ইন্দুভূষণ রায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইন্দুভূষণ রায়
জন্ম১৮৯০
মৃত্যু২৯ এপ্রিল ১৯১২
সেলুলার জেল
প্রতিষ্ঠানভারতীয় বিপ্লবী
আন্দোলনস্বাধীনতা সংগ্রাম

ইন্দুভূষণ রায় (১৮৯০—২৯ এপ্রিল ১৯১২) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী।[১]

তিনি বিপ্লবী দলের সভ্য ছিলেন। ১৯০৮ খ্রিষ্টাব্দের ১১ এপ্রিল তিনি চন্দননগরের মেয়রের উপরে বোমা ছোড়েন । এরপর ১৯০৮ খ্রিষ্টাব্দের ২ মে তিনি আলীপুর ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হন। তার এই মামলায় দ্বীপান্তর দণ্ড হয়। আন্দামানের সেলুলার জেলে পুলিশের নৃশংস অত্যাচারে তিনি আত্মহত্যা করেন।[২][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. রায়, প্রকাশ (২০২১)। বিস্মৃত বিপ্লবী পঞ্চম খণ্ডচেন্নাই: নোশনপ্ৰেস চেন্নাই তামিলনাড়ু। পৃষ্ঠা ৭৭–৮০। আইএসবিএন 978-1-63920-116-7 
  2. সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ৮৮, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬
  3. পিনাকী বিশ্বাস (২০২১)। রবীন্দ্রনাথ হত্যা ষড়যন্ত্র ও কতিপয় বিস্মৃত ইতিহাসকলকাতা: লালমাটি। পৃষ্ঠা ১৩২। আইএসবিএন 978-81-953129-3-1