২০২১–২২ ইংল্যান্ড ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২১–২২ ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর
 
  ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড
তারিখ ২২ জানুয়ারি ২০২২ – ২৮ মার্চ ২০২২
অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট (টেস্ট)
কায়রন পোলার্ড (টি২০আই)
জো রুট (টেস্ট)
ওইন মর্গান (টি২০আই)
টেস্ট সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান ক্রেইগ ব্র্যাথওয়েট (৩৪১) জো রুট (২৮৯)
সর্বাধিক উইকেট কেমার রোচ (১১)
জেডেন সিলস (১১)
জ্যাক লিচ (১১)
সিরিজ সেরা খেলোয়াড় ক্রেইগ ব্র্যাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ৩–২ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান নিকোলাস পুরান (১৬৪) জেসন রয় (১৩০)
সর্বাধিক উইকেট জেসন হোল্ডার (১৫) আদিল রশিদ (৭)
সিরিজ সেরা খেলোয়াড় জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)

ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের জানুয়ারি ও মার্চ মাসে পাঁচটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ও তিনটি টেস্ট ম্যাচ খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ সফর করে।[১][২][৩][৪] টেস্ট সিরিজটি ২০২১–২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি অংশ হিসেবে খেলা হয়।[৫] ২০২১ সালের অক্টোবর মাসে সফরের সূচি নিশ্চিত করা হয়।[৬] ২০২২ সালের জানুয়ারি মাসে টি২০আই ম্যাচগুলো এবং ২০২২ সালের মার্চ মাসে টেস্ট ম্যাচগুলো রাখা হয়।[৭][৮]

টি২০আই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ৩–২ ব্যবধানে জয়লাভ করে।[৯] টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১–০ ব্যবধানে জয়ী হয়।[১০]

দলীয় সদস্য[সম্পাদনা]

 ওয়েস্ট ইন্ডিজ  ইংল্যান্ড
টেস্ট[১১] টি২০আই[১২] টেস্ট[১৩] টি২০আই[১৪]

ওয়েস্ট ইন্ডিজের টি২০আই দলে আলজারি জোসেফ, জেডেন সিলস ও ডেভন থমাসকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[১৫] হোবার্টে অনুষ্ঠিত পঞ্চম অ্যাশেজ টেস্টের জন্য স্যাম বিলিংস ডাক পাওয়ায় তাঁর স্থানে হ্যারি ব্রুককে ইংল্যান্ডের টি২০আই দলে যোগ করা হয়।[১৬]

প্রস্তুতিমূলক ম্যাচ[সম্পাদনা]

১৯ জানুয়ারি ২০২২
১৬:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড একাদশ 
২১৩/৪ (২০ ওভার)
বার্বাডোস ক্রিকেট অ্যাসোসিয়েশন সভাপতি একাদশ
১৩৭ (২০ ওভার)
জেসন রয় ১১৫ (৪৭)
অ্যাশলি নার্স ২/২০ (৪ ওভার)
শামার স্প্রিংগার ৩৬ (২৩)
টিম্যাল মিলস ৩/২৫ (৪ ওভার)
ইংল্যান্ড একাদশ ৯৪ রানে জয়ী
কেনসিংটন ওভাল, ব্রিজটাউন
আম্পায়ার: গ্রেগরি ব্র্যাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) ও প্যাট্রিক গাস্টার্ড (ওয়েস্ট ইন্ডিজ)
  • ইংল্যান্ড একাদশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১–৪ মার্চ ২০২২
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ সভাপতি একাদশ
৪৬৬/৬ঘো (১৪৫ ওভার)
জনি বেয়ারস্টো ১০৬* (১৫৮)
ব্রায়ান চার্লস ৩/১৪৩ (৪৮ ওভার)
২৬৪ (৯৬.১ ওভার)
রেইমন রিফার ১০৬ (১৮২)
জ্যাক লিচ ৪/৬২ (২৮ ওভার)
১৬৪/৪ঘো (৩৯ ওভার)
ড্যান লরেন্স ৪৮ (৪১)
রেইমন রিফার ১/১৮ (৪ ওভার)
১২৩/৭ (৫২.১ ওভার)
কিসি কার্টি ৪৯ (৯৬)
ক্রেইগ ওভারটন ২/১২ (৮ ওভার)
খেলা ড্র
কুলিজ ক্রিকেট মাঠ, অসবোর্ন
আম্পায়ার: গ্রেগরি ব্র্যাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) ও নাইজেল ডুগুইড (ওয়েস্ট ইন্ডিজ)
  • ইংল্যান্ড একাদশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

২২ জানুয়ারি ২০২২
১৬:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড 
১০৩ (১৯.৪ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১০৪/১ (১৭.১ ওভার)
ক্রিস জর্ডান ২৮ (২৩)
জেসন হোল্ডার ৪/৭ (৩.৪ ওভার)
ব্র্যান্ডন কিং ৫২* (৪৯)
আদিল রশিদ ১/২১ (৪ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে জয়ী
কেনসিংটন ওভাল, ব্রিজটাউন
আম্পায়ার: গ্রেগরি ব্র্যাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২য় টি২০আই[সম্পাদনা]

২৩ জানুয়ারি ২০২২
১৬:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড 
১৭১/৮ (২০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১৭০/৮ (২০ ওভার)
জেসন রয় ৪৫ (৩১)
জেসন হোল্ডার ২/২৫ (৪ ওভার)
আকিল হোসেন ৪৪* (১৬)
মঈন আলি ৩/২৪ (৪ ওভার)
ইংল্যান্ড ১ রানে জয়ী
কেনসিংটন ওভাল, ব্রিজটাউন
আম্পায়ার: জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ) ও নাইজেল ডুগুইড (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: মঈন আলি (ইংল্যান্ড)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই[সম্পাদনা]

২৬ জানুয়ারি ২০২২
১৬:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
২২৪/৫ (২০ ওভার)
 ইংল্যান্ড
২০৪/৯ (২০ ওভার)
রভমান পাওয়েল ১০৭ (৫৩)
আদিল রশিদ ১/২৫ (৪ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ২০ রানে জয়ী
কেনসিংটন ওভাল, ব্রিজটাউন
আম্পায়ার: গ্রেগরি ব্র্যাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) ও লেসলি রিফার (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: রভমান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ)

৪র্থ টি২০আই[সম্পাদনা]

২৯ জানুয়ারি ২০২২
১৬:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড 
১৯৩/৬ (২০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১৫৯/৫ (২০ ওভার)
মঈন আলি ৬৩ (২৮)
জেসন হোল্ডার ৩/৪৪ (৪ ওভার)
কাইল মেয়ারস ৪০ (২৩)
মঈন আলি ২/২৮ (৪ ওভার)
ইংল্যান্ড ৩৪ রানে জয়ী
কেনসিংটন ওভাল, ব্রিজটাউন
আম্পায়ার: প্যাট্রিক গাস্টার্ড (ওয়েস্ট ইন্ডিজ) ও লেসলি রিফার (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: মঈন আলি (ইংল্যান্ড)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৫ম টি২০আই[সম্পাদনা]

৩০ জানুয়ারি ২০২২
১৬:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
১৭৯/৪ (২০ ওভার)
 ইংল্যান্ড
১৬২ (১৯.৫ ওভার)
কায়রন পোলার্ড ৪১* (২৫)
আদিল রশিদ ২/১৭ (৪ ওভার)
জেমস ভিন্স ৫৫ (৩৫)
জেসন হোল্ডার ৫/২৭ (২.৫ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ১৭ রানে জয়ী
কেনসিংটন ওভাল, ব্রিজটাউন
আম্পায়ার: গ্রেগরি ব্র্যাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) ও নাইজেল ডুগুইড (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জেসন হোল্ডার প্রথম ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে হ্যাটট্রিক লাভ করেন।[১৮]
  • জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[১৯]
  • জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ) চতুর্থ ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে চার বলে চার উইকেট লাভ করেন।[১৮]

টেস্ট সিরিজ[সম্পাদনা]

১ম টেস্ট[সম্পাদনা]

৮–১২ মার্চ ২০২২
স্কোরকার্ড
৩১১ (১০০.৩ ওভার)
জনি বেয়ারস্টো ১৪০ (২৫৯)
জেডেন সিলস ৪/৭৯ (২২ ওভার)
৩৭৫ (১৫৭.৩ ওভার)
ন্‌ক্রুমা বনার ১২৩ (৩৫৫)
বেন স্টোকস ২/৪২ (২৮ ওভার)
৩৪৯/৬ঘো (৮৮.২ ওভার)
জ্যাক ক্রলি ১২১ (২১৬)
আলজারি জোসেফ ৩/৭৮ (২৩.২ ওভার)
১৪৭/৪ (৭০.১ ওভার)
ন্‌ক্রুমা বনার ৩৮* (১৩৮)
জ্যাক লিচ ৩/৫৭ (৩০.১ ওভার)
খেলা ড্র
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, নর্থ সাউন্ড
আম্পায়ার: গ্রেগরি ব্র্যাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচসেরা: ন্‌ক্রুমা বনার (ওয়েস্ট ইন্ডিজ)
  • ইংল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • চতুর্থ দিনে বৃষ্টির কারণে ২৩.৪ ওভার খেলা সম্ভব হয়নি।
  • অ্যালেক্স লিজ (ইংল্যান্ড)-এর টেস্ট অভিষেক হয়।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ইংল্যান্ড ৪, ওয়েস্ট ইন্ডিজ ২।[২০]

২য় টেস্ট[সম্পাদনা]

১৬–২০ মার্চ ২০২২
স্কোরকার্ড
৫০৭/৯ঘো (১৫০.৫ ওভার)
জো রুট ১৫৩ (৩১৬)
বীরস্বামী পারমল ৩/১২৬ (৩৫.৫ ওভার)
৪১১ (১৮৭.৫ ওভার)
ক্রেইগ ব্র্যাথওয়েট ১৬০ (৪৮৯)
জ্যাক লিচ ৩/১১৮ (৬৯.৫ ওভার)
১৮৫/৬ঘো (৩৯.৫ ওভার)
ড্যান লরেন্স ৪১ (৩৯)
বীরস্বামী পারমল ২/২৯ (১০ ওভার)
১৩৫/৫ (৬৫ ওভার)
ক্রেইগ ব্র্যাথওয়েট ৫৬* (১৮৪)
জ্যাক লিচ ৩/৩৬ (২৫ ওভার)
খেলা ড্র
কেনসিংটন ওভাল, ব্রিজটাউন
আম্পায়ার: জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ) ও নাইজেল ডুগুইড (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচসেরা: ক্রেইগ ব্র্যাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ)
  • ইংল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ম্যাথিউ ফিশার ও সাকিব মাহমুদ (ইংল্যান্ড)-এর টেস্ট অভিষেক হয়।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ওয়েস্ট ইন্ডিজ ৪, ইংল্যান্ড ৪।

৩য় টেস্ট[সম্পাদনা]

২৪–২৮ মার্চ ২০২২
স্কোরকার্ড
২০৪ (৮৯.৪ ওভার)
সাকিব মাহমুদ ৪৯ (১১৮)
জেডেন সিলস ৩/৪০ (১৭ ওভার)
২৯৭ (১১৬.৩ ওভার)
জশুয়া দা সিলভা ১০০* (২৫৭)
ক্রিস ওকস ৩/৫৯ (২৫ ওভার)
১২০ (৬৪.২ ওভার)
অ্যালেক্স লিজ ৩১ (১৩২)
কাইল মেয়ারস ৫/১৮ (৭ ওভার)
২৮/০ (৪.৫ ওভার)
ক্রেইগ ব্র্যাথওয়েট ২০* (২১)
ওয়েস্ট ইন্ডিজ ১০ উইকেটে জয়ী
জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সেন্ট জর্জ'স
আম্পায়ার: গ্রেগরি ব্র্যাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচসেরা: জশুয়া দা সিলভা (ওয়েস্ট ইন্ডিজ)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জশুয়া দা সিলভা (ওয়েস্ট ইন্ডিজ) টেস্ট ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[২১]
  • কাইল মেয়ারস (ওয়েস্ট ইন্ডিজ) টেস্ট ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[২২]
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ওয়েস্ট ইন্ডিজ ১২, ইংল্যান্ড ০।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ECB and CWI announce expanded England Men's Tour of the West Indies in 2022"ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২১ 
  2. "England extends tours of West Indies in 2022"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২১ 
  3. "England and West Indies expand the number of matches to be played in the Caribbean in 2022"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২১ 
  4. "CWI and ECB announce expanded England Men's Tour of West Indies in 2022"ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২১ 
  5. "England vs India to kick off the second World Test Championship"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২১ 
  6. "Antigua, Barbados, Grenada to host England Tests in 2022"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২১ 
  7. "Host Venues confirmed for England's T20I and Test Series Tours to the West Indies in 2022"ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২১ 
  8. "Schedule confirmed for England Men's Tour of the Caribbean"ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২১ 
  9. "Jason Holder's four-in-four puts seal on West Indies' series"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২২ 
  10. "West Indies romp to ten-wicket victory, series spoils, as Roach and Brathwaite finish off England"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২২ 
  11. "John Campbell, Anderson Phillip in West Indies squad for first Test against England"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২২ 
  12. "West Indies name squads to face Ireland and England in upcoming white-ball series"ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২২ 
  13. "England Men's Test squad for the tour of the Caribbean named"ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২২ 
  14. "England Men name squad for West Indies IT20s"ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২১ 
  15. "Pollard returns as West Indies name squads for Ireland, England series"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২২ 
  16. "West Indies v England: Yorkshire's Harry Brook added to tourists squad for T20 series"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২২ 
  17. "West Indies v England: Rovman Powell hits fine ton to lead hosts to victory in third T20"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২২ 
  18. "Holder the hero as West Indies get amazing series win"ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২২ 
  19. "Holder claims four in four as West Indies clinch T20I series victory"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২২ 
  20. "West Indies docked WTC points and drop a place due to slow over-rate against England"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২২ 
  21. "Joshua Da Silva lives the emotion as maiden century sets West Indies on course for glory"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২২ 
  22. "England face humiliation as Kyle Mayers' five-for caps Joshua Da Silva's maiden hundred"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]