চয়নিকা চৌধুরী
চয়নিকা চৌধুরী | |
---|---|
![]() চয়নিকা চৌধুরী, ঢাকা ২০১৮ | |
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | বাংলাদেশী |
পেশা | পরিচালক |
কর্মজীবন | ২০০১-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | অরুণ চৌধুরী |
আত্মীয় | তমালিকা কর্মকার |
চয়নিকা চৌধুরী বাংলাদেশের একজন পরিচালক। ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর ‘শেষ বেলায়’ নাটকের মধ্য দিয়ে পরিচালনা শুরু করেন তিনি। [১][২] বিশ্বসুন্দরী চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক ঘটে তার।[৩][৪]
প্রাথমিক জীবন[সম্পাদনা]
কর্মজীবন[সম্পাদনা]
চয়নিকা চৌধুরী একজন নাট্য নির্মাতা। টেলিভিশনের তার প্রথম প্রচারিত নাটক এক জীবনে। এটি তারই লেখা নাটক। চয়নিকার লেখা প্রথম স্ক্রিপ্ট নিয়ে ১৯৯৮ সালে বোধ নামের নাটক তৈরি করেন মাহফুজ আহমেদ। এতে অভিনয় করেছিলেন শমী কায়সার ও মাহফুজ আহমেদ। ২০০১ সালে থেকে ২০১২ সাল পর্যন্ত চয়নিকা চৌধুরী নির্মাণ করেছেন ১২টি ধারাবাহিক নাটক এবং নাটক ও টেলিফিল্ম নির্মাণ করেছেন ১৯৩টি। টিভি চ্যানেলগুলোতে দেড়শ’ নাটক প্রচার হয়েছে একজন নারী নির্মাতার মধ্যে তিনি শীর্ষে আছেন। পাশাপাশি একটি বিশেষ দিবসে একজন নারী নির্দেশকের একসঙ্গে নয়টি নাটক প্রচার হওয়ার ঘটনাও ঘটেছে চয়নিকা চৌধুরীর ক্ষেত্রে। [৫] তিনি নাটক লেখা শুরু করেন ১৯৯৫ সালে। নাটক পরিচালনা শুরু করেন ২০০১ সালে। [৬]
পরিচালিত নাটক[সম্পাদনা]
ব্যক্তিগত জীবন[সম্পাদনা]
চয়নিকা চৌধুরী’র স্বামী অরুণ চৌধুরী একজন জনপ্রিয় নাট্য নির্মাতা। [১১][১২]
পুরস্কার[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "আমি মেধাবী নই, পরিশ্রমী নির্মাতা : চয়নিকা চৌধুরী"। jagonews24.com। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-৩০।
- ↑ "রুচিশীল নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী"। www.channelionline.com। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-৩০।
- ↑ "সিয়াম-পরীমনি জুটির 'বিশ্বসুন্দরী'"। কালের কণ্ঠ। ৪ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯।
- ↑ "মুখ ফসকে নায়িকার নাম বললেন নায়ক"। প্রথম আলো। ৩ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯।
- ↑ Bideshe, Deshe। "চয়নিকা চৌধুরী -Deshebideshe"। www.deshebideshe.com। ২০১৮-০৬-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-৩০।
- ↑ "'আমি মেধাবী ডিরেক্টর না, পরিশ্রমী' চয়নিকা চৌধুরী - Daily Manobkantha"। www.manobkantha.com। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-৩০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "চয়নিকা চৌধুরী, নাটক নির্মাণের ১৫ বছর"। NTV Online। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-৩০।
- ↑ "সাড়ে তিনশ নাটক নির্মাণের রেকর্ড করলেন চয়নিকা চৌধুরী | প্রিয়.কম"। প্রিয়.কম। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-৩০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "আফজাল-সুইটি-সোনিয়ার 'সেদিনও বসন্ত এসেছিল' - বাংলা মুভি ডেটাবেজ"। বাংলা মুভি ডেটাবেজ। ২০১৭-০৫-০৮। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-৩০।
- ↑ "পূর্ণিমা একটা জাদুকর : চয়নিকা চৌধুরী"। bangla.bdnews24.com। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-৩০।
- ↑ "এ সপ্তাহের সাক্ষাতকার: চয়নিকা চৌধুরী"। BBC News বাংলা। ২০১৭-০৫-০৩। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-৩০।
- ↑ BanglaNews24.com। "প্রথমবার টিভিপর্দায় অরুণ চৌধুরী ও চয়নিকা চৌধুরী"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-৩০।
বহিঃসংযোগ[সম্পাদনা]
