বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Intakhab: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Wikitanvir কর্তৃক ৮ বছর পূর্বে "স্বাগতম নতুন প্রশাসক!" অনুচ্ছেদে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ahsanuddoula (আলোচনা | অবদান)
নতুন আলাপের অনুচ্ছেদ: Ahsanuddoula khulna
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Ahsanuddoula-এর সম্পাদিত সংস্করণ হতে Wikitanvir-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
২১৬ নং লাইন: ২১৬ নং লাইন:


অভিনন্দ ইন্তেখাব ভাই। আপনার প্রশাসকত্বের আবেদনটি সফল হয়েছে ও আপনাকে প্রশাসকের অধিকার প্রদান করা হয়েছে। এ বিষয়ে কোনো সাহায্যের প্রয়োজন হলে আমায় জানাতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করবো। আশা করছি উইকিপিডিয়ায় আপনার সক্রিয় অংশগ্রহণ বজায় থাকবে। — [[ব্যবহারকারী:Wikitanvir|তানভির]] • ০৩:০৭, ৩১ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)
অভিনন্দ ইন্তেখাব ভাই। আপনার প্রশাসকত্বের আবেদনটি সফল হয়েছে ও আপনাকে প্রশাসকের অধিকার প্রদান করা হয়েছে। এ বিষয়ে কোনো সাহায্যের প্রয়োজন হলে আমায় জানাতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করবো। আশা করছি উইকিপিডিয়ায় আপনার সক্রিয় অংশগ্রহণ বজায় থাকবে। — [[ব্যবহারকারী:Wikitanvir|তানভির]] • ০৩:০৭, ৩১ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)

== Ahsanuddoula khulna ==

Ami vabchi je,apni chottogram ar ami khulnae bas kori.oah!amra bangali hoeo onek dure dure bosobas kori! [[ব্যবহারকারী:Ahsanuddoula|Ahsanuddoula]] ([[ব্যবহারকারী আলাপ:Ahsanuddoula|আলাপ]]) ০৭:৫০, ৩ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)

০৯:১০, ৩ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে সংশোধিত সংস্করণ

ইনলাইন রেফারেন্স যেভাবে দিতে হয়

প্রিয় ইন্তেখাব, নামের বানান সঠিক হলো কিনা জানি না, তজ্জন্য ক্ষমাপ্রার্থী। আশা করি ভালো আছেন। আপনার নিবন্ধগুলো বেশ ভালো হচ্ছে। অনুবাদগুলোও ভালো হচ্ছে। শুধু একটু প্রক্রিয়াগত সমস্যা ঠিক হয়ে গেলেই কাজটা সোনায় সোহাগা হয়ে যাবে। আপনি ইংরেজি উইকির যে নিবন্ধ থেকে লেখা অনুবাদ করছেন, সেখানকার "Edit" বোতামে চাপ দিলে ঐ পাতার কোডগুলো দেখতে পাবেন, আমি জানি, আপনি সেটা জানেন। শুধু যে কাজটা করতে হবে, ওখান থেকে যে লাইনে যে রেফারেন্সটা দেয়া আছে, তা কপি করে অনুবাদ করা লাইনটিতে সেভাবে পেস্ট করে দিতে হবে, ব্যস। তাহলে নিচের তথ্যসূত্র অনুচ্ছেদে সবগুলো রেফারেন্স আপনা-আপনি যোগ হয়ে যাবে (শুধু সেখানে {{reflist}} কোডটা লিখতে হবে।)। রেফারেন্সগুলো সাধারণত <ref>Reference</ref> কোডের ভিতর থাকে। উল্লেখ্য, ইনলাইন রেফারেন্স বা ইনলাইন সাইটেশন বলতে বোঝায় নিবন্ধের কোন লাইনটি, বা কোন অংশটি কোন তথ্য-উৎস থেকে নেয়া হয়েছে। ...আব্বাস ইবনে ফিরনাস নিবন্ধে তেমনটা করলেই কাজ হয়ে যাবে। আগের নিবন্ধগুলোতে এরকম ভুল থাকলে ঠিক করে নেয়া এখন আপনার জন্য সময়ের ব্যাপার মাত্র। না বুঝলে অবশ্যই আমার আলাপ পাতায় জানাতে ভুলবেন না। তারপরও পড়ে নিতে পারেন: এই নিবন্ধটি। আর তথ্যসূত্রের একটা উদাহরণ দেখতে অ্যাঞ্জেলিনা জোলি নিবন্ধটাকে কোড-মোডে খুলে আদ্যোপান্ত দেখে নিতে পারেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৪:০০, ১৬ মার্চ ২০১২ (ইউটিসি)উত্তর দিন

ভাষা-সংযোগ (অন্য ভাষার উইকিপিডিয়া সংযোগ)

প্রিয় ইনতেখাব, এবার নামের বানান বিষয়ক সংশয় নেই। :) যাহোক, আপনি আপনার ব্যবহারকারী পাতায় (এই নীতিমালা) অনুসরণ করে আপনার সম্পর্কে বিস্তারিত লিখে রাখতে পারেন, এতে অন্যান্য উইকিপিডিয়ান আপনার সম্পর্কে জানবেন, এবং যোগাযোগ সহজ হবে।
আরেকটা কথা, আলাপ পাতায় নিজের আলাপ লেখা শেষে চারটি টিল্ডা (~~~~) দিলে আপনার স্বাক্ষর স্বয়ংক্রীয়ভাবে যোগ হবে (নিচে যেমনটা আমার হয়েছে)। আর, আলাপের ট্রেস রাখার জন্য, আগের অন্য বিষয়ের আলাপ থেকে আপনার আলাপটিকে আলাদা শিরোনামে রাখার জন্য নতুন আলাপ শুরু করার সময় "বিষয়/শিরোনাম" অংশে সেই আলাপের একটা শিরোনাম দেয়া যেতে পারে।
যাহোক, ভাষার কোডগুলো কপি-পেস্ট করা কিংবা টাইপ ছাড়া আপাতত কোনো সহজ পথ নেই। তবে একটা সহজতর উপায় হলো, শুধু ইংরেজি উইকিপিডিয়ার লিংক দিয়ে দিলেই চলে, এভাবে [[en:Example]]। উইকিপিডিয়ায় কিছু [রো]বট অ্যাকাউন্ট আছে, যেগুলো নিয়মিত ক্রস-উইকি চেক করে বিভিন্ন ভাষার সংযোগগুলো আপনা-আপনি যোগ করে নেয়। তাই ইংরেজিটা যোগ করে দিলে, বাকিগুলো বট্‌ই করে নিবে। অন্য ভাষার উইকিপিডিয়ার সংযোগগুলো নিবন্ধের একেবারে শেষে যোগ করা উত্তম। ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৪:১৭, ১৭ মার্চ ২০১২ (ইউটিসি)উত্তর দিন

আল্প আরসালান পাতার ছবি

প্রিয় ইন্তেখাব, আপনি আল্প আরসালান পাতায় একটি ছবি প্রদর্শনের সমস্যার ব্যাপারে মঈনুল ভাইয়ের আলাপের পাতায় বার্তা রেখেছিলেন দেখলাম। উত্তরটি আমিও জানি তাই বলছি। আপনি সম্ভবত এই ছবিটির কথা বলছেন, তাই না? এটি প্রদর্শিত হচ্ছে না, কারণ এই ছবিটি ইংরেজি উইকিপিডিয়াতে লোকালি আপলোড করা, উইকিমিডিয়া কমন্সে নয়। উইকিমিডিয়া কমন্সে ছবিটি আপলোডও করা যাবে না, কারণ ছবিটি মুক্ত বা ফ্রি লাইসেন্সের অধীনে নয়। এবং ইংরেজি উইকিপিডিয়াতে ছবিটি ব্যবহৃত হচ্ছে ফেয়ার ইউজ নিয়মের আওতায়। বাংলা উইকিপিডিয়াও ফেয়ার ইউজ গ্রহণ করে, যদিও তা উৎসাহিত করা হয় না। তবে আপনি যদি চান তাহলে ছবিটি বাংলা উইকিপিডিয়ায় আপলোড করতে পারেন, এবং বিরবণ হিসেবে হুবহু ইংরেজি উইকিপিডিয়ার বিবরণটি ব্যবহার করতে পারেন। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। — তানভিরআলাপ১২:১৬, ১৮ মার্চ ২০১২ (ইউটিসি)উত্তর দিন

বিষয়শ্রেণী সংযোগ

অনুগ্রহ করে, নিবন্ধ তৈরির পরে নিবন্ধটিতে বিষয়শ্রেণী যোগ করুন। উইকিপিডিয়াতে আপনার অবদানের জন্য ধন্যবাদ। --- ইয়াহিয়া (আলাপ) ২০:০৬, ১৮ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিপিডিয়াতে "বিষয়শ্রেণী:১৯১২ সালে জন্ম" এবং "বিষয়শ্রেণী:১৯১২ সালে মৃত্যু" পরিবর্তীতে "বিষয়শ্রেণী:১৯১২-এ জন্ম" এবং "বিষয়শ্রেণী:১৯৩৯-এ মৃত্যু" ব্যবহার করা হয়। ধন্যবাদ।--- ইয়াহিয়া (আলাপ) ১১:২৩, ২০ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ

সুপ্রিয় ইনতেখাব, আজকে আপনার তৈরি করডোবা আমিরাতকরডোবা খিলাফত নিবন্ধ দুটি আলোচনা না করেই কর্ডোবা আমিরাতকর্ডোবা খিলাফত নামে সরিয়ে নিয়েছি। ইন্টারনেটে অল্প ফলাফল মধ্যেও দেখলাম বেশির ভাগ কর্ডোবা ব্যবহার করেছে। তাছাড়া আপনি নিজেও আগে কিছু জায়গায় কর্ডোবা ব্যবহার করেছিলেন। যদি আপনার আপত্তি থাকে তাহলে আমাকে জানাতে পারেন বা আপনি নিচেও নিবন্ধ দুটি আগের নামে ফেরত নিতে পারেন। --আফতাব (আলাপ) ২২:৫৯, ২০ জুন ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ আফতাব ভাই। প্রথমে "রেফ" সঠিক মনে হলেও পরে যথার্থ মনে না হওয়ায় নিবন্ধে যোগ করিনি। তাছাড়া বাংলা ভিন্ন একটি ভাষার উইকিপিডিয়াতে "নিকারাগুয়ান করডোবা" নামক একটি পৃষ্ঠায় দেখলাম "রেফ" যুক্ত করা হয়নি। এমন না যে ঐ ভাষায় "রেফ" নেই। কারণ একই পৃষ্ঠায় একটি শব্দে "রেফ" দেখেছি। যাই হোক, আমার যদি ভুল হয়ে থাকে তবে পৃষ্ঠা সরানোতে আমার আপত্তি নেই। --- ইনতেখাব (আলাপ) ১১:৩১, ২১ জুন ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
বুঝতে পেরেছি, আপনি বিষ্ণুপ্রিয়া মণিপুরীর কথা বলছেন। কিন্তু আপনি হয়তো জানেন না নিবন্ধটি বট দিয়ে তৈরি করা হইছে। বটে যে স্ক্রিপ্ট দেয়া ছিল সে অনুজায়ী তৈরি হইছে, এখানে ভুল হবার সম্ভাবনা থাকতে পারে।
আমার আলাপ পাতায় যে সমস্যার কথা বলেছিলেন, সেটা হচ্ছে অদৃশ্য একটি স্পেস বা খালি জায়গা যুক্ত হওয়ায়। আপনি যে কিবোর্ড দিয়ে লিখছেন, সেখানে থেকে এটি হচ্ছে। (আমি Unicodeএ রুপান্তর করে বুজাচ্ছি: আপনার লেখা "কর্ডো‌বা" (Unicode:\u0995\u09b0\u09cd\u09a1\u09cb\u200c\u09ac\u09be) ও "কামাল আতাতুর্ক‌" (Unicode:\u0995\u09be\u09ae\u09be\u09b2 \u0986\u09a4\u09be\u09a4\u09c1\u09b0\u09cd\u0995\u200c) এখানে \u200c সমস্যা করছে, অর্থাৎ আপনার লেখা কর্ডো‌বাবা-এর আগে ও "কামাল আতাতুর্ক‌"-এ র্ক‌-এর অদৃশ্য একটি স্পেস আছে। স্পেস দূর করে দিলে আর হবে না) --আফতাব (আলাপ) ১২:১৯, ২১ জুন ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

কররানি

কররানি রাজবংশ-এর বানান মনে হয় কররানী হবে (এই সম্পর্কিত সবগুলি নিবন্ধের শিরোনামসহ)। বাংলা পিডিয়ার অনলাইন সংস্করণেও দেখলাম কররানী + ইন্টারনেটে কররানী লিখে অনুসন্ধান করে বেশ কিছু ফলাফল পেয়েছি। কররানি লিখলে বাংলা উইকি ছাড়া আর তেমন ফলাফল আসে না। --আফতাব (আলাপ) ২২:০১, ১ জুলাই ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

আমি আসলে, নিবন্ধ "কররানী" বানানে স্থানান্তর করতে চাচ্ছি। আপনার কি কোন আপত্তি আছে? --আফতাব (আলাপ) ২২:৪৬, ১ জুলাই ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
আগে বিষয়টা খেয়াল করিনি। সার্চ করে দেখলাম "কররানী" বানানটাই বেশি। স্থানান্তরে আপত্তি নেই। (Intakhab ctg (আলাপ) ২২:৫৪, ১ জুলাই ২০১৪ (ইউটিসি))উত্তর দিন

নিরীক্ষক

হ্যালো। আপনার অ্যাকাউন্টের সাথে "পরীক্ষক" ব্যবহারকারী অধিকার যুক্ত করা হয়েছে, যা আপনাকে সুরক্ষিত পাতাসমূহে অন্য ব্যবহারকারীদের করা অপেক্ষমান সম্পাদনাসমূহ পর্যবেক্ষণ করার সুবিধা দিবে। অমীমাংসিত পরিবর্তনসহ পাতাসমূহ এখানে পাবেন এবং স্বয়ংক্রিয় পর্যবেক্ষণের সীমাবদ্ধতাসহ সমস্ত পাতাসমূহের স্বয়ংক্রিয় একটি তালিকা এখানে রয়েছে।

মনে রাখবেন এই অধিকারটি আপনার অবস্থার কোন পরিবর্তন ঘটাবে না বা আপনার নিবন্ধ সম্পাদনাতেও প্রভাব ফেলবে না। আপনি যদি এই ব্যবহারকারী অধিকারটি না চান তাহলে যেকোন সময় যেকোন প্রশাসককে অপনার অ্যাকাউন্ট থেকে অধিকারটি প্রত্যাহারের জন্য অনুরোধ করুন।

আরো দেখুন:

অভিনন্দন!!!

ইসলামী তারকা পদক
বাংলা উইকিতে ইসলাম ধর্ম সম্পর্কিত সকল নিবন্ধ, টেমপ্লেট এবং বিষয়শ্রেণী তৈরী করা সহ নিবন্ধের যথাযথ সম্পাদনার মাধ্যমে মানসম্মত পর্যায়ে আনার জন্য আমার পক্ষ থেকে আপনাকে ইসলামী তারকা পদক দ্বারা সন্মানিত করা হল। তাই ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ইসলামিক নিবন্ধ দেখার দৃঢ প্রত্যয় ব্যক্ত করে;  মাসুম ইবনে মুসা  কথোপকথন ০৭:৩৬, ২৬ জুলাই ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
আপনাকে অসংখ্য ধন্যবাদ মাসুম ভাই। আমার কাজে উৎসাহ বৃদ্ধিতে এটি অবশ্যই সাহায্য করবে। (Intakhab ctg (আলাপ) ০৯:৫৮, ২৬ জুলাই ২০১৪ (ইউটিসি))উত্তর দিন

পবিত্র ঈদুল ফিত্‌র এর দাওয়াত এবং শুভেচ্ছা

মহা পবিত্র ঈদুল ফিতর আগত, আর তাই আমরা সকলেই এই দিনকে ঘিরে উচ্ছ্বসিত; উদ্বেলিত। প্রিয়জনের সাথে থাকার এই মহা পবিত্র উৎসবে আপনাকে আমার পক্ষ থেকে ঈদের দাওয়াত এবং শুভেচ্ছা রইল। আশা করছি যে, দাওয়াতটি সাদরে গ্রহণ করবেন এবং এরই সাথে সাথে আপনি এবং আপনার পরিবারের সকলের জন্য অপরিসীম শুভ কামনা ব্যক্ত করে; ---- মাসুম ইবনে মুসা  কথোপকথন ০৫:৪০, ২৭ জুলাই ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

দশম প্রতিষ্ঠাবার্ষিকী-বৃত্তি

আপনাকে বৃত্তি প্রদান করা হয়েছে!

প্রিয় Intakhab ctg, শুভেচ্ছা নিবেন।
আপনি কিছুদিন আগে বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা সন্মেলনের বৃত্তিতে আপনার নিজের নাম অন্তর্ভুক্ত করেছিলেন।

অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, আয়োজক কমিটি আপনাকে বৃত্তি প্রদান করার জন্য নির্বাচিত করেছে। এই সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনার ইমেইল ঠিকানায় পাঠানো হয়েছে। দয়া করে আপনার ইমেইল পরীক্ষা করুন। কোন প্রশ্ন থাকলে info@wikimedia.org.bd ঠিকানায় যোগাযোগ করুন।
-আয়োজক কমিটি

উইকি পদক

নিরলস অবদানের জন্য পদক
বাংলা উইকিপিডিয়ার পেছনে ধারবাহিকতার সাথে অনুকরণীয় শ্রম ও মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে এ পদক দেয়া হল। Ibrahim Husain Meraj (আলাপ) ১১:১৯, ৮ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ ।

আচ্ছালামু আলাইকুম । আসলে আমি নতুন তো তাই ভালো বুঝতে পারছিনা । । দয়া করে আমাকে সাহায্য করবেন ।

উইকিপ্রকল্প সুফিবাদে আপনাকে স্বাগতম

উইকিপ্রকল্প সুফিবাদে অংশগ্রহণ করার জন্য আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে, এটি সুফিবাদ সম্পর্কিত নিবন্ধসমূহের মানোন্নয়ন ও সংষ্কারের জন্য উৎসর্গীকৃত একটি প্রকল্প।

বর্তমানে, আমরা এ প্রকল্পের উন্নতি নিয়ে আলোচনা করছি; আপনিও এতে অংশগ্রহণ করে আমাদের সহায়তা করতে পারেন!

--ইকবাল হোসেন (আলাপ) ০৭:২৫, ১৪ মে ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

হজরে আসওয়াদ নিবন্ধ প্রসঙ্গে

এখানে সম্পাদনাটি পূর্বাবস্থায় ফেরানোর ব্যাখ্যা কী? আমি আরবী নামটা বাংলায় করেছিলাম। তাছাড়া এটা বৈশ্বিকভাবে Black Stone হিসেবে পরিচিত তাই এর বাংলা নাম কালো পাথর থাকলে বিশেষ ক্ষতি কী? --মহীন রীয়াদ (আলাপ) ২০:৩৫, ২৪ মে ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

"Black Stone" বা এর অর্থ হিসেবে "কালো পাথর" বৈশ্বিকভাবে না, বরং ভাষাভেদে প্রচলিত। এই পাথরের একটা বিশেষ পরিচিতি আছে এবং বাংলা ভাষায় তা "হজরে আসওয়াদ" নামে পরিচিত। মূল আরবি ছাড়াও কিছু এশিয়ান ভাষা যেমন ফারসি, তুর্কি, উর্দু, ইন্দোনেশীয় ইত্যাদিতে "হজরে আসওয়াদ" বা কাছাকাছি উচ্চারণের নাম প্রচলিত। পোলিশ ভাষায় এর নাম "Hadżar"। তাই বাংলায় যেহেতু সবাই "হজরে আসওয়াদ" নামে চেনে তাই এর নাম হজরে আসওয়াদ রাখা যুক্তিযুক্ত। উদাহরণ হিসেবে "নামাজ" এর বিষয়টা বলা যায়। বাংলায় কেউ "সালাত" বলে না যদিও এটা মূল শব্দ এবং বিশ্বের অনেকেই এই নামে একে চেনে। কিন্তু অনেক ভাষায় "নামাজ" প্রচলিত তাই বাংলাসহ সেসব ভাষায় এই প্রার্থনার নিবন্ধ "নামাজ" নামেই রাখা হয়েছে। Intakhab ctg (আলাপ) ২১:০৪, ২৪ মে ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

বখতিয়ার খিলজীর প্রবন্ধে

বখতিয়ার খিলজীর প্রবন্ধে কোন কারণ ছাড়াই পূর্বের ভুলে ভরা ইতিহাসে কেন ফেরৎ যাওয়া হল তা জানালে উপকৃত হতাম।

আপনার সম্পাদনার আগে বানানে কিছু ভুল ছিল (আপনার সম্পাদনা বাতিলের পর যা পরে ঠিক করে দেয়া হয়েছে) তবে ইতিহাসগত ভুল তথ্য ছিল বলে মনে হচ্ছে না। আপনি একটি ক্ষেত্রে রেফারেন্স হিসেবে স্কুলের টেক্সটবই উল্লেখ করেছেন যা রেফারেন্স হিসেবে খুব শক্ত না তাই মূলত সম্পাদনা বাতিল করা হয়েছিল। স্নাতক বা তার উপরের পর্যায়ের এ বিষয়ক বই রেফারেন্স হিসেবে দিলে ভালো হয়। Intakhab ctg (আলাপ) ২২:১৬, ২ জুন ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

অভিনন্দন

বাংলা উইকিপিডিয়ার দশ বছর পূর্তি উপলক্ষে সেরা উইকিপিডিয়ান নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন।মুসফিক মুন্না (আলাপ) ১১:০৩, ১ জুন ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

অপসারণ

কেনো ?? চবির সামাজিক বিজ্ঞান অনুষদ থাকবে না কেন ? প্রবীর ঘোষ (আলাপ) ১৭:০২, ২৯ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

কারণ যেকোনো বিশ্ববিদ্যালয়ের অনুষদগুলো আলাদা নিবন্ধ হিসেবে থাকার উপযুক্ত না মনে করি। Intakhab ctg (আলাপ) ১৭:২৫, ২৯ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি

সুধী, বাংলা উইকিপিডিয়ায় অবদানের জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনি নিশ্চই জানেন, উইকিপিডিয়ার প্রায় সকল লেখা বা অন্যান্য মিডিয়া ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন শেয়ার অ্যালাইক লাইসেন্সের আওতাভুক্ত। সম্প্রতি একটি আলোচনার মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, আমরা না জেনেই উক্ত লাইসেন্সের একটি ধারা লঙ্ঘন করে যাচ্ছি। আমরা প্রায় সময়ই ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করে বাংলাতে যুক্ত করে থাকি। লাইসেন্স-এর শর্তানুসারে, কোন কিছু অন্য উইকিমিডিয়া প্রকল্প থেকে অনুবাদ করলে মূল প্রকল্পের লেখকদের স্বীকৃতি প্রদান করতে হয়। আমরা ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করলেও ইংরেজি উইকিপিডিয়ার লেখকদের স্বীকৃতিপ্রদান করি না অনেক সময়ই। যারা বিশেষ:ContentTranslation ব্যবহার করে অনুবাদ করেন, তাদের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে স্বীকৃতি প্রদান হয়ে যায়। যারা ম্যানুয়ালি অনুবাদ করেন, তারা খুব সহজেই নিচের যেকোন একটি পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে স্বীকৃতিপ্রদান করতে পারেন:

  • নিবন্ধ তৈরির সময় সম্পাদনা সারাংশে লিখুন অমুক উইকিপিডিয়ার অমুক নিবন্ধের অনুবাদ। যেমন, ইংরেজি থেকে নিবন্ধ অনুবাদ করলে সারাংশে লিখবেন, [[:en:ইংরেজি নিবন্ধের নাম]] থেকে অনুবাদ। নিবন্ধ তৈরির সময় একবার সারাংশে এটি উল্লেখ করলেই চলবে।
  • অথবা, সংশ্লিষ্ঠ নিবন্ধের আলাপ পাতায় {{অনূদিত পাতা}} টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন। উদাহরণ হিসেবে দেখুন, আলাপ:২০০৩ বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর

এখন থেকে বাংলা উইকিপিডিয়ার সকল সম্মানিত ব্যবহারকারীগণকে এই স্বীকৃতিপ্রদানের চর্চা করার অনুরোধ করছি। একইসাথে যেহেতু এটা সম্পর্কে একটি নতুন নীতিমালা তৈরি করতে হবে সুতরাং আমরা আপনাকে উইকিপিডিয়া:উইকিপিডিয়ার অভ্যন্তরে অনুলিপি করা পাতাটির অনুবাদে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। কোন প্রশ্ন থাকলে আলোচনাসভায় বার্তা রাখার অনুরোধ করছি। আপনার সম্পাদনা আনন্দময় হোক। ধন্যবাদ।

বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের পক্ষে,
নাহিদ (আলাপ) ও আফতাব (আলাপ)
বৃহস্পতিবার ১৫:০১, ০৫ নভেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

এশীয় মাস পদক

এশীয় মাস পদক
২০১৫-এর উইকিপিডিয়া:উইকিপিডিয়া এশীয় মাসে আপনার অসাধারণ অবদানের জন্য অনেক অনেক ধন্যবাদ। এর স্বীকৃতিতে সংগঠক দলের পক্ষ থেকে আপনাকে এই উইকিপদক প্রদান করা হল। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:০৪, ৪ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

উইকি পদক

নিরলস অবদানের জন্য পদক
ইনতেখাব ভাই, বাংলা উইকিপিডিয়াতে আপনি ইতিমধ্যে বিভিন্ন বিষয়ে সুলিখিত, তথ্যসমৃদ্ধ ও মানসম্পন্ন অনেকগুলো নিবন্ধ তৈরি করেছেন এবং নিরলসভাবে গঠনমূলক অবদান রেখে যাচ্ছেন। আপনার এ মহৎ কাজের সামান্য স্বীকৃতিস্বরূপ এই উইকিপদক প্রদান করলাম।  – তানভির (আলাপ) ০৮:৫১, ৬ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

Your attention needed at WP:CHU

উইকিপিডিয়া:ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন/ইউসারপেশন--যুদ্ধমন্ত্রী আলাপ ১০:১১, ৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া:উইকিপিডিয়া ১৫/অনলাইন

সুপ্রিয় Intakhab ctg,
উইকিপিডিয়া ১৫ অনলাইন নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে আপনার জমা দেয়া এক/একাধিক নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। আয়োজক কমিটি প্রতিযোগিতা শেষ হওয়ার পর অংশগ্রহণকারীদের গৃহীত হওয়া নিবন্ধগুলোর সংখ্যা অনুসারে পুরস্কার ডাকযোগে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে, সে লক্ষ্যে আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। প্রতিযোগিতা শেষ হওয়ার পর ফর্মে সরবরাহ করা আপনার ইমেইল ঠিকানা অনুসারে আপনার সাথে যোগাযোগ করা হবে। ধন্যবাদ।

উইকিপিডিয়া ১৫ আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
বুধবার ১৭:১৬, ০৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

পদক প্রাপ্তি

সম্পাদকের পদক
বাংলা উইকিপিডিয়ায় আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। Ibrahim Husain Meraj (আলাপ) ১৬:০৩, ১২ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া এশীয় মাসের পোস্টকার্ডের জন্য ঠিকানা সংগ্রহ

সুধী,

২০১৫ সালের নম্ভেম্বর মাস জুড়ে অনুষ্ঠিত উইকিপিডিয়া এশীয় মাস অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই প্রতিযোগিতা শুরু হওয়ার সময় বলা হয়েছিল যে, উইকিপিডিয়া এশীয় সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্বের একজন অংশীদার হিসেবে প্রত্যেক অংশগ্রহণকারী, যারা নিয়মাবলী অনুসরণ করে অন্ততঃ পাঁচটি নিবন্ধ তৈরী করবেন, তাঁরা অন্য অংশগ্রহণকারী দেশ থেকে একটি উইকিপিডিয়া পোস্টকার্ড উপহার হিসেবে পাবেন। আপনি জেনে আনন্দিত হবেন যে, সেই নিয়মানুযায়ী, একজন সফল অংশগ্রহণকারী হিসেবে এশিয়ার উইকিপিডিয়ানদের বন্ধুত্বের চিহ্নস্বরূপ একটি পোস্টকার্ড আপনি পেতে চলেছেন। আয়োজক কমিটি এই উপহার ডাকযোগে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে, সেই লক্ষ্যে আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন যে, আপনার ঠিকানা ও ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ রূপে গোপণ রাখা হবে ও শুধুমাত্র উপহার প্রেরণের জন্যই ব্যবহার করা হবে।

অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সহ,
উইকিপিডিয়া এশীয় মাস আয়োজক কমিটির পক্ষ থেকে,
বোধিসত্ত্ব (আলাপ) ০৮:৫০, ১৩ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

স্বাগতম নতুন প্রশাসক!

অভিনন্দ ইন্তেখাব ভাই। আপনার প্রশাসকত্বের আবেদনটি সফল হয়েছে ও আপনাকে প্রশাসকের অধিকার প্রদান করা হয়েছে। এ বিষয়ে কোনো সাহায্যের প্রয়োজন হলে আমায় জানাতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করবো। আশা করছি উইকিপিডিয়ায় আপনার সক্রিয় অংশগ্রহণ বজায় থাকবে। — তানভির০৩:০৭, ৩১ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন