শওকত আলী (অধ্যাপক)
অধ্যাপক ড. শওকত আলী | |
---|---|
উপাচার্য | |
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১৮ সেপ্টেম্বর ২০২৪ | |
পূর্বসূরী | হাসিবুর রশীদ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | পীরগঞ্জ উপজেলা, রংপুর জেলা | ২৫ জুলাই ১৯৭৩
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় গ্লাসগো বিশ্ববিদ্যালয় |
পেশা | অধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক |
শওকত আলী (জন্ম: ২৫ জুলাই ১৯৭৩) একজন বাংলাদেশী গণিতবিদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য।[১]
জন্ম ও শিক্ষা
[সম্পাদনা]শওকত ১৯৭৩ সালের ২৫ জুলাই রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে ১৯৯৩ সালে স্নাতক (সম্মান) ও ১৯৯৪ সালে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অধিকার করে ফলিত গণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৩ সালে যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয় থেকে গণিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[২]
কর্মজীবন
[সম্পাদনা]শওকত আলী ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। এরই ধারাবাহিকতায় তিনি ২০০৫ সালে সহকারী অধ্যাপক, ২০০৮ সালে সহযোগী অধ্যাপক ও ২০১২ সালে অধ্যাপক পদে উন্নীত হন। ২০১৪ সালে গণিত বিভাগ থেকে পৃথক হয়ে ফলিত গণিত বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে যাত্রা শুরু করলে তিনি এ বিভাগে অধ্যাপনা শুরু করেন। তিনি ফলিত গণিত বিভাগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেন।[৩][৪]
গবেষণা ও প্রকাশনা
[সম্পাদনা]দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে তার প্রায় অর্ধশত গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ঢাবির অধ্যাপক শওকত আলী"। আজকের পত্রিকা। ১৮ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ ক খ "কে এই বেরোবির নতুন উপাচার্য অধ্যাপক শওকত আলী"। দ্য ডেইলি ক্যাম্পাস। ১৮ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "অধ্যাপক ড. শওকত আলীর জীবনবৃত্তান্ত" (পিডিএফ)। ঢাকা বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. শওকত আলী"। যুগান্তর। ১৮ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৪।