স্যামুয়েল উমতিতি
![]() ২০১৮ সালের মার্চে ফ্রান্সের হয়ে খেলছেন উমতিতি | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | স্যামুয়েল উমতিতি | ||
জন্ম | ১৪ নভেম্বর ১৯৯৩ | ||
জন্ম স্থান | ইয়োউন্দে, ক্যামেরুন | ||
উচ্চতা | ১.৮৩ মি (৬ ফু ০ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | সেন্টার-ব্যাক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান ক্লাব | বার্সেলোনা | ||
জার্সি নম্বর | ২৩ | ||
যুব পর্যায় | |||
১৯৯৯-২০০১ | মেনিভাল | ||
২০০১-১১ | লিয়োঁ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
সাল | দল | ম্যাচ | (গোল) |
২০১০-১২ | লিয়োঁ বি | ২১ | (০) |
২০১২-১৬ | লিয়োঁ | ১৩১ | (৩) |
২০১৬– | বার্সেলোনা | ৫১ | (২) |
জাতীয় দল‡ | |||
২০০৯-১০ | ফ্রান্স অনূর্ধ্ব-১৭ | ৭ | (০) |
২০১০-১১ | ফ্রান্স অনূর্ধ্ব-১৮ | ৭ | (০) |
২০১১-১২ | ফ্রান্স অনূর্ধ্ব-১৯ | ১৩ | (২) |
২০১২-১৩ | ফ্রান্স অনূর্ধ্ব-২০ | ১৩ | (০) |
২০১৩-১৪ | ফ্রান্স অনূর্ধ্ব-২১ | ৭ | (১) |
২০১৬– | ফ্রান্স | ২৫ | (৩) |
* শুধুমাত্র ঘরোয়া লীগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৮ অগাস্ট ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫ জুলাই ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক। |
সামুয়েল উমতিতি (জন্ম: ১৪ নভেম্বর ১৯৯৩) একজন ফরাসি পেশাদার ফুটবলার। তিনি লা লিগার দল বার্সেলোনার হয়ে সেন্টার-ব্যাক হিসেবে খেলেন।
উমতিতি তার পেশাদার কর্মজীবন শুরু করেন ওলাঁপিক লিয়োনে বি দলের হয়ে। ২০১২ সালে তার ওলাঁপিক লিয়োনে দলে অভিষেক হয়। ২০১৬ সালে তিনি ২ কোটি ৫০ লক্ষ ইউরোর বিনিময়ে বার্সেলোনায় যোগ দেন।
উমতিতি ফ্রান্স অনূর্ধ্ব-১৭ থেকে অনূর্ধ্ব-২১ পর্যন্ত সব বয়সভিত্তিক দলে খেলেছেন। তিনি ফ্রান্স অনূর্ধ্ব-২০ দলের হয়ে ২০১৩ সালে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতেছেন। ২০১৬ সালে তার ফ্রান্স দলে অভিষেক হয়। তিনি ২০১৬ ইউরো তে রানার্স-আপ হওয়া ফ্রান্স দলের অংশ ছিলেন। তিনি ২০১৮ ফিফা বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
আন্তর্জাতিক কর্মজীবন[সম্পাদনা]
২০১৮ সালের ১৭ই মে রাশিয়াতে অনুষ্ঠিত ২১তম ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত ২৩ সদস্যের ফ্রান্স দলে ডাক পান। ১০ই জুলাই বেলজিয়ামের বিপক্ষে সেমি ফাইনাল খেলায় তিনি কর্নার থেকে আসা একটি ক্রসে হেড করে ফ্রান্সের জন্য জয়সূচক গোলটি করেন এবং তার দল ফাইনালে পৌঁছায়।[১]
পরিসংখ্যান[সম্পাদনা]
ক্লাব[সম্পাদনা]
- ২০ মে ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।
ক্লাব | মৌসুম | লিগ | কাপ | লিগ কাপ | ইউরোপ | অন্যান্য | মোট | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | ||
ওলাঁপিক লিয়োনে | ২০১১-১২ | ১২ | ০ | ৩ | ০ | ৩ | ০ | ০ | ০ | — | ১৮ | ০ | |
২০১২-১৩ | ২৬ | ১ | ০ | ০ | ০ | ০ | ৬ | ১ | ০ | ০ | ৩২ | ২ | |
২০১৩-১৪ | ২৮ | ০ | ১ | ০ | ৩ | ০ | ১০ | ০ | — | ৪২ | ০ | ||
২০১৪-১৫ | ৩৫ | ১ | ২ | ০ | ১ | ০ | ২ | ১ | — | ৪০ | ২ | ||
২০১৫-১৬ | ৩০ | ১ | ২ | ০ | ১ | ০ | ৪ | ০ | ১ | ০ | ৩৮ | ১ | |
মোট | ১৩১ | ৩ | ৮ | ০ | ৮ | ০ | ২২ | ২ | ১ | ০ | ১৭০ | ৫ | |
বার্সেলোনা | ২০১৬-১৭ | ২৫ | ১ | ৯ | ০ | — | ৮ | ০ | ১ | ০ | ৪৩ | ১ | |
২০১৭-১৮ | ২৫ | ১ | ৪ | ০ | — | ৯ | ০ | ২ | ০ | ৪০ | ১ | ||
মোট | ৫০ | ২ | ১৩ | ০ | — | ১৭ | ০ | ৩ | ০ | ৮৩ | ২ | ||
সর্বমোট | ২০২ | ৫ | ২১ | ০ | ৮ | ০ | ৩৯ | ২ | ৪ | ০ | ২৭৪ | ৭ |
আন্তর্জাতিক[সম্পাদনা]
- ১০ জুলাই ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।
জাতীয় দল | সাল | উপস্থিতি | গোল |
---|---|---|---|
ফ্রান্স | ২০১৬ | ৪ | ০ |
২০১৭ | ১০ | ১ | |
২০১৮ | ১১ | ২ | |
মোট | ২৫ | ৩ |
অর্জন[সম্পাদনা]
ক্লাব[সম্পাদনা]
- লিয়োঁ
- কোপ দে ফ্রান্স: ২০১১-১২
- ট্রফি দে চ্যাম্পিয়ন্স: ২০১২
- বার্সেলোনা
- লা লিগা: ২০১৭-১৮
- কোপা দেল রে: ২০১৬-১৭, ২০১৭-১৮
- স্পেনীয় সুপার কাপ: ২০১৬, ২০১৮
আন্তর্জাতিক[সম্পাদনা]
- ফিফা বিশ্বকাপ: ২০১৮
- ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ: ২০১৩
- উয়েফা ইউরো: রানার আপ: ২০১৬
ব্যক্তিগত[সম্পাদনা]
- উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টসেরা দল: ২০১২
- উয়েফা চ্যাম্পিয়নস লিগ ব্রেকথ্রু একাদশ: ২০১৬
- ফিফপ্রো বিশ্ব একাদশ পঞ্চম দল: ২০১৭
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "মাথা খাটিয়ে ফাইনালে ফ্রান্স"। দৈনিক প্রথম আলো। ১১ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৮।
- ১৯৯৩-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ফরাসি ফুটবলার
- ফ্রান্সের আন্তর্জাতিক ফুটবলার
- ফরাসি অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক ফুটবলার
- ফরাসি আন্তর্জাতিক ফুটবলার
- ফরাসি যুব আন্তর্জাতিক ফুটবলার
- ফুটবল ডিফেন্ডার
- ফুটবল ক্লাব বার্সেলোনার খেলোয়াড়
- স্পেনে প্রবাসী ফুটবলার
- স্পেনে ফরাসি প্রবাসী
- লা লিগার খেলোয়াড়
- লীগ ১-এর খেলোয়াড়
- ২০১৬ উয়েফা ইউরোর খেলোয়াড়
- ২০১৮ ফিফা বিশ্বকাপের খেলোয়াড়
- ওলাঁপিক লিয়োনের খেলোয়াড়