দহন (২০১৮-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দহন
পরিচালকরায়হান রাফি
প্রযোজকআব্দুল আজিজ
রচয়িতাদেলোয়ার হোসেন দিল (সংলাপ)
চিত্রনাট্যকাররায়হান রাফি
কাহিনিকারআব্দুল আজিজ
শ্রেষ্ঠাংশে
সুরকার
সম্পাদকমোঃ কালাম
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকজাজ মাল্টিমিডিয়া
মুক্তি
  • ৩০ নভেম্বর ২০১৮ (2018-11-30)
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

দহন ২০১৮ সালের মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী সামাজিকরাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত চলচ্চিত্র[১] চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রায়হান রাফি এবং জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আব্দুল আজিজ। এটি রায়হান রাফি পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে তার পরিচালনায় পোড়ামন ২ চলচ্চিত্রটি মুক্তি পায়। দহন চলচ্চিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরি, জাকিয়া বারী মম[২] এবং ফজলুর রহমান বাবু[৩] ছবিটি ২০১৮ সালের ৩০শে নভেম্বর বাংলাদেশে মুক্তি পায়।[৪][৫][৬]

কাহিনিসংক্ষেপ[সম্পাদনা]

রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতিবিদেরা কত কিছুই না করে থাকেন। তাঁদের ইশারায় রাজপথে আতঙ্ক ছড়াতে কাজ করে ভাড়াটে সন্ত্রাসীরা। দেওয়া হয় গাড়িতে, বাসে, ট্রাকে, ট্রেনে আগুন। এই কাজে ঢাল হিসেবে ব্যবহার করা হয় পথশিশু, টোকাই থেকে শুরু করে নেশাগ্রস্ত তরুণদের। তুলা মিয়া একজন নেশাগ্রস্ত যুবক এবং আশা গার্মেন্টস কর্মী। তাদের মাঝে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। কিন্তু ভয়াল রাজনীতির থাবা একদিন তাদেরকেই ধ্বংস করে দেয়। তারই শিকার হয় কারও ভাই, বোন, মা কিংবা বাবা। এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র দহন।[৭][৮][৯][১০]

শ্রেষ্ঠাংশে[সম্পাদনা]

নির্মাণ[সম্পাদনা]

২০১৮ সালের ৩০শে এপ্রিল এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ছবিটির মহরতের মধ্য দিয়ে শুরু হয় ছবিটির আনুষ্ঠানিক যাত্রা।

সঙ্গীত[সম্পাদনা]

দহন
ইমরান মাহমুদুল, আকাশ সেন, বুশরা শাহরিয়ার ও আর্য আশিক
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ৫ অক্টোবর ২০১৮ (2018-10-05)
শব্দধারণের সময়২০১৮
ঘরানাচলচ্চিত্রের গান
দৈর্ঘ্য১৪:০০
ভাষাবাংলা
সঙ্গীত প্রকাশনীজাজ মাল্টিমিডিয়া

দহন ছবির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা, আহমেদ হুমায়ুন ও আকাশ সেন। গীত রচনা করেছেন শাহ আলম সরকার, গাজী মাজহারুল আনোয়ার, বুশরা শাহরিয়ার, প্রিয় চট্টোপাধ্যায়। গানে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা, ইমরান মাহমুদুল, আহমেদ হুমায়ুন, বুশরা শাহরিয়ার ও আকাশ সেন।

দহনের সঙ্গীত
নং.শিরোনামগীতিকারসুরকারশিল্পীদৈর্ঘ্য
১."হাজির বিরিয়ানি"প্রিয় চট্টোপাধ্যায়আকাশ সেনআকাশ সেন, সিয়াম আহমেদ৩:৩২
২."প্রেমের বাক্স"শাহ আলম সরকারইমন সাহাইমরান মাহমুদুল৩:১৮
৩."সকাল হাসে"বুশরা শাহরিয়ারবুশরা শাহরিয়ারইমরান মাহমুদুল, বুশরা শাহরিয়ার৪:০৫
৪."রহিম রহমান"   ৩:০৫
৫."খাঁচার পাখি"রবীন্দ্রনাথ ঠাকুর আনুশেহ অনাদিল 

মুক্তি[সম্পাদনা]

দহন ছবিটি ২০১৮ সালের ৩০শে নভেম্বর বাংলাদেশে ৪৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[১৩]

পুরস্কার ও মনোনয়ন[সম্পাদনা]

পুরস্কার আয়োজনের তারিখ পুরস্কারের বিভাগ গ্রহীতা / মনোনীত ফলাফল
বাচসাস পুরস্কার ৫ এপ্রিল ২০১৯[১৪] শ্রেষ্ঠ অভিনেতা সিয়াম আহমেদ বিজয়ী
মেরিল-প্রথম আলো পুরস্কার ২৬ এপ্রিল ২০১৯[১৫] শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা (সমালোচক) সিয়াম আহমেদ মনোনীত
ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার ২১ অক্টোবর ২০১৯[১৬] শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী জাকিয়া বারী মম বিজয়ী

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "'দহন'"দৈনিক কালের কণ্ঠ। ৬ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৮ 
  2. "দহন-এর দ্বিতীয় পোস্টারে সিয়াম-পূজার সাথে মম"দৈনিক কালের কন্ঠ। ১২ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৮ 
  3. "সিয়াম ও পূজার 'দহন' ৫ অক্টোবর"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০১ 
  4. "কাল মুক্তি পাচ্ছে 'দহন'"দৈনিক প্রথম আলো। ২৯ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৮ 
  5. "দেশি 'দহন' বনাম বিদেশি 'ভিলেন'"Dhakatimes News। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০১ 
  6. "সিয়াম-পূজার 'দহন' এবার সিঙ্গাপুরে"Dhakatimes News। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০১ 
  7. "কাল মুক্তি পাচ্ছে 'দহন'"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০১ 
  8. "প্রথম দিনেই বাজিমাত করলো 'দহন' - বিনোদন - observerbd.com"The Daily Observer। ২০১৮-১২-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০১ 
  9. "আজ মুক্তি পাচ্ছে 'দহন'"ব্রেকিংনিউজ.কম.বিডি। ২০১৯-০৬-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০১ 
  10. "'দহন' মুক্তি পাচ্ছে ১৬ নভেম্বর"যুগান্তর। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০১ 
  11. "'দহন' সিনেমায় শিমুল খান"আরটিভি অনলাইন। ৫ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৮ 
  12. "আনোয়ারের নবাব এলএলবি"বাংলাদেশ প্রতিদিন। ২০২০-০৮-২৯। সংগ্রহের তারিখ ২০২০-০৮-৩১ 
  13. "শুক্রবার ৪৭ হলে মুক্তি পাচ্ছে 'দহন'"একুশে টেলিভিশন। ২৯ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৮ 
  14. "পুরস্কার ও সম্মাননায় বাচসাসের সুবর্ণজয়ন্তী উৎসব"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৭ এপ্রিল ২০১৯। ৮ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৯ 
  15. "'দেবী' ও 'স্বপ্নজাল' সমানে সমান"দৈনিক প্রথম আলো। ২৬ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৯ 
  16. "প্রথম ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে ঢাকায় চাঁদের হাট, পেলেন কারা? দেখে নিন..."এইসময়। ২২ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]