২০১৮–১৯ ইংল্যান্ড ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর
অবয়ব
২০১৮-১৯ ইংল্যান্ড ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর | |||
---|---|---|---|
ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ||
তারিখ | ১৫ জানুয়ারি – ১০ মার্চ ২০১৯ | ||
অধিনায়ক | জেসন হোল্ডার |
জো রুট (টেস্ট) ইয়ন মর্গ্যান (ওডিআই ও টি২০আই) | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | জেসন হোল্ডার (২২৯) | বেন স্টোকস (১৮৬) | |
সর্বাধিক উইকেট | কেমার রোচ (১৮) | মঈন আলী (১৪) | |
সিরিজ সেরা খেলোয়াড় | কেমার রোচ (ওয়েস্ট ইন্ডিজ) | ||
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৫ ম্যাচের সিরিজ ২–২ ব্যবধানে ড্র | ||
সর্বাধিক রান | ক্রিস গেইল (৪২৪) | ইয়ন মর্গ্যান (২৫৬) | |
সর্বাধিক উইকেট | ওশেন টমাস (৯) | আদিল রশিদ (৯) | |
সিরিজ সেরা খেলোয়াড় | ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ৩–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | নিকোলাস পুরাণ (৭০) | জনি বেয়ারস্টো (১১৭) | |
সর্বাধিক উইকেট | শেলডন কট্রিল (৪) |
ক্রিস জর্দান (৬) ডেভিড উইলি (৬) | |
সিরিজ সেরা খেলোয়াড় | ক্রিস জর্দান (ইংল্যান্ড) |
ইংল্যান্ড ক্রিকেট দল তিনটি টেস্ট ক্রিকেট, পাঁচটি একদিনের আন্তর্জাতিক এবং তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ সফর করে, যা জানুয়ারী থেকে মার্চ ২০১৯-এ অনুষ্ঠিত হয়। [১][২][৩]
দলীয় সদস্য
[সম্পাদনা]টেস্ট | ওডিআই | টি২০আই | |||
---|---|---|---|---|---|
ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড |
প্রস্তুতিমূলক খেলা
[সম্পাদনা]১ম দুইদিনের ম্যাচ: ওয়েস্ট ইন্ডিজ একাদশ বনাম ইংল্যান্ড
[সম্পাদনা]১৫–১৬ জানুয়ারি ২০১৯
|
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- প্রতিটি দল পুরো দিনের জন্য ব্যাট করে, উইকেট হারানো যাইহোক। প্রথম দিনেই ইংল্যান্ড ১০ ও ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ ১৯ দ্বিতীয় স্থানে হারিয়েছে।
২য় দুইদিনের ম্যাচ: ওয়েস্ট ইন্ডিজ একাদশ বনাম ইংল্যান্ড
[সম্পাদনা]১৭–১৮ জানুয়ারি ২০১৯
|
ব
|
||
- ইংল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- প্রতিটি দল পুরো দিনের জন্য ব্যাট করে, উইকেট হারানো যাইহোক। প্রথম দিনেই ইংল্যান্ড ১০ ও ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ ১৯ দ্বিতীয় স্থানে হারিয়েছে।
৫০ ওভারের ম্যাচ: ইউডব্লিউআই ভাইস চ্যান্সেলর এর একাদশ বনাম ইংল্যান্ড
[সম্পাদনা] ১৭ ফেব্রুয়ারি ২০১৯
১০:০০ |
ব
|
ইউডব্লিউআই ভাইস চ্যান্সেলর এর একাদশ
২০০ (৪৩.৫ ওভার) | |
- ইউডব্লিউআই ভাইস চ্যান্সেলর এর একাদশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
টেস্ট সিরিজ
[সম্পাদনা]১ম টেস্ট
[সম্পাদনা]২৩–২৭ জানুয়ারি ২০১৯
|
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- জন ক্যাম্পবেল (ওয়েস্ট ইন্ডিজ) তার টেস্ট অভিষেক হয়।
- বেন স্টোকস (ইংল্যান্ড) তার ৫০তম টেস্টে খেলেছে।
- জেমস অ্যান্ডারসন টেস্টে বাড়ি থেকে ২০০ উইকেট দূরে ইংল্যান্ডের হয়ে প্রথম বোলার হয়েছেন।
- জেমস অ্যান্ডারসন টেস্টে তার ২৭তম উইকেট শিকার করেছেন, এটি সর্বাধিক সম্মিলিত (ইয়ান বোথামের সাথে) একজন ইংলিশ বোলার।
- জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ) টেস্টে তার প্রথম ডাবল সেঞ্চুরি।
- রস্টন চেজের ৮/৬০ বোলিং ফিগার সেরা ছিল ১৯৭১ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের একজন স্পিন বোলার।
- রানের দিক থেকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের এটি ছিল সবচেয়ে বড় জয় (৩৮১)।
২য় টেস্ট
[সম্পাদনা]৩১ জানুয়ারি–৪ ফেব্রুয়ারি ২০১৯
|
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- জো ডেনলি (ইংল্যান্ড) তার টেস্ট অভিষেক হয়।
৩য় টেস্ট
[সম্পাদনা]৯–১৩ ফেব্রুয়ারি ২০১৯
|
ব
|
||
ওডিআই সিরিজ
[সম্পাদনা]১ম ওডিআই
[সম্পাদনা] ২০ ফেব্রুয়ারি ২০১৯
১১:০০ |
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- জন ক্যাম্পবেল ও নিকোলাস পুরাণ (ওয়েস্ট ইন্ডিজ) তার ওডিআই অভিষেক হয়।
- ওয়েস্ট ইন্ডিজের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করে সর্বোচ্চ একাদশে ওডিআইতে।
- ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে ২৩টি ছক্কা, ওডিআইতে রেকর্ড, ইংল্যান্ডের চতুর্থ ওডিআইতে ২৪ রানে পরাজিত হওয়ার আগেই এটি হেরে যায়।
- জো রুট (ইংল্যান্ড) ওডিআইতে ৫০০০ রানের জুটি গড়েন।
- ইংল্যান্ডের সর্বোচ্চ রান তাড়া করে ওয়ানডে তৃতীয় পক্ষের কোন পক্ষ দ্বারা ওডিআইতে।
২য় ওডিআই
[সম্পাদনা] ২২ ফেব্রুয়ারি ২০১৯
১১:০০ |
ব
|
||
- ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- শেলডন কট্রিল (ওয়েস্ট ইন্ডিজ) ওডিআই ক্রিকেটে তার প্রথম পাঁচ-উইকেট লাভ করেন।
৩য় ওডিআই
[সম্পাদনা] ২৫ ফেব্রুয়ারি ২০১৯
০৯:৩০ |
ব
|
||
- ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে কোন খেলার সম্ভব ছিল না।
- ড্যারেন ব্র্যাভো (ওয়েস্ট ইন্ডিজ) তার ১০০তম ওয়ানডে খেলেছে।
৪র্থ ওডিআই
[সম্পাদনা] ২৭ ফেব্রুয়ারি ২০১৯
০৯:৩০ |
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যে এটি ১০০ তম ওডিআই খেলেছিল।
- ইয়ন মর্গ্যান স্কোর করার প্রথম ব্যাটসম্যান হন ইংল্যান্ডের জন্য ৬,০০০ রান।
- জস বাটলার (ইংল্যান্ড) ওয়ানডেতে (৬০ বল) ওয়েস্ট ইন্ডিজে দ্রুততম সেঞ্চুরি করেছেন এবং ইংল্যান্ডের হয়ে ওয়ানডে ইনিংসে সর্বোচ্চ ছক্কা মেরেছেন (১২)। ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) তার শতক পূর্ণ করার জন্য ৫৫ বল হাতে বাটলারের রেকর্ডকে অতিক্রম করে।
- প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের নির্ধারিত ২৩ রানের রেকর্ডটি ভেঙে ইংল্যান্ডকে তাদের ইনিংসে ২.৪ ছক্কা মারেন ইংল্যান্ড।
- ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটাই ইংল্যান্ডের সর্বোচ্চ রান।
- ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) তার স্কোর ১০০০০তম রান ও তার ২৫ শতকের ওয়ানডেতে।
- ম্যাচে ৪৬ ছক্কা মারেন, ওয়ানডেতে রেকর্ড।
- এটি ছিল ওয়েস্ট ইন্ডিজের' ওডিআইতে সর্বোচ্চ রান।
৫ম ওডিআই
[সম্পাদনা] ২ মার্চ ২০১৯
১১:০০ |
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ওশেন টমাস (ওয়েস্ট ইন্ডিজ) ওডিআই ক্রিকেটে তার প্রথম পাঁচ-উইকেট লাভ করেন।
- ওডিআইতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি ইংল্যান্ডের সর্বনিম্ন সর্বনিম্ন ছিল।
- ক্রিস গেইল ওডিআইতে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানের (১৯ বল) দ্রুততম অর্ধশতকের স্কোর।
- একদিনের আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ডের সর্বকালের সর্বশ্রেষ্ঠ পরাজয় ছিল (২২৭)।
টি২০আই সিরিজ
[সম্পাদনা]১ম টি২০আই
[সম্পাদনা] ৫ মার্চ ২০১৯
১৬:০০ (দিন/রাত) |
ব
|
||
- ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- জেসন হোল্ডার ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব টি২০আই প্রথমবার।
২য় টি২০আই
[সম্পাদনা] ৮ মার্চ ২০১৯
১৬:০০ (দিন/রাত) |
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ওবেদ ম্যাককয় (ওয়েস্ট ইন্ডিজ) তার টি২০আই অভিষেক হয়।
- ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪৫ দ্বিতীয়-সর্বনিম্ন টি২০আই এবং সর্বনিম্ন পূর্ণ সদস্য জাতি।
- ক্রিস জর্দানের ৪/৬ এর পরিসংখ্যান ছিল টি২০আইতে ইংল্যান্ডের বোলারদের সেরা।
- এই রান ইংল্যান্ডের সবচেয়ে বড় জয় ছিল, এবং টি২০আইতে যে কোনো দলের চতুর্থ বৃহত্তম জয়।
৩য় টি২০আই
[সম্পাদনা] ১০ মার্চ ২০১৯
১৬:০০ (দিন/রাত) |
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- জন ক্যাম্পবেল (ওয়েস্ট ইন্ডিজ) তার টি২০আই অভিষেক হয়।
- ইংল্যান্ডের সর্বকালের সর্বশ্রেষ্ঠ জয় ছিল, বাকি বলের মধ্যে টি২০আইর (৫৭)।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Future Tours Programme" (পিডিএফ)। International Cricket Council। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৭।
- ↑ "Biggest England tour to West Indies in ten years"। Cricket West Indies। ১ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৮।
- ↑ "England announce schedule for 2019 tour of West Indies"। Sky Sports। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
ক্রিকেট প্রতিযোগিতা বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |