নক্রুমা বোনার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নক্রুমা বোনার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামনক্রুমা এলজিগো বোনার
জন্ম (1989-01-23) ২৩ জানুয়ারি ১৯৮৯ (বয়স ৩৫)
সেন্ট ক্যাথরিন, জ্যামাইকা
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনলেগ স্পিন
ভূমিকাঅল-রাউন্ডার
সম্পর্কজেএম বোনার (ভ্রাতা)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ৩২৩)
৩ ফেব্রুয়ারি ২০২১ বনাম বাংলাদেশ
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৯৭)
২০ জানুয়ারি ২০২১ বনাম বাংলাদেশ
শেষ ওডিআই২৫ জানুয়ারি ২০২১ বনাম বাংলাদেশ
টি২০আই অভিষেক
(ক্যাপ ৪৭)
২৩ সেপ্টেম্বর ২০১১ বনাম ইংল্যান্ড
শেষ টি২০আই২৭ মার্চ ২০১২ বনাম অস্ট্রেলিয়া
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৯/১০–২০১৪/১৫জ্যামাইকা
২০১০/১১কম্বাইন্ড ক্যাম্পাসেস এন্ড কলেজেস
২০১৩–২০১৬জ্যামাইকা তাল্লাহজ
২০১৫/১৬–বর্তমানলিওয়ার্ড আইল্যান্ডস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টি২০আই এফসি এলএ টি২০
ম্যাচ সংখ্যা ৬০ ৪৮ ৪২
রানের সংখ্যা ২৭ ২,৬২১ ১,৩৬৪ ৬৬১
ব্যাটিং গড় ১৩.৫০ ৩২.৪৭ ৩২.৪৭ ১৯.৪৪
১০০/৫০ ০/০ ১/১৫ ৩/৮ ০/২
সর্বোচ্চ রান ২৭ ১২৭ ১২২* ৮২
বল করেছে ১২ ২,০৫১ ৫৫৫ ১৩৮
উইকেট ৩৮ ২৪
বোলিং গড় ৩১.১৮ ১৬.৯৫ ৩৫.০০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৫/২৬ ৩/২১ ৩/২৪
ক্যাচ/স্ট্যাম্পিং ০/– ৪৮/– ১৮/– ১৩/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৩ ফেব্রুয়ারি, ২০২১

নক্রুমা এলজিগো বোনার (ইংরেজি: Nkrumah Bonner; জন্ম: ২৩ জানুয়ারি, ১৯৮৯) জ্যামাইকার সেন্ট ক্যাথরিন এলাকায় জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি।[১] ২০১০-এর দশকের সূচনালগ্ন থেকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করছেন।

ঘরোয়া প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে জ্যামাইকা দলের প্রতিনিধিত্ব করেন নক্রুমা বোনার। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলছেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি লেগ স্পিন বোলিংয়ে পারদর্শী তিনি।

প্রথম-শ্রেণীর ক্রিকেট[সম্পাদনা]

২০১০ সাল থেকে নক্রুমা বোনারের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রয়েছে। আঞ্চলিক পর্যায়ের ক্রিকেটে তিনি জ্যামাইকা দলের মধ্যমণি ছিলেন। লেগ স্পিনার ও ডানহাতি ব্যাটসম্যান নক্রুমা বোনার ফেব্রুয়ারি, ২০১১ সালে জ্যামাইকার সদস্যরূপে কম্বাইন্ড ক্যাম্পাসেস ও কলেজেসের বিপক্ষে প্রথমবারের মতো প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নেন।[২]

মাঝারিসারির ব্যাটসম্যান ও কার্যকরী লেগ স্পিন বোলার নক্রুমা বোনারের ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টি২০আইয়ে অভিষেক ঘটে। তবে, আন্তর্জাতিক অঙ্গনে দলে ঠাঁই করে নিতে তাকে বেশ বেগ পেতে হয়। দীর্ঘদিন জাতীয় দল থেকে উপেক্ষিত হবার পূর্বে তিনি আরেকটি খেলায় অংশ নেয়ার সুযোগ লাভ করেছিলেন।

অক্টোবর, ২০১৯ সালে জ্যামাইকা দলের সদস্য হিসেবে রিজিওন্যাল সুপার৫০ প্রতিযোগিতায় অংশগ্রহণকল্পে যুক্ত করা হয়।[৩] ২০১৯-২০ মৌসুমের রিজিওন্যাল ফোর ডে কম্পিটিশনে ৫৩২ রান তুলেন। ফলশ্রুতিতে, ওয়েস্ট ইন্ডিজ দলের পক্ষে খেলার জন্যে তাকে পুনরায় আমন্ত্রণ জানানো হয়। জুলাই, ২০২০ সালে জ্যামাইকা তাল্লাহজের সদস্যরূপে ক্যারিবীয় প্রিমিয়ার লীগে খেলার জন্যে মনোনীত হন।[৪][৫]

আন্তর্জাতিক ক্রিকেট[সম্পাদনা]

সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্ট, তিনটিমাত্র একদিনের আন্তর্জাতিক ও দুইটিমাত্র টি২০আইয়ে অংশগ্রহণ করেছেন নক্রুমা বোনার। ৩ ফেব্রুয়ারি, ২০২১ তারিখে চট্টগ্রামে স্বাগতিক বাংলাদেশ দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। অন্যদিকে, ২০ জানুয়ারি, ২০২১ তারিখে ঢাকায় একই দলের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার। ২৫ জানুয়ারি, ২০২১ তারিখে চট্টগ্রামে একই দলের বিপক্ষে সর্বশেষ ওডিআইয়ে অংশ নেন তিনি।

২০১১ সালে ইংল্যান্ড গমনার্থে তাকে ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্যরূপে মনোনীত করা হয়। ইংল্যান্ড সফরে তিনি দলের সংরক্ষিত খেলোয়াড়ের মর্যাদা পান। এছাড়াও, নিউজিল্যান্ড সফরেও একই অবস্থানে রাখা হয়।

জুন, ২০২০ সালে ইংল্যান্ড গমনার্থে তাকে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে ঠাঁই দেয়া হয়।[৬] মে, ২০২০ সালে টেস্ট সিরিজ শুরু হবার কথা থাকলেও কোভিড-১৯ মহামারীর কারণে তা জুলাই, ২০২০ সালে পিছিয়ে নেয়া হয়।[৭]

বাংলাদেশ গমন[সম্পাদনা]

বেশ কয়েকজন জ্যেষ্ঠ খেলোয়াড়ের অনুপস্থিতির কারণে ২০২১ সালের শুরুতে বাংলাদেশ গমনার্থে তাকে মনোনীত করা হয়। ডিসেম্বর, ২০২০ সালে বাংলাদেশ গমনার্থে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ও ওডিআই দলের সদস্য করা হয়।[৮] ২০ জানুয়ারি, ২০২১ তারিখে ঢাকায় অনুষ্ঠিত দিবা-রাত্রির প্রথম ওডিআইয়ে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তার অভিষেক হয়।[৯]

৩ ফেব্রুয়ারি, ২০২১ তারিখে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে একই দলের বিপক্ষে তিনি প্রথমবারের মতো অংশ নেন।[১০]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Bonner keen to make impact on Test scene"Cricket West Indies। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২০ 
  2. "Combined Campuses and Colleges v Jamaica"। CricketArchive। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১১ 
  3. "Powell to lead Jamaica Scorpions in super 50"The Jamaica Star। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯ 
  4. "Nabi, Lamichhane, Dunk earn big in CPL 2020 draft"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২০ 
  5. "Teams Selected for Hero CPL 2020"Cricket West Indies। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২০ 
  6. "Darren Bravo, Shimron Hetmyer, Keemo Paul turn down call-ups for England tour"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২০ 
  7. "Squad named for Sandals West Indies Tour of England"Cricket West Indies। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২০ 
  8. "Jason Holder, Kieron Pollard, Shimron Hetmyer among ten West Indies players to pull out of Bangladesh tour"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০২০ 
  9. "1st ODI (D/N), Dhaka, Jan 20 2021, ICC Men's Cricket World Cup Super League"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২১ 
  10. "1st Test, Chattogram, Feb 3 - Feb 7 2021, West Indies tour of Bangladesh"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২১ 

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]