আলেক বল্ডউইন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলেক বল্ডউইন
Alec Baldwin
২০১৬ সালে বল্ডউইন
জন্ম
তৃতীয় আলেকজান্ডার রাই বল্ডউইন

(1958-04-03) ৩ এপ্রিল ১৯৫৮ (বয়স ৬৫)
মাতৃশিক্ষায়তন
পেশাঅভিনেতা, লেখক, প্রযোজক, কৌতুকাভিনেতা
কর্মজীবন১৯৮০–বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
পূর্ণ তালিকা
রাজনৈতিক দলডেমোক্র্যাটিক
দাম্পত্য সঙ্গী
সন্তান৪ (আয়ারল্যান্ড বল্ডউইন সহ)
পরিবারবল্ডউইন পরিবার
ওয়েবসাইটwww.alecbaldwin.com

আলেক বল্ডউইন (ইংরেজি: Alec Baldwin) নামে পরিচিতি তৃতীয় আলেকজান্ডার রাই বল্ডউইন (ইংরেজি: Alexander Rae Baldwin III; জন্ম: ৩রা এপ্রিল, ১৯৫৮) হলেন একজন মার্কিন অভিনেতা, লেখক, প্রযোজক ও কৌতুকাভিনেতা।[১] বল্ডউইন পরিবারের চার অভিনেতা ভাইয়ের মধ্যে তিনি সর্বজ্যেষ্ঠ। বল্ডউইন সিবিএস টেলিভিশনের নাট্যধর্মী ধারাবাহিক নট্‌স ল্যান্ডিং-এর ৬ষ্ঠ ও ৭ম মৌসুমে অভিনয়ের জন্য প্রথম পরিচিতি লাভ করেন। পরবর্তীতে তিনি কয়েকটি চলচ্চিত্রে কেন্দ্রীয় ও পার্শ্ব ভূমিকায় কাজ করেন, যার মধ্যে রয়েছে ভীতিপ্রদ হাস্যরসাত্মক বিটলজুস (১৯৮৮), মারপিঠধর্মী থ্রিলার দ্য হ্যান্ড ফর রেড অক্টোবর (১৯৯০), প্রণয়ধর্মী হাস্যরসাত্মক দ্য ম্যারিয়িং ম্যান (১৯৯১), সুপারহিরোধর্মী দ্য শ্যাডো (১৯৯৪), থমাস অ্যান্ড দ্য ম্যাজিক রেলরোড (২০০০), এবং মার্টিন স্কোরসেজি পরিচালিত হাওয়ার্ড হিউজের জীবনীমূলক দি অ্যাভিয়েটর (২০০৪) ও নোয়া নাট্যধর্মী দ্য ডিপার্টেড (২০০৬)। ২০০৩ সালে প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র দ্য কুলার-এ অভিনয়ের জন্য তিনি প্রশংসিত হন এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

২০০৬ থেকে ২০১৩ সালে বল্ডউইন এনবিসির সিটকম থার্টি রক-এ জ্যাক ডনাফি ভূমিকার জন্য দুটি এমি পুরস্কার, তিনটি গোল্ডেন গ্লোব পুরস্কার ও সাতটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার লাভ করেন। ফলে তিনি সর্বাধিক স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার বিজয়ী অভিনেতা হয়ে ওঠেন। বল্ডউইন ২০১৫ সালে মিশন: ইম্পসিবল ধারাবাহিকের পঞ্চম কিস্তি মিশন: ইম্পসিবল - রোগ নেশন (২০১৫) ও ষষ্ঠ কিস্তি মিশন: ইম্পসিবল – ফলআউট (২০১৮) ছবিতে পার্শ্ব ভূমিকায় কাজ করেন।[২] এছাড়া তিনি দ্য হাফিংটন পোস্ট-এর কলাম লেখক। ২০১৬ সাল থেকে তিনি ম্যাচ গেম অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। তিনি ২০১৬ সালে স্যাটারডে নাইট লাইভ অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প চরিত্রে অভিনয় করেন, এবং এই কাজের জন্য তিনি ২০১৭ সালে তার তৃতীয় প্রাইমটাইম এমি পুরস্কার লাভ করেন।[৩]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

বল্ডউইন ১৯৫৮ সালের ৩রা এপ্রিল নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের অ্যামিটিভিলে জন্মগ্রহণ করেন।[৪] তার পিতা আলেকজান্ডার রাই বল্ডউইন জুনিয়র (২৬ অক্টোবর ১৯২৭ - ১৫ এপ্রিল ১৯৮৩) ছিলেন একজন হাই স্কুলের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের শিক্ষক ও ফুটবল কোচ। তার মাতা ক্যারল নিউকম্ব (জন্মনাম: মার্তিনিউ; ১৯৩০)। বল্ডউইনের ছোট তিন ভাই রয়েছে। তারা হলেন ড্যানিয়েল, উইলিয়ামস্টিভেন বল্ডউইন। তারা তিনজনই অভিনেতা। তার দুই বোন রয়েছে, তারা হলেন বেথ ও জেন।[৫] বল্ডউইন মাসাপেকোর নিকটস্ত নাসাউ শোরসে বেড়ে ওঠেন।[৬]

পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]

২০১০ সালের ১২ই মে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় তাকে ডক্টর অব ফাইন আর্টস ডিগ্রিতে সম্মানিত করে।[৭]

বল্ডউইন তিনটি প্রাইমটাইম এমি পুরস্কার,[৮] তিনটি গোল্ডেন গ্লোব পুরস্কার,[৯] আটটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার, ও একটি স্যাটেলাইট পুরস্কার সহ একাধিক পুরস্কার অর্জন করেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Borchers, Callum (২ অক্টোবর ২০১৬)। "Alec Baldwin's Donald Trump impression on 'Saturday Night Live' hits the mark but doesn't go deep"ওয়াশিংটন পোস্ট (ইংরেজি ভাষায়)। জানুয়ারি ১৯, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৮Alec Baldwin rocketed to the top of the Donald Trump impersonators list on "Saturday Night Live" this weekend. The comedian flat-out nailed Trump's many idiosyncrasies. 
  2. "The Fifth Installment in the Mission: Impossible Franchise, From Paramount Pictures, Skydance Productions and Bad Robot Will Be Released in IMAX Theatres Globally Beginning July 31" (সংবাদ বিজ্ঞপ্তি)। IMAX Corporation। ফেব্রুয়ারি ১৩, ২০১৫। মার্চ ৫, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ৪, ২০১৫ 
  3. "Alec Baldwin scores Emmy gold for roasting Trump on 'SNL'" 
  4. "Alec Baldwin"বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। এআন্ডই টেলিভিশন নেটওয়ার্কস। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৮ 
  5. ফোয়ার, ফ্রাঙ্কলিন (১২ এপ্রিল ১৯৯৮)। "The Baldwin Brothers"স্লেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৮ 
  6. "Alec Baldwin pitches in for LI after Sandy"নিউজডে (ইংরেজি ভাষায়)। ২৩ নভেম্বর ২০১২। ২২ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৮ 
  7. ওল্ডেনবার্গ, অ্যান (১৩ মে ২০১১)। "Alec Baldwin gives NYU grads advice"ইউএসএ টুডে। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৮ 
  8. "Alec Baldwin"এমি পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৮ 
  9. "Alec Baldwin"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]