কড়াপুর মিয়াবাড়ি মসজিদ
(উত্তর কড়াপুর মিয়া বাড়ি মসজিদ থেকে পুনর্নির্দেশিত)
কড়াপুর মিয়াবাড়ি মসজিদ | |
---|---|
কড়াপুর মিয়া বাড়ি মসজিদ | |
![]() | |
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
মালিকানা | বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর |
পবিত্রীকৃত বছর | ১৮ শতক |
অবস্থা | সংরক্ষিত |
অবস্থান | |
অবস্থান | উত্তর কড়াপুর, বরিশাল জেলা |
দেশ | বাংলাদেশ |
স্থাপত্য | |
স্থাপত্য শৈলী | মুঘল |
প্রতিষ্ঠাতা | হায়াত মাহমুদ |
গম্বুজসমূহ | ৩ |
মিয়া বাড়ি মসজিদ বাংলাদেশের বরিশাল জেলায় অবস্থিত একটি তিন গম্বুজ বিশিষ্ট প্রাচীন মসজিদ ও প্রত্নতাত্ত্বিক স্থান। [১] এটি বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের উত্তর কড়াপুর গ্রামে মিয়া বাড়িতে অবস্থিত।
ইতিহাস[সম্পাদনা]
এটি বৃহত্তর বরিশাল অঞ্চলের ব্রিটিশ আমলের সূচনালগ্নে নির্মিত একটি মসজিদ। শহরের পশ্চিমদিকে বরিশাল- কড়াপুর সড়ক সংলগ্ন মিয়াবাড়িতে মসজিদটি অবস্থিত। এই মসজিদের প্রতিষ্ঠাতা হায়াত মাহমুদ ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে প্রিন্স অফ ওয়েলস দ্বীপে নির্বাসিত হন এবং তার বুজুর্গ উমেদপুরের জমিদারিও কেড়ে নেয়া হয়। দীর্ঘ ষোল বছর পর দেশে ফিরে তিনি দু’টি দীঘি এবং দোতলা এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদটির স্থাপত্যরীতিতে পুরান ঢাকায় অবস্থিত শায়েস্তা খান নির্মিত কারতলব খান মসজিদের অনুকরণ দৃশ্যমান।[১]
চিত্রশালা[সম্পাদনা]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]

উইকিমিডিয়া কমন্সে কড়াপুর মিয়াবাড়ি মসজিদ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- ↑ বুলবুল, সাইফুল আহসান। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা।