স্বপ্নডানায়
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
স্বপ্নডানায় | |
---|---|
![]() চলচ্চিত্রের ডিভিডি মোড়ক | |
পরিচালক | গোলাম রাব্বানী বিপ্লব |
প্রযোজক | ফরিদুর রেজা সাগর ইবনে হাসান খান (ইমপ্রেস টেলিফিল্ম) |
রচয়িতা | আনিসুল হক গোলাম রাব্বানী বিপ্লব |
শ্রেষ্ঠাংশে | রাজ্জাক বুলবুল আহমেদ শবনম আনোয়ারা |
সুরকার | বাপ্পা মজুমদার গোলাম রাব্বানী বিপ্লব |
চিত্রগ্রাহক | মাহফুজুর রহমান খান |
সম্পাদক | জুনাইদ হালিম |
পরিবেশক | ইমপ্রেস টেলিফিল্ম |
মুক্তি | ২০০৭ |
দৈর্ঘ্য | ৮৪ মিনিট |
দেশ | ![]() |
ভাষা | বাংলা |
স্বপ্নডানায় ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী চলচ্চিত্র। পরিচালনা করেছেন গোলাম রাব্বানী বিপ্লব। ২০০৮ সালে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র হিসেবে একাডেমি পুরস্কারের জন্য বাংলাদেশ থেকে এই ছবিটি নিবেদন করা হয়েছিল।
পরিচ্ছেদসমূহ
কাহিনী সংক্ষেপ[সম্পাদনা]
লোকে তাকে বলে ফজলু কবিরাজ। আসলে সে হাটে হাটে মলম বিক্রি করে। তার সহযোগী দশ বছরের ছেলে রতন। একদিন হাট শেষে রতনের জন্য প্যান্ট কিনতে ফজলু পুরানো কাপড়ের দোকানে যায়। প্যান্ট কেনার পর তার পকেটে কিছু বিদেশী নোট পায়। এই নোটের দেশী মূল্যমান কত হবে, চিন্তায় পড়ে সে, স্বপ্ন দেখে তার পরিবার। টাকার মালিক হবার স্বপ্নে তার জীবনযাত্রা বদলে যায়, কাছের মানুষদের সাথে সম্পর্কের অবনতি হয়।[১]
নির্মাণ নেপথ্য[সম্পাদনা]
শ্রেষ্ঠাংশে[সম্পাদনা]
- মাহমুদুজ্জামান বাবু - ফজলু
- রোকেয়া প্রাচী - মা
- ফজলুর রহমান বাবু - সিরাজ
- শামিমা ইসলাম তুষ্টি - রেহানা
- রতন - রতন
- সোমা - আসমা
- গোলাম রাজুল বাবু -
- মোমেনা চৌধুরী -
- শাহ আলম কিরণ -
- শ্যামলী -
সম্মাননা[সম্পাদনা]
পুরস্কার ও মনোনয়ন[সম্পাদনা]
বছর | উত্সব | পুরস্কার | বিষয়শ্রেণী | ফলাফল | টীকা |
---|---|---|---|---|---|
২০০৭ | শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব | গোল্ড হুগো | নতুন পরিচালক প্রতিযোগিতা | মনোনীত | গোলাম রাব্বানী বিপ্লব |
২০০৭ | আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব ভারত | বিশেষ জুরি পুরস্কার | বিশেষ পুরস্কার | বিজয়ী | গোলাম রাব্বানী বিপ্লব |
২০০৭ | সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব | এশিয়ান নতুন প্রতিভা পুরস্কার | শ্রেষ্ঠ পরিচালক | বিজয়ী | গোলাম রাব্বানী বিপ্লব |
সংগীত[সম্পাদনা]
স্বপ্নডানায় চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার ও ছবির নির্মাতা গোলাম রাব্বানী বিপ্লব।
আরও দেখুন[সম্পাদনা]
- Films On the Wings of Dreams - Palm Springs International Film Society
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "স্বপ্নডানায় (২০০৭)"। সংগ্রহের তারিখ ২০১৬-০১-৩০।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- স্বপ্নডানায় - অফিসিয়াল ওয়েবসাইট
- ইন্টারনেট মুভি ডেটাবেজে স্বপ্নডানায়
(ইংরেজি)
- স্বপ্নডানায় - রটেন টমেটোস
- স্বপ্নডানায় - নিউ ইয়র্ক টাইম্স