বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
প্রাক্তন নাম | রংপুর বিশ্ববিদ্যালয় |
---|---|
নীতিবাক্য | জ্ঞানেই শক্তি |
ধরন | সরকারি বিশ্ববিদ্যালয় |
স্থাপিত | ১২ অক্টোবর ২০০৮ |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
বাজেট | ৭১.৪৪ কোটি (২০২৪-২৫)[১] |
ইআইআইএন | ১৩৬৬১৩ |
আচার্য | রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন |
উপাচার্য | অধ্যাপক ড. শওকত আলী |
শিক্ষার্থী | আনু. ৮০০০ |
ঠিকানা | ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক , , |
শিক্ষাঙ্গন | ৭৫ একর |
ভাষা | বাংলা, ইংরেজি |
ওয়েবসাইট | brur |
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) বাংলাদেশের রংপুরে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়।[২] এটি "রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬" মোতাবেক ২০ নভেম্বর ২০০৬ খ্রিষ্টাব্দে স্থাপিত হয়। বিশ্ববিদ্যালয়টি ২০০৮ সালের ১২ই অক্টোবর রংপুর বিশ্ববিদ্যালয় নামে যাত্রা শুরু করে। পরবর্তীতে ২০০৯ সালে বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নামানুসারে বিশ্ববিদ্যালয়টির নাম “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর” নামকরণ করা হয়। বর্তমানে ২২টি বিভাগে প্রায় ৭০০০+ শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে। এছাড়াও ৩০ জন শিক্ষার্থী ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউটে এমফিল-এ অধ্যয়ন করছে।
ইতিহাস
[সম্পাদনা]২০০৮ সালের ২ ফেব্রুয়ারি রংপুরে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে রংপুরে একটি স্বতন্ত্র পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়া হয়। এরপর ২০০৮ সালের ১২ অক্টোবর টিচার্চ ট্রেনিং কলেজের অস্থায়ী ক্যাম্পাসে তৎকালীন শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান ফিতা কাটার মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছিল রংপুর বিশ্ববিদ্যালয়ের। প্রাথমিকভাবে রংপুর টিচার্চ ট্রেনিং কলেজেই বিশ্ববিদ্যালয়ের পাঠদান শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. এম লুৎফর রহমান। মাত্র ৭ মাসের মাথায় ড. লুৎফরকে সরিয়ে নিয়োগ দেয়া হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মু. আব্দুল জলিল মিয়াকে। পরবর্তীতে ২০০৯ সালের শুরুতেই আওয়ামী লীগ সরকার গঠনের পর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়’। ২০০৯ সালের ৫ই এপ্রিল, ১২ জন শিক্ষক ও ৩০০ জন শিক্ষার্থী নিয়ে রংপুর মহানগরীর পার্কের মোড় এলাকায় স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। নবনির্মিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।[৩][৪] ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন।
ক্যাম্পাস
[সম্পাদনা]রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ ও রংপুর ক্যাডেট কলেজের মধ্যবর্তী স্থানে পার্কের মোড়ে এই ক্যাম্পাসটি গড়ে উঠেছে যা রংপুর শহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত।
ক্যাম্পাসটিতে ৩০০ প্রজাতির প্রায় ৩৬ হাজার গাছ আছে। এর মধ্যে ওষুধি, ফলজ ও বনজ সহ অনেক দুর্লভ প্রজাতির গাছ আছে।[৫][৬] দেশের আর কোনও বিশ্ববিদ্যালয়ে এত প্রজাতির গাছ নাই।
অনুষদ ও বিভাগ
[সম্পাদনা]বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ এবং এর অধীনে পঠিত বিভিন্ন বিভাগ এর নাম:
কলা অনুষদ
[সম্পাদনা]সামাজিক বিজ্ঞান অনুষদ
[সম্পাদনা]- অর্থনীতি বিভাগ
- রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
- সমাজ বিজ্ঞান বিভাগ
- জেন্ডার ও উন্নয়ন অধ্যয়ন বিভাগ
- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
- লোকপ্রশাসন বিভাগ
বিজ্ঞান অনুষদ
[সম্পাদনা]- পদার্থবিজ্ঞান বিভাগ
- গণিত বিভাগ
- রসায়ন বিভাগ
- পরিসংখ্যান বিভাগ
প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ
[সম্পাদনা]- কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
- ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগ
জীব ও ভূবিজ্ঞান অনুষদ
[সম্পাদনা]- ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ
- দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগ
ব্যবসায় শিক্ষা অনুষদ
[সম্পাদনা]- হিসাব ও তথ্য ব্যবস্থা বিভাগ
- মার্কেটিং বিভাগ
- ব্যবস্থাপনা বিভাগ
- অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগ
- ব্যবস্থাপনা ও তথ্য ব্যবস্থা বিভাগ
ইনস্টিটিউট
[সম্পাদনা]এ বিশ্ববিদ্যালয়ের অধীনে ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হলেও সে প্রতিষ্ঠান স্বতন্ত্রভাবে তার কার্যক্রম শুরু করতে পারেনি অদ্যাবধি।[৭]
প্রোগ্রাম
[সম্পাদনা]এই বিশ্ববিদ্যালয়ে নিম্নলিখিত প্রোগ্রাম চালু আছে:
অস্নাতক প্রোগ্রাম
[সম্পাদনা]- বি.এস.সি. (প্রকৌশল)
- বি.এস.সি. (অনার্স)
- বি. এ. (অনার্স)
- বি.বি.এ. (প্রোগ্রাম)
- বি.এস.এস. (অনার্স)
স্নাতক প্রোগ্রাম
[সম্পাদনা]- এম.এস.সি. (প্রকৌশল)
- এম.এস.সি.
- এম.এ.
- এম.বি.এ.
- এম.এস.এস.
স্নাতকোত্তর প্রোগ্রাম
[সম্পাদনা]- এমফিল
- পিএইচডি
অন্যান্য প্রোগ্রাম
[সম্পাদনা]- এম.বি.এ. (সন্ধ্যা)
আবাসিক হলসমূহ
[সম্পাদনা]ছাত্র হল
[সম্পাদনা]- শেখ মুজিবুর রহমান হল
- শহীদ মুখতার ইলাহী হল
ছাত্রী হল
[সম্পাদনা]- শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল।
- শেখ হাসিনা হল (নির্মাণাধীন)।
স্থাপত্যসমূহ
[সম্পাদনা]- স্বাধীনতা স্বারক
- বঙ্গবন্ধুর প্রতিকৃতি
- শহীদ মিনার (অস্থায়ী)
উপাচার্যের তালিকা
[সম্পাদনা]নাম | হইতে | পর্যন্ত |
---|---|---|
অধ্যাপক ড. এম. লুৎফর রাহমান | ২০ অক্টোবর, ২০০৮[৮] | ৭ মে, ২০০৯ |
অধ্যাপক ড. মু. আবদুল জলিল মিয়া | ৮ মে, ২০০৯[৯] | ৭ মে ২০১৩ |
অধ্যাপক ড. এ. কে .এম নুরুন্নবী | ৮ মে, ২০১৩ | ৫ মে, ২০১৭ |
অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ[১০] | ১৪ জুন, ২০১৭ | ১৩ জুন, ২০২১ |
অধ্যাপক ড. হাসিবুর রশীদ[১১] | ১৪ জুন, ২০২১ | ৯ আগস্ট,
২০২৪ (পদত্যাগ) |
অধ্যাপক ড. শওকত আলী[১২] | ১৮ সেপ্টেম্বর ২০২৪ | বর্তমান |
সংগঠন সমূহ
[সম্পাদনা]রাজনৈতিক
[সম্পাদনা]- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
- সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট
- বাংলাদেশ ছাত্র ইউনিয়ন
- সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী)
- গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল
- বাংলাদেশ ছাত্রলীগ
- জাতীয় ছাত্রসমাজ
- বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা
স্বেচ্ছাসেবী সংগঠন
[সম্পাদনা]পরিবেশবাদী সংগঠন
[সম্পাদনা]- গ্রীন ভয়েস
- বহ্নিশিখা
সাংস্কৃতিক
[সম্পাদনা]- বিশ্বসাহিত্য কেন্দ্র
- রণন
- উদীচী
- গুনগুন
- বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর
- বিছনবাড়ি সাহিত্য আড্ডা
- চারণ সাংস্কৃতিক কেন্দ্র
- রাষ্ট্রবিজ্ঞান সংসদ
- ফিল্ম এন্ড আর্ট সোসাইটি (ফ্লাস), বেরোবি
- সনাতন বিদ্যার্থী সংসদ, বেরোবি
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি
- বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশন (ব্রুডা)
- বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট ফোরাম
- ইংলিশ কালচার সোসাইটি (ইসিএস)
- ইকোনমিকস স্টুডেন্টস এসোসিয়েশন
- জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ স্টুডেন্টস এসোসিয়েশন
- ডিবেটিং হাউজ অফ পলিটিকাল সায়েন্স
- পাবলিক এডমিনিস্ট্রেশন স্টুডেন্ট সোসাইটি
- এআইএস ক্লাব-একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস ক্লাব, বেরোবি
- ম্যানেজমেন্ট নেট
- আদিস
বিজ্ঞান
[সম্পাদনা]- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রসায়ন সমিতি (BRU CHEMICAL SOCIETY)
- সেন্টার ফর ডিজাস্টার এইড (সিডিএ)[১৩]
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভূগোল সমিতি (BRUGA)
- প্রগতি বিজ্ঞান আন্দোলন
- জনবিজ্ঞান আন্দোলন
- বাংলাদেশ ওপেন সায়েন্স অর্গানাইজেশন
- বিজ্ঞান আন্দোলন মঞ্চ
ক্রিয়া
[সম্পাদনা]- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় স্পোর্টস এসোসিয়েশন (BRUSA)
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দাবা সমিতি
বিবিধ
[সম্পাদনা]- রিসার্চ অফ ফ্রিডম বই পর্যালোচনা ও ভ্রমণ বিষয়ক সংগঠন
- রেডলাইট (শুধুমাত্র সিএসই স্টুডেন্টদের সংগঠন)
- মার্কেটিং আই, মার্কেটিং বিভাগ।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "৫৫ পাবলিক বিশ্ববিদ্যালয় কে কত বাজেট পাচ্ছে"। thedailycampus.com। ২০২৪-০৬-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৪।
- ↑ "Begum Rokeya University, Rangpur -" (ইংরেজি ভাষায়)। ২০২২-০৯-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৮।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৫ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০২০।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৬ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০২০।
- ↑ "এক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই ৩৬ হাজার গাছ"। Bangla Tribune। ২০২২-০৯-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৮।
- ↑ Team, Online (২০২২-০৭-১৬)। "বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩৬ হাজার গাছ লাগিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ড. তুহিন ওয়াদুদ"। SATV (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-০২।
- ↑ দৈনিক কালের কণ্ঠ, ১৪ নভেম্বর, ২০১১, মুক্তধারা, পৃঃ ১৭, মুদ্রিত সংস্করণ
- ↑ "New Rangpur University gets VC"। bdnews24.com। ২০০৮-১০-২০। ২৪ মে ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মে ২০০৯।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। bdnews24.com। ২০০৯-০৫-০৭। ১৭ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৫-০৮।
- ↑ "শেষ কর্মদিবসেও ক্যাম্পাসে অনুপস্থিত উপাচার্য কলিমউল্লাহ"। প্রথম আলো। ১৩ জুন ২০২১। ১৩ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২১।
- ↑ "বেরোবির দায়িত্ব নিলেন ড. হাসিবুর রশীদ"। রাইজিংবিডি.কম। ১৪ জুন ২০২১। ১৪ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২১।
- ↑ "বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ঢাবির অধ্যাপক শওকত আলী"। আজকের পত্রিকা। ১৮ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "বেরোবির এক ঝাঁক তরুনের ব্যতিক্রম প্রতিষ্ঠান - CCNews24.com"। CCNews24.com। ২০১৮-০৯-১৪। ২০১৮-১০-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১০-০২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |