দ্য ডার্ক নাইট
দ্য ডার্ক নাইট | |
---|---|
![]() প্রচারণামূলক পোস্টার | |
পরিচালক | ক্রিস্টোফার নোলান |
প্রযোজক |
|
চিত্রনাট্যকার |
|
কাহিনিকার |
|
উৎস | ডিসি কমিক্স প্রকাশিত কমিক বই এর চরিত্র হতে |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | |
চিত্রগ্রাহক | ওয়ালি ফিস্টার |
সম্পাদক | লি স্মিথ |
প্রযোজনা কোম্পানি |
|
পরিবেশক | ওয়ার্নার ব্রস. পিকচার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৫২ মিনিট[১] |
দেশ | |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $১৮৫ মিলিয়ন[৩] |
আয় | $১.০০৬ বিলিয়ন[৩] |
দ্য ডার্ক নাইট ২০০৮ সালে মুক্তি পাওয়া ক্রিস্টোফার নোলান কর্তৃক পরিচালিত একটি মার্কিন সুপারহিরো চলচ্চিত্র। ডিসি কমিক্স এর সুপারহিরো ব্যাটম্যানকে নিয়ে নির্মিত এই চলচ্চিত্র ২০০৫ সালের ব্যাটম্যান বিগিনস চলচ্চিত্রের সিক্যুয়েল। এতে ব্যাটম্যান চরিত্রে অভিনয় করেন ব্রিটিশ অভিনেতা ক্রিশ্চিয়ান বেল। অন্যান্য অভিনয় শিল্পীদের মধ্যে ছিলেন মাইকেল কেইন, হিথ লেজার, গ্যারি ওল্ডম্যান, অ্যারন একহার্ট, ম্যাগি জিলেনহল ও মরগান ফ্রিম্যান।
চলচ্চিত্রটি নির্মিত হয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ প্রযোজনায়। এটি উৎসর্গ করা হয় হিথ লেজারের স্মরণে, যিনি এর মুক্তির ছয় মাস আগে মারা যান।[৪] চলচ্চিত্রটি ২০০৮ সালের ১৬ জুলাই অস্ট্রেলিয়ায়, ১৮ জুলাই উত্তর আমেরিকায় ও ২৪ জুলাই যুক্তরাজ্যে মুক্তি পায়। চলচ্চিত্র সমালোচকদের মতে এই এটি সর্বকালের অন্যতম সেরা সুপারহিরো চলচ্চিত্র। বিশ্বব্যাপী চলচ্চিত্রটি ১ বিলিয়নের বেশি মার্কিন ডলার আয় করে।[৩] চলচ্চিত্রটি আটটি একাডেমি পুরস্কার-এর জন্য মনোনয়ন পায় এবং সেরা শব্দ সংযোগের পুরস্কার জিতে নেয়। জোকার চরিত্রে অভিনয় করা হিথ লেজার সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পান। ২০১২ সালে এই চলচ্চিত্রের সিক্যুয়েল এবং সিরিজের শেষ চলচ্চিত্র দ্য ডার্ক নাইট রাইজেস মুক্তি পায়।
কুশীলব
[সম্পাদনা]- ক্রিশ্চিয়ান বেল - ব্রুস ওয়েইন / ব্যাটম্যান, বিলিয়নিয়ার সমাজসেবক, মাত্র ৮ বছর বয়সে যার চোখের সামনে তার বাবা-মাকে এক ছিনতাইকারী হত্যা করে। বাদুরের মুখোশের আড়ালে গথাম শহরকে রক্ষা করতে তৎপর।
- হিথ লেজার - দ্য জোকার, মানসিক বিকারগ্রস্ত অপরাধী, যে নিজেকে "বিশৃঙ্খলার প্রতিনিধি" হিসেবে উল্লেখ করে।
- গ্যারি ওল্ডম্যান - জেমস গর্ডন, গথাম শহরের পুলিশ বিভাগের লেফটেন্যান্ট এবং ব্যাটম্যানের সহযোগী।
- অ্যারন একহার্ট - টু-ফেস / হার্ভি ডেন্ট, গথাম শহরের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, শহরে "হোয়াইট নাইট" নামে পরিচিত।
- ম্যাগি ইলেনহল - র্যাচেল ডিউস, ব্যাটম্যান ও ডিস্ট্রিক্ট অ্যাটর্নির ছেলেবেলার বন্ধু একমাত্র ব্যক্তি যে ব্যাটম্যানের পরিচয় জানে।
- মাইকেল কেইন - আলফ্রেড পেনিওয়ার্থ, ব্যাটম্যানের প্রধান ভৃত্য ও বিশস্ত বন্ধু।
- মরগান ফ্রিম্যান - লুসিয়াস ফক্স, ওয়েন এন্টারপ্রাইজের প্রধান নির্বাহী কর্মকর্তা।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "The Dark Knight"। British Board of Film Classification। ২০ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৭।
- ↑ ক খ "The Dark Knight (2008)"। British Film Institute। ৫ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৭।
- ↑ ক খ গ "The Dark Knight (2008)"। Box Office Mojo। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৭।
- ↑ Tyler, Josh। "The Dark Knight Dedicated In Memory Of Heath Ledger"। CINEMABLEND। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (Warner Bros.)
- দাপ্তরিক ওয়েবসাইট (DC Comics)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে The Dark Knight (ইংরেজি)
- The Dark Knight - ইন্টারনেট স্পেকুলেটিভ ফিকশন ডেটাবেজ-এ প্রকাশনার ইতিহাস
- টিসিএম চলচ্চিত্র ডেটাবেজে The Dark Knight
- অলমুভিতে The Dark Knight (ইংরেজি)
- ইংরেজি ভাষার চলচ্চিত্র
- ২০০৮-এর চলচ্চিত্র
- ২০০০-এর দশকের অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র
- ২০০০-এর দশকের অপরাধ থ্রিলার চলচ্চিত্র
- ২০০০-এর দশকের সুপারহিরো চলচ্চিত্র
- ২০০০-এর দশকের ধারাবাহিক চলচ্চিত্র
- মার্কিন চলচ্চিত্র
- মার্কিন অ্যাকশনধর্মী থ্রিলার চলচ্চিত্র
- মার্কিন অপরাধ থ্রিলার চলচ্চিত্র
- মার্কিন সুপারহিরো চলচ্চিত্র
- মার্কিন ধারাবাহিক চলচ্চিত্র
- ব্রিটিশ চলচ্চিত্র
- ব্রিটিশ অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র
- ব্রিটিশ অপরাধ থ্রিলার চলচ্চিত্র
- ব্রিটিশ সুপারহিরো চলচ্চিত্র
- ব্রিটিশ ধারাবাহিক চলচ্চিত্র
- ব্যাটম্যান চলচ্চিত্র
- ওয়ার্নার ব্রসের চলচ্চিত্র
- আইম্যাক্স চলচ্চিত্র
- লিজেন্ডারি পিকচার্সের চলচ্চিত্র
- ক্রিস্টোফার নোলান পরিচালিত চলচ্চিত্র
- ক্রিস্টোফার নোলান প্রযোজিত চলচ্চিত্র
- ক্রিস্টোফার নোলানের চিত্রনাট্য সংবলিত চলচ্চিত্র
- জোনাথন নোলানের চিত্রনাট্য
- হান্স জিমার সুরারোপিত চলচ্চিত্র
- জেমস নিউটন হাওয়ার্ড সুরারোপিত চলচ্চিত্র
- শিকাগোয় ধারণকৃত চলচ্চিত্র
- হংকংয়ে চিত্রায়িত চলচ্চিত্র
- লস অ্যাঞ্জেলেসে ধারণকৃত চলচ্চিত্র
- সন্ত্রাসবাদ সম্পর্কে চলচ্চিত্র
- এমা থমাস প্রযোজিত চলচ্চিত্র
- দ্য ডার্ক নাইট ত্রয়ী
- সাইকোপ্যাথ সম্পর্কে চলচ্চিত্র
- মার্কিন অপরাধ নাট্য চলচ্চিত্র
- ব্রিটিশ কারাগার নাট্য চলচ্চিত্র
- নিরাপত্তা ও নজরদারি সম্পর্কিত চলচ্চিত্র
- ২০০০-এর দশকের মার্কিন চলচ্চিত্র
- ২০০০-এর দশকের ইংরেজি ভাষার চলচ্চিত্র
- ২০০৮-এর অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র
- মার্কিন অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র
- মার্কিন নব্য-নোয়ার চলচ্চিত্র
- বাফটা বিজয়ী (চলচ্চিত্র)
- পাইনউড স্টুডিওজে ধারণকৃত চলচ্চিত্র
- লন্ডনে ধারণকৃত চলচ্চিত্র
- যুক্তরাজ্যে ধারণকৃত চলচ্চিত্র
- সিনকপি ইনক. চলচ্চিত্র
- মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় চলচ্চিত্রের তালিকাভুক্তি চলচ্চিত্র