গহীন বালুচর
| গহীন বালুচর | |
|---|---|
প্রাথমিক পোস্টার | |
| পরিচালক | বদরুল আনাম সৌদ |
| প্রযোজক | বদরুল আনাম সৌদ |
| রচয়িতা | বদরুল আনাম সৌদ |
| শ্রেষ্ঠাংশে | |
| সুরকার | ইমন সাহা |
| চিত্রগ্রাহক | কমল চন্দ্র দাস |
| সম্পাদক | বদরুল আনাম সৌদ |
| প্রযোজনা কোম্পানি | সাতকাহন ফ্রেন্ডস মুভিস ইন্টারন্যাশনাল |
| পরিবেশক | জাজ মাল্টিমিডিয়া |
| মুক্তি |
|
| স্থিতিকাল | ১৪৮ মিনিট |
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা |
গহীন বালুচর ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী নাট্য চলচ্চিত্র। এটি রচনা, প্রযোজনা ও পরিচালনা করেছেন বদরুল আনাম সৌদ। এতে অভিনয়শিল্পী হিসেবে রয়েছেন সুবর্ণা মুস্তাফা, আবু হুরায়রা তানভীর, জান্নাতুন নূর মুন, নীলাঞ্জনা নীলা, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, জিতু আহসান, শাহাদাৎ হোসেন সহ আরও অনেকে।
কুশীলব
[সম্পাদনা]- সুবর্ণা মুস্তাফা - আসয়া
- আবু হুরায়রা তানভীর - সুজন
- জান্নাতুন নূর মুন - পারুল
- নীলাঞ্জনা নীলা - জান্নাতুল শিকদার "নিশি"
- রাইসুল ইসলাম আসাদ - লতিফ শিকদার
- ফজলুর রহমান বাবু - ইসমাইল
- জিতু আহসান - হানিফ শিকদার
- শাহাদাৎ হোসেন - মিজান
- আফরোজা বানু
- রুনা খান - শামীমা
- শর্মি মালা - কমলা
- শাহনাজ সুমি - মিজানের স্ত্রী
- লুৎফর রহমান জর্জ - আনিস চেয়ারম্যান (অতিথি চরিত্রে)
- আব্দুল্লাহ আল মামুন
- মোঃ রাসেল মাহামুদ
- নাজিবা বাশার - অতিথি চরিত্রে
সঙ্গীত
[সম্পাদনা]চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা। গীত রচনা করেছেন বদরুল আনাম সৌদ, কবির বকুল ও শাহ আলম সরকার।
গানের তালিকা
[সম্পাদনা]| নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
|---|---|---|---|---|---|
| ১. | "গহীন বালুচর" | বদরুল আনাম সৌদ | ইমন সাহা | : | |
| ২. | "ভালোবাসায় বুক ভাসাইয়া" | বদরুল আনাম সৌদ | ইমন সাহা | বাপ্পা মজুমদার ও দিনাত জাহান মুন্নী | ৫:৫১ |
| ৩. | "তারে দেখি আমি রোদ্দুরে" | বদরুল আনাম সৌদ | ইমন সাহা | সানিয়া সুলতানা লিজা | ৪:১৫ |
| ৪. | "কাঞ্চা বরণ" | শাহ আলম সরকার | ইমন সাহা | ঐশী | ৪:৪৯ |
| ৫. | "ঝড়ের মধ্যে পইড়া গেছে নাও" | কবির বকুল | ইমন সাহা | ফাহিমা নাসরিন লিপি ও চন্দন সিনহা | ৪:৩১ |
মুক্তি
[সম্পাদনা]চলচ্চিত্রটি ২০ শে অক্টোবর মুক্তি পাবার ঘোষণা করা হয়েছিল, তবে এটি ২৯ শে ডিসেম্বর, ২০১৭ তে ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[১] "ঢাকা অ্যাটাক" সাফল্যের কারণেই সৌদ মুক্তির তারিখ পিছিয়েছছিলেন, এ প্রসঙ্গে তিনি ব্যাখ্যা করেছেন, “এ মুহূর্তে দীপনের ছবিটি খুব ভালো করছে। আমি যদি তার ১৫টা হল নিয়ে নিই, বন্ধুর (দীপঙ্কর দীপন) জন্য বিষয়টি কষ্টকর হয়। তার ব্যবসার মধ্যে আমার ছবিটি ঢোকানোও বুদ্ধিমানের কাজ হবে না। আমরা দুজনই তো ছোট পর্দায় কাজ করেছি। দুজনেরই প্রথম ছবি। তাই আমার ছবিটি পিছিয়ে দিলাম।”[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "মুক্তি পেল ত্রিভুজ প্রেমের 'গহীন বালুচর'"। ২৯ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৮।
- ↑ "'ঢাকা অ্যাটাক'-এর জন্য পিছিয়ে গেলো 'গহীন বালুচর'"। www.banglatribune.com। বাংলা ট্রিবিউন। ১৭ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- বাংলা মুভি ডেটাবেজে গহীন বালুচর
- ইন্টারনেট মুভি ডেটাবেজে গহীন বালুচর (ইংরেজি)
- ফেসবুক গহীন বালুচর