২০০৩ বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরক্রীড়া এবং বিনোদনবিষয়ক ভালো নিবন্ধের মানদণ্ড অনুসারে একটি ভালো নিবন্ধ হিসেবে চিহ্নিত। আপনি যদি নিবন্ধটির আরো উন্নয়ন করতে সমর্থ হন, তবে অনুগ্রহপূর্বক তা করুন। আপনি যদি মনে করেন যে নিবন্ধটিতে মানদণ্ড অনুসৃত হয়নি তাহলে এটির পুনঃপর্যালোচনা আহবান করতে পারেন।
প্রধান পাতায় দেয়ার জন্য উপরের অংশটুকু তৈরি করা হয়েছে। এখানে একটি চিত্র দরকার। কি চিত্র দেয়া যায়? আর কিছু সংশোধনও দরকার। সবার মতামত কাম্য। --আফতাব (আলাপ) ১৯:১৬, ২৮ নভেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
আফতাব ভাই, উইকিতে তো কোন ছবি পাচ্ছি না। কমন্সেও এই ব্যাপারে কিছু পাই নাই। আর পাতায় যে ছবিগুলো আছে ওগুলো দিলেনিবন্ধটা বোঝানো যাবে না। এখন ESPNCricinfo তে এ সম্পর্কে অনেক ছবি আছে, প্রশ্ন হল তাঁরা কি উইকিতে ব্যবহারের জন্য অনুমতি দিবেন?--প্রত্যয়(স্বাগতম) ১২:০৬, ২ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
চিত্র ছাড়াই দিতে হবে মনে হয়। মনে হয় না ক্রিকইনফো ছবি দিবে। ইমেইল করলে তারা তা দেখবে কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে। আফতাব (আলাপ) ১৭:২৮, ২ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
আফতাব ভাই, প্রথম আলো বা ঐ সময়ের কোন দৈনিকের পাতা থেকে ছবি পাওয়া যেতে পারে, সেক্ষেত্রে তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। সেই ব্যাপারটা সম্ভব কি?--প্রত্যয়(স্বাগতম) ১৩:৩০, ৪ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]