শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে বাফটা পুরস্কার
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে বাফটা পুরস্কার | |
---|---|
![]() ২০১৯-এর বিজয়ী: ব্র্যাড পিট | |
প্রদানের কারণ | সেরা পার্শ্বচরিত্রে অভিনেতার অবদানের জন্য |
অবস্থান | যুক্তরাজ্য |
পুরস্কারদাতা | ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস |
প্রথম পুরস্কৃত | ১৯৬৯ (১৯৬৮ সালের চলচ্চিত্রের জন্য) |
সর্বশেষ পুরস্কৃত | ২০২০ (২০১৯ সালের চলচ্চিত্রের জন্য) |
বর্তমানে আধৃত | ব্র্যাড পিট ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড (২০১৯)-এর জন্য |
ওয়েবসাইট | bafta |
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে বাফটা পুরস্কার হল ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) প্রদত্ত একটি চলচ্চিত্র পুরস্কার, যা চলচ্চিত্রে পার্শ্ব ভূমিকায় অসামান্য অভিনয়ের জন্য চলচ্চিত্র অভিনেতাদের প্রদান করা হয়। ১৯৬৯ সালে এই পুরস্কারের ২২তম আয়োজন থেকে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে।
এই বিভাগে প্রথম পুরস্কার বিজয়ী ইয়ান হোম, তিনি দ্য বোফর্স গান চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন। ডেনহোম এলিয়ট সর্বাধিক তিনবার (টানা ৩ বার) এই বিভাগে পুরস্কার লাভ করেন। ইয়ান হোম, এডওয়ার্ড ফক্স, ক্রিস্টফ ভালৎজ, জেফ্রি রাশ ও রে ম্যাকঅ্যানালি দুইবার করে এই বিভাগে পুরস্কার লাভ করেন। সাম্প্রতিক বিজয়ী ব্র্যাড পিট ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড (২০১৯) চলচ্চিত্রে অভিনয় করে এই পুরস্কার লাভ করেন।[১]
বিজয়ী ও মনোনীতদের তালিকা[সম্পাদনা]

ইয়ান হোম এই বিভাগে প্রথম পুরস্কার বিজয়ী। তিনি দ্য বোফর্স গান (১৯৬৮) ও চ্যারিয়ট্স অন ফায়ার (১৯৮১) চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুইবার এই বিভাগে পুরস্কৃত হন।

জেফ্রি রাশ এলিজাবেথ (১৯৯৮) ও দ্য কিংস স্পিচ (২০১০) চলচ্চিত্রে অভিনয়ের জন্য জন্য দুইবার এই বিভাগে পুরস্কৃত হন।

হিথ লেজার দ্য ডার্ক নাইট (২০০৮) চলচ্চিত্রের দ্য জোকার চরিত্রে অভিনয়ের জন্য মরণোত্তর এই বিভাগে পুরস্কৃত হন।

ক্রিস্টফ ভালৎজ ইনগ্লোরিয়াস বাস্টার্ডস (২০০৯) ও জ্যাঙ্গো আনচেইন্ড (২০১২) চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুইবার এই বিভাগে পুরস্কৃত হন।

৮২ বছর বয়সে, ক্রিস্টোফার প্লামার বিগিনার্স (২০১১) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই বিভাগে বয়োজ্যেষ্ঠ পুরস্কার বিজয়ী হন।

বারখাদ আবদি ক্যাপ্টেন ফিলিপস (২০১৩) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই বিভাগে বয়োজ্যেষ্ঠ পুরস্কার বিজয়ী হন।

স্যাম রকওয়েল থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিজুরি (২০১৭) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই বিভাগে পুরস্কৃত হন।
- † দিয়ে একাডেমি পুরস্কার বিজয়ীকে নির্দেশ করে।
- ‡ দিয়ে একাডেমি পুরস্কারে মনোনীতকে নির্দেশ করে।
১৯৬০-এর দশক[সম্পাদনা]
বছর | অভিনেতা | চলচ্চিত্র | ভূমিকা | সূত্র |
---|---|---|---|---|
১৯৬৮ (২২তম) |
ইয়ান হোম | দ্য বোফর্স গান | ফ্লিন | [২] |
অ্যান্থনি হপকিন্স | দ্য লায়ন ইন উইন্টার | রাজা প্রথম রিচার্ড | ||
জন ম্যাকএনারি | রোমিও অ্যান্ড জুলিয়েট | মার্কুশিও | ||
জর্জ সিগাল | নো ওয়ে টু ট্রিট আ লেডি | মরিস ব্রুমেল | ||
১৯৬৯ (২৩তম ) |
লরন্স অলিভিয়ে | ওহ! হোয়াট আ লাভলি ওয়ার | জন ফ্রেঞ্চ | [৩] |
জ্যাক ক্লুগম্যান | গুডবাই, কলম্বাস | পাটিমকিন | ||
জ্যাক নিকোলসন ‡ | ইজি রাইডার | জর্জ হ্যানসন | ||
রবার্ট ভন | বুলিট | শালমার্স |
১৯৭০-এর দশক[সম্পাদনা]
১৯৮০-এর দশক[সম্পাদনা]
১৯৯০-এর দশক[সম্পাদনা]
বছর | অভিনেতা | চলচ্চিত্র | ভূমিকা | সূত্র |
---|---|---|---|---|
১৯৯০ (৪৪তম) |
সালভাতোর কাসচিও | সিনেমা পারাদিসো | সালভাতোর দি ভিতা (কিশোর) | [২৩] |
১৯৯১ (৪৫তম) |
অ্যালান রিকম্যান | রবিনহুড: প্রিন্স অব থিভস | নটিংহামের শেরিফ | [২৪] |
১৯৯২ (৪৬তম) |
জিন হ্যাকম্যান † | আনফরগিভেন | লিটল বিল ড্যাগেট | [২৫] |
১৯৯৩ (৪৭তম) |
রেফ ফাইঞ্জ ‡ | শিন্ডলার্স লিস্ট | আমন গ্যোট | [২৬] |
১৯৯৪ (৪৮তম) |
স্যামুয়েল এল. জ্যাকসন ‡ | পাল্প ফিকশন | জুলস উইনফিল্ড | [২৭] |
১৯৯৫ (৪৯তম) |
টিম রথ | রব রয় | আর্কিবাল্ড কানিংহাম | [২৮] |
১৯৯৬ (৫০তম) |
পল স্কোফিল্ড | দ্য ক্রুসিবল | থমাস ড্যানফোর্থ | [২৯] |
১৯৯৭ (৫১তম) |
টম উইলকিনসন | দ্য ফুল মন্টি | জেরাল্ড | [৩০] |
১৯৯৮ (৫২তম) |
জেফ্রি রাশ | এলিজাবেথ | ফ্রান্সেস ওয়ালসিংহাম | [৩১] |
১৯৯৯ (৫৩তম) |
জ্যুড ল ‡ | দ্য ট্যালেন্টেড মিস্টার রিপলি | ডিকি গ্রিনলিফ | [৩২] |
২০০০-এর দশক[সম্পাদনা]
২০১০-এর দশক[সম্পাদনা]
একাধিকবার বিজয়ী ও মনোনীত[সম্পাদনা]
বিজয়ী[সম্পাদনা]
|
|
মনোনীত[সম্পাদনা]
|
|
আরও দেখুন[সম্পাদনা]
- শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার
- গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেতা - চলচ্চিত্র)
- স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেতা - চলচ্চিত্র)
- শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে ক্রিটিকস চয়েস পুরস্কার
পাদটীকা[সম্পাদনা]
- ↑ ১৯৮০ সালে এই বিভাগে কোন পুরস্কার দেওয়া হয়নি। ১৯৮১ সালে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনয়শিল্পী বিভাগে পুরস্কার প্রদান করা হয় এবং মনোনীত চারজন অভিনয়শিল্পীই পুরুষ ছিলেন।
- ↑ এখন পর্যন্ত এডি মার্ফি একমাত্র ব্যক্তি, যিনি কণ্ঠ অভিনয়ের জন্য বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
- ↑ স্টিভ কারেল শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "বাফটায় সেরা সিনেমা '১৯১৭', অভিনেতা ফিনিক্স"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৩ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "Film in 1969 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Film in 1970 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Film in 1971 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Film in 1972 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Film in 1973 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Film in 1974 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Film in 1975 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Film in 1976 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Film in 1977 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Film in 1978 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Film in 1979 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Film in 1980 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Film in 1982 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৮।
- ↑ "Film in 1983 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৮।
- ↑ "Film in 1984 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৮।
- ↑ "Film in 1985 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৮।
- ↑ "Film in 1986 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৮।
- ↑ "Film in 1987 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৮।
- ↑ "Film in 1988 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৮।
- ↑ "Film in 1989 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৮।
- ↑ "Film in 1990 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৮।
- ↑ "Film in 1991 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৮।
- ↑ "Film in 1992 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৮।
- ↑ "Film in 1993 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৮।
- ↑ "Film in 1994 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৮।
- ↑ "Film in 1995 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৮।
- ↑ "Film in 1996 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৮।
- ↑ "Film in 1997 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৮।
- ↑ "Film in 1998 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৮।
- ↑ "Film in 1999 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৮।
- ↑ "Film in 2000 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৮।
- ↑ "Film in 2001 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৮।
- ↑ "Film in 2002 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৮।
- ↑ "Film in 2003 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৮।
- ↑ "Film in 2004 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৮।
- ↑ "Film in 2005 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৮।
- ↑ "Film in 2006 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৮।
- ↑ "Film in 2007 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৮।
- ↑ "Film in 2008 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৮।
- ↑ "Film in 2009 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৮।
- ↑ "Film in 2010 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৮।
- ↑ "Film in 2011 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৮।
- ↑ "Film in 2012 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Film in 2013 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Film in 2014 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Film in 2015 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Film in 2016 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Film in 2017 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Film in 2018 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Film in 2019 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "Film in 2020 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২০।