মিশন এক্সট্রিম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিশন এক্সট্রিম
মিশন এক্সট্রিম এর পোস্টার
পরিচালকসানি সানোয়ার
ফয়সাল আহমেদ
প্রযোজককপ ক্রিয়েশন
মাইম মাল্টিমিডিয়া
রচয়িতাসানী সানোয়ার
চিত্রনাট্যকারসানী সারোয়ার
শ্রেষ্ঠাংশেআরিফিন শুভ
জান্নাতুল ফেরদৌস ঐশী
তাসকিন রহমান
সুমিত সেনগুপ্ত
সুরকারঅদিত রহমান
চিত্রগ্রাহকসুদীপ্ত মজুমদার
সম্পাদকএমডি কালাম
প্রযোজনা
কোম্পানি
ক্রপ ক্রিয়েশনস
মুক্তি
  • ৩ ডিসেম্বর ২০২১ (2021-12-03)
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

মিশন এক্সট্রিম হলো ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশি চলচ্চিত্র। এটি কপ ক্রিয়েশন ও মাইম মাল্টিমিডিয়া প্রযোজনায় পরিচালনা করেছেন সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ। প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, ঐশী, তাসকিন রহমান, সাদিয়া নাবিলাসুমিত সেনগুপ্ত । চলচ্চিত্রটির মাধ্যমে মিস বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশীর চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে।[১] ২০২০ সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা থাকলেও কো ও ড-১৯ মহামারিছিয়ে যায়। পরে এটি ২০২১ সালের ৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[২]

শ্রেষ্ঠাংশে[সম্পাদনা]

উৎপাদন[সম্পাদনা]

প্রি-প্রোডাকশন[সম্পাদনা]

ঢাকা অ্যাটাক (২০১৭)-এর ব্যাপক সাফল্যের পর ২০১৮ সালের ডিসেম্বর মাসে সানী সানোয়ার পুলিশি ঘরনার অ্যাকশন থ্রিলার নির্মাণের কথা সংবাদমাধ্যমকে জানান।[৬] তিনি আরো জানান যে, চলচ্চিত্রটির মুখ্য ভূমিকায় অভিনয় করবেন আরেফিন শুভ এবং চলচ্চিত্রটির চিত্রগ্রহণ ২০১৯ সালের মার্চ মাস থেকে শুরু হবে। এরপর চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য একে একে যুক্ত হন জান্নাতুল ফেরদৌস ঐশী, এবিএম সুমন, তাসকিন রহমান, সাদিয়া আন্দালিব নাবিলাসহ আরো অনেকে।

চিত্রগ্রহণ[সম্পাদনা]

২০১৯ সালের ১৯ মার্চ থেকে ঢাকার বিভিন্ন স্থানে চলচ্চিত্রটির চিত্রগ্রহণ শুরু হয়।[৭][৮] চলচ্চিত্রটির চিত্রগ্রহণ ২৪ এপ্রিল পর্যন্ত চলে। এরপর দুবাইয়ে ১৪ মে থেকে ১৮ মে চলচ্চিত্রটির চিত্রগ্রহণ অনুষ্ঠিত হয়।[৯][১০][১১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "'মিশন এক্সট্রিম'র মাধ্যমে বড় পর্দায় ঐশীর অভিষেক"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৯ 
  2. "দেশের ৫০ হল ও বিশ্বের ৫ দেশে মুক্তি পেলো 'মিশন এক্সট্রিম'"সমকাল। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২২ 
  3. "শুভর পর তাসকিন রহমান" 
  4. "'মিশন এক্সট্রিম'-এ বলিউডের নায়িকা" 
  5. "দুই ঈদে বড়পর্দায় দিপু ইমাম"দেশ রূপান্তর। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৯ 
  6. "'ঢাকা অ্যাটাক'-এর পর 'মিশন এক্সট্রিম'"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৯ 
  7. "'মিশন এক্সট্রিম'র ঝুঁকিপূর্ণ দৃশ্য নিজেই করছেন শুভ"বাংলানিউজ২৪.কম। ১০ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৯ 
  8. "মিশন এক্সট্রিমে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন ঐশী"চ্যানেল আই 
  9. "'মিশন এক্সট্রিম' নিয়ে দুবাই ঐশী"আমাদের সময়। ১৪ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৯ 
  10. "'মিশন এক্সট্রিম' সিনেমার দুবাই মিশন সম্পন্ন"আরটিভি। ২১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২১ 
  11. "'মিশন এক্সট্রিম'-এর দুবাই মিশন সম্পন্ন"মানবজমিন 

বহিঃসংযোগ[সম্পাদনা]