ইনসুলিন
ইনসুলিন(ইংরেজি: Insulin), হলো অগ্ন্যাশয়ের প্রধান হরমোন,এক ধরনের পলিপ্যাপটাইড, যা গ্লুকোজকে রক্ত থেকে কোষের মধ্যে প্রবেশ করা নিয়ন্ত্রণ করে। ইনসুলিন অগ্ন্যাশয়ের ইনসুলিন[২] নিঃসরণকারী কোষগুলো (আইল্যেটস অব ল্যাঙ্গারহেন্স-এর বিটা কোষ) থেকে নিঃসৃত হয়। মূলত ডায়েবেটিস মেলাইটাস এ ইনসুলিন ব্যবহৃত হয়ে থাকে।[৩] ইনসুলিন খুব পুরানো প্রোটিন যা কয়েক বিলিয়ন বছর আগে উদ্ভাবিত হয়েছে।
ইনসুলিন ৫১টি অ্যামিনাে অ্যাসিড নিয়ে গঠিত ক্ষুদ্রাকার সরল প্রােটিন । দুটি পলিপেপটাই চেইন ( ২১টি অ্যামাইনাে অ্যাসিড নিয়ে গঠিত চেইন – A এবং ৩০টি অ্যামিনাে অ্যাসিড নিয়ে গঠিত চেইন – B ) দুটি ডাইসালফাইড বন্ডের মাধ্যমে সংযুক্ত হয়ে একটি ইনসুলিন অণু গঠন করে । এর রাসায়নিক সংকেত হলাে : । এর আণবিক ভর ৫৭৩৪ ।বর্তমানে মানুষের ইনসুলিন উৎপাদনকারী জিন E . coli তে স্থানান্তর করে ব্যাপক হারে ইনসুলিন উৎপাদন করা হচ্ছে । একটি ব্যাক্টেরিয়াম কোষে প্রায় দশ লক্ষ অণু ইনসুলিন তৈরি হয়ে থাকে । ইনসুলিন কৃত্রিমভাবে উৎপাদনের কারণে বর্তমান পৃথিবীর অধিকাংশ জৈবিক সমস্যা সমাধান সম্ভব হয়েছে। বর্তমানে বিজ্ঞানীরা এই বিষয়ে আরো ব্যাপক গবেষণা চালিয়ে যাচ্ছে ।
ইনসুলিন এর কাজ
[সম্পাদনা]কার্বোহাইড্রেট বিপাক নিয়ন্ত্রণ
[সম্পাদনা]এই হরমোন যকৃত ও পেশী-কলায় গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষে সাহায্য করে।
প্রোটিন বিপাক নিয়ন্ত্রণ
[সম্পাদনা]ইনসুলিন বিভিন্ন অ্যামিনো-অ্যাসিড একত্রিত করে প্রোটিন গঠনে সাহায্য করে।
চর্বি বিপাক নিয়ন্ত্রণ
[সম্পাদনা]ইনসুলিনের প্রভাবে গ্লুকোজ, ল্যাকটিক অ্যাসিড ইত্যাদি থেকে চর্বি ও স্নেহদ্রব্য উৎপন্ন হতে পারে।
মধুমেহ বা ডায়াবেটিস রোগ
[সম্পাদনা]ইনসুলিন কম ক্ষরিত হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। তখন মূত্রের সঙ্গে গ্লুকোজ বেরিয়ে আসে। এই অবস্থাকে মধুমেহ বা ডায়াবেটিস রোগ বলা হয়।
গ্লুকোজ অবশোষণে সাহায্য
[সম্পাদনা]রক্ত থেকে বিভিন্ন কলার কোষে গ্লুকোজ অবশোষণে ইনসুলিন সাহায্য করে।
গ্লুকোজ জারণ
[সম্পাদনা]ইনসুলিন কোষের মধ্যে গ্লুকোজের জারণ বাড়িয়ে দেয়।
কিটোন বস্তু প্রস্তুতিতে বাধা
[সম্পাদনা]ইনসুলিনের সাহায্যে চর্বি সম্পূর্ণভাবে জারিত হয়, ফলে কিটোন বস্তু (যেমন, অ্যাসিটো-অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটোন ইত্যাদি) প্রস্তুত হতে পারে না।
উৎসেচক নিয়ন্ত্রণ
[সম্পাদনা]ইনসুলিন যকৃৎ-কোষের মধ্যে কয়েকটি গ্লুকোজ বিপাকের উৎসেচককে নিয়ন্ত্রণ এমন কি পরিবর্তনকরতে পারে।
সোমাটোট্রফিক হরমোন (STH) এর সঙ্গে সম্পর্ক
[সম্পাদনা]প্রোটিন সংশ্লেষ এবং বৃদ্ধির সময় ইনসুলিন এবং সোমাটোট্রফিক হরমোন (STH) যৌথভাবে একসঙ্গে কাজ করতে পারে।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ পিডিবি: 1ai0; Chang X, Jorgensen AM, Bardrum P, Led JJ (১৯৯৭)। "Solution structures of the R6 human insulin hexamer,"। Biochemistry। ৩৬ (31): ৯৪০৯–২২। ডিওআই:10.1021/bi9631069। পিএমআইডি 9235985।
{{সাময়িকী উদ্ধৃতি}}: অজানা প্যারামিটার|month=উপেক্ষা করা হয়েছে (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ "ইনসুলিন কি বিস্তারিত"। ১১ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২১।
- ↑ Insulin May Do More Harm Than Good ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ এপ্রিল ২০১৫ তারিখে, DiabetesCare24।
- ↑ মাধ্যমিক জীবন বিজ্ঞান: তুষারকান্তি ষন্নিগ্রহী, শ্রীভূমি পাবলিশিং কোম্পানি, কলকাতা, বছর:১৯৮৬, পৃঃ ৪৯
আরও তথ্য
[সম্পাদনা]- Laws, Gerald M.; Reaven, Ami (১৯৯৯)। Insulin resistance : the metabolic syndrome X। Totowa, NJ: Humana Press। ডিওআই:10.1226/0896035883। আইএসবিএন ০-৮৯৬০৩-৫৮৮-৩।
{{বই উদ্ধৃতি}}: অজানা প্যারামিটার|নামের-তালিকার-বিন্যাস=উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - Leahy, Jack L.; Cefalu, William T. (২২ মার্চ ২০০২)। Insulin Therapy (1st সংস্করণ)। New York: Marcel Dekker। আইএসবিএন ০-৮২৪৭-০৭১১-৭।
{{বই উদ্ধৃতি}}: অজানা প্যারামিটার|নামের-তালিকার-বিন্যাস=উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - Kumar, Sudhesh; O'Rahilly, Stephen (১৪ জানুয়ারি ২০০৫)। Insulin Resistance: Insulin Action and Its Disturbances in Disease। Chichester, England: Wiley। আইএসবিএন ০-৪৭০-৮৫০০৮-৬।
{{বই উদ্ধৃতি}}: অজানা প্যারামিটার|নামের-তালিকার-বিন্যাস=উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - Ehrlich, Ann; Schroeder, Carol L. (১৬ জুন ২০০০)। Medical Terminology for Health Professions (4th সংস্করণ)। Thomson Delmar Learning। আইএসবিএন ০-৭৬৬৮-১২৯৭-৯।
{{বই উদ্ধৃতি}}: অজানা প্যারামিটার|নামের-তালিকার-বিন্যাস=উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - Draznin, Boris; LeRoith, Derek (সেপ্টেম্বর ১৯৯৪)। Molecular Biology of Diabetes: Autoimmunity and Genetics; Insulin Synthesis and Secretion। Totowa, New Jersey: Humana Press। ডিওআই:10.1226/0896032868। আইএসবিএন ০-৮৯৬০৩-২৮৬-৮।
- Famous Canadian Physicians: Sir Frederick Banting at Library and Archives Canada
- McKeage K, Goa KL (২০০১)। "Insulin glargine: a review of its therapeutic use as a long-acting agent for the management of type 1 and 2 diabetes mellitus"। Drugs। ৬১ (11): ১৫৯৯–৬২৪। ডিওআই:10.2165/00003495-200161110-00007। পিএমআইডি 11577797।
{{সাময়িকী উদ্ধৃতি}}: অজানা প্যারামিটার|লেখকগণ=উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Insulin: entry from protein databank
- The History of Insulin ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ নভেম্বর ২০১৮ তারিখে
- CBC Digital Archives – Banting, Best, Macleod, Collip: Chasing a Cure for Diabetes
- Discovery and Early Development of Insulin, 1920–1925
- Secretion of Insulin and Glucagon
- Insulin signaling pathway
- Animations of insulin's action in the body at AboutKidsHealth.ca
- Types of Insulin for Diabetes Treatment at ApolloSugar.com