বিষয়বস্তুতে চলুন

শওকত আলী (অধ্যাপক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যাপক ড.
শওকত আলী
উপাচার্য
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৮ সেপ্টেম্বর ২০২৪
পূর্বসূরীহাসিবুর রশীদ
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1973-07-25) ২৫ জুলাই ১৯৭৩ (বয়স ৫১)
পীরগঞ্জ উপজেলা, রংপুর জেলা
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
গ্লাসগো বিশ্ববিদ্যালয়
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

শওকত আলী (জন্ম: ২৫ জুলাই ১৯৭৩) একজন বাংলাদেশী গণিতবিদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য।[]

জন্ম ও শিক্ষা

[সম্পাদনা]

শওকত ১৯৭৩ সালের ২৫ জুলাই রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে ১৯৯৩ সালে স্নাতক (সম্মান) ও ১৯৯৪ সালে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অধিকার করে ফলিত গণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৩ সালে যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয় থেকে গণিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

শওকত আলী ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। এরই ধারাবাহিকতায় তিনি ২০০৫ সালে সহকারী অধ্যাপক, ২০০৮ সালে সহযোগী অধ্যাপক ও ২০১২ সালে অধ্যাপক পদে উন্নীত হন। ২০১৪ সালে গণিত বিভাগ থেকে পৃথক হয়ে ফলিত গণিত বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে যাত্রা শুরু করলে তিনি এ বিভাগে অধ্যাপনা শুরু করেন। তিনি ফলিত গণিত বিভাগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেন।[][]

গবেষণা ও প্রকাশনা

[সম্পাদনা]

দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে তার প্রায় অর্ধশত গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ঢাবির অধ্যাপক শওকত আলী"আজকের পত্রিকা। ১৮ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৪ 
  2. "কে এই বেরোবির নতুন উপাচার্য অধ্যাপক শওকত আলী"দ্য ডেইলি ক্যাম্পাস। ১৮ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৪ 
  3. "অধ্যাপক ড. শওকত আলীর জীবনবৃত্তান্ত" (পিডিএফ)ঢাকা বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৪ 
  4. "বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. শওকত আলী"যুগান্তর। ১৮ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৪