বিষয়বস্তুতে চলুন

গহীন বালুচর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গহীন বালুচর
প্রাথমিক পোস্টার
পরিচালকবদরুল আনাম সৌদ
প্রযোজকবদরুল আনাম সৌদ
রচয়িতাবদরুল আনাম সৌদ
শ্রেষ্ঠাংশে
সুরকারইমন সাহা
চিত্রগ্রাহককমল চন্দ্র দাস
সম্পাদকবদরুল আনাম সৌদ
প্রযোজনা
কোম্পানি
সাতকাহন
ফ্রেন্ডস মুভিস ইন্টারন্যাশনাল
পরিবেশকজাজ মাল্টিমিডিয়া
মুক্তি
  • ২৯ ডিসেম্বর ২০১৭ (2017-12-29)
স্থিতিকাল১৪৮ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

গহীন বালুচর ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী নাট্য চলচ্চিত্র। এটি রচনা, প্রযোজনা ও পরিচালনা করেছেন বদরুল আনাম সৌদ। এতে অভিনয়শিল্পী হিসেবে রয়েছেন সুবর্ণা মুস্তাফা, আবু হুরায়রা তানভীর, জান্নাতুন নূর মুননীলাঞ্জনা নীলারাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবুজিতু আহসান, শাহাদাৎ হোসেন সহ আরও অনেকে।

কুশীলব

[সম্পাদনা]

সঙ্গীত

[সম্পাদনা]

চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা। গীত রচনা করেছেন বদরুল আনাম সৌদ, কবির বকুল ও শাহ আলম সরকার।

গানের তালিকা

[সম্পাদনা]
নং.শিরোনামগীতিকারসুরকারকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."গহীন বালুচর"বদরুল আনাম সৌদইমন সাহা :
২."ভালোবাসায় বুক ভাসাইয়া"বদরুল আনাম সৌদইমন সাহাবাপ্পা মজুমদারদিনাত জাহান মুন্নী৫:৫১
৩."তারে দেখি আমি রোদ্দুরে"বদরুল আনাম সৌদইমন সাহাসানিয়া সুলতানা লিজা৪:১৫
৪."কাঞ্চা বরণ"শাহ আলম সরকারইমন সাহাঐশী৪:৪৯
৫."ঝড়ের মধ্যে পইড়া গেছে নাও"কবির বকুলইমন সাহাফাহিমা নাসরিন লিপি ও চন্দন সিনহা৪:৩১

মুক্তি

[সম্পাদনা]

চলচ্চিত্রটি ২০ শে অক্টোবর মুক্তি পাবার ঘোষণা করা হয়েছিল, তবে এটি ২৯ শে ডিসেম্বর, ২০১৭ তে ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[] "ঢাকা অ্যাটাক" সাফল্যের কারণেই সৌদ  মুক্তির তারিখ পিছিয়েছছিলেন, এ প্রসঙ্গে তিনি ব্যাখ্যা করেছেন, “এ মুহূর্তে দীপনের ছবিটি খুব ভালো করছে। আমি যদি তার ১৫টা হল নিয়ে নিই, বন্ধুর (দীপঙ্কর দীপন) জন্য বিষয়টি কষ্টকর হয়। তার ব্যবসার মধ্যে আমার ছবিটি ঢোকানোও বুদ্ধিমানের কাজ হবে না। আমরা দুজনই তো ছোট পর্দায় কাজ করেছি। দুজনেরই প্রথম ছবি। তাই আমার ছবিটি পিছিয়ে দিলাম।”[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "মুক্তি পেল ত্রিভুজ প্রেমের 'গহীন বালুচর'"। ২৯ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৮ 
  2. "'ঢাকা অ্যাটাক'-এর জন্য পিছিয়ে গেলো ‌'গহীন বালুচর'"www.banglatribune.comবাংলা ট্রিবিউন। ১৭ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৭ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]