দ্য বেস্ট ফিফা ফুটবল পুরস্কার ২০১৮

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দ্য বেস্ট ফিফা ফুটবল পুরস্কার ২০১৮
তারিখ২৪ সেপ্টেম্বর ২০১৮ (2018-09-24)
অবস্থানরয়াল ফেস্টিভাল হল, লন্ডন, ইংল্যান্ড
পুরস্কারদাতাফিফা
উপস্থাপকইদ্রিস এলবা
সারাংশ
দ্য বেস্ট ফিফা পুরুষ খেলোয়াড়ক্রোয়েশিয়া লুকা মদরিচ
দ্য বেস্ট ফিফা নারী খেলোয়াড়ব্রাজিল মার্তা
দ্য বেস্ট ফিফা পুরুষ কোচফ্রান্স দিদিয়ে দেশঁ
দ্য বেস্ট ফিফা নারী কোচফ্রান্স রেনালদ পেদ্রো
দ্য বেস্ট ফিফা গোলরক্ষকবেলজিয়াম থিবো কোর্তোয়া
ওয়েবসাইটfifa.com

দ্য বেস্ট ফিফা ফুটবল পুরস্কার ২০১৮ হল ফিফা কর্তৃক প্রদানকৃত বার্ষিক পুরস্কার অনুষ্ঠান। এটি ২০১৮ সালের ২৩শে সেপ্টেম্বর ইংল্যান্ডের লন্ডনের রয়াল ফেস্টিভাল হলে অনুষ্ঠিত হয়েছে।[১] ২০১৮ সালের ৪ঠা জুলাই তারিখে, এই পুরস্কারের নির্বাচক প্যানেল ঘোষণা করা হয়েছিল।[২]

বিজয়ী এবং মনোনীত[সম্পাদনা]

দ্য বেস্ট ফিফা পুরুষ খেলোয়াড়[সম্পাদনা]

২০১৮ সালের ২৪শে জুলাই তারিখে, এই পুরস্কারের জন্য ১০ খেলোয়াড়ের বাছাই তালিকা প্রকাশ করা হয়। ২০১৮ সালের ৩রা সেপ্টেম্বর তারিখে, শীর্ষ ৩ খেলোয়াড়ের নাম প্রকাশ করা হয়।[৩]

লুকা মদরিচ ২৯% ভোট পেয়ে এই পুরস্কারটি জয়লাভ করেছেন।[৪][৫][৬]

এই বছরের সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচনের মানদণ্ড ছিল: ২০১৭ সালের ৩রা জুলাই হতে ২০১৮ সালের ১৫ই জুলাই পর্যন্ত প্রত্যেক খেলোয়াড়ের নিজ নিজ অর্জন।

ক্রম খেলোয়াড় যে ক্লাবের হয়ে খেলেছে জাতীয় দল শতাংশ
চূড়ান্ত খেলোয়াড়
লুকা মদরিচ স্পেন রিয়াল মাদ্রিদ  ক্রোয়েশিয়া ২৯.০৫%
ক্রিস্তিয়ানো রোনালদো স্পেন রিয়াল মাদ্রিদ  পর্তুগাল ১৯.০৮%
মোহাম্মদ সালাহ ইংল্যান্ড লিভারপুল  মিশর ১১.২৩%
অন্যান্য পদপ্রার্থী
কিলিয়ান এমবাপে ফ্রান্স পারি সাঁ-জেরমাঁ  ফ্রান্স ১০.৫২%
লিওনেল মেসি স্পেন বার্সেলোনা  আর্জেন্টিনা ৯.৮১%
অঁতোয়ান গ্রিয়েজমান স্পেন আতলেতিকো মাদ্রিদ  ফ্রান্স ৬.৬৯%
এদেন আজার ইংল্যান্ড চেলসি  বেলজিয়াম ৫.৬৫%
কেভিন ডি ব্রুইন ইংল্যান্ড ম্যানচেস্টার সিটি  বেলজিয়াম ৩.৫৪%
রাফায়েল ভারান স্পেন রিয়াল মাদ্রিদ  ফ্রান্স ৩.৪৫%
১০ হ্যারি কেন ইংল্যান্ড টটেনহ্যাম হটস্পার  ইংল্যান্ড ০.৯৮%
নির্বাচক[২]

দ্য বেস্ট ফিফা গোলরক্ষক[সম্পাদনা]

২০১৮ সালের ৩রা সেপ্টেম্বর তারিখে, শীর্ষ ৩ খেলোয়াড়ের নাম প্রকাশ করা হয়।[৭]

ক্রম খেলোয়াড় যে ক্লাবের হয়ে খেলেছে জাতীয় দল শতাংশ
চূড়ান্ত খেলোয়াড়
থিবো কোর্তোয়া  বেলজিয়াম ৫৯.৬০%
উগো লরিস ইংল্যান্ড টটেনহ্যাম হটস্পার  ফ্রান্স ৩০.৩০%
কাসবা স্মাইকেল ইংল্যান্ড লেস্টার সিটি  ডেনমার্ক ১১.১০%
নির্বাচক[২]

দ্য বেস্ট ফিফা পুরুষ কোচ[সম্পাদনা]

২০১৮ সালের ২৪শে জুলাই তারিখে, এই পুরস্কারের জন্য ১১ জন কোচের বাছাই তালিকা প্রকাশ করা হয়।[৮] ২০১৮ সালের ৩রা সেপ্টেম্বর তারিখে, শীর্ষ ৩ কোচের নাম প্রকাশ করা হয়।[৯]

দিদিয়ে দেশঁ ৩১% ভোট পেয়ে এই পুরস্কারটি জয়লাভ করেছেন।[৪][৫][১০]

ক্রম খেলোয়াড় যে দলের কোচ ছিলেন শতাংশ
চূড়ান্ত কোচ
ফ্রান্স দিদিয়ে দেশঁ  ফ্রান্স ৩০.৫২%
ফ্রান্স জিনেদিন জিদান স্পেন রিয়াল মাদ্রিদ ২৫.৭৪%
ক্রোয়েশিয়া জ্লাৎকো দালিচ  ক্রোয়েশিয়া ১১.৮১%
অন্যান্য পদপ্রার্থী
স্পেন পেপ গার্দিওলা ইংল্যান্ড ম্যানচেস্টার সিটি ১১.৪৬%
জার্মানি ইয়ুর্গেন ক্লপ ইংল্যান্ড লিভারপুল ৭.১৮%
আর্জেন্টিনা দিয়েগো সিমেওনে স্পেন আতলেতিকো মাদ্রিদ ৩.২৩%
স্পেন রবের্তো মার্তিনেস  বেলজিয়াম ২.৬১%
স্পেন এর্নেস্তো ভালভেরদে স্পেন বার্সেলোনা ২.৩৯%
রাশিয়া স্তানিস্লাভ চেরচেশভ  রাশিয়া ২.১৪%
১০ ইংল্যান্ড গ্যারেথ সাউথগেট  ইংল্যান্ড ১.৫৭%
১১ ইতালি মাসিমিলিয়ানো আল্লেগ্রি ইতালি ইয়ুভেন্তুস ১.৩৫%
নির্বাচক[২]

দ্য বেস্ট ফিফা নারী খেলোয়াড়[সম্পাদনা]

২০১৮ সালের ৩রা জুলাই তারিখে, এই পুরস্কারের জন্য ১০ জন খেলোয়াড়ের বাছাই তালিকা প্রকাশ করা হয়।[১১] একই দিনে, শীর্ষ ৩ খেলোয়াড়ের নামও প্রকাশ করা হয়।[১২]

মার্তা ১৫% ভোট পেয়ে এই পুরস্কারটি জয়লাভ করেছেন।[৪][৫][১৩]

ক্রম খেলোয়াড় যে ক্লাবের হয়ে খেলেছে জাতীয় দল শতাংশ
চূড়ান্ত খেলোয়াড়
মার্তা মার্কিন যুক্তরাষ্ট্র অরল্যান্ডো প্রাইড  ব্রাজিল ১৪.৭৩%
জেনিফের মারোজান ফ্রান্স লিঁও  জার্মানি ১২.৮৬%
আদা হেগারবর্গ ফ্রান্স লিঁও  নরওয়ে ১২.৬০%
অন্যান্য পদপ্রার্থী
মেগান রাপিনু মার্কিন যুক্তরাষ্ট্র সিয়াটল রেইন  মার্কিন যুক্তরাষ্ট্র ১১.৬৪%
পের্নিল হার্ডার জার্মানি ভিএফএল উলফসবুর্গ  ডেনমার্ক ১০.০৮%
লুসি ব্রোঞ্জ ফ্রান্স লিঁও  ইংল্যান্ড 8.65%
আমান্দিন এনরি ফ্রান্স লিঁও  ফ্রান্স ৮.১১%
ওয়েন্দি রেনার ফ্রান্স লিঁও  ফ্রান্স ৭.৮৯%
সামান্থা কের মার্কিন যুক্তরাষ্ট্র স্কাই ব্লু  অস্ট্রেলিয়া ৬.৭৮%
১০ সাকি কুমাগাই ফ্রান্স লিঁও  জাপান ৬.৬৬%
নির্বাচক[২]

দ্য বেস্ট ফিফা নারী কোচ[সম্পাদনা]

২০১৮ সালের ২৪শে জুলাই তারিখে, এই পুরস্কারের জন্য ১০ জন কোচের বাছাই তালিকা প্রকাশ করা হয়।[১৪] ২০১৮ সালের ৩রা সেপ্টেম্বর তারিখে, শীর্ষ ৩ কোচের নাম প্রকাশ করা হয়।[১৫]

রেনালদ পেদ্রো ২৩% ভোট পেয়ে এই পুরস্কারটি জয়লাভ করেছেন।[৪][৫][১৬]

ক্রম খেলোয়াড় জাতীয় দল শতাংশ
চূড়ান্ত খেলোয়াড়
ফ্রান্স রেনালদ পেদ্রো ফ্রান্স লিঁও ২৩.১৫%
নেদারল্যান্ডস সারিনা উইয়েগমান  নেদারল্যান্ডস ১৫.৩১%
জাপান আসাকো তাকাকুরা  জাপান ১২.৮০%
অন্যান্য পদপ্রার্থী
ইংল্যান্ড এমা হায়েস ইংল্যান্ড চেলসি ১০.৭৩%
জার্মানি স্টেফান লের্চ জার্মানি ভিএফএল উলফসবুর্গ ৯.২১%
জার্মানি মার্টিনা ভোস-টেকলেনবুর্গ   সুইজারল্যান্ড ৭.৪২%
ব্রাজিল ভাদাঁও  ব্রাজিল ৬.৬৬%
স্পেন হোর্হে ভিলদা  স্পেন ৫.৯৩%
ইংল্যান্ড মার্ক পারসনস মার্কিন যুক্তরাষ্ট্র পোর্টল্যান্ড থর্ন্স ৫.০৪%
১০ অস্ট্রেলিয়া অ্যালেন স্টায়চিচ  অস্ট্রেলিয়া ৩.৭৫%
নির্বাচক[২]

ফিফা ফেয়ার প্লে পুরস্কার[সম্পাদনা]

বিজয়ী কারণ
জার্মানি লেনার্ট টাই লিউকিমিয়ায় আক্রান্ত এক রোগীকে মাতৃকোষ দান করার জন্য একটি ইরেদিভিসি ম্যাচে অনুপস্থিত ছিলেন।

ফিফা পুসকাস পুরস্কার[সম্পাদনা]

২০১৮ সালের ৩রা জুলাই তারিখে, এই পুরস্কারের জন্য একটি বাছাই তালিকা প্রকাশ করা হয়।[১৭]

মোহাম্মদ সালাহ ৩৮% ভোট পেয়ে এই পুরস্কারটি জয়লাভ করেছেন।[৪][১৮]

ক্রম খেলোয়াড় ম্যাচ প্রতিযোগিতা তারিখ শতাংশ
চূড়ান্ত খেলোয়াড়
মিশর মোহাম্মদ সালাহ লিভারপুলএভার্টন ২০১৭–১৮ প্রিমিয়ার লীগ ১০ ডিসেম্বর ২০১৭ ৩৮%
পর্তুগাল ক্রিস্তিয়ানো রোনালদো ইয়ুভেন্তুসরিয়াল মাদ্রিদ ২০১৭–১৮ উয়েফা চ্যাম্পিয়নস লীগ ৩ এপ্রিল ২০১৮ ২২%
উরুগুয়ে জর্জিয়ান দে আরাস্কায়েতা ক্রুজেইরোআমেরিকা মিনেইরো ২০১৮ কাম্পিওনাতো মিনেইরো ৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৭%
অন্যান্য পদপ্রার্থী
ওয়েলস গ্যারেথ বেল রিয়াল মাদ্রিদলিভারপুল ২০১৭–১৮ উয়েফা চ্যাম্পিয়নস লীগ ২৬ মে ২০১৮ ২৩%
রাশিয়া দেনিস চেরিশেভ রাশিয়াক্রোয়েশিয়া ২০১৮ ফিফা বিশ্বকাপ ৭ জুলাই ২০১৮
গ্রিস লাজারোস ক্রিস্টোদুলোপুলোস এইকে এথেন্সঅলিম্পিয়াকোস ২০১৭–১৮ সুপারলীগ গ্রিস ২৪ সেপ্টেম্বর ২০১৭
অস্ট্রেলিয়া রাইলি ম্যাকগ্রি নিউক্যাসেল জেটসমেলবোর্ন সিটি ২০১৭–১৮ এ-লীগ ২৭ এপ্রিল ২০১৮
আর্জেন্টিনা লিওনেল মেসি নাইজেরিয়াআর্জেন্টিনা ২০১৮ ফিফা বিশ্বকাপ ২৬ জুন ২০১৮
ফ্রান্স বঁজামাঁ পাভার ফ্রান্সআর্জেন্টিনা ২০১৮ ফিফা বিশ্বকাপ ৩০ জুন ২০১৮
পর্তুগাল রিকার্দো কুয়ারেজমা ইরানপর্তুগাল ২০১৮ ফিফা বিশ্বকাপ ২৫ জুন ২০১৮
নির্বাচক[২]

ফিফা ফ্যান পুরস্কার[সম্পাদনা]

২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের জুলাই পর্যন্ত ভক্তদের সেরা মুহূর্তকে উদযাপনের স্বরূপ হিসেবে এই পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কারের জন্য প্রাধান্য, লিঙ্গ এবং জাতীয়তা উপেক্ষা করা হয়।

২০১৮ সালের ৩রা সেপ্টেম্বর তারিখে, এই পুরস্কারের জন্য ৩ দল অথবা ব্যক্তির বাছাই তালিকা প্রকাশ করা হয়।[১৯]

পেরুর ভক্তগণ ৭৪% ভোট পেয়ে এই পুরস্কারটি জয়লাভ করেছে।[৪][১৮]

ক্রম ভক্ত(গণ) ম্যাচ প্রতিযোগিতা তারিখ শতাংশ
পেরুর ভক্তগণ বিভিন্ন ২০১৮ ফিফা বিশ্বকাপ জুন ২০১৮ ৭৪%
সেবাস্তিয়ান কারেরা ককিম্বো উনিদোদেপোর্তেস পুয়ের্তো মন্ত ২০১৭ প্রিমেরা বি দে চিলি ২২ অক্টোবর ২০১৭ ১৯%
জাপান এবং সেনেগালের ভক্তগণ বিভিন্ন ২০১৮ ফিফা বিশ্বকাপ জুন ২০১৮ ৭%
নির্বাচক

ফিফা ফিফপ্রো বিশ্ব একাদশ[সম্পাদনা]

বিশ্ব একাদশের জন্য ২০১৮ সালের ১০ই সেপ্টেম্বর তারিখে ৫৫ জন খেলোয়াড়ের একটি বাছাই তালিকা প্রকাশ করা হয়।[২০]

গোলরক্ষক হিসেবে ডেভিড দে গিয়া, রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে দানি আলভেস, রাফায়েল ভারান, সার্জিও রামোসমার্সেলো, মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে লুকা মদরিচ, এনগোলো কঁতেএদেন আজার এবং আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে কিলিয়ান এমবাপে, লিওনেল মেসিক্রিস্তিয়ানো রোনালদো এবারের বিশ্ব একাদশে স্থান পেয়েছেন।[২১]

খেলোয়াড় ক্লাব(সমূহ)
গোলরক্ষক
স্পেন ডেভিড দে গিয়া ইংল্যান্ড ম্যানচেস্টার ইউনাইটেড
রক্ষণভাগের খেলোয়াড়
ব্রাজিল দানি আলভেস ফ্রান্স পারি সাঁ-জেরমাঁ
ফ্রান্স রাফায়েল ভারান স্পেন রিয়াল মাদ্রিদ
স্পেন সার্জিও রামোস স্পেন রিয়াল মাদ্রিদ
ব্রাজিল মার্সেলো স্পেন রিয়াল মাদ্রিদ
মধ্যমাঠের খেলোয়াড়
ক্রোয়েশিয়া লুকা মদরিচ স্পেন রিয়াল মাদ্রিদ
ফ্রান্স এনগোলো কঁতে ইংল্যান্ড চেলসি
বেলজিয়াম এদেন আজার ইংল্যান্ড চেলসি
আক্রমণভাগের খেলোয়াড়
ফ্রান্স কিলিয়ান এমবাপে ফ্রান্স পারি সাঁ-জেরমাঁ
আর্জেন্টিনা লিওনেল মেসি স্পেন বার্সেলোনা
পর্তুগাল ক্রিস্তিয়ানো রোনালদো স্পেন রিয়াল মাদ্রিদ

দ্বিতীয় দল[সম্পাদনা]

গোলরক্ষক হিসেবে থিবো কোর্তোয়া, রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে দানি কারভাহাল, কাইল ওয়াকার, থিয়াগো সিলভাস্যামুয়েল উমতিতি, মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে টনি ক্রুস, পল পগবাকেভিন ডি ব্রুইন এবং আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে মোহাম্মদ সালাহ, হ্যারি কেননেইমার এবারের ফিফপ্রোর দ্বিতীয় দলে স্থান পেয়েছেন।[২২]

খেলোয়াড় ক্লাব(সমূহ)
গোলরক্ষক
বেলজিয়াম থিবো কোর্তোয়া ইংল্যান্ড চেলসি
মধ্যমাঠের খেলোয়াড়
স্পেন দানি কারভাহাল স্পেন রিয়াল মাদ্রিদ
ইংল্যান্ড কাইল ওয়াকার ইংল্যান্ড ম্যানচেস্টার সিটি
ব্রাজিল থিয়াগো সিলভা ফ্রান্স পারি সাঁ-জেরমাঁ
ফ্রান্স স্যামুয়েল উমতিতি স্পেন বার্সেলোনা
মধ্যমাঠের খেলোয়াড়
জার্মানি টনি ক্রুস স্পেন রিয়াল মাদ্রিদ
ফ্রান্স পল পগবা ইংল্যান্ড ম্যানচেস্টার ইউনাইটেড
বেলজিয়াম কেভিন ডি ব্রুইন ইংল্যান্ড ম্যানচেস্টার সিটি
আক্রমণভাগের খেলোয়াড়
ইংল্যান্ড হ্যারি কেন ইংল্যান্ড টটেনহ্যাম হটস্পার
ব্রাজিল নেইমার ফ্রান্স পারি সাঁ-জেরমাঁ
মিশর মোহাম্মদ সালাহ ইংল্যান্ড লিভারপুল

তৃতীয় দল[সম্পাদনা]

গোলরক্ষক হিসেবে কেইলর নাভাস, রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে জশুয়া কিমিচ, হেরার্দ পিকে, দিয়েগো গোদিনজর্দি আলবা, মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে ইভান রাকিতিচ, ইস্কোআন্দ্রেস ইনিয়েস্তা এবং আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে অঁতোয়ান গ্রিয়েজমান, রোমেলু লুকাকুলুইস সুয়ারেজ এবারের ফিফপ্রোর তৃতীয় দলে স্থান পেয়েছেন।[২২]

খেলোয়াড় ক্লাব(সমূহ)
গোলরক্ষক
কোস্টা রিকা কেইলর নাভাস স্পেন রিয়াল মাদ্রিদ
রক্ষণভাগের খেলোয়াড়
জার্মানি জশুয়া কিমিচ জার্মানি বায়ার্ন মিউনিখ
স্পেন হেরার্দ পিকে স্পেন বার্সেলোনা
উরুগুয়ে দিয়েগো গোদিন স্পেন আতলেতিকো মাদ্রিদ
স্পেন জর্দি আলবা স্পেন বার্সেলোনা
মধ্যমাঠের খেলোয়াড়
ক্রোয়েশিয়া ইভান রাকিতিচ স্পেন বার্সেলোনা
স্পেন ইস্কো স্পেন রিয়াল মাদ্রিদ
স্পেন আন্দ্রেস ইনিয়েস্তা
আক্রমণভাগের খেলোয়াড়
ফ্রান্স অঁতোয়ান গ্রিয়েজমান স্পেন আতলেতিকো মাদ্রিদ
বেলজিয়াম রোমেলু লুকাকু ইংল্যান্ড ম্যানচেস্টার ইউনাইটেড
উরুগুয়ে লুইস সুয়ারেজ স্পেন বার্সেলোনা

চতুর্থ দল[সম্পাদনা]

গোলরক্ষক হিসেবে জিয়ানলুইজি বুফন, রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে বঁজামাঁ পাভার, কিরান ট্রিপিয়ার, জর্জ কিয়েল্লিনিদেজান লোভ্রেন, মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে সার্হিও বুস্কেৎস্, কাজিমিরোফিলিপি কৌতিনিউ এবং আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে সাদিও মানে, এদিনসন কাভানিপাওলো দিবালা এবারের ফিফপ্রোর চতুর্থ দলে স্থান পেয়েছেন।[২২]

খেলোয়াড় ক্লাব(সমূহ)
গোলরক্ষক
ইতালি জিয়ানলুইজি বুফন ইতালি ইয়ুভেন্তুস
রক্ষণভাগের খেলোয়াড়
ফ্রান্স বঁজামাঁ পাভার জার্মানি ভিএফবি স্টুটগার্ট
ইংল্যান্ড কিরান ট্রিপিয়ার ইংল্যান্ড টটেনহ্যাম হটস্পার
ইতালি জর্জ কিয়েল্লিনি ইতালি ইয়ুভেন্তুস
ক্রোয়েশিয়া দেজান লোভ্রেন ইংল্যান্ড লিভারপুল
মধ্যমাঠের খেলোয়াড়
স্পেন সার্হিও বুস্কেৎস্ স্পেন বার্সেলোনা
ব্রাজিল কাজিমিরো স্পেন রিয়াল মাদ্রিদ
ব্রাজিল ফিলিপি কৌতিনিউ
আক্রমণভাগের খেলোয়াড়
সেনেগাল সাদিও মানে ইংল্যান্ড লিভারপুল
উরুগুয়ে এদিনসন কাভানি ফ্রান্স পারি সাঁ-জেরমাঁ
আর্জেন্টিনা পাওলো দিবালা ইতালি ইয়ুভেন্তুস

পঞ্চম দল[সম্পাদনা]

গোলরক্ষক হিসেবে মার্ক-আন্দ্রে টের স্টেগেন, রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে শিমে ভারসালিকো, ভার্জিল ভ্যান ডেইক, ম্যাটস হুমেলসইয়েরি মিনা, মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে আরতুরো ভিদাল, নেমানিয়া মাতিচডেভিড সিলভা এবং আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে করিম বেনজেমা, রবার্ত লেভানদোস্কিমারিও মাঞ্জুকিচ এবারের ফিফপ্রোর পঞ্চম দলে স্থান পেয়েছেন।[২২]

খেলোয়াড় ক্লাব(সমূহ)
গোলরক্ষক
জার্মানি মার্ক-আন্দ্রে টের স্টেগেন স্পেন বার্সেলোনা
রক্ষণভাগের খেলোয়াড়
ক্রোয়েশিয়া শিমে ভারসালিকো স্পেন আতলেতিকো মাদ্রিদ
নেদারল্যান্ডস ভার্জিল ভ্যান ডেইক
জার্মানি ম্যাটস হুমেলস জার্মানি বায়ার্ন মিউনিখ
কলম্বিয়া ইয়েরি মিনা স্পেন বার্সেলোনা
মধ্যমাঠের খেলোয়াড়
চিলি আরতুরো ভিদাল জার্মানি বায়ার্ন মিউনিখ
সার্বিয়া নেমানিয়া মাতিচ ইংল্যান্ড ম্যানচেস্টার ইউনাইটেড
স্পেন ডেভিড সিলভা ইংল্যান্ড ম্যানচেস্টার সিটি
আক্রমণভাগের খেলোয়াড়
ফ্রান্স করিম বেনজেমা স্পেন রিয়াল মাদ্রিদ
পোল্যান্ড রবার্ত লেভানদোস্কি জার্মানি বায়ার্ন মিউনিখ
ক্রোয়েশিয়া মারিও মাঞ্জুকিচ ইতালি ইয়ুভেন্তুস

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The Best FIFA Football Awards™ - News - The Best back in London - FIFA.com"www.fifa.com। ৩১ মে ২০১৮। ৪ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৮ 
  2. "The Best FIFA Football Awards™ - News - Stars join The Best 2018 judging panels - FIFA.com"www.fifa.com। ৪ জুলাই ২০১৮। ৪ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৮ 
  3. FIFA.com। "The Best FIFA Football Awards™ - FIFA.com"www.fifa.com (ইংরেজি ভাষায়)। ২০২১-০১-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-২৪ 
  4. "Modric, Marta Crowned The Best in London"FIFA.com। Fédération Internationale de Football Association। ২৪ সেপ্টেম্বর ২০১৮। ২০ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৮ 
  5. "FIFA Football Awards 2018 – Voting Results" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ২৪ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৮ 
  6. "The Best FIFA Men's Player 2018 – Voting Breakdown" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ২৪ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৮ 
  7. The Best FIFA Goalkeeper ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে FIFA.com
  8. "The Best FIFA Football Awards™ - FIFA.com"www.fifa.com। ২৪ জুলাই ২০১৮। ২৫ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৮ 
  9. The Best FIFA Men's Coach ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ জুলাই ২০১৮ তারিখে FIFA.com
  10. "The Best FIFA Men's Coach 2018 – Voting Breakdown" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ২৪ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৮ 
  11. FIFA.com। "The Best FIFA Football Awards™ - FIFA.com"www.fifa.com (ইংরেজি ভাষায়)। ২০২০-১২-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-২৪ 
  12. The Best FIFA Women's Player ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ ডিসেম্বর ২০২০ তারিখে FIFA.com
  13. "The Best FIFA Women's Player 2018 – Voting Breakdown" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ২৪ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৮ 
  14. "The Best FIFA Football Awards™ - FIFA.com"www.fifa.com। ২৪ জুলাই ২০১৮। ১৭ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৮ 
  15. The Best FIFA Women's Coach ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ ডিসেম্বর ২০২০ তারিখে FIFA.com
  16. "The Best FIFA Women's Coach 2018 – Voting Breakdown" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ২৪ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৮ 
  17. FIFA Puskás Award ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ ডিসেম্বর ২০২০ তারিখে FIFA.com
  18. "Puskás and Fan Awards 2018 Full Results" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ২৪ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৮ 
  19. FIFA Fan Award ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ জানুয়ারি ২০১৭ তারিখে FIFA.com
  20. "WORLD CUP WINNERS AMONG MOST VOTED PLAYERS"FIFPro World Players' Union। ১০ সেপ্টেম্বর ২০১৮। ১০ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৮ 
  21. "DE GEA, KANTE AND MBAPPE IN WORLD 11"FIFPro World Players' Union। ২৪ সেপ্টেম্বর ২০১৮। ২৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৮ 
  22. "WORLD 11: THE RESERVE TEAMS FOR 2017-18"FIFPro World Players' Union। ২৪ সেপ্টেম্বর ২০১৮। ২৬ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:ফিফা বর্ষসেরা গোলরক্ষক টেমপ্লেট:ফিফা বর্ষসেরা কোচ টেমপ্লেট:ফিফা বর্ষসেরা নারী কোচ টেমপ্লেট:ফিফা পুসকাস পুরস্কার বিজয়ী