বিষয়বস্তুতে চলুন

গ্যারেথ সাউথগেট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গ্যারেথ সাউথগেট
ওবিই
২০১৮ ফিফা বিশ্বকাপে সাউথগেট ইংল্যান্ড দলের দায়িত্ব পালন করছেন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম গ্যারেথ সাউথগেট[]
জন্ম (1970-09-03) ৩ সেপ্টেম্বর ১৯৭০ (বয়স ৫৫)[]
জন্ম স্থান ওয়াটফোর্ড, ইংল্যান্ড
উচ্চতা ফুট ০ ইঞ্চি (১.৮৩ মিটার)[]
মাঠে অবস্থান রক্ষণভাগ
মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ইংল্যান্ড (ম্যানেজার)
যুব পর্যায়
ক্রিস্টাল প্যালেস
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৮৮-১৯৯৫ ক্রিস্টাল প্যালেস ১৫২ (১৫)
১৯৯৫-২০০১ অ্যাস্টন ভিলা ১৯১ (৭)
২০০১-২০০৬ মিডলজব্রা ১৬০ (৪)
মোট ৫০৩ (২৬)
জাতীয় দল
১৯৯৫-২০০৪ ইংল্যান্ড ৫৭ (২)
পরিচালিত দল
২০০৬-২০০৯ মিডলজব্রা
২০১৩-২০১৬ ইংল্যান্ড অনূর্ধ্ব-২১
২০১৬– ইংল্যান্ড
অর্জন ও সম্মাননা
পুরুষদের ফুটবল
 ইংল্যান্ড (ম্যানেজার)-এর প্রতিনিধিত্বকারী
উয়েফা নেশনস লিগ
তৃতীয় স্থান২০১৯ পর্তুগাল
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

গ্যারেথ সাউথগেট ওবিই (জন্ম ৩ সেপ্টেম্বর ১৯৭০) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবল ম্যানেজার এবং সাবেক খেলোয়াড়। তিনি রক্ষণভাগমধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলতেন। তিনি ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের ম্যানেজার।

সাউথগেট ১৯৯৫-৯৬ মৌসুমে অ্যাস্টন ভিলার হয়ে এবং ২০০৩-০৪ মৌসুমে মিডলজব্রার হয়ে ফুটবল লিগ কাপ জিতেছেন, এবং ১৯৯৩-৯৪ মৌসুমে ফুটবল লিগ প্রথম বিভাগ প্রতিযোগিতার বিজয়ী অ্যাস্টন ভিলার দলের অধিনায়ক ছিলেন। তিনি ভিলার হয়ে ২০০০ এফএ কাপ ফাইনাল খেলেছেন এবং মিডলজব্রার হয়ে ২০০৬ উয়েফা কাপ ফাইনাল খেলেছেন। আন্তর্জাতিক ফুটবলে সাউথগেট ১৯৯৫ থেকে ২০০৪ সালের মধ্যে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৫৭টি ম্যাচ খেলেছেন, এবং ১৯৯৮ ফিফা বিশ্বকাপউয়েফা ইউরো ১৯৯৬২০০০ আসরে অংশগ্রহণ করেছেন। ২০০৬ সালে মে মাসে ৩৫ বছর বয়সে তার খেলোয়াড়ী জীবন সমাপ্ত হয় এবং ততদিনে তিনি লিগে পাঁচ শতাধিক খেলায় অংশগ্রহণ করেন।

সাউথগেট ২০০৬ সালের জুন থেকে ২০০৯ সালের অক্টোবর পর্যন্ত মিডলজব্রার ম্যানেজারের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ জাতীয় ফুটবল দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন এবং ২০১৬ সালে ইংল্যান্ড জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব গ্রহণ করেন। ম্যানেজার হিসেবে তার প্রথম প্রতিযোগিতামূলক আসর ছিল ২০১৮ ফিফা বিশ্বকাপ। এতে তিনি আলফ রামসিববি রবসনের পর তৃতীয় ম্যানেজার হিসেবে ইংল্যান্ড দলকে বিশ্বকাপের সেমি-ফাইনালে পৌঁছান, যার জন্য তিনি বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অব দ্য ইয়ার কোচ অ্যাওয়ার্ড লাভ করেন।

কর্মজীবনের পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]

সূত্র:[]

জাতীয় দল ও বছর অনুযায়ী উপস্থিতি ও গোল
জাতীয় দলবছরউপস্থিতিগোল
ইংল্যান্ড ১৯৯৫
১৯৯৬১১
১৯৯৭১০
১৯৯৮
১৯৯৯
২০০০
২০০১
২০০২
২০০৩
২০০৪
মোট৫৭

আন্তর্জাতিক গোল

[সম্পাদনা]
স্কোর ও ফলাফল তালিকায় ইংল্যান্ডের গোল প্রথমে উল্লেখিত।[]
#তারিখভেন্যুপ্রতিপক্ষস্কোরফলাফলপ্রতিযোগিতা
১.১৪ অক্টোবর ১৯৯৮স্তাদে জোসি বার্থেল, লুক্সেমবুর্গ সিটি, লুক্সেমবুর্গ লুক্সেমবুর্গ–০৩–০উয়েফা ২০০০ বাছাইপর্ব
২.২২ মে ২০০৩কিংস পার্ক স্টেডিয়াম, ডারবান, দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা–০২–১প্রীতি ম্যাচ

ম্যানেজার হিসেবে কর্মজীবন

[সম্পাদনা]
৩ জুলাই ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দল ও সময় অনুসারে ম্যানেজার হিসেবে রেকর্ড
দল শুরু সমাপ্ত রেকর্ড সূত্র.
ড্রহাজয়%
মিডলজব্রা ৭ জুন ২০০৬ ২১ অক্টোবর ২০০৯ ১৫১৪৫৪৩৬৩২৯.৮ [][]
ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ ২২ আগস্ট ২০১৩ ২৭ সেপ্টেম্বর ২০১৬ ৩৭২৭৭৩.০ [][][]
ইংল্যান্ড ২৭ সেপ্টেম্বর ২০১৬ বর্তমান ৫৯৩৮১১১০৬৪.৪ [][১০]
মোট ২৪৭১১০৫৯৭৮৪৪.৫

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. হাগম্যান, ব্যারি জে., সম্পাদক (২০০৫)। The PFA Premier & Football League Players' Records 1946–2005। হার্পেনডেন: কুইন অ্যান প্রেস। পৃ. ৫৭৮। আইএসবিএন ৯৭৮-১-৮৫২৯১-৬৬৫-৭
  2. "গ্যারেথ সাউথগেট"ব্যারি হাগম্যান'স ফুটবলার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২১
  3. "Gareth Southgate"11v11.com। AFS Enterprises। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২১
  4. ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে Southgate, Gareth (ইংরেজি)
  5. "Gareth Southgate"ইংল্যান্ড স্ট্যাটস। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২১
  6. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Middlesbrough sack boss Southgate নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  7. 1 2 3 "Managers: Gareth Southgate"Soccerbase। Centurycomm। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২১
  8. "Match Results: Under 21s: 2010–20"England Football Online। ৫ জুন ২০২১। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২১
  9. Veevers, Nicholas (২৮ সেপ্টেম্বর ২০১৬)। "Aidy Boothroyd set to take on England under-21s position"। The Football Association। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২১
  10. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Sam Allardyce: England manager leaves after one match in charge নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি

বহিঃসংযোগ

[সম্পাদনা]