ব্যবহারকারী আলাপ:Mohammad Elias Hosaen.

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

প্রিয় ব্যবহারকারী, আপনাকে উইকিপিডিয়াতে পুনরায় স্বাগত জানাচ্ছি। আপনি সম্প্রতি উপরের পাতাটি তৈরি শুরু করেছেন। সাধুবাদ জানাই, আমাদের আরও মেডিকেল টপিকের উপর নিবন্ধ প্রয়োজন কিন্তু এটি বাংলা উইকিপিডিয়া এবং নিবন্ধটি বাংলাতে হতে হবে। আপনি যদি নিবন্ধটির উপর কাজ করতে চান তাহলে সবচেয়ে ভালো হয় যদি ইংরেজি নিবন্ধ থেকে অনুবাদ করে তৈরি করেন। ইংরেজি নিবন্ধটি এখানে পাবেন: en:Heart failure। মিনটাইম, আমি ইংরেজিতে থাকায় এটি অপসারণ করে দিচ্ছি। এই বার্তাতে আপনি মর্মাহত হবেন না, প্রথম প্রথম আমাদের সবারই লিখতে গিয়ে সমস্যা হয়েছিলো। আশাকরি আপনি এখানে সম্পাদনা উপভোগ করবেন। কোন সমস্যায় আমাকে বার্তা পাঠাতে পারেন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:১৪, ১৫ জুলাই ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

উৎস সম্পাদনা[সম্পাদনা]

আপনাকে উৎস সম্পাদনা নিয়ে একাধিক আলাপ পাতায় প্রশ্ন করতে দেখলাম। প্রতিটি পাতার উপরে সম্পাদনা নামে একটি ট্যাব থাকে। ওখান থেকেই মূলত নিবন্ধ সম্পাদনার কাজ করা হয়। কিন্তু আপনি যদি চাক্ষুস সম্পাদনা বা ভিজুয়্যাল ইডিটিং অপশন চালু করেন তাহলে চাক্ষুস সম্পাদনা এর পাশাপাশি নতুন একটা ট্যাব যুক্ত করা যায় যেখানে উইকি সিনট্যাক্স বা কোড দিয়ে সম্পাদনা করতে পারা যায়। তাই আপনি যদি উৎস সম্পাদনা নামে নতুন ট্যাব খুঁজে না পান তাহলে আপনি নরমাল সম্পাদনা ট্যাব থেকেই সোর্স কোড ইডিটিং অপশন দেখতে পারবেন। --Nahid Hossain (আলাপ) ০০:২৮, ১৬ জুলাই ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

এই ব্যাবহারকারীর ধর্ম ইসলাম। এটা আমার প্রফাইল এ যোগ করে দিলে ভাল হয় ভাই। Mohammad Elias Hosaen. (আলাপ) ১৬:৫৮, ২৯ জুলাই ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, Mohammad Elias Hosaen.। Engr.Raju-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৭:২৭, ১৬ জুলাই ২০১৬ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।[উত্তর দিন]

রাজু (আলাপ) ১৭:২৭, ১৬ জুলাই ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

জুলাই 2016[সম্পাদনা]

উইকিপিডিয়ায় স্বাগতম, আমি Kayser Ahmad। যদিও উইকিপিডিয়া যে কেউই সম্পাদনা করতে পারেন, কিন্তু আমি আপনার এক বা একাধিক সাম্প্রতিক অবদান বাতিল করেছি। কারণ এই সম্পাদনাগুলো গঠনমূলক ছিল না বরং ধ্বংসপ্রবণতা হিসেবে বিবেচিত হয়েছে। অনুগ্রহপূর্বক যে-কোনো প্রকারের পরীক্ষামূলক সম্পাদনার জন্য খেলাঘর ব্যবহার করুন। সেই সাথে বিশ্বকোষীয় ও কোনো গঠনমূলক সম্পাদনার জন্য আমাদের স্বাগত পাতাটিও পড়ে নিন। আপনি যদি মনে করেন যে সম্পাদনা বাতিলের কাজটি সঠিক হয়নি, অথবা এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ! কায়সার আহমাদ (আলাপ) ০৩:১১, ২০ জুলাই ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]