২০১৮ ফিফা বিশ্বকাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৮ ফিফা বিশ্বকাপ
Чемпионат мира по футболу 2018
চিম্অতক্রিটিয়ে এরিনাপিওনাত মির‍্য প্য ফুতবোলু দ্‌ভি তিসিচি ভ্যসিম নাৎস্যত[১]
২০১৮ ফিফা বিশ্বকাপের প্রতীক
বিবরণ
স্বাগতিক দেশরাশিয়া
তারিখ১৪ জুন - ১৫ জুলাই
দল৩২ (৫টি কনফেডারেশন থেকে)
মাঠ১২ (১১টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন ফ্রান্স (২য় শিরোপা)
রানার-আপ ক্রোয়েশিয়া
তৃতীয় স্থান বেলজিয়াম
চতুর্থ স্থান ইংল্যান্ড
পরিসংখ্যান
ম্যাচ৬৪
গোল সংখ্যা১৬৯ (ম্যাচ প্রতি ২.৬৪টি)
দর্শক সংখ্যা৩০,৩১,৭৬৮ (ম্যাচ প্রতি ৪৭,৩৭১ জন)
শীর্ষ গোলদাতাইংল্যান্ড হ্যারি কেন (৬ গোল)
সেরা খেলোয়াড়ক্রোয়েশিয়া লুকা মদ্রিচ
সেরা যুব খেলোয়াড়ফ্রান্স কিলিয়ান এমবাপে
সেরা গোলরক্ষকবেলজিয়াম থিবো কোর্তোয়া
ফেয়ার প্লে পুরস্কার স্পেন[২]
২০২২‌ →
সর্বশেষ হালনাগাদ: ১৫ জুলাই ২০১৮

২০১৮ ফিফা বিশ্বকাপ (রুশ: Чемпионат мира по футболу 2018; চিম্পিওনাত মির‍্য প্য ফুতবোলু দ্‌ভি তিসিচি ভ্যসিম নাৎস্যত) ছিল চতুর্বার্ষিক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপের ২১তম আসরের চূড়ান্ত পর্ব, যাতে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা-র অন্তর্ভুক্ত ৩২টি জাতীয় ফুটবল দল (পুরুষ) প্রতিদ্বন্দ্বিতা করেছে। প্রতিযোগিতাটি রাশিয়ায় ১৪ই জুন হতে ১৫ই জুলাই ২০১৮ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।[৩] এর আগে ২রা ডিসেম্বর ২০১০ তারিখে অনুষ্ঠিত এক নিলামের মাধ্যমে রাশিয়াকে স্বাগতিক রাষ্ট্র হিসেবে নির্বাচন করা হয়।

চূড়ান্ত পর্বে যে ৩২টি জাতীয় ফুটবল দল খেলেছে, তাদের মধ্যে রাশিয়ার জাতীয় ফুটবল দল আয়োজক রাষ্ট্রের দল হিসেবে সরাসরি খেলার সুযোগ পেয়েছে। বাকি ৩১টি জাতীয় দল বাছাইপর্বের প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে খেলতে এসেছে। এই ৩২টি দলের মধ্যে ২০টি দল পূর্ববর্তী ২০১৪ ফিফা বিশ্বকাপেও অংশগ্রহণ করেছিল, যাদের মধ্যে সাবেক বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানি অন্যতম। অন্যদিকে আইসল্যান্ড এবং পানামা এই বিশ্বকাপে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ করেছে।

২০১৮ ফিফা বিশ্বকাপটি ছিল প্রথমবারের মত পূর্ব ইউরোপে অনুষ্ঠিত বিশ্বকাপ। জার্মানিতে অনুষ্ঠিত ২০০৬ ফিফা বিশ্বকাপের ১০ বছর পর যা আবার ইউরোপে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে; এটি হচ্ছে ইউরোপে অনুষ্ঠিত ১১তম বিশ্বকাপ।

খেলোয়াড়দের ভ্রমণের সময় বাঁচানোর জন্য কেবল রাশিয়ার ইউরোপীয় অংশে অবস্থিত বিভিন্ন স্টেডিয়ামে ফুটবল খেলাগুলি অনুষ্ঠিত হয়েছে। রাশিয়ার ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে সর্বমোট ৬৪টি ম্যাচ আয়োজন করা হয়েছে। ২০১৮ সালের ১৫ই জুলাই রাশিয়ার রাজধানী মস্কো শহরের লুঝনিকি স্টেডিয়ামে এই আসরের শিরোপা নির্ধারণী খেলাটি অনুষ্ঠিত হয়[৪][৫][৬] ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার মধ্যে। এই ফাইনাল ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ফ্রান্স ৪-২ স্কোরের করার মাধামে তারা তাদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা লাভ করে।

২০১৮ ফিফা বিশ্বকাপের শিরোপা বিজয়ী দল ফ্রান্স ২০২১ সালে অনুষ্ঠিতব্য ফিফা কনফেডারেশন্স কাপের জন্য সরাসরি উত্তীর্ণ হয়েছে।

স্বাগতিক রাষ্ট্র নির্বাচন প্রক্রিয়া[সম্পাদনা]

নিলামে অংশগ্রহণকারী রুশ কর্মকর্তা ২০১৮ সালের বিশ্বকাপে রাশিয়ার স্বাগতিক দেশের কথা ঘোষণাপূর্বক উৎসব পালন করেন।
২০১৭ সালের সেপ্টেম্বর মাসে, মস্কো টুর্নামেন্টের পূর্ব-অনুষ্ঠানে ফিফা বিশ্বকাপ ট্রফি হাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

এই আসরের স্বাগতিক শহর নির্ধারণী প্রক্রিয়া শুরু হয় ২০০৯ সালের জানুয়ারি মাসে, এবং ২ ফেব্রুয়ারি ২০০৯ হতে জাতীয় দলগুলো স্বাগতিক হওয়ার জন্য তাদের আগ্রহ নিবন্ধন করাতে পারে।[৭] প্রাথমিকভাবে, ৯টি দেশ এই আসরের স্বাগতিক হওয়ার জন্য নিলাম প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, কিন্তু পরবর্তীতে মেক্সিকো এই কার্যধারা হতে তাদের নাম প্রত্যাহার করে,[৮] এবং ২০১০ সালের ফেব্রুয়ারিতে ফিফা ইন্দোনেশিয়ার নাম বাতিল করে দেয়, কারণ তাদের সরকার এই নিলামকে সমর্থন প্রদানের চিঠি পাঠাতে ব্যর্থ হয়।[৯] এই নিলামের প্রক্রিয়ায়, ৩টি নন-উয়েফা দেশ (অস্ট্রেলিয়া, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র) ক্রমান্বয়ে এই নিলাম হতে তাদের নাম প্রত্যাহার করে, এবং এতদনুসারে ২০২২ সালের নিলামে উয়েফা দেশগুলোকে বাতিল ঘোষণা করা হয়। অবশেষে এই আসরের নিলামের জন্য মাত্র ৪টি নাম অবশিষ্ট ছিল, তারা হলো: ইংল্যান্ড, রাশিয়া, বেলজিয়াম/নেদারল্যান্ডস এবং পর্তুগাল/স্পেন

২০১০ সালের ২ ডিসেম্বর জুরিখে, ২২ সদস্যবিশিষ্ট ফিফা নির্বাহী পরিষদ সমবেত হয়ে এই নিলামে স্বাগতিক দল ঠিক করে।[১০] উক্ত নিলামে ভোটের দ্বিতীয় পর্বে রাশিয়া জয়লাভ করে এবং এই বিশ্বকাপের আয়োজক হিসেবে নির্বাচিত হয়। এই নিলামে পর্তুগাল/স্পেন দ্বিতীয় স্থান অধিকার করে, এবং বেলজিয়াম/নেদারল্যান্ডস তৃতীয় স্থান অধিকার করে। স্বাগতিক হিসেবে নির্বাচিত হওয়ার পথে ভোটের প্রথম পর্বেই ইংল্যান্ডের স্বপ্ন শেষ হয়ে যায়।[১১]

ভোটের ফলাফল নিম্নরূপ ছিল:[১২]

২০১৮ ফিফা নিলাম প্রক্রিয়া (সংখ্যাগরিষ্ঠ ১২ ভোট)
নিলামে অংশগ্রহণকারী দেশ ভোট
প্রথম-পর্ব দ্বিতীয়-পর্ব
 রাশিয়া ১৩
 পর্তুগাল/ স্পেন
 বেলজিয়াম/ নেদারল্যান্ডস
 ইংল্যান্ড বিদায়

এই প্রক্রিয়াটি সমালোচনার ঊর্ধ্বে ছিল না: রাশিয়ার দলের পক্ষ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ এবং ফিফার দুর্নীতি যেটি বিশেষত ইংরেজ দ্য ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা করা হয়েছিল। এটা তথাকথিত ছিল যে, নির্বাহী কমিটির চার জন সদস্য ইংল্যান্ডের জন্য ভোট করার জন্য ঘুষ নিতে অনুরোধ করেছিলেন, এবং তখন তৎকালীন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার জানান যে, এই নিলামের ভোট গ্রহণের পূর্বে এটা নির্ধারিত হয়ে গিয়েছিল যে রাশিয়া এই নিলামে জয়লাভ করবে।[১৩] মাইকেল জে. গার্সিয়া একটি অভ্যন্তরীণ তদন্ত শেষে ২০১৪ গার্সিয়া রিপোর্ট নামে একটি প্রতিবেদন তৈরি করেন, যেটি ফিফার নৈতিক বিষয়ক বিচারের প্রধান হান্স-জোয়াকিম একার্ট দ্বারা প্রতিসংহৃত হয়ে গিয়েছিল। এই প্রতিবেদনে পরিবর্তে তিনি একটি সংক্ষিপ্ত সারাংশ প্রকাশ করেন। এই প্রতিবেদন প্রকাশে ফিফার অনিচ্ছার কারণে প্রতিবাদী গার্সিয়া হতে নিজেকে প্রত্যাহার করে নেন।[১৪] এই সকল বিতর্কের কারণে, এফএ একার্টের রাশিয়ায় মুক্ত প্রদানকে প্রত্যাখ্যান করে দেয় এবং গ্রেগ ডাইককে এই সম্পূর্ণ ব্যাপারটি পুনরায় তদন্ত করার নির্দেশ প্রদান করে। অন্যদিকে ডেভিড বার্নস্টেইন এই বিশ্বকাপকে বয়কট করার ঘোষণা দেন।[১৫][১৬]

দল[সম্পাদনা]

বাছাইপর্ব[সম্পাদনা]

ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো এবার ফিফার অন্তর্ভুক্ত সকল উপযুক্ত দেশ ২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল। এবারের বাছাইপর্বে ২০৯টি ফিফা সদস্য নিয়েছে, যেখানে আয়োজক দেশ হিসেবে রাশিয়া পূর্বেই তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে, যদিও রাশিয়া বাছাইপর্বে অংশ নিয়েছিল।[১৭] পরবর্তীতে, জিম্বাবুয়ে এবং ইন্দোনেশিয়া তাদের প্রথম ম্যাচ খেলার পূর্বেই বাছাইপর্ব হতে বাতিল হয়ে যায়,[১৮][১৯] অন্যদিকে, বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হওয়ার পর ২০১৬ সালের ১৩ই মে তারিখে ফিফা সদস্যপদ লাভ করে জিব্রাল্টার এবং কসভো; তারাও ইউরোপীয় বাছাইপর্ব শুরুর পূর্বেই এই প্রতিযোগিতায় যোগদান করে।[২০] মহাদেশীয় সংঘ অনুযায়ী এই প্রতিযোগিতায় দলের সংখ্যা বরাদ্দ করা হয়েছে, যেটি ২০১৪ ফিফা বিশ্বকাপের মতোই রয়েছে।[২১][২২] দিলি এবং পূর্ব তিমুরের মধ্যকার ম্যাচের মাধ্যমে ২০১৫ সালের ১২ই মার্চ তারিখে ২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব যাত্রা শুরু করে,[২৩] এবং ২০১৫ সালের ২৫ জুলাই, ১৮:০০ এমএসকে (ইউটিসি+৩) সময়ে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের স্ত্রেলনার কন্সতান্টিনোভস্কি প্রাসাদে প্রধান ড্র অনুষ্ঠিত হয়েছে।[৩][২৪][২৫][২৬]

ড্র[সম্পাদনা]

২০১৮ ফিফা বিশ্বকাপের ড্র ২০১৭ সালের ১ ডিসেম্বর স্টেট ক্রেমলিন প্যালেস, মস্কো, রাশিয়ায় অনুষ্ঠিত হয়।[২৭] এই অনুষ্ঠান প্রতিযোগিতার অংশগ্রহণকারী ৩২ দলের গ্রুপ নির্ধারণ করে। এই দলসমূহকে ফিফা পূর্বেই ভৌগোলিক অবস্থান বিবেচনা করে ৪টি পাত্রে ভাগ করে।

বিশ্বকাপের আগের সংস্করণগুলির তুলনায়, ২০১৭ সালের অক্টোবরে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং অনুযায়ী প্রতিটি জাতীয় দলের পাত্রগুলি নির্ধারণ করা হয়েছিল, পাত্র ১-এ ছিল সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ের দলগুলি, পাত্র ২-এ ছিল পরবর্তী সর্বোচ্চ-র‌্যাঙ্কিং ধারণকারী দলগুলি, এবং এভাবেই চলতে থাকে; আগের সংস্করণে সর্বোচ্চ স্তরের দলগুলোর মধ্যে কেবল একটি পাত্রই র‌্যাঙ্কিংয়ের দ্বারা নির্ধারিত হয়, মহাদেশীয় কনফেডারেশন দ্বারা নির্ধারিত অন্যান্য তিনটি পাত্রের সাথে। আয়োজক দেশকে পাত্র ১-এ রাখা হয় এবং একটি বাছাই দল হিসাবে গণ্য হয়, এই কারণে, আয়োজক রাশিয়া সেরা ৮ দলে না থাকলেও ফিফার বিশ্বকাপ নীতি অনুযায়ী, আয়োজক হওয়ায় প্রথম ৮ দলের পাত্রে স্থান পায় এবং ফিফা র‌্যাঙ্কিং এর সেরা ৭ দল প্রথম পাত্রের বাকি ৭ স্থান পূরণ করে।

ড্র পর্যায়াক্রম শুরু হয় পাত্র ১ দিয়ে এবং পাত্র ৪ দিয়ে শেষ হয়।[২৮]

আগের সংস্করণগুলির মতো, উয়েফা ব্যতীত কোনও মহাদেশীয় কনফেডারেশনের কোন গ্রুপের একাধিক দল ছিল না, যেটির কমপক্ষে একটি ছিল, কিন্তু একটি গ্রুপে দুইয়ের অধিক নয়।[২৮]

পাত্র ১ পাত্র ২ পাত্র ৩ পাত্র ৪
 রাশিয়া (আয়োজক) (৬৫)  স্পেন (৮)  ডেনমার্ক (১৯)  সার্বিয়া (৩৮)
 জার্মানি (১)  পেরু (১০)  আইসল্যান্ড (২১)  নাইজেরিয়া (৪১)
 ব্রাজিল (২)   সুইজারল্যান্ড (১১)  কোস্টা রিকা (২২)  অস্ট্রেলিয়া (৪৩)
 পর্তুগাল (৩)  ইংল্যান্ড (১২)  সুইডেন (২৫)  জাপান (৪৪)
 আর্জেন্টিনা (৪)  কলম্বিয়া (১৩)  তিউনিসিয়া (২৮)  মরক্কো (৪৮)
 বেলজিয়াম (৫)  মেক্সিকো (১৬)  মিশর (৩০)  পানামা (৪৯)
 পোল্যান্ড (৬)  উরুগুয়ে (১৭)  সেনেগাল (৩২)  দক্ষিণ কোরিয়া (৬২)
 ফ্রান্স (৭)  ক্রোয়েশিয়া (১৮)  ইরান (৩৪)  সৌদি আরব (৬৩)

স্কোয়াড[সম্পাদনা]

প্রত্যেক দলের জন্য ২০১৮ সালের ১৪ই মে তারিখের মধ্যে একটি ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা বাধ্যতামূলক, যার মধ্য হতে ২০১৮ সালের ৪ঠা জুনের মধ্যে ২৩ সদস্যের দল ঘোষণা করতে হবে।[২৯] ইনজুরিতে আক্রান্ত কোন খেলোয়াড়ের বদলি খেলোয়াড় উক্ত দলের প্রথম বিশ্বকাপ খেলার ২৪ ঘণ্টা পূর্ব পর্যন্ত দলে অন্তর্ভুক্ত হতে পারবে। প্রাথমিকভাবে প্রাথমিক দলগুলির ৩০ জন খেলোয়াড় ছিল, তবে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ঘোষণা করা হয় যে, প্রাথমিক দলগুলিতে খেলোয়াড়দের নামকরণ ৩৫-এ উন্নীত করা হবে না।

রেফারি[সম্পাদনা]

২০১৮ সালের ১৬ই মার্চ তারিখে, ফিফা কাউন্সিল ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ভিডিও সহকারী রেফারি (ভিএআর) ব্যবহারের অনুমোদন দেয়।[৩০]

২০১৮ সালের ২৯ মার্চ তারিখে, ফিফা কাউন্সিল ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ছয়টি ফুটবল কনফেডারেশন থেকে জাতীয়তার ভিত্তিতে ৩৬ জন রেফারি এবং ৬৩জন সহকারী রেফারির তালিকা প্রকাশ করেছে।[৩০][৩১] ৩০শে এপ্রিল তারিখে, ফিফা ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ১৩ ভিডিও সহকারী রেফারি (ভিএআর) ঘোষণা করে, যারা এই প্রতিযোগিতায় শুধুমাত্র ভিডিও সহকারী রেফারি হিসেবেই কাজ করবে।[৩২] ২০১৮ সালের ৩০শে মে তারিখে, সৌদি রেফারি ফাহাদ আল-মিরদাসি সৌদি আরবের ২০১৮ কিং কাপের ফাইনালে ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা করার কারণে এই তালিকা থেকে অপসারিত হন এবং একই সাথে উক্ত ম্যাচে তার সহকারী রেফারি মুহম্মদ আল-আবাকরী ও আব্দুলাহ আল-শালউইকেও অপসারণ করা হয়।[৩৩] এই ঘটনার পর কোন রেফারি প্রতিস্থাপন করা হয়নি, কিন্তু সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ আবদুল্লা হাসান মোহাম্মদ এবং জাপানের রাউজি সাতোর রেফারি দল পূর্ণ করার জন্য দুইজন সহকারী রেফারি সংযুক্ত আরব আমিরাতের হাসান আল-মাহরি ও জাপানের হিরোশি ইয়ামানশী অন্তর্ভুক্ত হন।[৩৪][৩৫]

অনুষ্ঠানস্থল[সম্পাদনা]

মস্কো সেন্ট পিটার্সবার্গ কালিনিনগ্রাদ
লুঝনিকি স্টেডিয়াম অতক্রিতিয়ে এরিনা
(স্পার্টাক স্টেডিয়াম)
ক্রেস্তভস্কি স্টেডিয়াম
(সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়াম)
কালিনিনগ্রাদ স্টেডিয়াম
ধারণ ক্ষমতা: ৮১,০০০ ধারণ ক্ষমতা: ৪৫,৩৬০ ধারণ ক্ষমতা: ৬৮,১৩৪ ধারণ ক্ষমতা: ৩৫,২১২[৩৬]
(নতুন স্টেডিয়াম)
কাজান নিঝনি নভগোরোদ
কাজান এরিনা নিঝনি নভগোরোদ স্টেডিয়াম
ধারণ ক্ষমতা: ৪৫,৩৭৯ ধারণ ক্ষমতা: ৪৪,৮৯৯
(নতুন স্টেডিয়াম)
সামারা ভলগোগ্রাদ
কসমস এরিনা
(সামারা এরিনা)
ভলগোগ্রাদ এরিনা
ধারণ ক্ষমতা: ৪৪,৯১৮
(নতুন স্টেডিয়াম)
ধারণ ক্ষমতা: ৪৫,৫৬৮
(পুনর্নির্মিত)
সারানস্ক রোস্তভ-ন্য-দানু সোচি ইয়েকাতেরিনবুর্গ
মর্ডোভিয়া এরিনা রস্তভ এরিনা ফিশ্ত অলিম্পিক স্টেডিয়াম
(ফিশ্ত স্টেডিয়াম)
কেন্দ্রীয় স্টেডিয়াম
(ইয়েকাতেরনিবুর্গ এরিনা)
ধারণ ক্ষমতা: ৪৪,৪৪২
(নতুন স্টেডিয়াম)
ধারণ ক্ষমতা: ৪৫,০০০
(নতুন স্টেডিয়াম)
ধারণ ক্ষমতা: ৪৭,৬৫৯ ধারণ ক্ষমতা: ৩৫,৬৯৬[৩৬]
(উন্নত করা হয়েছে)

উদ্বোধনী অনুষ্ঠান[সম্পাদনা]

২০১৮ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ৩:৩০ (বিএসটি) বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮ তারিখে রাশিয়ার রাজধানী মস্কোর লুঝনিকি স্টেডিয়াম-এ অনুষ্ঠিত হয়,[৩৭] স্বাগতিক রাশিয়াসৌদি আরবের মধ্যকার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের প্রায় আধা ঘণ্টা আগে।[৩৮][৩৯] ব্রাজিলের সাবেক বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার রোনালদো রাশিয়া ২০১৮ শার্ট পরিহিত একটি শিশুর সঙ্গে হাটেন। শুরুতেই দর্শকদের মাতিয়ে তোলেন ইংল্যান্ডের বিখ্যাত পপ শিল্পী রবি উইলিয়ামস। ‘'লেট মি এন্টারটেন ইউ’' গান গাইতে গাইতে মাঠে প্রবেশ করেন তিনি। ববি উইলিয়ামসের সাথে তাল মেলাতে ড্রাগন পাখির সদৃশ একটি বাহনে করে ডানায় ভর করে মাঠে প্রবেশ করেন রাশিয়ান বিখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী এইদা গারিফুলিনা। তারা উভয়ে যৌথভাবে “এঞ্জেলস” গানটি পরিবেশন করেন। রোনালদো আনুষ্ঠানিক বল আডিডাস টেলস্টার ১৮ সাথে নিয়ে ফিরে আসেন, যেটি মার্চ মাসে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ক্রুদের সাথে নিয়ে যাওয়া হয় এবং জুন মাসের প্রথম দিকে পৃথিবীতে ফিরে আসে।[৪০]

গ্রুপ পর্ব[সম্পাদনা]

গ্রুপের বিজয়ী এবং রানার-আপ দল ১৬ দলের পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। নিচের তালিকাভুক্ত খেলাগুলো রাশিয়ার দাপ্তরিক সময় অনুযায়ী দেওয়া রয়েছে (ইউটিসি−৩)[৪১]

টাই- ব্রেকার[সম্পাদনা]

গ্রুপ পর্বের সবগুলো খেলা শেষে নিম্নে বর্ণিত মানদণ্ডের উপর ভিত্তি করে শীর্ষ দুই দল নির্ণয় করা হবে (নিয়ম-কানুন নিবন্ধ ৩২.৫)।[৪২]

  1. সকল গ্রুপ ম্যাচে অর্জিত পয়েন্ট;
  2. সকল গ্রুপ ম্যাচের গোল পার্থক্য;
  3. সকল গ্রুপ ম্যাচে গোল করার সংখ্যা;

যদি দুই বা ততোধিক দল তারপরেও পয়েন্ট তালিকায় সমান অবস্থানে থাকে, তবে নিম্নে বর্ণিত উপায়ে তাদের দলীয় অবস্থান নির্ধারিত হবে।

  1. যে দলগুলো সমান অবস্থানে আছে, গ্রুপ পর্বে তাদের মধ্যেকার ম্যাচে অর্জিত পয়েন্ট;
  2. যে দলগুলো সমান অবস্থানে আছে, গ্রুপ পর্বে তাদের মধ্যেকার ম্যাচের গোল পার্থক্য;
  3. যে দলগুলো সমান অবস্থানে আছে, গ্রুপ পর্বে তাদের মধ্যেকার ম্যাচে গোল করার সংখ্যা;
  4. সুশৃঙ্খল ভাবে খেলার জন্য পয়েন্ট (একটি ম্যাচে একজন খেলোয়াড়ের জন্য নিম্নে বর্ণিত উপায়ের মধ্যে শুধুমাত্র একভাবেই পয়েন্ট কাটা যাবে)
    • প্রথম হলুদ কার্ড: ১ পয়েন্ট কাটা হবে;
    • পরোক্ষ লাল কার্ড (দ্বিতীয় হলুদ কার্ড): ৩ পয়েন্ট কাটা হবে;
    • সরাসরি লাল কার্ড: ৪ পয়েন্ট কাটা হবে;
    • হলুদ কার্ড ও সরাসরি লাল কার্ড: ৫ পয়েন্ট কাটা হবে;
  5. ফিফা আয়োজক কমিটি কর্তৃক ভাগ্য নির্ধারণী

গ্রুপ এ[সম্পাদনা]

উদ্বোধনী খেলাটির পূর্বে প্রাক-ম্যাচ অনুষ্ঠান, রাশিয়া ও সৌদি আরব
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 উরুগুয়ে +৫ নকআউট পর্বে উন্নীত
 রাশিয়া (H) +৪
 সৌদি আরব −৫
 মিশর −৪
উৎস: ফিফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্বের টাই- ব্রেকার
(H) স্বাগতিক।


গ্রুপ বি[সম্পাদনা]

গ্রুপের প্রথম ম্যাচ, সেন্ট পিটার্সবার্গে মরক্কোর বিরুদ্ধে ইরান দল
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 স্পেন +১ নকআউট পর্বে উন্নীত
 পর্তুগাল +১
 ইরান
 মরক্কো −২
উৎস: ফিফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্বের টাই- ব্রেকার
পর্তুগাল ৩-৩ স্পেন
প্রতিবেদন

ইরান ০–১ স্পেন
প্রতিবেদন

গ্রুপ সি[সম্পাদনা]

অস্ট্রেলিয়া বনাম পেরু
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 ফ্রান্স +২ নকআউট পর্বে উন্নীত
 ডেনমার্ক +১
 পেরু
 অস্ট্রেলিয়া −৩
উৎস: ফিফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্বের টাই- ব্রেকার


গ্রুপ ডি[সম্পাদনা]

আইসল্যান্ড ও ক্রোয়েশিয়া
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 ক্রোয়েশিয়া +৬ নকআউট পর্বে উন্নীত
 আর্জেন্টিনা −২
 নাইজেরিয়া −১
 আইসল্যান্ড −৩
উৎস: ফিফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্বের টাই- ব্রেকার


গ্রুপ ই[সম্পাদনা]

ব্রাজিল বনাম কোস্টারিকা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 ব্রাজিল +৪ নকআউট পর্বে উন্নীত
  সুইজারল্যান্ড +১
 সার্বিয়া −২
 কোস্টা রিকা −৩
উৎস: ফিফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্বের টাই- ব্রেকার


গ্রুপ এফ[সম্পাদনা]

জার্মানি বনাম মেক্সিকো
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 সুইডেন +৩ নকআউট পর্বে উন্নীত
 মেক্সিকো −১
 দক্ষিণ কোরিয়া
 জার্মানি −২
উৎস: ফিফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্বের টাই- ব্রেকার


গ্রুপ জি[সম্পাদনা]

বেলজিয়াম বনাম তিউনিসিয়া
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 বেলজিয়াম +৭ নকআউট পর্বে উন্নীত
 ইংল্যান্ড +৫
 তিউনিসিয়া −৩
 পানামা ১১ −৯
উৎস: ফিফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্বের টাই- ব্রেকার


গ্রুপ এইচ[সম্পাদনা]

জাপান বনাম পোল্যান্ড
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 কলম্বিয়া +৩ নকআউট পর্বে উন্নীত
 জাপান [ক]
 সেনেগাল [ক]
 পোল্যান্ড −৩
উৎস: ফিফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্বের টাই- ব্রেকার
টীকা:
  1. ফেয়ার প্লে পয়েন্ট: জাপান −৪, সেনেগাল −৬


নকআউট পর্ব[সম্পাদনা]

রাশিয়া বনাম ক্রোয়েশিয়া

নকআউট পর্বে যদি কোন খেলায় নির্দিষ্ট ৯০ মিনিট সময়ের পরে দলীয় স্কোরে সমতা বজায় থাকে, তবে ৩০ মিনিটের অতিরিক্ত সময় প্রদান করা হবে (১৫ মিনিট করে দুইবার)। যদি এতেও স্কোরে সমতা বজায় থাকে, তাহলে পেনাল্টি শুট-আউটের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারণ করা হবে।[৪২]

খেলাসমূহ[সম্পাদনা]

 
১৬ দলের পর্বকোয়ার্টার-ফাইনালসেমি-ফাইনালফাইনাল
 
              
 
৩০ জুন – সোচি
 
 
 উরুগুয়ে
 
৬ জুলাই – নিঝনি নভগোরোদ
 
 পর্তুগাল
 
 উরুগুয়ে
 
৩০ জুন – কাজান
 
 ফ্রান্স
 
 ফ্রান্স
 
১০ জুলাই – সেন্ট পিটার্সবার্গ
 
 আর্জেন্টিনা
 
 ফ্রান্স
 
২ জুলাই – সামারা
 
 বেলজিয়াম
 
 ব্রাজিল
 
৬ জুলাই – কাজান
 
 মেক্সিকো
 
 ব্রাজিল
 
২ জুলাই – রোস্তভ-অন-দন
 
 বেলজিয়াম
 
 বেলজিয়াম
 
১৫ জুলাই – মস্কো (লুঝনিকি)
 
 জাপান
 
 ফ্রান্স
 
১ জুলাই – মস্কো (লুঝনিকি)
 
 ক্রোয়েশিয়া
 
 স্পেন১ (৩)
 
৭ জুলাই – সোচি
 
 রাশিয়া (পে.) ১ (৪)
 
 রাশিয়া২ (৩)
 
১ জুলাই – নিঝনি নভগোরোদ
 
 ক্রোয়েশিয়া (পে.)২ (৪)
 
 ক্রোয়েশিয়া (পে.)১ (৩)
 
১১ জুলাই – মস্কো (লুঝনিকি)
 
 ডেনমার্ক১ (২)
 
 ক্রোয়েশিয়া (অ.স.প.)
 
৩ জুলাই – সেন্ট পিটার্সবার্গ
 
 ইংল্যান্ডতৃতীয় স্থান নির্ধারণী
 
 সুইডেন
 
৭ জুলাই – সামারা১৪ জুলাই – সেন্ট পিটার্সবার্গ
 
  সুইজারল্যান্ড
 
 সুইডেন বেলজিয়াম
 
৩ জুলাই – মস্কো (অতক্রিটিয়ে)
 
 ইংল্যান্ড  ইংল্যান্ড
 
 কলম্বিয়া১ (৩)
 
 
 ইংল্যান্ড (পে.)১ (৪)
 

১৬ দলের পর্ব[সম্পাদনা]








কোয়ার্টার-ফাইনাল[সম্পাদনা]




সেমি-ফাইনাল[সম্পাদনা]


তৃতীয় স্থান নির্ধারণী[সম্পাদনা]

ফাইনাল[সম্পাদনা]

পরিসংখ্যান[সম্পাদনা]

শীর্ষ গোলদাতাগণ[সম্পাদনা]

এই প্রতিযোগিতায় ৬৪টি ম্যাচে ১৬৯টি গোল হয়েছে, যা ম্যাচ প্রতি গড়ে ২.৬৪টি গোল।

টুর্নামেন্টে মোট বারোটি আত্মঘাতী গোল হয়েছে।[১০৫]

৬টি গোল

৪টি গোল

৩টি গোল

২টি গোল

১টি গোল

১টি আত্মঘাতী গোল

উৎস: ফিফা[১০৬]

পুরস্কার[সম্পাদনা]

টুর্নামেন্টের শেষে নিম্নলিখিত পুরস্কারগুলো প্রদান করা হয়। গোল্ডেন বুট, গোল্ডেন বল এবং গোল্ডেন গ্লাভ অ্যাওয়ার্ডস আডিডাস কর্তৃক স্পন্সর করা হয়।[২]

গোল্ডেন বল সিলভার বল ব্রোঞ্জ বল
ক্রোয়েশিয়া লুকা মদ্রিচ বেলজিয়াম এদেন আজার ফ্রান্স অঁতোয়ান গ্রিয়েজমান
গোল্ডেন বুট সিলভার বুট ব্রোঞ্জ বুট
ইংল্যান্ড হ্যারি কেন ফ্রান্স অঁতোয়ান গ্রিয়েজমান বেলজিয়াম রোমেলু লুকাকু
৬ গোল, ০ সহায়তা ৪ গোল, ২ সহায়তা ৪ গোল, ১ সহায়তা
গোল্ডেন গ্লাভ
বেলজিয়াম থিবো কোর্তোয়া
সেরা তরুণ খেলোয়াড়
ফ্রান্স কিলিয়ান এমবাপে
ফিফা ফেয়ার প্লে পুরস্কার
 স্পেন

পুরস্কারের অর্থমূল্য[সম্পাদনা]

২০১৮ ফিফা বিশ্বকাপ পুরস্কারের অর্থমূল্য ঘোষিত হয় ২০১৭ সালের অক্টোবর মাসে।[১০৭]

অবস্থান মার্কিন ডলারের পরিমাণ
প্রতি দল মোট
চ্যাম্পিয়ন ৩ কোটি ৮০ লক্ষ ৩ কোটি ৮০ লক্ষ
রানার-আপ ২ কোটি ৮০ লক্ষ ২ কোটি ৮০ লক্ষ
তৃতীয় স্থান ২ কোটি ৪০ লক্ষ ২ কোটি ৪০ লক্ষ
চতুর্থ স্থান ২ কোটি ২০ লক্ষ ২ কোটি ২০ লক্ষ
৫ম-৮ম স্থান ১ কোটি ৬০ লক্ষ ৬ কোটি ৪০ লক্ষ
৯ম-১৬তম স্থান ১ কোটি ২০ লক্ষ ৯ কোটি ৬০ লক্ষ
১৭তম-৩২তম স্থান ৮০ লক্ষ ১২ কোটি ৮০ লক্ষ
সর্বমোট ৪০ কোটি

পয়মন্ত প্রাণীচরিত্র বা মাস্কট[সম্পাদনা]

২০১৮ ফিফা বিশ্বকাপের পয়মন্ত প্রাণী, জাবিভাকা নামক নেকড়ে

২০১৮ ফিফা বিশ্বকাপের আনুষ্ঠানিক পয়মন্ত প্রাণী বা মাস্কট হচ্ছে একটি নেকড়ে যেটির নামকরণ করা হয়েছে জাবিভাকা (রুশ ভাষায় "জাবিভাকা" শব্দের অর্থ হচ্ছে ‘যিনি গোল করেন’), ২১ অক্টোবর ২০১৬-এ পয়মন্ত চরিত্রটিকে উন্মোচন করা হয়। চরিত্রটিকে বাদামী ও সাদা পশমের টি-শার্ট পরিহিত একটি মনুষ্যরূপী নেকড়ে দিয়ে নির্দেশ করা হয়েছে, যেটির টি-শার্টে লেখা রয়েছে "RUSSIA 2018" এবং যার চোখে রয়েছে কমলা রঙের খেলাধুলার চশমা। সাদা, নীল এবং লাল টি- শার্ট এবং শর্টস সমন্বয় রাশিয়ান দলের জাতীয় রং। রাশিয়ার ২০১৮ ফিফা বিশ্বকাপের পয়মন্ত প্রাণীচরিত্রের নকশাকারক হলেন রুশ ছাত্রী একাতেরিনা বোচারোভা। চরিত্রটিকে ইন্টারনেটে ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়েছিল।

চ্যানেল ওয়ান রাশিয়া এর ইভেনিং আরজেন্ট-এ ২২ অক্টোবর ২০১৬ তারিখে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। রাশিয়া বিশ্বকাপ মাস্কট নির্বাচিত হতে শেষ তিনে লড়েছে বাঘ, বিড়াল, নেকড়ে। ১০ লাখেরও বেশি ভোটদানকারীর মধ্যে ৫৩ শতাংশ বেছে নিয়েছেন নেকড়েরূপী ‘জাবিভাকা’কে। বাঘ পেয়েছে ২৭ শতাংশ ভোট, বিড়ালের ভোট ২০ শতাংশ। যেটি ২০১৬ সালের সেপ্টেম্বরে ফিফা প্লাটফর্মের সাথে এবং চ্যানেল ওয়ানে সরাসরি সম্প্রচারের সময় অনুষ্ঠিত হয়, সেখানে সৃজনশীল প্রতিযোগিতারও ফলাফল ঘোষিত হয়।[১০৮]

টিকেট[সম্পাদনা]

ভক্তের পরিচয়পত্র

১৪ই সেপ্টেম্বর ২০১৭ তারিখে মস্কো সময় দুপুর ১২টায় খেলার টিকিট বিক্রির প্রথম পর্যায় শুরু হয়েছিল। ১২ই অক্টোবর ২০১৭ পর্যন্ত টিকেট বিক্রি হয়।[১০৯] রাশিয়ার সাধারণ ভিসা নীতি বিশ্বকাপের অংশগ্রহণকারীদের এবং ভক্তদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, যারা তাদের নাগরিকত্ব নির্বিশেষে প্রতিযোগিতার আগে ও সময় ভিসা ছাড়াই রাশিয়া ভ্রমণ করতে সক্ষম হবে।[১১০] ম্যাচগুলিতে অংশগ্রহণকারীদের একটি ভক্ত পরিচয়পত্র (ফ্যান আইডি) ব্যবহার করতে হবে।[১০৯]

এপ্রিল ৬, ২০১৮-এ, টিকেটের নকশা উন্মোচন করা হয়। টিকিটের নকশাতে নিরাপত্তা বৈশিষ্ট্য যেমন একটি বারসংকেত, স্টেডিয়াম সেক্টর মানচিত্রের পাশে একটি হলোগ্রাম এবং টিকেট ধারকের নাম রয়েছে।[১১১]

ম্যাচ বল[সম্পাদনা]

ম্যাচ বল "টেলস্টার ১৮"

২০১৮ সালের বিশ্বকাপের আনুষ্ঠানিক ম্যাচ বলটিকে "টেলস্টার ১৮" বলা হয় এবং ১৯৭০ সালের প্রথম অাডিডাস বিশ্বকাপ বলের নাম এবং নকশাটির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এটিকে। ৯ই নভেম্বর, ২০১৭ তারিখে বলটিকে পরিচয় করিয়ে দেয়া হয়।[১১২]

পণ্য[সম্পাদনা]

৩০ই এপ্রিল, ২০১৮-এ, ইএ ২০১৮ ফিফা বিশ্বকাপের উপর ভিত্তি করে ফিফা ১৮ এর জন্য একটি বিনামূল্যের সম্প্রসারণ প্যাক ঘোষণা করেছে, ২০১৮ ফিফা বিশ্বকাপের সমস্ত ৩২ অংশগ্রহণকারী দল এবং সমস্ত ১২ টি স্টেডিয়াম নিয়ে এটি তৈরি করা হয়েছে।[১১৩]

অফিসিয়াল গান[সম্পাদনা]

টুর্নামেন্টের অফিসিয়াল গান হিসাবে নির্বাচিত হয়েছে "লিভ ইট আপ"। মার্কিন গায়ক নিকি জ্যাম সমন্বিত মার্কিন র‍্যাপার-অভিনেতা-প্রযোজক উইল স্মিথ এবং কসোভোর নাগরিক ইরা ইজত্রেফাই এই গানটি গেয়েছে॥ ২৫শে মে, ২০১৮ তারিখে গানটি মুক্তি পায়। গানটির জন্য অফিসিয়াল মিউজিক ভিডিও ৭ জুন ২০১৮ তারিখে প্রকাশিত হবে।[১১৪]

প্রস্তুতি ও ব্যয়[সম্পাদনা]

রাশিয়ার সরকার বিশ্বকাপের প্রস্তুতির ব্যয়ের জন্য বাজেট নির্দিষ্ট করেছিল $২০ বিলিয়ন ডলার[১১৫] যা পরে কমিয়ে $১০ বিলিয়ন করা হয় যার অর্ধেক পরিবহন পরিকাঠামো খাতে ব্যয় করা হয়।[১১৬] বিমানবন্দরগুলোতে একটু বিশেষ জোর দেওয়া হয়, আয়োজক শহরসমূহের বিমানবন্দরগুলোর অনেকে সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছিল। সামারাতে, নতুন ট্রাম লাইন স্থাপন করা হয়েছিল।[১১৭] পাশাপাশি কয়েকটি ছোটখাট আবাসন সুবিধার পাশাপাশি সারান্‌স্ক শহর পায় দুটি নতুন হোটেল, মারকুরি সারান্‌স্ক সেন্টার এবং শেরাটন সারানস্কের চারটি কেন্দ্র।[১১৮]

বিতর্ক[সম্পাদনা]

সন্ত্রাসী হুমকি[সম্পাদনা]

টুর্নামেন্টের আগে, আইএসআইএস হুমকি দিয়েছে যে তারা ড্রোনের মাধ্যমে দর্শকদের উপর বোমা হামলা করবে। আইএসআইএস সদস্যরা একটি এনক্রিপ্ট করা অ্যাপ্লিকেশন, টেলিগ্রামে ভিডিও ক্লিপ এবং ছবিসমূহ পোস্ট করার পরে তথ্যসমূহ আলোচনায় এসেছিল। প্রথম হুমকি অক্টোবর ২০১৭-এ শুরু হয় যখন আইএসপন্থী মিডিয়া সংগঠন ওয়াফা মিডিয়া ফাউন্ডেশন একটি পোস্টার প্রকাশ করে, আইএসের তৈরি ওই পোস্টারে দেখা যায়, গারদের পেছনে দাঁড়িয়ে মেসি। রক্ত ঝরছে তার বাঁ চোখ দিয়ে। মেসির চেহারার পাশে লেখা একটি বার্তা, 'তোমরা যে রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই চালাচ্ছ, ব্যর্থতা শব্দটা তাদের অভিধানে নেই।' নিচের দিকে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির বিজ্ঞাপনী স্লোগান 'জাস্ট ডু ইট'র আদলে লেখা 'জাস্ট টেরোরিজম'।[১১৯] প্রায় একই রকম হুমকির শিকার হন ব্রাজিলীয় তারকা নেইমার, ফ্রান্স জাতীয় ফুটবল দলের কোচ দিদিয়ের দেশম, ও পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো

সম্প্রচার স্বত্ত্ব[সম্পাদনা]

বিভিন্ন সংস্থার মাধ্যমে ফিফা, বিভিন্ন স্থানীয় সম্প্রচারকদের জন্য ২০১৮ ফিফা বিশ্বকাপের সম্প্রচার স্বত্ত্ব বিক্রি করে।

যুক্তরাষ্ট্রে ২০১৮ সালের বিশ্বকাপ হবে প্রথম পুরুষ বিশ্বকাপ যার ইংরেজি স্বত্ত্ব ফক্স স্পোর্টস এবং স্প্যানিশ স্বত্ত্ব তেলেমুন্ড এর নিকটে থাকবে। বাংলাদেশে বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করে নাগরিক টিভি।

বিজ্ঞাপনী উদ্যোগ[সম্পাদনা]

ফিফা অংশীদার ফিফা বিশ্বকাপ অংশীদার এশীয় সহায়তাকারী ইউরোপীয় সহায়তাকারী

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Standard Russian pronunciation is [tɕɪmʲpʲɪɐˈnat ˈmʲirə fʊdˈboɫʊ dʲvʲɪ ˈtɨsʲɪtɕɪ vəsʲɪmˈnatsətʲ]
  2. "Golden consolation for magical Modric"FIFA (ইংরেজি ভাষায়)। ১৫ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৮ 
  3. "Ethics: Executive Committee unanimously supports recommendation to publish report on 2018/2022 FIFA World Cup bidding process" (সংবাদ বিজ্ঞপ্তি) (ইংরেজি ভাষায়)। FIFA। ১৯ ডিসেম্বর ২০১৪। ২৯ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. "Russia united for 2018 FIFA World Cup Host Cities announcement" (ইংরেজি ভাষায়)। FIFA.com। ২০ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৩ 
  5. "FIFA Picks Cities for World Cup 2018" (ইংরেজি ভাষায়)। En.rsport.ru। ২৯ সেপ্টেম্বর ২০১২। ১৩ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৩ 
  6. "Russia budget for 2018 Fifa World Cup nearly doubles" (ইংরেজি ভাষায়)। BBC News। ৩০ সেপ্টেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৩ 
  7. Goff, Steve (১৬ জানুয়ারি ২০০৯)। "Future World Cups"The Washington Post (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০০৯ 
  8. "Mexico withdraws FIFA World Cup bid" (ইংরেজি ভাষায়)। FIFA। ২৯ সেপ্টেম্বর ২০০৯। ১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১১ 
  9. "Indonesia's bid to host the 2022 World Cup bid ends"BBC Sport (ইংরেজি ভাষায়)। ১৯ মার্চ ২০১০। ২০ মার্চ ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১০ 
  10. "Combined bidding confirmed" (ইংরেজি ভাষায়)। FIFA। ২০ ডিসেম্বর ২০০৮। ২২ জানুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০০৮ 
  11. "England miss out to Russia in 2018 World Cup Vote"BBC News (ইংরেজি ভাষায়)। ২ ডিসেম্বর ২০১০। ৩ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১০ 
  12. Doyle, Paul; Busfield, Steve (২ ডিসেম্বর ২০১০)। "World Cup 2018 and 2022 decision day - live!"The Guardian (ইংরেজি ভাষায়)। London। 
  13. Gordon, Aaron (২৭ জুন ২০১৭)। "What We Know About Corruption in the 2018 And 2022 World Cup Bids" (ইংরেজি ভাষায়)। vice.com। ১৫ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৮ 
  14. ""Michael Garcia: FIFA investigator resigns in World Cup report row""BBC Sport (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৪ 
  15. https://www.theguardian.com/football/2014/nov/17/david-bernstein-fa-world-cup-2018-2022-fifa-uefa-boycott
  16. https://www.reuters.com/article/us-soccer-fifa-qatar/qatar-world-cup-organizers-ready-to-fight-for-2022-idUSKBN0OJ06C20150603
  17. "Road to Russia with new milestone" (ইংরেজি ভাষায়)। FIFA.com। ১৫ জানুয়ারি ২০১৫। ২১ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  18. "Zimbabwe expelled from the preliminary competition of the 2018 FIFA World Cup Russia" (ইংরেজি ভাষায়)। FIFA.com। ১২ মার্চ ২০১৫। ১৬ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  19. "Impact of Football Association of Indonesia suspension" (ইংরেজি ভাষায়)। AFC। ৩ জুন ২০১৫। ১ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  20. "Kosovo & Gibraltar become eligible for 2018 World Cup Qualifying" (ইংরেজি ভাষায়)। ৯ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৭ 
  21. "2022 FIFA World Cup to be played in November/December" (ইংরেজি ভাষায়)। FIFA.com। ২০ মার্চ ২০১৫। ১২ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  22. "Current allocation of FIFA World Cup™ confederation slots maintained" (ইংরেজি ভাষায়)। FIFA.com। ৩০ মে ২০১৫। ১৬ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  23. "Long road to Russia begins in Dili" (ইংরেজি ভাষায়)। FIFA.com। ১১ মার্চ ২০১৫। ১৬ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  24. "FIFA World Cup™ Preliminary Draw: 1 week to go" (ইংরেজি ভাষায়)। FIFA.com। ১৮ জুলাই ২০১৫। ১৬ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  25. "Organising Committee for the FIFA World Cup extends its responsibilities to cover 2018 and 2022" (ইংরেজি ভাষায়)। FIFA.com। ১৯ মার্চ ২০১৩। ১৮ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  26. "Konstantinovsky Palace to stage Preliminary Draw of the 2018 FIFA World Cup" (ইংরেজি ভাষায়)। FIFA.com। ১০ অক্টোবর ২০১৪। ৩১ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  27. "Final Draw to take place in State Kremlin Palace" (ইংরেজি ভাষায়)। FIFA.com। ২৪ জানুয়ারি ২০১৭। ১৬ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৮ 
  28. "Close-up on Final Draw procedures" (ইংরেজি ভাষায়)। FIFA.com। ২৭ নভেম্বর ২০১৭। ৭ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৮ 
  29. FIFA.com (২০১৮-০২-০৮)। "Organising Committee for FIFA Competitions: Updates on the FIFA World Cup™ and women's tournaments"FIFA.com (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৪-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-০৯ 
  30. "FIFA Council decides on key steps for the future of international competitions" (ইংরেজি ভাষায়)। FIFA.com। ১৬ মার্চ ২০১৮। ৩১ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  31. "World Cup 2018 referees" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ৩০ মার্চ ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৮ 
  32. "World Cup 2018 List of video match officials" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ৩০ এপ্রিল ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  33. "World Cup 2018: Referee Fahad Al Mirdasi 'banned over match-fixing attempt in Saudi Arabia'" (ইংরেজি ভাষায়)। ২৫ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  34. "FIFA statement on the situation of the Saudi Arabian referee Fahad AL MIRDASI" (ইংরেজি ভাষায়)। ১ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  35. "Updated: List of FIFA match officials for the 2018 FIFA World Cup" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ১ জুন ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৮ 
  36. "Capacity at 2 of Russia's stadiums to be reduced" (ইংরেজি ভাষায়)। The Oklahoman (via Associated Press)। ২৬ সেপ্টেম্বর ২০১৪। ১৯ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৪ 
  37. Tirkey, Joy (১৩ জুন ২০১৮)। "FIFA World Cup, Opening Ceremony: When And Where To Watch, Live Coverage On TV, Live Streaming Online" (ইংরেজি ভাষায়)। NDTV Sports। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৮ 
  38. "World Cup 2018 Opening Ceremony: What time will it start and when will Robbie Williams feature?"The Telegraph (ইংরেজি ভাষায়)। ১৩ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৮ 
  39. "Robbie Williams show at World Cup opening ceremony is too short to ever be dull"Guardian (ইংরেজি ভাষায়)। ১৪ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৮ 
  40. "World Cup 2018: Ronaldo and Robbie Williams star in opening ceremony" (ইংরেজি ভাষায়)। BBC। ১৪ জুন ২০১৮। 
  41. "FIFA World Cup Russia 2018 - Match Schedule" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। FIFA.com। ১১ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৭ 
  42. "Regulations – 2018 FIFA World Cup Russia" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। FIFA। ১২ জুলাই ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  43. "Match report – Group A – Russia-Saudi Arabia" (PDF)FIFA.com (ইংরেজি ভাষায়)। ফেদেরাসিওঁ অ্যাঁতের্নাসিওনাল্‌ দ্য ফুৎবল্‌ আসোসিয়াসিওঁ‌। ১৪ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৮ 
  44. "Match report – Group A – Egypt-Uruguay" (PDF)FIFA.com (ইংরেজি ভাষায়)। ফেদেরাসিওঁ অ্যাঁতের্নাসিওনাল্‌ দ্য ফুৎবল্‌ আসোসিয়াসিওঁ‌। ১৫ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৮ 
  45. "Match report – Group A – Russia-Egypt" (PDF)FIFA.com (ইংরেজি ভাষায়)। ফেদেরাসিওঁ অ্যাঁতের্নাসিওনাল্‌ দ্য ফুৎবল্‌ আসোসিয়াসিওঁ‌। ১৯ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৮ 
  46. "Match report – Group A – Uruguay-Saudi Arabia" (PDF)FIFA.com (ইংরেজি ভাষায়)। ফেদেরাসিওঁ অ্যাঁতের্নাসিওনাল্‌ দ্য ফুৎবল্‌ আসোসিয়াসিওঁ‌। ২০ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৮ 
  47. "Match report – Group A – Uruguay v Russia" (PDF)FIFA.com (ইংরেজি ভাষায়)। ফেদেরাসিওঁ অ্যাঁতের্নাসিওনাল্‌ দ্য ফুৎবল্‌ আসোসিয়াসিওঁ‌। ২৫ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৮ 
  48. "Match report – Group A – Saudi Arabia v Egypt" (PDF)FIFA.com (ইংরেজি ভাষায়)। ফেদেরাসিওঁ অ্যাঁতের্নাসিওনাল্‌ দ্য ফুৎবল্‌ আসোসিয়াসিওঁ‌। ২৫ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৮ 
  49. "Match report – Group B – Portugal-Spain" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ১৫ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৮ 
  50. "Match report – Group B – Portugal-Morocco" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ২০ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৮ 
  51. "Match report – Group B – Iran-Spain" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ২০ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৮ 
  52. "Match report – Group B – IR Iran v Portugal" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ২৫ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৮ 
  53. "Match report – Group B – Spain v Morocco" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ২৫ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৮ 
  54. "Match report – Group C – France v Australia" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ১৬ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৮ 
  55. "Match report – Group C – Peru-Denmark" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ১৬ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৮ 
  56. "Match report – Group C – Denmark-Australia" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ২১ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৮ 
  57. "Match report – Group C – France-Peru" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ২১ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৮ 
  58. "Match report – Group C – Denmark v France" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ২৬ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৮ 
  59. "Match report – Group C – Australia v Peru" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ২৬ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৮ 
  60. "Match report – Group D – Argentina v Iceland" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ১৬ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৮ 
  61. "Match report – Group D – Croatia-Nigeria" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ১৬ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৮ 
  62. "Match report – Group D – Argentina-Croatia" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ২১ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৮ 
  63. "Match report – Group D – Nigeria-Iceland" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ২২ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৮ 
  64. "Match report – Group D – Nigeria v Argentina" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ২৬ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৮ 
  65. "Match report – Group D – Iceland v Croatia" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ২৬ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৮ 
  66. "Match report – Group E – Costa Rica-Serbia" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ১৭ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৮ 
  67. "Match report – Group E – Brazil v Switzerland" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ১৭ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৮ 
  68. "Match report – Group E – Brazil-Costa Rica" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ২২ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৮ 
  69. "Match report – Group E – Serbia-Switzerland" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ২২ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৮ 
  70. "Match report – Group E – Serbia v Brazil" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ২৭ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৮ 
  71. "Match report – Group E – Switzerland v Costa Rica" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ২৭ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৮ 
  72. "Match report – Group F – Germany-Mexico" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ১৭ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৮ 
  73. "Match report – Group F – Sweden-Korea Republic" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ১৮ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৮ 
  74. "Match report – Group F – Korea Republic-Mexico" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ২৩ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৮ 
  75. "Match report – Group F – Germany v Sweden" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ২৩ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৮ 
  76. "Match report – Group F – Korea Republic v Germany" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ২৭ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৮ 
  77. "Match report – Group F – Mexico v Sweden" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ২৭ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৮ 
  78. "Match report – Group G – Belgium-Panama" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ১৮ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৮ 
  79. "Match report – Group G – Tunisia-England" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ১৮ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৮ 
  80. "Match report – Group G – Belgium v Tunisia" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ২৩ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৮ 
  81. "Match report – Group G – England v Panama" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ২৪ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৮ 
  82. "Match report – Group G – England v Belgium" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ২৮ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৮ 
  83. "Match report – Group G – Panama v Tunisia" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ২৮ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৮ 
  84. "Match report – Group H – Colombia-Japan" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ১৯ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৮ 
  85. "Match report – Group H – Poland-Senegal" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ১৯ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৮ 
  86. "Match report – Group H – Japan v Senegal" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ২৪ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৮ 
  87. "Match report – Group H – Poland v Colombia" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ২৪ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৮ 
  88. "Match report – Group H – Japan v Poland" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ২৮ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৮ 
  89. "Match report – Group H – Senegal v Colombia" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ২৮ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৮ 
  90. "Match report – Round of 16 – Uruguay v Portugal" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ৩০ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৮ 
  91. "Match report – Round of 16 – Spain v Russia" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ১ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৮ 
  92. "Match report – Round of 16 – Croatia v Denmark" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ১ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৮ 
  93. "Match report – Round of 16 – Brazil v Mexico" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ২ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৮ 
  94. "Match report – Round of 16 – Belgium v Japan" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ২ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৮ 
  95. "Match report – Round of 16 – Sweden v Switzerland" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ৩ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৮ 
  96. "Match report – Round of 16 – Colombia v England" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ৩ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৮ 
  97. "Match report – Quarter-final – Uruguay v France" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ৬ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৮ 
  98. "Match report – Quarter-final – Brazil v Belgium" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ৬ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৮ 
  99. "Match report – Quarter-final – Sweden v England" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ৭ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৮ 
  100. "Match report – Quarter-final – Russia v Croatia" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ৭ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৮ 
  101. "Match report – Semi-final – France v Belgium" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ১০ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৮ 
  102. "Match report – Semi-final – Croatia v England" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ১১ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৮ 
  103. "Match report – Play-off for third place – Belgium v England" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ১৪ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৮ 
  104. "Match report – Final – France v Croatia" (PDF) (ইংরেজি ভাষায়)। FIFA। ১৫ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৮ 
  105. Kelly, Ryan (১৫ জুলাই ২০১৮)। "Mandzukic makes World Cup history with own goal against France in Russia 2018 final" (ইংরেজি ভাষায়)। Goal.com। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৮ 
  106. "Players: Goals scored"FIFA.com (ইংরেজি ভাষায়)। Fédération Internationale de Football Association। ২৫ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৮ 
  107. Henley, Brendon (২৭ অক্টোবর ২০১৭)। "FIFA World Cup Prize Money" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। FIFA.com। ২৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল (pdf) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৭ 
  108. "Wolf chosen as 2018 FIFA World Cup Official Mascot and named Zabivaka" (সংবাদ বিজ্ঞপ্তি) (ইংরেজি ভাষায়)। FIFA। ২১ অক্টোবর ২০১৬। ২২ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৬ 
  109. "Ticket sales for 2018 FIFA World Cup™ to start on 14 September 2017" (ইংরেজি ভাষায়)। FIFA.com। ১২ সেপ্টেম্বর ২০১৭। ১৩ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  110. "Russia to ease visa regime for World Cup fans in 2018" (ইংরেজি ভাষায়)। Voice of Russia। ১১ জুলাই ২০১৪। ২১ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৫ 
  111. "2018 FIFA World Cup ticket design presented"FIFA (ইংরেজি ভাষায়)। ৬ এপ্রিল ২০১৮। ৮ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৮ 
  112. "2018 FIFA World Cup™ official match ball unveiled: an exciting re-imagining"FIFA.com (ইংরেজি ভাষায়)। ৯ নভেম্বর ২০১৭। ২৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৮ 
  113. https://www.eurogamer.net/articles/2018-04-30-fifa-18-gets-free-world-cup-mode-this-month
  114. "2018 FIFA World Cup Russia™ Official Song 'Live It Up' to be performed by all-star line-up" (ইংরেজি ভাষায়)। FIFA। ২৩ মে ২০১৮। 
  115. "Russian Prime Minister Dmitry Medvedev says 2018 FIFA World Cup to cost 20 billion dollars" (ইংরেজি ভাষায়)। NDTV। ১৩ জুন ২০১৩। ২ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  116. "2018 World Cup: Russia to spend $5 billion on transport, despite cuts" (ইংরেজি ভাষায়)। Russia Beyond। ৭ জানুয়ারি ২০১৬। ২ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  117. "Трамвайная линия до стадиона для ЧМ в Самаре готова на 89%" (ইংরেজি ভাষায়)। SAMRU.ru। ২২ ফেব্রুয়ারি ২০১৮। ২ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  118. "В Мордовии к ЧМ-2018 прошли классификацию два хостела и мотель" (ইংরেজি ভাষায়)। info-rm.com। ১৬ জানুয়ারি ২০১৮। ১৪ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  119. "ISIS Threatens 2018 FIFA World Cup with Chilling Poster of Messi"News18 (ইংরেজি ভাষায়)। ২৪ অক্টোবর ২০১৭। ২ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮ 
  120. "FIFA and adidas extend partnership until 2030"FIFA.com (ইংরেজি ভাষায়)। FIFA। ২৮ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৭ 
  121. "Coca-Cola renews Fifa football sponsorship until 2022"Campaignlive.co.uk (ইংরেজি ভাষায়)। Campaign। ২৭ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৭ 
  122. "Gazprom agrees Fifa sponsorship deal"SportsProMedia.com (ইংরেজি ভাষায়)। SportsPro। ৭ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৭ 
  123. "Hyundai-Kia drives on as FIFA Partner until 2022"FIFA.com (ইংরেজি ভাষায়)। FIFA। ১৮ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৭ 
  124. "Qatar Airways announced as Official Partner and Official Airline of FIFA until 2022"FIFA.com (ইংরেজি ভাষায়)। FIFA। ১১ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৭ 
  125. "Visa extending World Cup deal for eight years"SportsBusinessDaily.com (ইংরেজি ভাষায়)। Sports Business Daily। ২৭ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৭ 
  126. "Wanda Group becomes new FIFA Partner"FIFA.com (ইংরেজি ভাষায়)। FIFA। ২৪ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৭ 
  127. "FIFA and Anheuser-Busch InBev announce FIFA World Cup™ sponsorship for 2018 / 2022"FIFA.com (ইংরেজি ভাষায়)। FIFA। ২৭ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৭ 
  128. "Hisense becomes Official Sponsor of 2018 FIFA World Cup™"FIFA.com (ইংরেজি ভাষায়)। FIFA। ২০ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৭ 
  129. "McDonald's looking ahead to 2018"FIFA.com (ইংরেজি ভাষায়)। FIFA। ২৯ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৭ 
  130. "Mengniu Group added to Fifa World Cup sponsor line-up"Sportspromedia.com (ইংরেজি ভাষায়)। SportsPro। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৭ 
  131. "Fifa agrees massive World Cup deal with Vivo"SportsProMedia.com (ইংরেজি ভাষায়)। SportsPro। ২ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৭ 
  132. "Fifa adds latest Chinese sponsor for World Cup"SportsProMedia.com (ইংরেজি ভাষায়)। SportsPro। ১৪ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৮ 
  133. "Alfa-Bank unveiled as first-ever Regional Supporter for the FIFA World Cup™"FIFA.com (ইংরেজি ভাষায়)। FIFA। ২১ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৭ 
  134. "Alrosa completes line-up of European Regional Supporters of the 2018 FIFA World Cup™"FIFA.com (ইংরেজি ভাষায়)। FIFA। ২৫ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৮ 
  135. Carp, Sam। "Fifa World Cup adds Rostelecom as regional partner"SportsPro (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৮ 
  136. "Russian Railways announced as an Official European Supporter of the 2018 FIFA World Cup™"FIFA.com (ইংরেজি ভাষায়)। ১৯ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]