বিষয়বস্তুতে চলুন

রাজভবন, কলকাতা

স্থানাঙ্ক: ২২°৩৬′ উত্তর ৮৮°১৮′ পূর্ব / ২২.৬° উত্তর ৮৮.৩° পূর্ব / 22.6; 88.3
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাজভবন
রাজভবন
মানচিত্র
সাধারণ তথ্যাবলী
শহরকলকাতা
দেশপশ্চিমবঙ্গ,ভারত
নির্মাণ শুরু১৭৯৯
সম্পূর্ণ১৮০৩
নির্মাণব্যয়১৩ লক্ষ টাকা
নকশা ও নির্মাণ
স্থপতিক্যাপ্টেন চার্লস ওয়াট

রাজভবন পশ্চিমবঙ্গের রাজ্যপালের সরকারি বাসভবন। এটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত। ১৮০৩ সালে নির্মিত এই প্রাসাদোপম বাড়িটি পূর্বে ছিল ভারতের ভাইসরয়ের সরকারি বাসভবন। সেই সময় এর নাম ছিল গভর্নমেন্ট হাউস (বাংলায় লাটভবন)। এই বাড়ির বর্তমান অধিবাসী হলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

১৭৯৯ সালের তদনীন্তন গভর্নর-জেনারেল লর্ড ওয়েলেসলির রাজত্বকালে গভর্নমেন্ট হাউসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।[] দ্য বেঙ্গল ইঞ্জিনিয়ার্স-এর ক্যাপ্টেন চার্লস ওয়াট ডার্বিশায়ারে অবস্থিত লর্ড কার্জনের পিতৃপুরুষের ভিটে কেডলেসটন হলের আদলে এই প্রাসাদের নকশা প্রস্তুত করেন। ১৮০৩ সালে এই ভবনের নির্মাণকার্য সমাপ্ত হয়। এই বছর ২৬ জানুয়ারি এক বর্ণাঢ্য বল নাচের আসরের মাধ্যমে গভর্নমেন্ট হাউসের উদ্বোধন করা হয়।[] এই প্রাসাদটি নির্মাণের জন্য ব্যয় হয়েছিল ১৩ লক্ষ টাকা।[]

বর্তমানে গুরুত্বপূর্ণ সরকারি বৈঠক ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাজভবনে। রাষ্ট্রপতিপ্রধানমন্ত্রী কলকাতায় এলে রাজভবনে ওঠেন।

চিত্রশালা

[সম্পাদনা]

পাদটীকা

[সম্পাদনা]
  1. 1 2 কলকাতা: এক পূর্ণাঙ্গ ইতিহাস, অতুল সুর, জেনারেল প্রিন্টার্স অ্যান্ড পাবলিশার্স প্রাঃ লিঃ, কলকাতা, ১৯৮১, পৃ. ২৮৮
  2. কলকাতা: একাল ও সেকাল, রথীন মিত্র, আনন্দ পাবলিশার্স প্রাঃ লিঃ, কলকাতা, ১৯৯৯ মুদ্রণ, পৃ. ২৯

ইতিহাস

[সম্পাদনা]
১৮৫৫ সালে সরকারি ভবনের চিত্র
গভর্নমেন্ট হাউস, সাউথ ফ্রন্ট, ছবি তুলেছেন স্যামুয়েল বোর্ন।

উনিশ শতকের গোড়ার দিকে, কলকাতা তার স্বর্ণযুগের শীর্ষে ছিল। প্রাসাদের শহর বা প্রাচ্যের সেন্ট পিটার্সবার্গ নামে পরিচিত, কলকাতা ছিল ভারতের সবচেয়ে ধনী, বৃহত্তম এবং সবচেয়ে মার্জিত ঔপনিবেশিক শহর। []

১৭৯৯ সালের আগে, ভারতের গভর্নর-জেনারেল একই স্থানে অবস্থিত 'বাকিংহাম হাউস' নামে একটি ভাড়া বাড়িতে থাকতেন। জমিটি চিৎপুরের নবাব মোহাম্মদ রেজা খানের ছিল। [] ১৭৯৯ সালে, তৎকালীন গভর্নর-জেনারেল ১ম মার্কেস ওয়েলেসলি, যিনি "ভারত শাসন করা উচিত একটি প্রাসাদ থেকে, একটি গ্রামীণ বাড়ি থেকে নয়" বলে খ্যাতিমান ছিলেন, তিনি একটি বিশাল প্রাসাদের নির্মাণ শুরু করেন। []

চার বছর ধরে নির্মাণের পর, এটি £ 63,291 (আজকের অনুমানে প্রায় £3.8 মিলিয়ন) বিশাল ব্যয়ে সম্পন্ন হয়েছিল। [] লর্ড ওয়েলেসলির বিরুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তহবিলের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছিল এবং অবশেষে ১৮০৫ সালে তাকে ইংল্যান্ডে ফেরত পাঠানো হয়েছিল। []

১৮৫৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ব্রিটিশ ক্রাউনের কাছে ক্ষমতা হস্তান্তরের পর, এটি বেলভেদের এস্টেট থেকে এখানে স্থানান্তরিত হয়ে ভারতের ভাইসরয়ের সরকারি বাসভবনে পরিণত হয়। [] ১৮৯২ সালে, ওটিস এলিভেটর কোম্পানি রাজভবনে ভারতের প্রথম লিফট স্থাপন করে। []

ব্রিটিশ রাজের নতুন রাজধানী হিসেবে নতুন দিল্লির নির্মাণকাজ ১৯১১ সালে শুরু হয়, ভাইসরয় এবং গভর্নর-জেনারেলের প্রধান সরকারি বাসভবনও শেষ পর্যন্ত সেখানে স্থানান্তরিত হয়, নতুন সরকারি বাসভবনের নামকরণ করা হয় ভাইসরয়ের বাড়িবাংলার লেফটেন্যান্ট-গভর্নর, যিনি এতদিন বেলভেদের হাউসে থাকতেন, তাঁকে পূর্ণাঙ্গ গভর্নরে উন্নীত করা হয় এবং কলকাতার গভর্নমেন্ট হাউসে স্থানান্তরিত করা হয়। []

স্থাপত্য

[সম্পাদনা]
কেডলস্টন হল

ডার্বিশায়ারের কার্জন পরিবারের কেডলস্টন হলের আদলে ক্যাপ্টেন চার্লস ওয়াইট কর্তৃক গভর্নমেন্ট হাউসের নকশা করেছিলেন। [] ভবনটি একটি নব্যধ্রুপদী শৈলী অনুসরণ করে যার স্বতন্ত্র বারোক আভাস রয়েছে। এক অদ্ভুত কাকতালীয় ঘটনাক্রমে, এর নির্মাণ শুরু হওয়ার ১০০ বছর পর, কার্জন পরিবারের সবচেয়ে বিখ্যাত পুত্র, লর্ড কার্জন, ভারতের ভাইসরয় এবং গভর্নর-জেনারেল (১৮৯৯-১৯০৫) হিসেবে ভবনটি দখল করতে আসেন। [১০] কার্জন সরকারি ভবনটিকে "নিঃসন্দেহে বিশ্বের যেকোনো সার্বভৌম বা সরকারের প্রতিনিধি দ্বারা অধিষ্ঠিত সেরা সরকারি ভবন" হিসেবে বর্ণনা করেছেন। [১১]

১৮৬০-এর দশকে, ভাইসরয় জেমস ব্রুস, এলগিনের অষ্টম আর্ল, ধাতব গম্বুজটি যুক্ত করেন। লর্ড কার্জন রাজভবনে বিদ্যুৎ এবং লিফট (যা 'পাখির খাঁচা লিফট' নামে পরিচিত) নিয়ে এসেছিলেন। [১১]

রাজভবনের খিলানযুক্ত ফটক

স্থাপত্য পরিকল্পনায় চারটি বিকিরণকারী শাখা সহ একটি ূল েন্দ্র রয়েছে। কেন্দ্রীয় স্থানে অবস্থিত রাজ্য কক্ষে উত্তর দিকে বিশাল সিঁড়ি দিয়ে প্রবেশ করতে হয়। দক্ষিণে আরেকটি বারান্দা রয়েছে যার উপরে একটি গম্বুজ সহ একটি স্তম্ভযুক্ত বারান্দা রয়েছে। চারটি উইংয়ে বিভিন্ন অফিস এবং আবাসিক কোয়ার্টারের পাশাপাশি চারটি সিঁড়ি রয়েছে। ডানার নকশা স্থানগুলিতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক বায়ুচলাচলের সুযোগ করে দেয় এবং একই সাথে বাগান জুড়ে দৃশ্য দেখার সুযোগ করে দেয়। ডানাগুলো বৃহৎ কোট অফ আর্মস দিয়ে সজ্জিত। [১২]

রাজভবন ৭,৮০০ বর্গমিটার (৮৪,০০০ বর্গফুট) এলাকা জুড়ে বিস্তৃত এবং ১১ হেক্টর (২৭ একর) একটি প্রাঙ্গণ দ্বারা বেষ্টিত। [১৩] রাজভবনের ছয়টি প্রবেশপথ রয়েছে, উত্তর ও দক্ষিণে একটি করে এবং পূর্ব ও পশ্চিমে দুটি করে। পূর্ব ও পশ্চিম দিকের চারটি ফটকের উপরে সিংহের মূর্তি দিয়ে তৈরি বিশাল খিলানপথ রয়েছে, অন্যদিকে পাশের ছোট খিলানপথগুলিতে স্ফিংসের মূর্তি রয়েছে। [১২]

চীনা কামান, রাজভবন

রাজভবনের সবচেয়ে ভালো দৃশ্য উত্তর গেট থেকে দেখা যায়, যা প্রধান গেট হিসেবেও কাজ করে। ছয়টি আয়নিক স্তম্ভ দ্বারা গঠিত প্রধান প্রবেশপথটি একটি পেডিমেন্টকে সমর্থন করে, এলেনবরোর প্রথম আর্ল এডওয়ার্ড ল কর্তৃক উপস্থাপিত একটি সজ্জিত চীনা কামানের পাশ দিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে এগিয়ে যায়। [১৪]

প্রথম আফিম যুদ্ধের পর ১৮৪২ সালে নানকিং থেকে আনা চীনা কামানটি, একটি ড্রাগনের উপর বসানো এবং ছোট ছোট কামানের সাথে সজ্জিত ছিল। একটি মার্বেল ফলকের উপর একটি শিলালিপিতে লেখা আছে "ইংল্যান্ড এবং ভারতের সামরিক বাহিনী কর্তৃক নানকিংয়ের দেয়ালের নীচে চীনের সম্রাটের কাছে শান্তির নির্দেশ"। [১১]

বহিঃসংযোগ

[সম্পাদনা]
  1. William, Dalrymple (২০০২)। "White Mughals"। Penguin Books। পৃ. ৪০৭।
  2. Das Gupta, Prosenjit (২০০০)। "10 Walks in Calcutta"। Harper Collins। পৃ. ৫।
  3. SJM Research Journal। Salar Jung Museum। ১৯৮৮। পৃ. ২৪।
  4. William, Dalrymple (২০০২)। "White Mughals"। Penguin Books। পৃ. ৩৪৬।
  5. "Richard (Colley), 1st Marquess of Wellesley, KP, Governor General of India, 1804"। National Army Museum। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২৪
  6. "Colonial names removed from Kolkata Raj Bhawan suites"Asian Voice। ১২ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২৪
  7. "We must continue to listen to the market"The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। ১৭ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৬
  8. Danvers, F.C. (২২ জুন ২০১৬)। Bengal: Its Chiefs, Agents, and Governors। Forgotten Books। পৃ. ২১–২২। আইএসবিএন ৯৭৮-১৩৩২৮৬৯৯৫৪
  9. Roy, Nishitranjan,Swasato Kolkata Ingrej Amaler Sthapathya, (বাংলা ভাষায়), pp. 48, 1st edition, 1988, Prtikhan Press Pvt. Ltd.
  10. Ayers, Sydney (জুলাই ২০১৯)। "An English Country House in Calcutta: mapping networks between Government House, the statesman John Adam, and the architect Robert Adam" {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  11. 1 2 3 Desmond, Doig। "An Artist's Impression"। The Statesman।
  12. 1 2 "Raj Bhavan, Kolkata Chapter III: The Exterior" (পিডিএফ)। Raj Bhavan, Kolkata। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২৩
  13. "Raj Bhawan, Kolkata on Wheels"। ২৭ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১২
  14. Strathcarron, Ian (২০১৩)। The Indian Equator Mark Twain's India Revisited। Dover Publications। পৃ. ১০৯। আইএসবিএন ৯৭৮-০৪৮৬৩১৫৮০৫