইকিপিডিয়াতেই ব্যবহৃত হয়েছে আর 'কাইরোয়ান' শব্দটি উইকিপিডিয়া ছাড়াও অন্য কয়েকটি ওয়েবসাইটে ব্যবহৃত হয়েছে।আর এই মসজিদটি মূলত উকবা মসজিদ নামে পরিচিত।আপনি গুগলে বাংলায়'কাইরুয়ান' কিংবা 'কাইরুয়ান' লিখে সার্চ দিন।দেখবেন এ ব্যাপারে তেমন কিছুই নেই।কিন্তু উকবা মসজিদ লিখে সার্চ দিলে অনেক টপিক পাবেন।তাই নামের সাথে 'উকবা মসজিদ'শব্দটি ব্যবহারের অনুরুধ রইল।
- আরবি উচ্চারণের দিক বিবেচনা করলে "কাইরুয়ান" সঠিক কারণ আরবিতে ও-কার সূচক কিছু নাই বলে কাইরোয়ান উচ্চারণ করা যায় না। অন্যান্য ভাষায় উইকিপিডিয়াগুলিতে দেখা যাচ্ছে কেউ "উকবা ইবনে নাফি মসজিদ" নাম ব্যবহার করেছে আবার কেউ "কাইরুয়ান জামে মসজিদ" নাম ব্যবহার করেছে। যেমন আরবিতে প্রথম নাম আর ফারসিতে দ্বিতীয় নাম ব্যবহার করা হয়েছে। তবে যেহেতু মসজিদটি তিউনিসিয়ায় অবস্থিত আর তিউনিসিয়ার ভাষা আরবি তাই তিউনিসিয়ায়ও "উকবা ইবনে নাফি মসজিদ" বলা হয় এমন হতে পারে। সেক্ষেত্রে নিবন্ধের নাম বদল করে উকবা ইবনে নাফি মসজিদ রাখা যেতে পারে। তবে নাম "কাইরোয়ান জামে মসজিদ (উকবা মসজিদ)" এভাবে রাখা ঠিক হবে না কারণ ব্র্যাকেটের অংশটা সাধারণত দ্ব্যর্থতা নিরসনের জন্য ব্যবহৃত হয় যেমন আনোয়ার পাশা (সৈনিক) আর আনোয়ার পাশা (লেখক) এসব ক্ষেত্রে। কিন্তু এক্ষেত্রে এই নামে অন্য কোনো মসজিদ নাই। তাই ব্র্যাকেটের অংশ অপ্রয়োজনীয়। Intakhab (আলাপ) ১০:০৬, ১২ এপ্রিল ২০১৬ (ইউটিসি)
ঠান্ডা পানি
[সম্পাদনা]আপনার জন্য এক গ্লাস ঠান্ডা পানি | |
অসহ্য এই গরমের দিনেও আপনি উইকিপিডিয়ায় অপবদান রেখে যাচ্ছেন দেখে আপনার জন্য এক গ্লাস ঠান্ডা পানি দিলাম। নাজরিন সুলতানা (মনি) (আলাপ) ১১:৫১, ১২ এপ্রিল ২০১৬ (ইউটিসি) |
মেঘবালককে ব্লক করা প্রসঙ্গে
[সম্পাদনা]আপনি মেঘবালক নামে একজন ব্যবহাকরীকে অসীম সময়ের জন্য ব্লক করেছেন (আলাপ পাতা ও ইমেইল সুবিধাসহ) যা নীতিমালা অনুসারে হয়নি। এজন্য আমি ব্লকটির অবস্থা পরিবর্তন করে (ও প্রশাসক হিসেবে আপনার প্রতি সম্মান রেখে) তা আপাতত তিন দিনে নামিয়ে এনেছি। অনুগ্রহ করে লক্ষ্য করুন যে আপনি তাকে পূর্বে কোনো সতর্কবার্তা দেননি আর তিনি একজন নতুন ব্যবহারকারী হওয়ায় ধ্বংপ্রবণ সম্পাদনার পরে রিভার্টের পর তার একটি সতর্কবার্তা প্রাপ্য। তিনি কন্টেন্ট সম্পাদনা করেছেন যা উইকিপিডিয়ার ক্ষেত্রে খুবই সাধারণ একটি কাজ। এ ধরনের কাজের ক্ষেত্রে প্রথম বারেই এ ধরনের হার্ড ব্লক করা অত্যন্ত অনুচিত। অনুগ্রহ করে এ ধরনের সম্পাদনার ক্ষেত্রে ব্লকের আগে সম্পাদনাকারীকে অন্তত দুইবার নোটিশ (সর্বশেষ সতর্কবার্তা) প্রদান করুন। ধন্যবাদ। — তানভির • ১১:১৯, ১৪ এপ্রিল ২০১৬ (ইউটিসি)
- তার যে সম্পাদনার জন্য বাধা দেয়া হয়েছিল তা কোনো ক্রমেই নতুন ব্যবহারকারী হিসেবে করা ভুল না বরং তা ইচ্ছাকৃতভাবে করা। তার সম্পাদনা কম কিন্তু পূর্বে কৃত সম্পাদনাগুলো দেখলে বোঝা যায় এই মাত্রার ধ্বংসাত্মক সম্পাদনা ভুলক্রমে হতে পারে না। আপনি পরিবর্তনের ইতিহাস [[১]] দেখলেই বুঝতে পারবেন। অবস্থা দৃষ্টে মনে হয় না যে ব্যবহারকারী গঠনমূলক সম্পাদনা করতে ইচ্ছুক তাই দ্বিতীয়বারের সুযোগ দেয়ার ব্যাপারে আমি একমত না এবং এধরনের কর্মকাণ্ডে কঠোরতা অবলম্বন করা উচিত। --Intakhab (আলাপ) ১১:৩৬, ১৪ এপ্রিল ২০১৬ (ইউটিসি)
- এ ব্যাপারে আমি আপনার সাথে একমত যে তিনি ইচ্ছাকৃতভাবেই সম্পাদনাগুলো করেছেন এবং ঐ ব্যবহারকারীর ইতিহাসও আমি পর্যালোচনা করেছি। তিনি অতীতে গঠনমূলক সম্পাদনা করেছেন, চারটি নিবন্ধ তৈরি করেছেন ও উইকিপিডিয়া ১৫ এডিটাথনে অংশ নিয়েছেন। অর্থাৎ ব্লকের নীতিমালা অনুসারে এটা বলা যায় না যে তিনি শুধুমাত্র ধ্বংসপ্রবণ কর্মকাণ্ডের জন্যই উইকিপিডিয়াতে এসেছেন। তাই এ ধরনের একজন ব্যবহারকারীকে সম্পাদনার ক্ষেত্রে প্রথমে সতর্কীকরণ বার্তা দেওয়া প্রয়োজন এবং তারপর তা পুনরাবৃত্তি হলেই কেবল ব্লক করা সম্ভব। আরও বড়ো কথা এই ব্লকের ব্যাপারে তার আলাপ পাতায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকতে পারে যা আপনি রহিত করেছেন আপনার ব্লকে, এমনকি ই-মেইল দেওয়ার সুযোগও বাদ দিয়েছেন। তিনি কিন্তু এগুলোর কোনো কিছুর-ই অপব্যবহার করেননি। তাছাড়া ব্লকের পর আপনি তাকে কোনো নোটিশও দেননি। এমতাবস্থায় আপনি-ই উইকিপিডিয়ার স্বাভাবিক নির্দেশাবলী এড়িয়ে কাজ করেছেন বলে আমার কাছে মনে হয়েছে যা প্রশাসক হিসেবে আপনার কাছ থেকে আশা করা হয় না। মুহাম্মাদ নিবন্ধ নিয়ে তার বাড়াবাড়ি থাকতে পারে সেক্ষেত্রে সম্প্রদায়ের মতামত নিয়ে ঐ নিবন্ধে তাকে সম্পাদনায় নিষেধের সিদ্ধান্ত দেওয়া সম্ভব। কিন্তু তার গঠনমূলক অংশটুকু কাজে লাগানোর ব্যাপারটিও প্রশাসক হিসেবে আমাদের চিন্তা করা উচিত। — তানভির • ১২:০২, ১৪ এপ্রিল ২০১৬ (ইউটিসি)
সূরা সম্পর্কিত পাতা স্থানান্তর করার কারণ কি?
[সম্পাদনা]আমি যে কোন নিবন্ধের ক্ষেত্রে একটি নির্দিষ্ট গঠনরীতি মেনে চলার চেষ্টা করি এবং একই জাতীয় রচনাকে সেই অনুযায়ী সজ্জিত করি। গত কিছুদিন যাবৎ অযথাই আমার সূরা সম্পর্কিত নিবন্ধগুলো সরানো হচ্ছে। অথচ আলাপ পাতায় বা আলোচনা সভায় কোন তথ্য নেই। রচনাগুলোর কোন সমস্যাও খুজে পোলাম না। কারণটা জানাবেন আশা করি। - Ashiq Shawon (আলাপ) ১৮:০৪, ২০ জুন ২০১৬ (ইউটিসি)
- সূরার নামের ক্ষেত্রে যে রীতি প্রচলিত তাহল প্রথমে সূরা লেখার পর সূরার নাম লেখা হয় যেমন "সূরা ফাতিহা" এভাবে। কিন্তু বাংলা উইকিপিডিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে সূরার নামগুলি একেকটি একেকরকম। যেমন কোনো ক্ষেত্রে শুধু মূল নাম যেমন "আল ফাতিহা", কোনো ক্ষেত্রে সূরার নামের পরে ব্র্যাকেটে "সূরা" কথাটা লেখা যেমন মারইয়াম (সূরা), আবার কোনো কোনো ক্ষেত্রে রীতিমাফিক "সূরা আল ফাতিহা" এভাবে লেখা। এর ফলে নামের ক্ষেত্রে প্রচলিত নিয়মের ব্যত্যয় দেখা যাচ্ছে। কিছু ক্ষেত্রে নামগুলি ইংরেজি উইকিপিডিয়ার সাথে লেখার রীতির সাথে মিলে যাচ্ছে যা থেকে ধারণা করা যায় যে ইংরেজির অনুসরণে ওভাবে নামকরণ করা হয়েছিল। কিন্তু বাংলায় সূরার নামের একটা রীতি রয়েছে, কুরআন ছাপার সময়ও এই রীতি অনুসরণ করা হয়, তাই "সূরা আল ফাতিহা", "সূরা ইউসুফ" এভাবে লেখাই সঙ্গত। --Intakhab (আলাপ) ১৮:২৮, ২০ জুন ২০১৬ (ইউটিসি)
- সেই ক্ষেত্রে কেবল একটি বা দুটির পরিবর্তন কেন? শুরু করার কথা ১ নং থেকে। - Ashiq Shawon (আলাপ) ১৯:৫২, ২০ জুন ২০১৬ (ইউটিসি)
- আমি ১ নং অর্থাৎ সূরা ফাতিহা থেকে শুরু করেছি। তবে সব সূরা শেষ হয় নাই। --Intakhab (আলাপ) ১৩:৩৪, ২১ জুন ২০১৬ (ইউটিসি)
- Intakhab ; ভাই এর সাথে একমত । সমর্থন -- - ২১:১৩, ২১ জুলাই ২০১৬ (ইউটিসি)
- সেই ক্ষেত্রে কেবল একটি বা দুটির পরিবর্তন কেন? শুরু করার কথা ১ নং থেকে। - Ashiq Shawon (আলাপ) ১৯:৫২, ২০ জুন ২০১৬ (ইউটিসি)
profile
[সম্পাদনা]Ei baboharkari bangla wikipedia er ekjon proshashok eta amar profile e jog korle valo hoyvai. . Mohammad Elias Hosaen. (আলাপ) ০৯:৪৪, ২১ জুলাই ২০১৬ (ইউটিসি)
- প্রশাসকত্বের জন্য আপনাকে আবেদন করতে হবে। আবেদন গৃহিত হলে আপনি নিজেই আপনার প্রোফাইলে যোগ করতে পারবেন। --Intakhab (আলাপ) ১৭:৪৯, ২১ জুলাই ২০১৬ (ইউটিসি)
birsreshta nur mohammad on bir shreshto page
[সম্পাদনা]I read in bnmpc।বিজিবি তাদের সকল স্থান হতে বাংলাদেশ রাইফেলস এর নাম সরিয়েছে। তাই নুর মোহাম্মদ শেখ এর কর্ম স্থল বর্ডার গার্ড বাংলাদেশ হয়া উচিত নয় কি? Ifaz rashid (আলাপ) ১০:২৬, ২৫ জুলাই ২০১৬ (ইউটিসি)
- যুদ্ধের পূর্বে তিনি ইস্ট পাকিস্তান রাইফেলসের (ইপিআর) সদস্য ছিলেন যা পরে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) হয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নামটি সেসময় ছিল না। তাই শুধু বিজিবি লেখাটা ঠিক হবে না। তবে বাংলাদেশ রাইফেলস লেখার পর ব্র্যাকেটের মধ্যে "বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ" এভাবে লেখা যেতে পারে। --Intakhab (আলাপ) ১০:৪০, ২৫ জুলাই ২০১৬ (ইউটিসি)
- বীরশ্রেষ্ঠ বানান টা পর্যন্ত ভুল এড়াইতে পারলাম না।নুর মোহাম্মদ যদি বিজিবি তে কর্মস্থল না হয়ে থাকে তাহলে বাংলাদেশ রাইফেলস এ হয়া টাও তো ভুলই হল।
এক ইউনিট নিবন্ধ প্রসঙ্গ
[সম্পাদনা]ইন্তেখাব ভাই,
নিশ্চয় আপনি আমার চাইতে বেশী অভিজ্ঞতা সম্পন্ন, তার পরও পরামর্শ দেওয়ার জন্য ক্ষমাপ্রার্থী। এক ইউনিট নিবন্ধটির শিরোনাম "এক ইউনিট ব্যবস্থা হলে বেশী ভাল হত বধ হয়। আমি শুধু ইংরেজি উইকি দেখে বলছি না বরং আরও অন্যান্য উইকিতেও এরকম নাম আছে। ধন্যবাদান্তে:) পরমাণু আলাপ ১২:২০, ২ আগস্ট ২০১৬ (ইউটিসি)
- সুপরামর্শ সবসময় কাম্য তাই ক্ষমা চাওয়ার প্রশ্ন না আসা উচিত। "এক ইউনিট" নাম নিয়ে আমার নিজেরও কিছু দ্বিধা ছিল। মতামত জানানোয় সুবিধা হল। নিবন্ধের নাম পরিবর্তন করা হয়েছে। --Intakhab (আলাপ) ১৭:০৫, ২ আগস্ট ২০১৬ (ইউটিসি)
নিবন্ধ অপসারণ প্রস্তাবনা বন্ধ করার সময়
[সম্পাদনা]ভাই, নিবন্ধ অপসারণ প্রস্তাবনা বন্ধ করার সময় টেমপ্লেটে যেমন লেখা রয়েছে {{এএফডি বন্ধ করার সময় এই টেমপ্লেটটি বাতিল করুন}} টেমপ্লেটি সড়িয়ে দিতে হবে। প্রস্তাবনা বন্ধ হলে খেয়াল রাখবেন সেটি যেনো কোন বিষয়শ্রেণীতেই না থাকে। বিষয়শ্রেণী শুধু উন্মুক্ত আলোচনাগুলোর জন্য। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ২১:৩৩, ১৯ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
আসিফ মহিউদ্দিন পাতা প্রসংগে
[সম্পাদনা]আমি পাতাটি সম্পাদনার সময় ইংরেজি পাতা থেকে কিছু সাহায্য নিয়েছিলাম।কিন্তু পাতাটি ত্রুটিপূর্ণ হওয়ায় আপনি তা ডিলিট করেছেন।কিন্তু ত্রুটি সম্পর্কে আমি এখনো স্বচ্ছ ধারণাহীন।অনুগ্রহ করে পাতাটি কিভাবে পুনরায় সম্পাদনা করা যায় জানালে কৃতজ্ঞ থাকব।
- বিষয়টার আদৌ কোনো গুরুত্ব আছে কিনা সে বিষয়ে প্রশ্ন থেকে যায়। তাই অপসারণ করা হয়েছিল। আপনি উল্লেখযোগ্যতার নির্দেশনা পড়ে দেখুন। আর আপনার যদি মনে হয়ে নিবন্ধটা রাখা উচিত সেক্ষেত্রে আলোচনাসভায় বিষয়টা নিয়ে আলোচনা করতে পারেন। সেক্ষেত্রে অন্যদের মতামত পাওয়া যাবে। --Intakhab (আলাপ) ১০:০১, ১৫ নভেম্বর ২০১৬ (ইউটিসি)
Address Collection
[সম্পাদনা]Congratulations! You have more than 4 accepted articles in Wikipedia Asian Month! Please submit your mailing address (not the email) via this google form. This form is only accessed by me and your username will not distribute to the local community to send postcards. All personal data will be destroyed immediately after postcards are sent. Please contact your local organizers if you have any question. Best, Addis Wang, sent by MediaWiki message delivery (আলাপ) ০৭:৫৮, ৩ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক!
[সম্পাদনা]নিরলস অবদানের পদক | |
আপনার তৈরিকৃত নিবন্ধ এক সহস্রাধিক হবার কারণে ও নিরলসভাবে একের পর এক নিবন্ধ লিখে যাবার জন্য আপনাকে এই পদক দেয়া হলো। Ibrahim Husain Meraj (আলাপ) ১৫:১৮, ৩ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি) |
সম্পাদনা
[সম্পাদনা]আপনার সম্পাদনার জন্যে ধন্যবাদ জানিয়ে ছোট করবনা। আমি অজানা অচেনা শহীদ ও বিখ্যাত ব্যক্তিবর্গ যাদের ইতিহাসে বিশেষ অবদান আছে অথচ অন্তর্জালে নাম নেই তাদের নিয়ে প্রামাণ্য তথ্যাদি যোগ করে লিখে থাকি। কলকাতা থেকে প্রকাশিত আমার দুখানি বইও আছে। আপনাকে সনির্বন্ধ অনুরোধ আমি গুছিয়ে পেজ সম্পাদনা করে উঠতে পারিনা। অনভ্যেসের ফল আরকি। আপনি যদি সময় করে আমার কৃত পৃষ্ঠা গুলি সু সম্পাদনা করে দেন। কৃতজ্ঞ থাকব। অগ্রিম ধন্যবাদ জানাই। সুস্থ থাকুন। Pinaki1983 (আলাপ) ১৮:২৯, ৮ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)
- Pinaki1983 ভাই, আমার সাধ্যমত আমি অবশ্যই সাহায্য করব। --Intakhab (আলাপ) ১০:২৯, ৯ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)
সাহায্য ও পরামর্শ
[সম্পাদনা]ভাই উইকিতে অনেক নিবন্ধন থাকলেও মানসম্মত নিবন্ধন কম। তাই যদি কিছু উইকি প্রকল্প দিতেন যেমন উইকি প্রকল্প: ঔষূধ তাহলে আমরা তথ্যের মাধ্যেমে সাহায্য পেতাম।
- নিবন্ধের মান বৃদ্ধির জন্য উইকিপিডিয়ানরা কাজ করে চলেছেন। তাই ভবিষ্যতে মান অনেকাংশে বৃদ্ধি পাবে এই বিষয়ে আমরা সবাই আশাবাদি হতে পারি। ওষুধ নিয়ে আলাদা প্রকল্প চালু করতে হলে সম্প্রদায়ের সবার সহযোগিতা প্রয়োজন। তাই এই বিষয়ে আলাপ পাতার বদলে আলোচনাসভায় আলোচনা করলে ভালো হয়। আপনি সেখানে এই আলোচনাটি শুরু করতে পারেন। --Intakhab (আলাপ) ১৬:৪৩, ১১ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)
জার দ্বিতীয় নিকোলাস না শুধু দ্বিতীয় নিকোলাস
[সম্পাদনা]আমার মতে নিবন্ধটির নাম জার দ্বিতীয় নিকোলাস হওয়া অধিকতর গ্রহনযোগ্য। অনুগ্রহ করে নামটি ফিরিয়ে দিন। --মামুন (আলাপ) ১৫:১০, ২৩ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)
- পরামর্শের জন্য ধন্যবাদ। ব্যক্তির নাম শুরুতে রেখে দ্বিতীয় নিকোলাস (রুশ সম্রাট) শিরোনামে স্থানান্তর করা হয়েছে। --Intakhab (আলাপ) ০৮:০৩, ২৯ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)
শুভ নববর্ষ, Intakhab!
[সম্পাদনা]Intakhab,
নতুন বছর আপনার জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ ও শান্তি। মহান স্রষ্টা আপনার এবং আপনার পরিবারের উপর তার দয়া অবিরত রাখুক সারাজীবন। উইকিপিডিয়াতে আপনার নিরলস পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাচ্ছি। ~~~~
-- Iqsrb722 (আলাপ) ০৩:৪১, ১ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
রোলব্যাকের কারণ
[সম্পাদনা]তালিকাতে নিবন্ধগুলো জমাদানকৃত তালিকা থেকে ক্রমানুসারে যুক্ত হবে।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:০৬, ৯ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)
- ভুলক্রমে হয়ে গিয়েছিল। সেজন্য দুঃখিত। --Intakhab (আলাপ) ১৫:০৯, ৯ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)
পাতা স্থানান্তর
[সম্পাদনা]সুপ্রিয় ইনতেখাব ভাই।
বাংলা উইকিপিডিয়াতে হারুনুর রশিদ নামের একটি নিবন্ধন আছে যেটা ইংরেজি Harun al-Rashid (হারুন আল রশিদ) নামক নিবন্ধন থেকে অনুবাদ করা। এবং হারুনুর রশীদ পাতাটিও হারুনুর রশিদ পাতায় নির্দেশ করা আছে। যিনি একজন খলিফা। খলিফা হারুনুর রশিদ এর পাতাটির জন্য হারুন আল রশিদ নামের একটি নতুন পাতা তৈরি করতে অনুরোধ করছি।
একই সাথে হারুনুর রশীদ (বীর প্রতীক) পাতাটি হারুনুর রশীদ পাতায় স্থানান্তর করার অনুরোধ করছি।
আপনার জন্য শ্রদ্ধা ও ভালোবাসা রইলো। Shohag Rana (আলাপ) ১২:৫৭, ১১ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)
- বাংলায় "হারুন আল রশিদ" বানানটি উল্লেখিত ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয় না বলে জানি। তাই অপ্রচলিত কিছু যোগ করা ঠিক হবে না।। --Intakhab (আলাপ) ০৭:১৩, ১২ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক!
[সম্পাদনা]আসল উইকিপদক | |
শুভ কামনা রইল "~~ফাহাদ হাসান~~' (আলাপ) ০৫:৩২, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি) |
উইকিমিডিয়ার ভবিষ্যৎ নির্ধারণী প্রক্রিয়ায় আপনার মন্তব্য প্রয়োজন :)
[সম্পাদনা]সুপ্রিয় Intakhab,
আগামী ১৫ বছরে আমাদের লক্ষ্য কী হওয়া উচিত, আমরা নিজেদের কোথায় দেখতে চাই এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী হতে পারে - এই প্রশ্নগুলোর উত্তর নির্ণয় করতে উইকিপিডিয়া/উইকিমিডিয়ার সাথে জড়িত সবার (পাঠক, সম্পাদক, স্বেচ্ছাসেবক ও অন্যান্য অবদানকারী) সার্বিক মতামত প্রয়োজন। দয়া করে কৌশল নির্ধারণী আলোচনায় আপনার মত প্রকাশ করুন। উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বাংলা প্রকল্পগুলোর ব্যাপারে আপনার যেকোন মতামতকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ।
কৌশল নির্ধারণী আলোচনার সমন্বয়কদের পক্ষে,
নাহিদ (আলাপ), তানভির (আলাপ) ও জয়ন্ত (আলাপ)
বুধবার ১৮:১২, ২২ মার্চ ২০১৭ (ইউটিসি)
ইদ মোবারক
[সম্পাদনা]এই ইদ আপনার এবং আপনার পরিবারের সদস্যবৃন্দের জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ইদ মোবারক :) -মেরাজ (আলাপ) ১০:২২, ২৬ জুন ২০১৭ (ইউটিসি) |
আপনার জন্য এক কাপ কফি!
[সম্পাদনা]ইন্তেখাব ভাই, আশা করি ভালো আছেন। কফি খেয়ে রাত জাগতে পারেন। মেরাজ (আলাপ) ১৮:০২, ১৪ অক্টোবর ২০১৭ (ইউটিসি) |
উইকিপিডিয়া এশীয় মাসে স্বাগতম!
[সম্পাদনা]হ্যালো! উইকিপিডিয়া এশীয় মাস ২০১৭ শুরু হয়েছে। আপনি আগের বছর উইকিপিডিয়া এশীয় মাস-এ অংশগ্রহণ করেছিলেন। আশা করি এই বছরও করবেন। এখানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সম্পর্কে কিছু তথ্য দেওয়া হল:
- দয়া করে এই সরঞ্জাম ব্যবহার করে নিবন্ধ জমা দিন। ওপরের ডানদিকে 'প্রবেশ' বোতামে ক্লিক করুন। প্রবেশ করার বাকি সমস্ত কিছুই OAuth সামলে নেবে। আপনি চাইলে ওপরের ডানদিকে ইন্টারফেস ভাষা পরিবর্তন করতে পারেন।
- যখনই আপনি কোন নিবন্ধ জমা দেবেন, এই সরঞ্জামটি আপনার নিবন্ধে একটি টেমপ্লেট যোগ করবে যা কোন সংগঠক দ্বারা পর্যালোচনার জন্য অপেক্ষমাণ বলে নিবন্ধটিকে চিহ্নিত করবে। আপনি এই সরঞ্জাম ব্যবহার করে আপনার অগ্রগতি যাচাই করে নিতে পারেন, যেমন আপনি কতগুলি গৃহীত নিবন্ধ আপনি তৈরি করেছেন।
- যে সমস্ত অংশগ্রহণকারীর তৈরি ৪টি নিবন্ধ গৃহীত হয়েছে তাঁকে একটি পোস্টকার্ড পাঠানো হবে। ১৫টি নিবন্ধ গৃহীত হলে আরেকটি বিশেষ পোস্টকার্ড পাবেন। বাংলা উইকিপিডিয়ায় যিনি সবচেয়ে বেশি গৃহীত নিবন্ধ তৈরি করবেন, তাঁকে উইকিপিডিয়া এশীয় দূত হিসেবে সম্মানিত করে একটি সার্টিফিকেট ও অতিরিক্ত একটি পোস্টকার্ড পাঠানো হবে।
- এই সরঞ্জাম ব্যবহার করতে যদি আপনার সমস্যা হয়ে থাকে তবে এই পাতায় আপনার ব্যবহারকারী নামের পাশে আপনার নিবন্ধ জমা দিতে পারেন।
যদি কোন প্রশ্ন থাকে, তবে আমাদের প্রাজিপ্র পাতায় তার উত্তর রয়েছে।
Che12Guevara (আলাপ) ০৬:০৫, ২ নভেম্বর ২০১৭ (ইউটিসি)
প্রশাসকত্ব অপসারণ সতর্কবার্তা
[সম্পাদনা]সুপ্রিয় Intakhab, আমি আপনাকে অবহিত করার জন্য লিখছি যে, নিষ্ক্রিয়তার কারণে বাংলা উইকিপিডিয়াতে আপনি আপনার প্রশাসক অধিকার হারানোর ঝুঁকিতে রয়েছেন।
আপনি যদি আপনার প্রশাসক সরঞ্জামটি রেখে দিতে চান সেক্ষেত্রে নিষ্ক্রিয় প্রশাসক নীতিমালা অনুসারে, এখন থেকে ৭ দিনের মধ্যে আলোচনাসভায় বার্তা রাখার মাধ্যমে সম্প্রদায়কে অবহিত করুন যে, আপনি অধিকারটি রাখতে ইচ্ছুক। ৭ দিনের মধ্যে যদি আপনার কাছ থেকে কোন সাড়া না পাওয়া যায় সেক্ষেত্রে আপনার প্রশাসক অধিকারটি নীতিমালা অনুসারে বাতিল হয়ে যাবে। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ, শুক্রবার ১৮:১৭, ০৯ মার্চ ২০১৮ (ইউটিসি)
"শফিউল্লাহ আল মুনির" শিরোনামের লেখাটি অপসারন প্রসঙ্গে।
[সম্পাদনা]"শফিউল্লাহ আল মুনির" শিরোনামের লেখাটি অপসারন প্রসঙ্গে।
তিনি একজন সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তার সম্পর্কিত এই নিবন্ধটা কী রাখা যায় না। খুশি হবো জানালে প্রিয় ইন্তেখাব ভাইয়া। ভালো থাকুন। আপনার জন্য শুভ কামনা। (Rafi Tourzo (আলাপ) ১৬:৩১, ৩১ জুলাই ২০১৮ (ইউটিসি)) Rafi Tourzo (আলাপ) ১৬:২৯, ৩১ জুলাই ২০১৮ (ইউটিসি)
- যেসব তথ্য নিবন্ধে উল্লেখিত হয়েছে তাতে উল্লেখযোগ্যতার মানদন্ড পূরণ হয় না। বিস্তারিত উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (ব্যক্তি) লিঙ্কে পাবেন। আমার পরামর্শ হবে আপনি প্রয়োজনীয় সূত্রসহ উল্লেখযোগ্যতার শর্ত মেনে পুনরায় লিখুন। এ সংক্রান্ত পরীক্ষানিরিক্ষার জন্য আপনার খেলাঘর পাতাটি ব্যবহার করতে পারেন। -Intakhab (আলাপ) ২০:০২, ৩১ জুলাই ২০১৮ (ইউটিসি)
ইদ মোবারক!
[সম্পাদনা] কি হবে ঐ বনের পশু খোদারে দিয়ে কাম ক্রোধাদি মনের পশু জবেহ্ কর্ নিয়ে। |
{{subst:CFDNote|1=বিষয়শ্রেণী:উর্দু}} তনয় (আলাপ) ১০:৩০, ২৫ অক্টোবর ২০১৮ (ইউটিসি)
উইকিপিডিয়া এশীয় মাসে আমন্ত্রণ!
[সম্পাদনা]উইকিপিডিয়া এশীয় মাস ২০১৮ কাল থেকে শুরু হবে! আপনি আগের বছর উইকিপিডিয়া এশীয় মাস-এ অংশগ্রহণ করেছিলেন। আশা করি এই বছরও করবেন। বিপ্লবী (বিজয় না হওয়া পর্যন্ত, সবসময়!) ০৫:৪০, ৩১ অক্টোবর ২০১৮ (ইউটিসি)
উইকিআড্ডা চট্টগ্রাম, মার্চ ২০১৯
[সম্পাদনা]
সুপ্রিয় Intakhab, |
উইকিক্যাম্প চট্টগ্রাম ২০১৯
[সম্পাদনা]
সুপ্রিয় Intakhab, |
দ্বিধা! 😕
[সম্পাদনা]আসসালামু আলাইকুম, রমাদান মোবারাক! 😊
আপনার তৈরিকৃত ইজতিহাদ পাতার প্রধান অনুচ্ছেদের ৫ম বাক্যটি— 'মুজতাহিদ ব্যতীত অন্য ব্যক্তিদের ক্ষেত্রে তাকলিদ করার বিধান।' দ্বিধা লাগছে। আসলে এই বাক্যটিতে 'কী?' প্রশ্নটি থেকে যায়। যেমন, তাকলিদ করার বিধান কী? প্রতিশোধকারী 💪 আলাপ
২১:৫৬, ১২ মে ২০১৯ (ইউটিসি)
চট্টগ্রাম-মিউনিখ অনুবাদ পদক ২০১৯ সুপ্রিয় Intakhab! |
বোরাক দেয়াল নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা
[সম্পাদনা]বিভিন্ন কারণ দর্শিয়ে বোরাক দেয়াল পাতায় উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের অনুরোধ করে একটি ট্যাগ যুক্ত করা হয়েছে। কারণগুলো দেখতে অনুগ্রহপূর্বক পাতাটিতে যান। যদি পাতাটি ইতোমধ্যেই অপসারিত হয়ে থাকে, তাহলে কারণ জিজ্ঞাসা করে আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন।
আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখার উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।
অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। একজন মহাপুরুষ (আলাপ) ০৭:৩৫, ৩১ আগস্ট ২০১৯ (ইউটিসি)
Community Insights Survey
[সম্পাদনা]Share your experience in this survey
Hi Intakhab,
The Wikimedia Foundation is asking for your feedback in a survey about your experience with উইকিপিডিয়া and Wikimedia. The purpose of this survey is to learn how well the Foundation is supporting your work on wiki and how we can change or improve things in the future. The opinions you share will directly affect the current and future work of the Wikimedia Foundation.
Please take 15 to 25 minutes to give your feedback through this survey. It is available in various languages.
This survey is hosted by a third-party and governed by this privacy statement (in English).
Find more information about this project. Email us if you have any questions, or if you don't want to receive future messages about taking this survey.
Sincerely,
RMaung (WMF) ১৪:২২, ৬ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
Reminder: Community Insights Survey
[সম্পাদনা]Share your experience in this survey
Hi Intakhab,
A couple of weeks ago, we invited you to take the Community Insights Survey. It is the Wikimedia Foundation’s annual survey of our global communities. We want to learn how well we support your work on wiki. We are 10% towards our goal for participation. If you have not already taken the survey, you can help us reach our goal! Your voice matters to us.
Please take 15 to 25 minutes to give your feedback through this survey. It is available in various languages.
This survey is hosted by a third-party and governed by this privacy statement (in English).
Find more information about this project. Email us if you have any questions, or if you don't want to receive future messages about taking this survey.
Sincerely,
RMaung (WMF) ১৫:০৬, ২০ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
Reminder: Community Insights Survey
[সম্পাদনা]Share your experience in this survey
Hi Intakhab,
There are only a few weeks left to take the Community Insights Survey! We are 30% towards our goal for participation. If you have not already taken the survey, you can help us reach our goal! With this poll, the Wikimedia Foundation gathers feedback on how well we support your work on wiki. It only takes 15-25 minutes to complete, and it has a direct impact on the support we provide.
Please take 15 to 25 minutes to give your feedback through this survey. It is available in various languages.
This survey is hosted by a third-party and governed by this privacy statement (in English).
Find more information about this project. Email us if you have any questions, or if you don't want to receive future messages about taking this survey.
Sincerely,
RMaung (WMF) ১৮:৫৮, ৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্পে আমন্ত্রণ
[সম্পাদনা]সুধী,
আমরা কয়েকজন বছরব্যাপী বাংলাদেশের উপজেলাসমূহের নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় সমৃদ্ধ করার প্রকল্পে কাজ করছি। নিয়মিত একজন অবদানকারী হিসেবে ‘কয়েকটি নিবন্ধ সমৃদ্ধ করতে’ আপনাকেও এই প্রকল্পে আমন্ত্রণ জানাচ্ছি। ২০২০ সালের মধ্যে বাংলাদেশের সব উপজেলার নিবন্ধ বাংলা উইকিপিডিয়াতে সমৃদ্ধ ও মানসম্মত করাই এই প্রকল্পের উদ্দেশ্য। যোগদান করুন: বাংলাদেশের উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্প। ধন্যবাদ - নাহিদ সুলতান (আলাপ), বৃহস্পতিবার ১৪:৫৩, ১২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)
বিষয়শ্রেণী:আরবি ক্যালিগ্রাফি-এর দ্রুত অপসারণ প্রস্তাবনা
[সম্পাদনা]উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণ করার জন্য বিষয়শ্রেণী:আরবি ক্যালিগ্রাফি পাতায় একটি ট্যাগ সংযুক্ত করা হয়েছে। এটি দ্রুত অপসারণের বিচারধারার বি১ ধারা অনুযায়ী করা হয়েছে, কারণ বিষয়শ্রেণীটি সাতদিন অথবা তারও বেশি সময় ধরে ফাঁকা ছিল এবং এটি কোন দ্ব্যর্থতা নিরসন বিষয়শ্রেণী, প্রকল্প বিষয়শ্রেণী, রক্ষণাবেক্ষণ বিষয়শ্রেণী নয় কিংবা বর্তমানে এটি নিয়ে বিষয়শ্রেণীর জন্য আলোচনায় কোন আলোচনা চলছে না।
আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখার উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।
অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। নকীব বট (আলাপ) ১১:৪৩, ২২ জানুয়ারি ২০২০ (ইউটিসি)
বিষয়শ্রেণী:আরব ব্যক্তিত্ব-এর দ্রুত অপসারণ প্রস্তাবনা
[সম্পাদনা]উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণ করার জন্য বিষয়শ্রেণী:আরব ব্যক্তিত্ব পাতায় একটি ট্যাগ সংযুক্ত করা হয়েছে। এটি দ্রুত অপসারণের বিচারধারার বি১ ধারা অনুযায়ী করা হয়েছে, কারণ বিষয়শ্রেণীটি সাতদিন অথবা তারও বেশি সময় ধরে ফাঁকা ছিল এবং এটি কোন দ্ব্যর্থতা নিরসন বিষয়শ্রেণী, প্রকল্প বিষয়শ্রেণী, রক্ষণাবেক্ষণ বিষয়শ্রেণী নয় কিংবা বর্তমানে এটি নিয়ে বিষয়শ্রেণীর জন্য আলোচনায় কোন আলোচনা চলছে না।
আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখার উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।
অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। নকীব বট (আলাপ) ১১:৪৩, ২২ জানুয়ারি ২০২০ (ইউটিসি)
১০০০টি+ নিবন্ধ
[সম্পাদনা]১০০০টি+ নিবন্ধের প্রণেতা | ||
শুভেচ্ছা নিন, আপনি প্রায় ১০০০টির বেশি নিবন্ধ তৈরি করে ফেলেছেন। আমার কাছ থেকে আপনাকে এই ছোট্ট ১০০০টি+ নিবন্ধের প্রণেতা উইকিপদকটি দিলাম। বাংলা উইকিপিডিয়ার উন্নতিতে আপনার এই পদযাত্রা অব্যাহত থাকবে এই কামনা করছি।--নাবিল (✉) ১৭:১৭, ৭ মার্চ ২০২০ (ইউটিসি) |
ঈদ শুভেচ্ছা
[সম্পাদনা]ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
সুপ্রিয় Intakhab, সুপ্রিয় উইকিপিডিয়ান, আপনার এবং আপনার পরিবারের জন্যে পবিত্র ইদ-উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। বাংলা উইকিপিডিয়া আপনার উপস্থিতিতে আরো প্রাণবন্ত ও সমৃদ্ধ হয়ে উঠুক। মহান সৃষ্টিকর্তা আমাদের সবার মনোবাঞ্ছা পূর্ণ করুন। |
ঈদ মোবারক
[সম্পাদনা]প্রিয় ইনতেখাব ভাই, আপনাকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা৷ আপনি ও আপনার পরিজনেরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন, সে কামনা করছি। ঈদ মোবারক ~ নাহিয়ান আলাপ ১৪:২৬, ২৪ মে ২০২০ (ইউটিসি) |
ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন
[সম্পাদনা]
সুপ্রিয় Intakhab, আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই মুক্ত। উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ও উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন। প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার
বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার পাঠানো হবে ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে। বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম। শুভেচ্ছা সহ, |
বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান
[সম্পাদনা]সুপ্রিয় Intakhab,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেন ও নেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)
দ্ব্যর্থতা নিরসন
[সম্পাদনা]আসসালামু আলাইকুম দ্ব্যর্থতা নিরসন কিভাবে করতে হয়? ছড়াকার ফারুক হোসেন এর নামে একটি নিবন্ধ করেছিলাম। এটিতে দ্ব্যর্থতা নিরসন করুন নামে নীল একটি নোট শো করতেছে। টেমপ্লেট:বাংলাদেশী ছড়াকার ও শিশু সাহিত্যিক এই ট্যাগটি কোথা অ্যাড করব বুঝতেছি না। সাহায্য করুন। Nobin Sadik (আলাপ) ০৫:১৯, ১৯ জুলাই ২০২১ (ইউটিসি)
বরাদর প্রসঙ্গে
[সম্পাদনা]ভাইয়া, আমি আপনার সম্পাদনাটি পুনর্বহাল করেছি। برادر এর প্রকৃত প্রতিবর্ণী এটাই হবে (আলিফ-যুক্ত দীর্ঘ আ রক্ষিত, সংক্ষিপ্ত আ বিকৃত)। এছাড়া, আমার সম্পাদনায় আরও কিছু অপ্রয়োজনীয় লিংক সরিয়েছিলাম, যা আবার যুক্ত হয়েছিল। তাই সেটিকে পুনর্বহাল করা হলো। — Meghmollar2017 • আলাপ • ০০:৪০, ২৫ আগস্ট ২০২১ (ইউটিসি)
আজাকি হালনাগাদ ১০ সেপ্টেম্বর ২০২১
[সম্পাদনা]~ ফায়সাল বিন দারুল (২০২১) ১৮:১৯, ৯ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
ঈদ মোবারক
[সম্পাদনা]الله أكبر الله أكبر
لا إله إلا الله
الله أكبر الله أكبر
ولله الحمد |
ঈদ মোবারক Intakhab ভাই!
এই পবিত্র জ্বিলহজ্জে আত্মত্যাগ, উৎসর্গ আর তাকওয়া অর্জনের এই পবিত্র দিনে আপনাকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক মোবারকবাদ।
|
আপনার একটি মেইল এসেছে!
[সম্পাদনা]সুধী,
আপনি উইকিম্যানিয়া ২০২২ – বাংলাদেশ পর্বে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছিলেন। আপনাকে প্রাথমিকভাবে নির্বাচিত করে ইমেইল পাঠানো হয়েছে। দয়া করে, ইমেইলের নির্দেশনা অনুসরণ করে ৫ আগস্টের মধ্যে একটি প্রত্যুত্তর দিন। মেইল না পেয়ে থাকলে আপনার মেইলবক্সের স্প্যাম ও প্রমোশনস (Promotions) ফোল্ডার চেক করুন। আয়োজক দলের পক্ষে –Yahya (আলাপ) ১৬:১২, ৩ আগস্ট ২০২২ (ইউটিসি)
ইদ মোবারক
[সম্পাদনা]আজাকি হালনাগাদ - ৩ সেপ্টেম্বর ২০২৩
[সম্পাদনা]~ ফায়সাল বিন দারুল (২০২৩) ০৮:২৪, ২ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
প্রিয় Intakhab,
আশা করি ভালো আছেন। আপনি জেনে আনন্দিত হবেন যে প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর জীবনী নিবন্ধটির মান যথাযথ পর্যায়ে উন্নীত করা হয়েছে এবং বাংলা উইকিপিডিয়ার নির্বাচিত নিবন্ধ হিসেবে স্বীকৃতি দেয়ার লক্ষ্যে নিবন্ধটিকে পর্যালোচনাধীন রাখা হয়েছে। আপনি এই পর্যালোচনা কার্যক্রমে অংশ নিয়ে নিবন্ধটির নির্বাচিত নিবন্ধ হিসেবে স্বীকৃতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পর্যালোচনায় আপনার অংশগ্রহণ একান্তভাবে কামনা করছি।
—অনুরোধক্রমে, রিজওয়ান আহমেদ (আলাপ) ০৮:৪৬, ২৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!
[সম্পাদনা]প্রিয় সুধী,
আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।
সম্মেলনের জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!
আবেদন গ্রহণ শেষ হবে ৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়)।
আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন:
আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।
আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:
- প্রেজেন্টেশন
- প্যানেল আলোচনা
- সংক্ষিপ্ত অধিবেশন
- কর্মশালা
- পোস্টার অধিবেশন
- হ্যাকাথন
- আড্ডা
- সাংস্কৃতিক অনুষ্ঠান
বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা
অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ২০:০২, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি)
বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদান আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে
[সম্পাদনা]প্রিয় সবাই,
আশা করি নিরাপদ ও সুস্থ আছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ইন্টারনেট শাটডাউন বিবেচনায় ৩ আগস্ট শনিবার অনুষ্ঠান বিন্যাস উপদলের সাপ্তাহিক বৈঠকে বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদনের সময়সীমা আগামী ১৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে! এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।
আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন
আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।
আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:
- প্রেজেন্টেশন
- প্যানেল আলোচনা
- সংক্ষিপ্ত অধিবেশন
- কর্মশালা
- পোস্টার অধিবেশন
- হ্যাকাথন
- আড্ডা
- সাংস্কৃতিক অনুষ্ঠান
বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা
অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
বিশেষ দ্রষ্টব্য: অসম্পূর্ণ এবং অপ্রাসঙ্গিক (উইকির সাথে একেবারেই সম্পর্ক নেই) সেশনের আবেদন বাতিল বলে গণ্য হবে।
অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ১৬:০৫, ৪ আগস্ট ২০২৪ (ইউটিসি)