জয় জয়ন্তী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জয় জয়ন্তী
পরিচালকসুনীল বসু মল্লিক
শ্রেষ্ঠাংশেউত্তম কুমার
অপর্ণা সেন
অনুভা গুপ্তা
তরুণ কুমার
সুরকারমানবেন্দ্র মুখোপাধ্যায়
মুক্তি১৯৭১
স্থিতিকাল১৫০ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

জয় জয়ন্তী হল একটি জনপ্রিয় বাংলা চলচ্চিত্র যা পরিচালনা করেন সুনীল বসু মল্লিক[১] এই চলচ্চিত্রটি ১৯৭১ সালে এম.কে.জি. প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড ব্যানারে মুক্তি পেয়েছিল এবং এই চলচ্চিত্রটি সংগীত পরিচালনা করেছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়[২][৩] এই চলচ্চিত্রটির মুখ্য চরিত্রে অভিনয় করেন উত্তম কুমার, অপর্ণা সেন, অনুভা গুপ্ত, তরুণ কুমার[৪][৫]

কাহিনী[সম্পাদনা]

জয়ন্তী বোস তার পরিবারের ইচ্ছার বিরুদ্ধে রায় ভিলায় একজন গভর্নেসের চাকরি নেন। তাকে পাঁচ কুখ্যাত দুষ্টু বাচ্চাদের দেখাশোনা করতে হবে, সঞ্জয় রায়ের ভাইপো এবং ভাইঝি, একজন ধনী ও অহংকারী মানুষ। শিশুরা এর আগে সফলভাবে বারোজন গভর্নেসকে তাড়িয়ে দিয়েছে। যাইহোক, জয়ন্তী তাদের স্নেহ লাভ করে যখন সে তাদের কাকার ক্রোধ থেকে রক্ষা করে। পরে যখন একটি ভুল বোঝাবুঝির কারণে জয়ন্তী বাড়ি ছেড়ে চলে যায়, তখন বাচ্চা এবং সঞ্জয় দুজনেই অনুতপ্ত হয় এবং তাকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়।

শ্রেষ্ঠাংশে[সম্পাদনা]

সাউন্ডট্রাক[সম্পাদনা]

সকল গানের সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায়

গান
নং.শিরোনামশিল্পীদৈর্ঘ্য
১."কেন ডাকো বারে বারে"সন্ধ্যা মুখোপাধ্যায়৩:০৬
২."ব্যাস ছাড়াটা তো বেশ"সন্ধ্যা মুখোপাধ্যায়৩:১৪
৩."আমরা তো আর ছোট নেই"আরতি মুখার্জী, অন্যান্য২:৫৫
৪."কে প্রথম চাঁদে গেছে"সন্ধ্যা মুখোপাধ্যায়, অন্যান্য৩:১৮
৫."আমাদের ছুটি ছুটি"সন্ধ্যা মুখোপাধ্যায়, অন্যান্য৩:৪৮
৬."আরও কাছে এসো"মানবেন্দ্র মুখোপাধ্যায়, সুচেতা ব্যানার্জী৩:২১
৭."ঝন ঝনান সুর ঝংকারে"মুনায়ার আলি খান, সন্ধ্যা মুখোপাধ্যায়৩:২৬

[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Jay Jayanti Bengali DVD" 
  2. "Jay Jayanti on Moviebuff.com"Moviebuff.com। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২০ 
  3. "Jay Jayanti"TVGuide.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২০ 
  4. "Jay Jayanti (1971) - Review, Star Cast, News, Photos"Cinestaan। ২০২১-০৯-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২০ 
  5. "'Jay Jayanti' - Aparna Sen's 7 most memorable Tollywood performances"The Times of India। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২০ 
  6. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২১