বিষয়বস্তুতে চলুন

মুলাঁ রুজ!

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুলাঁ রুজ!
Moulin Rouge!
পরিচালকব্যাজ লুরমান
প্রযোজকব্যাজ লুরমান
চিত্রনাট্যকারব্যাজ লুরমান
ক্রেইগ পিয়ার্স
শ্রেষ্ঠাংশে
সুরকারক্রেইগ আর্মস্ট্রং
চিত্রগ্রাহকডোনাল্ড এম. ম্যাক্‌আলপিন
সম্পাদকজিল বিলকক
প্রযোজনা
কোম্পানি
বাজমার্ক প্রডাকশন্স
অ্যাঞ্জেল স্টুডিওজ
পরিবেশকটুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স
মুক্তি
  • ১১ মে ২০০১ (2001-05-11) (কান চলচ্চিত্র উৎসব)
  • ২৪ মে ২০০১ (2001-05-24) (অস্ট্রেলিয়া)
  • ১ জুন ২০০১ (2001-06-01) (যুক্তরাষ্ট্র)
স্থিতিকাল১২৮ মিনিট[]
দেশঅস্ট্রেলিয়া
যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$৫২ মিলিয়ন
আয়$১৭৯.২ মিলিয়ন[]

মুলাঁ রুজ! (বাংলা: লাল মিল) ব্যাজ লুরমান পরিচালিত ও প্রযোজিত ২০০১ সালের মার্কিন সঙ্গীতধর্মী চলচ্চিত্র। ব্যাজ লুরমান ও ক্রেইগ পিয়ার্স যৌথভাবে ছবিটির চিত্রনাট্য রচনা করেছেন। এতে অভিনয় করেছেন নিকোল কিডম্যান, ইউয়ান মাকগ্রেগার, জন লেগুইজামু, জিম ব্রডবেন্ট প্রমুখ।

২০০১ সালের ১১ মে কান চলচ্চিত্র উৎসব-এ চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয় এবং পরে ২৪ মে অস্ট্রেলিয়া ও ১ জুন যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। ৭৪তম একাডেমি পুরস্কার আয়োজনে ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ আটটি বিভাগে মনোনয়ন লাভ করে এবং শ্রেষ্ঠ শিল্প নির্দেশনাশ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা বিভাগে পুরস্কার লাভ করে।[] ডিজনির বিউটি অ্যান্ড দ্য বিস্ট (১৯৯১) চলচ্চিত্রের দশ বছর পর এটি প্রথম সঙ্গীতধর্মী চলচ্চিত্র, যা একাডেমি পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রের মনোনয়ন লাভ করে। এছাড়া চলচ্চিত্রটি গোল্ডেন গ্লোব পুরস্কারে ছয়টি বিভাগে মনোনয়ন লাভ করে এবং সেরা সঙ্গীতধর্মী বা কমেডি চলচ্চিত্র, সেরা সঙ্গীতধর্মী বা কমেডি চলচ্চিত্রের অভিনেত্রীসেরা মৌলিক সুর বিভাগে পুরস্কার লাভ করে এবং বাফটা পুরস্কার-এ ১২টি বিভাগে মনোনয়ন লাভ করে ও ৩টি বিভাগে পুরস্কার লাভ করে।

কুশীলব

[সম্পাদনা]

নির্মাণ

[সম্পাদনা]

অভিনয়শিল্পী নির্বাচন

[সম্পাদনা]

লিওনার্দো ডিক্যাপ্রিও ক্রিস্টিন চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন। তিনি ইতিপূর্বে ব্যাজ লুরমান পরিচালিত রোমিও + জুলিয়েট চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।[] কিন্তু ল্যুরমন এই চরিত্রের জন্য আরও অল্পবয়সী অভিনেতা চান এবং ইউয়ান মাকগ্রেগরকে নির্বাচন করার পূর্বে হিথ লেজারজেক ইলেনহলদের এই চরিত্রে নেওয়ার ব্যাপারে চিন্তা করেন।[]

সঙ্গীত

[সম্পাদনা]

মূল্যায়ন

[সম্পাদনা]

বক্স অফিস

[সম্পাদনা]

চলচ্চিত্রটি সীমিত মুক্তি পাওয়ার পর প্রথম সপ্তাহে $১৬৭,৫৪০ আয় করে এবং সারাদেশে মুক্তি পাওয়ার পর প্রথম সপ্তাহে $১৩,৭১৮,৩০৬ আয় করে। যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে ছবিটি $৫৭,৩৮৬,৬০৭ ও এর বাইরে $১২১,৮২৬,৮২৭ আয় করে এবং বিশ্বব্যাপী $১৭৯.২ মিলিয়ন আয় করে।[]

সমালোচকদের প্রতিক্রিয়া

[সম্পাদনা]

মুলাঁ রুজ! চলচ্চিত্রটি ইতিবাচক সমালোচনা লাভ করে। পর্যালোচনাভিত্তিক ওয়েবসাইট মেটাক্রিটিক-এ ৩৫টি পর্যালচনার ভিত্তিতে ছবিটির রেটিং স্কোর ৬৬%, যা মূলত ছবিটির অনুকূল পর্যালোচনা নির্দেশ করে।[] রটেন টম্যাটোস-এ ১৯৩টি পর্যালোচনার ভিত্তিতে ৭.১/১০ গড়ে ছবিটির রেটিং ৭৬% এবং এতে বলা হয়েছে পছন্দ হোক বা অপছন্দ, মুলাঁ রুজ! ছবিটিতে স্টাইল রয়েছে।[] ২০০১ সালে দর্শক জরিপে সেরা চলচ্চিত্রের তালিকায় ছবিটি প্রথম স্থান অধিকার করে।[]

পুরস্কার

[সম্পাদনা]
পুরস্কার বিভাগ মনোনীত ফলাফল
একাডেমি পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র ফ্রেড ব্যারন, মার্টিন ব্রাউন, ব্যাজ লুরমান মনোনীত
শ্রেষ্ঠ অভিনেত্রী নিকোল কিডম্যান মনোনীত
শ্রেষ্ঠ চলচ্চিত্র সম্পাদনা জিল বিলকক মনোনীত
শ্রেষ্ঠ চিত্রগ্রহণ ডোনাল্ড এম. ম্যাকআলপিন মনোনীত
শ্রেষ্ঠ শব্দগ্রহণ অ্যান্ডি নেলসন, আনা বেলমার, রজার স্যাভেজ মনোনীত
শ্রেষ্ঠ শিল্প নির্দেশনা ক্যাথরিন মার্টিন, ব্রিজিট ব্রচ বিজয়ী
শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা ক্যাথরিন মার্টিন, আঙ্গাস স্ট্রেথি বিজয়ী
শ্রেষ্ঠ রূপসজ্জা ও চুলবিন্যাস মরিজিও সিলভি, আলদো সিনোরেত্তি মনোনীত
গোল্ডেন গ্লোব পুরস্কার সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র ফ্রেড ব্যারন, মার্টিন ব্রাউন, ব্যাজ লুরমান বিজয়ী
সেরা পরিচালক ব্যাজ লুরমান মনোনীত
সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রের অভিনেতা ইউয়ান মাকগ্রেগার মনোনীত
সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রের অভিনেত্রী নিকোল কিডম্যান বিজয়ী
সেরা মৌলিক গান ডেভিড বেয়ারওয়াল্ড, কেভিন গিলবার্ট মনোনীত
সেরা মৌলিক সুর ক্রেইগ আর্মস্ট্রং বিজয়ী

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Moulin Rouge!"ব্রিটিশ বোর্ড অফ ফিল্ম ক্লাসিফিকেশন। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৭ 
  2. "Moulin Rouge!"বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৭ 
  3. "THE 74TH ACADEMY AWARDS - 2002"অস্কার। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৭ 
  4. "Leonardo DiCaprio Unleashes a Fearless 'Wolf' Performance"ভ্যারাইটি। ১১ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৭ 
  5. "'MOULIN ROUGE' COULD HAVE STARRED HEATH LEDGER, BAZ LUHRMANN REVEALS"এমটিভি নিউজ। ৫ ফেব্রুয়ারি ২০১১। ৩ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৭ 
  6. "Moulin Rouge!"মেটাক্রিটিক। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৭ 
  7. "Moulin Rouge!"রটেন টম্যাটোস। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৭ 
  8. "Moulin Rouge is viewers' favourite"বিবিসি নিউজ। ২০ ডিসেম্বর ২০০১। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৭ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:ব্যাজ লুরমান