বিষয়বস্তুতে চলুন

মিজানুর রহমান আরিয়ান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিজানুর রহমান আরিয়ান
জন্ম (1991-11-29) ২৯ নভেম্বর ১৯৯১ (বয়স ৩২)
কুমিল্লা জেলা, বাংলাদেশ
পেশানাট্য পরিচালক, নাট্য নির্মাতা ও টিভি পরিচালক
ভাষাবাংলা
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষা প্রতিষ্ঠানটেক্সটাইল ইঞ্জিনিয়ারিং

মিজানুর রহমান আরিয়ান (জন্ম: ২৯ নভেম্বর, ১৯৯১) বাংলাদেশের একজন জনপ্রিয় চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা।[] দর্শকদের কাছে তিনি রোমান্টিক নাটক নির্মাতা হিসেবে বেশ পরিচিত।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

মিজানুর রহমান আরিয়ান কুমিল্লা জিলা স্কুল থেকে মাধ্যমিক এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ (সাবেক রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ) থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপর তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করেন। টেক্সটাইল ইঞ্জিনিয়ার নিয়ে পড়ালেখা শেষ করেও তিনি ঐ পেশায় না গিয়ে নাট্য নির্মাণ এবং রেস্টুরেন্ট ব্যবসাকে পেশা হিসেবে নিয়েছেন। তিনি মূলত ডিরেকশন শিখেছেন ইউটিউব দেখে দেখে। স্ক্রিপ্ট লেখাও তিনি ইন্টারনেট ঘেঁটে ঘেঁটে শিখেছেন তার পাশাপাশি কিছু বই।

কর্মজীবন

[সম্পাদনা]

মিজানুর রহমান আরিয়ান[] তার এই নাট্য পরিচালনার কর্মজীবন শুরু করেন "তুমি আমি সে" নাটকের মধ্য দিয়ে। এরপর থেকে তিনি অর্ধ শতাধিকেরও বেশি নাটক নির্মাণ করেন। তার বেশ কয়েকটি নাটক জনপ্রিয় এবং ব্যবসা সফল নাটক হিসেবে পরিচিতি লাভ করে। তার মধ্যে বড় ছেলে ও মিঃ এন্ড মিসেস বেশ সাড়া ফেলেছে। তিনি মূলত তার নাটকের মাধ্যমে ভালোবাসার প্রতিচ্ছবি এবং মধ্যবিত্ত পরিবারের অবস্থা ইত্যাদি দর্শকদের মাঝে তুলে ধরেন।

নাটকের তালিকা

[সম্পাদনা]
  • তুমি আমারই
  • বড় ছেলে[]
  • রেশ
  • ব্যাচ ২৭
  • ব্যাচ ২৭ লাস্ট পেজ
  • গল্পগুলো আমাদের
  • ভালো থাকিস বাবা
  • সংসার
  • মিঃ এন্ড মিসেস্
  • প্রেম আমার
  • ফ্যান পেজ
  • তাই তোমাকে
  • কাপোল
  • ঠিকানা
  • সেই ছেলেটা
  • সেই মেয়েটা
  • অপেক্ষার শেষ দিনে
  • তুমি আমি সে
  • প্রেম তুমি
  • কথোপকথন
  • আমার গল্পে তুমি
  • এতোটা ভালবাসি
  • এখনো আমি
  • ইন এ রিলেশনশিপ
  • অ্যাংরি বার্ড
  • টুয়েন্টি ওয়ান টু এইট
  • উৎসর্গ
  • শুভরাত্রী (টিভি ধারাবাহিক)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ভালোবাসার গল্প বলা এক তরুণ - বাংলা ট্রিবিউন[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Nisho and Mehazabien again"Nisho and Mehazabien again | theindependentbd.com। সংগ্রহের তারিখ ২০১৯-০২-০৯ 
  3. Nation, The New। "Aryan gets 'Silver Play Button' from Youtube"The New Nation (ইংরেজি ভাষায়)। ২০২০-০৭-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০২-০৯ 
  4. "Boro Chele Becomes One of the Most Watched Bangladeshi Telefilms in YouTube"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৯-২৩। সংগ্রহের তারিখ ২০১৯-০২-০৯