নওগাঁ-৬

স্থানাঙ্ক: ২৪°৪৪′ উত্তর ৮৮°৫৮′ পূর্ব / ২৪.৭৪° উত্তর ৮৮.৯৬° পূর্ব / 24.74; 88.96
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নওগাঁ-৬
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলানওগাঁ জেলা
বিভাগরাজশাহী বিভাগ
জনসংখ্যা২৭,৮৪,৪৬১
মোট ভোটার
  • ৩,২৭,৯৭৯ (ডিসেম্বর ২০২৩)[১]
  • পুরুষ ভোটার: ১,৬৫,৭৯০
  • নারী ভোটার: ১,৬২,১৮৫
  • হিজড়া ভোটার: ৪
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪
দলস্বতন্ত্র
বর্তমান সাংসদওমর ফারুক সুমন

নওগাঁ-৬ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি নওগাঁ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৫১নং আসন।

সীমানা[সম্পাদনা]

নওগাঁ-৬ আসনটি নওগাঁ জেলার রাণীনগর উপজেলাআত্রাই উপজেলা নিয়ে গঠিত।[২]

নির্বাচিত সাংসদ[সম্পাদনা]

নির্বাচন সদস্য দল
১৯৮৬ ওহিদুর রহমান বাংলাদেশের কমিউনিস্ট পার্টি[৩]
১৯৮৮ মোল্লা রেজাউল ইসলাম [৪]
১৯৯১ আলমগীর কবির বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ফেব্রুয়ারি ১৯৯৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
১৯৯৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০১ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ ইসরাফিল আলম বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪
২০১৮
২০২০ উপ-নির্বাচন আনোয়ার হোসেন হেলাল বাংলাদেশ আওয়ামী লীগ
২০২৪ অ্যাডভোকেট ওমর ফারুক সুমন স্বতন্ত্র

নির্বাচন[সম্পাদনা]

২০১০-এর দশকে নির্বাচন[সম্পাদনা]

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে ইসরাফিল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৫]

২০০০-এর দশকে নির্বাচন[সম্পাদনা]

সাধারণ নির্বাচন ২০০৮: নওগাঁ-৬[৬][৭]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ ইসরাফিল আলম ১,৩০,৯৮৫ ৬০.১ +১৬.২
বিএনপি আনোয়ার হোসাইন বুলু ৮৬,৯৯০ ৩৯.৯ -১৪.৯
সংখ্যাগরিষ্ঠতা ৪৩,৯৯৫ ২০.২ +৯.৩
ভোটার উপস্থিতি ২,১৭,৯৭৫ ৯১.৫ +৪.৫
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: নওগাঁ-৬[৮]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি আলমগীর কবির ১,০২,৬৯৩ ৫৪.৮ +৩.৩
আওয়ামী লীগ ইসরাফিল আলম ৮২,২১৮ ৪৩.৯ +৬.৬
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট কে.সি. মশিউর রহমান ২,০৮৬ ১.১ প্র/না
কমিউনিস্ট পার্টি প্রদয়ুত ফৌজদার ৩৫৯ ০.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২০,৪৭৫ ১০.৯ -৩.৩
ভোটার উপস্থিতি ১,৮৭,৩৫৬ ৮৭.০ +১.৮
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে নির্বাচন[সম্পাদনা]

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: নওগাঁ-৬[৮]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি আলমগীর কবির ৭৭,৩০৪ ৫১.৫ +৫.৫
আওয়ামী লীগ ওহিদুর রহমান ৫৬,০৫৩ ৩৭.৩ প্র/না
জাতীয় পার্টি বেথিন্দ্রনাথ সাহা ৮,৪৬৭ ৫.৬ +২.৭
জামায়াতে ইসলামী মোফাজ্জল হোসেন ৭,৬৭৮ ৫.১ -৯.৯
বিকেএ মোঃ আব্দুল লতিফ ৩১১ ০.২ প্র/না
জাকের পার্টি আতাউর রহমান ২২৬ ০.২ -০.২
সংখ্যাগরিষ্ঠতা ২১,২৫১ ১৪.২ +৩.৪
ভোটার উপস্থিতি ১,৫০,০৩৯ ৮৫.২ +১১.৩
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: নওগাঁ-৬[৮]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি আলমগীর কবির ৬১,১৮৩ ৪৬.০
কমিউনিস্ট পার্টি ওহিদুর রহমান ৪৬,৭৮০ ৩৫.২
জামায়াতে ইসলামী মোফাজ্জল হোসেন ১৯,৯১১ ১৫.০
জাতীয় পার্টি মোল্লা রেজাউল ইসলাম ৩,৭৯১ ২.৯
স্বতন্ত্র চৌধুরী মোতাহার হোসেন ৫৪০ ০.৪
জাকের পার্টি নজরুল ইসলাম ৫২৫ ০.৪
জাসদ (রব) শাহিনুর রহমান খাঁ ২৩৯ ০.২
সংখ্যাগরিষ্ঠতা ১৪,৪০৩ ১০.৮
ভোটার উপস্থিতি ১,৩২,৯৬৯ ৭৩.৯
থেকে বিএনপি অর্জন করে

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "নওগাঁ-৬ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  4. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮ 
  6. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  7. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  8. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]