তারকাঁটা
তারকাঁটা | |
---|---|
![]() | |
পরিচালক | মুহাম্মদ মোস্তফা কামাল রাজ |
প্রযোজক | শুকলা বানিক |
রচয়িতা | মুহাম্মদ মোস্তফা কামাল রাজ |
শ্রেষ্ঠাংশে | আরেফিন শুভ বিদ্যা সিনহা সাহা মীম মৌসুমী |
সুরকার | আরেফিন রুমি |
প্রযোজনা কোম্পানি | পিং পং এন্টারটেইনমেন্ট |
পরিবেশক | জাজ মাল্টিমিডিয়া |
মুক্তি | মে ২০১৪ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | ৳ ৩৫ লাখ |
তারকাঁটা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ২০১৪ সালের বাংলাদেশী মারপিঠধর্মী অপরাধমূলক চলচ্চিত্র। আরেফিন শুভ, বিদ্যা সিনহা সাহা মীম এবং মৌসুমী এই চলচ্চিত্রে মূল ভূমিকায় আছে। শুকলা বানিক এই চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন এবং জাজ মাল্টিমিডিয়া পরিবেশনা করছে।[১] তারকাঁটার প্রথম এক মিনিট প্রমো ২০১৪ সালের ১২ই এপ্রিল প্রকাশিত হয় বসুন্ধরা ষ্টার সিনেপ্লেক্সে।[তথ্যসূত্র প্রয়োজন] এটি মুহাম্মদ মোস্তফা কামাল রাজের তৃতীয় চলচ্চিত্র।[২]
অভিনয়[সম্পাদনা]
- আরিফিন শুভ - ইব্রাহিম[৩]
- বিদ্যা সিনহা সাহা মীম - চাঁদ
- আরিফা পারভীন মৌসুমী
- লুবাবা দিয়া
- ফারুক আহমেদ - আসলাম শেখ
- ডা: এজাজুল ইসলাম - মুসা রাজ
- আহমেদ শরীফ
- কচি খন্দকার
- হাসান মাসুদ
- মো: নাজিম উদ্দিন রাজু
সঙ্গীত[সম্পাদনা]
তারকাঁটা | |
---|---|
![]() | |
লিজা, দিলশাদ নাহার কনা, পারভেজ, সুনিধি চৌহান, মমতা শর্মা, পালক মুছ্হাল, পূজা, নাওমি, বেবি নাজনীন, আরিফিন রুমি কর্তৃক চলচ্চিত্রের গান | |
মুক্তির তারিখ | ১০ ফেব্রুয়ারি ২০১৪ |
শব্দধারণের সময় | ২০১৪ |
ঘরানা | চলচ্চিত্রের গান |
সঙ্গীত প্রকাশনী | লেসার ভিশন |
প্রযোজক | পিং পং এন্টারটেইনমেন্ট |
তারকাঁটার সঙ্গীত আরেফিন রুমি কর্তৃক প্রযোজিত এবং লেজার ভিশন থেকে প্রকাশিত হয়েছিল।[৪]
গানের নাম | গায়ক |
---|---|
০১. তারকাঁটা | দিলশাদ নাহার কনা, পারভেজ |
০২. বন্ধন | সুনিধি চৌহান |
০৩.ঘাগরা | মমতা শর্মা |
০৪. জলসা ঘর | পালক মুছ্হাল |
০৫. আমি তুমি | আরেফিন রুমি, পূজা |
০৬. তুমিহীনা | আরেফিন রুমি, নাওমি |
০৭.নয়ন মনি | আরেফিন রুমি, বেবি নাজনীন |
০৮. তুমিহীনা (রিপরাইস) | লিজা, আরেফিন রুমি |
০৯. জলসা ঘর (সংস্করণ ২) | আরেফিন রুমি |
১০. বন্ধন (মেইল সংস্করণ) | আরেফিন রুমি |
১১. তুমিহীনা (সংস্করণ ৩) | আরেফিন রুমি |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ‘তারকাঁটা’য় মৌসুমী, শুভ ও মীম ['Tarkata' Moushumi, Shuvo, and Mim]। Prothom Alo। ২৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৪।
- ↑ তারকাঁটা’য় মমতা শর্মা [Tarkata Mamta Sharma]। Daily Manab Zamin। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৪।
- ↑ তারকাঁটায় আরফিন শুভ [Tarkata Arefin Shuvo]। Dhaka Times 24। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৪।
- ↑ বিশ্বজিৎকে নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। banglanews24। ২৬ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৪।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- ইন্টারনেট মুভি ডেটাবেজে তারকাঁটা (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে তারকাঁটা