আরিফিন শুভ
আরিফিন শুভ | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | অভিনেতা, মডেল |
কর্মজীবন | ২০০৭ – বর্তমান |
উচ্চতা | ৬ ফুট ১ ইঞ্চি (১.৮৫ মিটার) |
দাম্পত্য সঙ্গী | অর্পিতা সমাদ্দার (বি. ২০১৫–২০২৪) |
পুরস্কার | নিচে দেখুন |
আরিফিন শুভ (জন্ম: ২ ফেব্রুয়ারি ১৯৮২) একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা এবং টেলিভিশন ব্যক্তিত্ব। তিনি একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং দুটি মেরিল-প্রথম আলো পুরস্কার সহ বেশ কয়েকটি পুরস্কার এবং মনোনয়নের প্রাপক । ২০০৭ সালে তিনি টেলিভিশন ধারাবাহিক হ্যাঁ/না- তে উপস্থিত হয়ে আত্মপ্রকাশ করেন। ২০১০ সালে তার অভিষিক্ত চলচ্চিত্র জাগো মুক্তি পায়।
তিনি ২০১৩ সালে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী দিয়ে মূলধারার সিনেমায় আত্মপ্রকাশ করেন। তিনি চলচ্চিত্রে তার নেতিবাচক ভূমিকার জন্য মেরিল প্রথম আলো পুরস্কারে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছিলেন। তিনি পরে ২০১৩ সালে ভালোবাসা জিন্দাবাদ এবং ২০১৪ সালে রোমান্টিক অ্যাকশন চলচ্চিত্র অগ্নিতে অভিনয় করেন । ২০১৫ সালে, ছুয়ে দিলে মন- এ তার অভিনয় তাকে সেরা অভিনেতার জন্য তার প্রথম মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করে। পরবর্তীতে তিনি ২০১৬ সালে আশিকুর রহমান পরিচালিত মুসাফির ছবিতে অভিনয় করেন। ২০১৭ সালে তিনি দীপংকর দীপন পরিচালিত ঢাকা অ্যাটাক- এ অভিনয় করেন । ২০২১ সালে তিনি সানি সানোয়ার এবং ফয়সাল আহমেদ পরিচালিত মিশন এক্সট্রিমে অভিনয় করেছিলেন। তিনি ২০২৩ সালে মুজিব: একটি জাতির রূপকার চলচ্চিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর চরিত্রে অভিনয় করছেন। এবং এই ছবিটির পারিশ্রমিক মাত্র এক টাকা নিয়েছেন।
কর্মজীবন
[সম্পাদনা]২০০৭-২০০৯: টেলিভিশন
[সম্পাদনা]টেলিভিশনে কাজ করার আগে শুভ টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করতেন। ২০০৭ সালে মোস্তফা সরয়ার ফারুকীর টেলিভিশন সিরিজ হ্যাঁ-না তে অভিনয়ের মাধ্যমে তিনি তার অভিনয়ে আত্মপ্রকাশ করেন । ২০০৮ সালে ইজ ইকুয়াল টু ধারাবাহিক নাটকে অভিনয় করে তার অবস্থান শক্ত করেন।
২০০৯-২০১৩: আত্মপ্রকাশ এবং সাফল্য
[সম্পাদনা]২০১০ সালে খিজির হায়াত খান পরিচালিত জাগো চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। কয়েক বছর বিরতির পর ২০১৩ সালে চলচ্চিত্র পরিচালক সাফি উদ্দিন সাফি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী চলচ্চিত্রে খলচরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্র পরিচালক ও সমালোচক মতিন রহমান ছবিতে তার "কানে লাগে" সংলাপ এবং "একক নাট্য অভিব্যক্তি প্রকাশের" প্রশংসা করেন।[১] ছবিটি ব্যবসায়িক দিক থেকেও সফল হয়।[২] এরপর তিনি চলচ্চিত্রে মনোনিবেশ করেন। সে বছর ভালোবাসা জিন্দাবাদ চলচ্চিত্রে অভিনয় করেন। এতে তার বিপরীতে কাজ করেন আইরিন সুলতানা।[৩]
২০১৪-বর্তমান: সমালোচনামূলক প্রশংসা
[সম্পাদনা]২০১৪ সালে ইফতেখার চৌধুরীর অগ্নি ছবিতে তিনি একজন বক্সিং খেলোয়াড় ও পেশাদার খুনী ড্রাগন চরিত্রে অভিনয় করেন।[৪] একই বছর শাহাদাত হোসেন লিটনের মন বোঝেনা, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত তারকাঁটা ছবিতে অভিনয় করেন যা নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় এবং ভালো ব্যবসা করতে পারে না। আশিকুর রহমান পরিচালিত কিস্তিমাত চলচ্চিত্রে অভিনয় করেন। যা ব্যবসায়িক দিক থেকে বেশ ভালো সাফল্য পায়। ২০১৫ সালে শিহাব শাহীন পরিচালিত ছুঁয়ে দিলে মন ও ওয়ার্নিং চলচ্চিত্রে কাজ করেন। ছুঁয়ে দিলে মন চলচ্চিত্র দর্শকদের ব্যাপক সাড়া পায় ও এই চলচ্চিত্রের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার-এ শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী (পুরুষ) বিভাগে তারকা জরিপ পুরস্কার অর্জন করেন ও সমালোচক পুরস্কারের জন্য মনোনীত হন। পাশাপাশি তিনটি বিজ্ঞাপনের মডেল হয়ে কাজ করেন। মিস্টার কুকিজের বিজ্ঞাপনে তার সাথে কাজ করেন নুসরাত ফারিয়া মাজহার, যমুনা গ্রুপের বিজ্ঞাপনে নাদিয়া নদী ও প্রাণ আপের বিজ্ঞাপনে পরীমনি।[৫]
২০১৬ সালে তিনি আশিকুর রহমান পরিচালিত অ্যাকশনধর্মীমুসাফির এ অভিনয় করেন যার জন্য তিনি মেরিল-প্রথম আলো পুরস্কার-এ শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী এর পুরস্কার পান। অনন্য মামুন পরিচালিত নাট্যধর্মী অস্তিত্ব চলচ্চিত্রে অভিনয় করেন। যা ব্যাপক সাড়া ফেলে এবং দর্শক ও সমালোচকদের কাছে ইতিবাচক প্রতিক্রিয়া পায়। ওই বছরের শেষ দিকে মুক্তি পায় জাকির হোসেন রাজু পরিচালিত বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার নিয়তি। এতে তার বিপরীতে অভিনয় করেন জলি। ২০১৭ সালের শুরুর দিকে মুক্তি পায় জাকির হোসেন রাজু পরিচালিত পথ-রোমাঞ্চকর রোম্যান্টিক প্রেমী ও প্রেমী[৬] এবং শামিম আহমেদ রনি পরিচালিত কমেডিধর্মী ধ্যাততেরিকি।[৭] এবং এই ছবিতে শুভর অভিনয় ইতিবাচক সাড়া ফেলে এবং সমালোচকদের কাছেও বহুল প্রশংসিত হয় ।অক্টোবরে মুক্তি পায় দীপংকর দীপন পরিচালিত পুলিশ অ্যাকশন থ্রিলার ঢাকা অ্যাটাক। এতে তাকে ঢাকা মহানগর পুলিশের বোমা নিস্ক্রিয়করণ দলের প্রধান আবিদ রহমান চরিত্রে দেখা যায়।[৮] এই ছবিটি বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলে এবং আন্তজার্তিকভাবে বাংলাদেশের সবচেয়ে বেশি আয় করা ছবি হয়।এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে মৃত্যপুরী।এছাড়াও এরপর মুক্তি পায় আরিফিন শুভর আহা রে ছবিটি।এই ছবিটি থেকে দর্শকদের কাছ থেকে বেশি ইতিবাচক সাড়া পাওয়া যায় এবং আরিফিন শুভর অভিনয় প্রশংসিত হয়।[৯] এই ছবিতে তার বিপরীতে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত।এছাড়াও বছরের শেষদিকে মুক্তি পায় রাজনৈতিক থ্রিলার সাপলুডু। যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়। এছাড়াও তার আসন্ন সিনেমাগুলি হলো মিশন এক্সট্রিম ও মিশন এক্সট্রিম ২।[১০][১১][১২][১৩]
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই চিত্রনায়ক বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার কেন্দ্রীয় মুজিব চরিত্রে অভিনয় করেছেন। এটাই ঢাকাই সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের সিনেমা।[১৪][১৫][১৬]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]আরিফিন শুভ ২০১৫ সালে ৬ ফেব্রুয়ারি অর্পিতা সমাদ্দারকে বিয়ে করেন।[১৭] অর্পিতা সমাদ্দার পেশায় একজন ফ্যাশন ডিজাইনার[১৮] এবং ঢাকায় একটি বহুজাতিক কোম্পানিতে কাজ করেন ।[১৯] ২০২৪ সালের ২০শে জুলাই দম্পতি আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হন।[২০][২১]
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]চাবি
[সম্পাদনা]চলচ্চিত্রগুলো এখনও মুক্তি পায়নি |
অপ্রকাশিত ও বাদ পড়া চলচ্চিত্র
[সম্পাদনা]বছর | চলচ্চিত্র | ভূমিকা | পরিচালক | বিঃদ্রঃ |
---|---|---|---|---|
২০১২ | মন বোঝেনা † | টিবিএ | শাহাদাত হোসেন লিটন | অপ্রকাশিত |
ছায়াছবি † | টিবিএ | মোহাম্মদ মোস্তফা কামাল রাজ | অপ্রকাশিত | |
২০১৫ | দরদিয়া † | টিবিএ | ওয়াজেদ আলী সুমন | অপ্রকাশিত |
ভ্রমর † | সোহেল আরমান | বাদ পড়েছে | ||
২০১৬ | গোয়েন্দা † | মহিম চন্দ্র | তপন আহমেদ | ভয়েস ভূমিকা; অ্যানিমেশন ফিল্ম, অপ্রকাশিত |
২০১৭ | তুমি আমার প্রিয়া † | বদিউল আলম খোকন | বাদ পড়েছে | |
২০১৮ | অস্ট্রো † | শাহীন সুমন | বাদ পড়েছে | |
জেদি † | রাজা | সোহানুর রহমান সোহান | অপ্রকাশিত | |
মন ফড়িং † | টিবিএ | শিহাব শাহীন | স্থগিত | |
২০১৯ | উলফাত † | টিবিএ | সাকিব সনেট এন্ড টিম | |
২০২০ | শিরোনামহীন † | টিবিএ | ইফতাকার চৌধুরী | স্থগিত |
পিকনিক † | টিবিএ | ইফতাকার চৌধুরী | স্থগিত |
ওয়েব সিরিজ
[সম্পাদনা]বছর | শিরোনাম | চরিত্র | পরিচালক | ওটিটি | মন্তব্য |
---|---|---|---|---|---|
২০২১ | কন্ট্রাক্ট | তারেক/বিএসটিআরডি | তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় | জি৫ | [৩১] |
২০২৪ | লহু | রাহুল মুখার্জী | চরকি | [৩২][৩৩] |
পুরস্কার এবং মনোনয়ন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ রহমান, মতিন (২১ নভেম্বর ২০১৩)। "ছবি আলোচনা - পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭।
- ↑ "'পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী'র সেঞ্চুরি"। দৈনিক ইত্তেফাক। ২৪ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭।
- ↑ "শুভ ও আইরিনের 'ভালোবাসা জিন্দাবাদ'"। দৈনিক প্রথম আলো। ২০ আগস্ট ২০১৩। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭।
- ↑ "ভালোবাসা দিবসে শুভ-মাহির 'অগ্নি'"। দৈনিক প্রথম আলো। ১৪ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭।
- ↑ অভি মঈনুদ্দীন (১৫ মে ২০১৬)। "বিজ্ঞাপনে আরেফিন শুভ"। দৈনিক নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৬।
- ↑ "শুভ-ফারিয়ার ভালবাসার গল্প 'প্রেমী ও প্রেমী'"। দৈনিক জনকণ্ঠ। ৮ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "নববর্ষের ছবি - ধ্যাততেরিকি"। যায়যায়দিন। এপ্রিল ১৮, ২০১৭। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭।
- ↑ "সারাদেশে শুভ-মাহির 'ঢাকা অ্যাটাক'"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৬ অক্টোবর ২০১৭। ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "'শাহরুখ খানের মতো বললেন, আয় বুকে আয়'"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২১-০১-১২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ঈদে আসছে 'মিশন এক্সট্রিম'"। NTV Online (ইংরেজি ভাষায়)। ২০২০-১২-১৯। সংগ্রহের তারিখ ২০২১-০১-১২।
- ↑ "ঢালিউডের প্রথম কোনও ছবি একই দিনে তিন মহাদেশে মুক্তি!"। Bangla Tribune। ২০২২-০৬-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-২৪।
- ↑ "মিশন এক্সট্রিম: এবার যুক্ত হলো ৪র্থ মহাদেশ!"। Bangla Tribune। ২০২৩-০৩-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-২৪।
- ↑ "ছবির প্রচারণায় শুভ গাইলেন র্যাপ সং"। Bangla Tribune। ২০২৩-০৩-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-২৪।
- ↑ সাদ, সাইমুম। "'মুজিব' চলচ্চিত্রের বাজেট ৮৩ কোটি টাকা: বিএফডিসি"। bdnews24। ২০২২-০৫-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-২৪।
- ↑ "'মুজিব' সিনেমার বাজেট ৮৩ কোটি, ট্রেইলার অফিশিয়াল নয়"। NTV Online (ইংরেজি ভাষায়)। ২০২২-০৫-২৩। সংগ্রহের তারিখ ২০২২-১০-২৪।
- ↑ "কিংবদন্তি জাভেদ আখতারের বাসায় আরিফিন শুভ"। NTV Online (ইংরেজি ভাষায়)। ২০২১-০১-৩১। সংগ্রহের তারিখ ২০২২-১০-২৪।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "শুভবিবাহ সম্পন্ন"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২০-১১-১১।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "আরিফিন শুভর নতুন জীবন | প্রথম আলো"। prothomalo.com। সংগ্রহের তারিখ ২০২০-১১-১০।
- ↑ Correspondent, Staff (২০১৫-০২-০৪)। "Across borders Shuvo- Arpita to marry"। The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১০-১৭।
- ↑ Arts & Entertainment Desk (২০২৪-০৭-৩১)। "Arifin Shuvoo and Arpita part ways after nearly a decade"। The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০১।
- ↑ "Arifin Shuvoo announces separation from wife Arpita Samaddar"। The Business Standard (ইংরেজি ভাষায়)। ২০২৪-০৮-০১। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০১।
- ↑ "ফুটবলের ছবি 'জাগো'"। দৈনিক প্রথম আলো। ১৮ ডিসেম্বর ২০০৯। ২০১৮-১০-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭।
- ↑ জয়ন্ত সাহা (৭ নভেম্বর ২০১৩)। "ভালোবাসা জিন্দাবাদ"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭।
- ↑ "শুভ-মাহি জুটির অগ্নি মুক্তি পাচ্ছে ৭ ফেব্রুয়ারি"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৪ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭।
- ↑ "এ বছরই আসছে শুভ-মারজানের 'মুসাফির'"। দ্য বাংলাদেশ টুডে। ২৫ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৫।
- ↑ "প্রেক্ষাগৃহে 'প্রেমী ও প্রেমী'"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২ ফেব্রুয়ারি ২০১৭। ১৯ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭।
- ↑ "'ধ্যাততেরিকি' বৈশাখে একটাই ছবি!"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। এপ্রিল ১৪, ২০১৭। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭।
- ↑ "১৩০ প্রেক্ষাগৃহে শুভ-মাহির 'ঢাকা অ্যাটাক'"। বাংলাদেশ প্রতিদিন। ৬ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭।
- ↑ "'মুজিব'র দীর্ঘ ভ্রমণ শেষে 'নীলচক্র'"। Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১০।
- ↑ Dhakatimes24.com। "'নীলচক্র'তে আরিফিন শুভর সঙ্গী মন্দিরা"। Dhakatimes News। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১০।
- ↑ Arts & Entertainment Desk (২০২১-০৩-১৪)। "Trailer of web series 'Contract' garners intrigue"। The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১০-১৭।
- ↑ ডেস্ক, বিনোদন (২০২৩-১১-১৩)। "ভারতে চরকি অরিজিনাল সিরিজ 'লহু'-তে সোহিনী-শুভ"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১৪।
- ↑ রিপোর্ট, স্টার অনলাইন (২০২৩-১১-১৩)। "শুভ-সোহিনী অভিনীত 'লহু' সিরিজ দিয়ে কলকাতায় চরকির যাত্রা"। The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে আরিফিন শুভ (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে আরিফিন শুভ
- ইন্সটাগ্রামে আরিফিন শুভ
- ১৯৮২-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ময়মনসিংহ জেলার অভিনয়শিল্পী
- বাংলাদেশী কণ্ঠাভিনেতা
- বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা
- বাংলাদেশী টেলিভিশন অভিনেতা
- ২১শ শতাব্দীর বাংলাদেশী অভিনেতা
- শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ) বিজয়ী
- মেরিল-প্রথম আলো পুরস্কার বিজয়ী
- সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী