ব্রাজিল জাতীয় মহিলা ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্রাজিল জাতীয় মহিলা ফুটবল দল
দলের লোগো
ডাকনামসেলেকাও (জাতীয় দলের স্কোয়াড)
আস কানারিনহাস (দ্য ফিমেল ক্যানারি)
ভার্দে-আমারেলা (সবুজ-হলুদ)
অ্যাসোসিয়েশনকনফেদেরাসাও ব্রাসিলেইরা দে ফুটবল (সিবিএফ)
কনফেডারেশনকনমেবল (দক্ষিণ আমেরিকা)
প্রধান কোচআর্থার ইলিয়াস
অধিনায়করাফায়েল সুজা
সর্বাধিক ম্যাচফরমিগা (২৩৪)
শীর্ষ গোলদাতামার্তা (১১৫)
ফিফা কোডBRA
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১১ হ্রাস ২ (১৫ ডিসেম্বর ২০২৩)[১]
সর্বোচ্চ(মার্চ-জুন ২০০৯)
সর্বনিম্ন১১ (সেপ্টেম্বর ২০১৯; ডিসেম্বর ২০২৩)
প্রথম আন্তর্জাতিক খেলা
 মার্কিন যুক্তরাষ্ট্র ২–১ ব্রাজিল 
(জেসোলো, ইতালি; ২২ জুলাই ১৯৮৬)
বৃহত্তম জয়
 ব্রাজিল ১৫–০ বলিভিয়া 
(উবারল্যান্ডিয়া, ব্রাজিল; ১৮ জানুয়ারি, ১৯৯৫)
 ব্রাজিল ১৫–০পেরু 
(মার দেল প্লাটা, আর্জেন্টিনা; ২ মার্চ ১৯৯৮)
বৃহত্তম পরাজয়
 মার্কিন যুক্তরাষ্ট্র ৬–০ ব্রাজিল 
(ডেনভার, যুক্তরাষ্ট্র; ২৬ সেপ্টেম্বর ১৯৯৯)
বিশ্বকাপ
অংশগ্রহণ৯ (১৯৯১-এ প্রথম)
সেরা সাফল্যরানার্স-আপ (২০০৭)
অলিম্পিক গেমস
অংশগ্রহণ৮ (১৯৯৬-এ প্রথম)
সেরা সাফল্য রৌপ্যপদক (২০০৪, ২০০৮)
কোপা আমেরিকা
অংশগ্রহণ৯ (১৯৯১-এ প্রথম)
সেরা সাফল্যবিজয়ী (১৯৯১, ১৯৯৫, ১৯৯৮, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২, ২০২২)
কনকাকাফ গোল্ড কাপ
অংশগ্রহণ১ (২০০০-এ প্রথম)
সেরা সাফল্যরানার্স-আপ (২০০০)

ব্রাজিল মহিলা জাতীয় ফুটবল দল (পর্তুগিজ:Seleção Brasileira Feminina de futebol) আন্তর্জাতিক মহিলা ফুটবলে ব্রাজিলের প্রতিনিধিত্ব করে এবং ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) দ্বারা পরিচালিত হয়। এটি ফিফা মহিলা বিশ্বকাপের আটটি সংস্করণে অংশগ্রহণ করেছে, ২০০৭ সালে রানার-আপ এবং কোপা আমেরিকা ফেমেনিনার নয়টি সংস্করণে অংশ নিয়েছে।

ব্রাজিল তাদের প্রথম খেলা ২২ জুলাই ১৯৮৬-এ মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলে এবং ম্যাচটি ২–১ হারে।[২]

দলটি ১৯৯৯ বিশ্বকাপ তৃতীয় স্থানে এবং ২০০৭ দ্বিতীয় স্থানে শেষ করে, ফাইনালে জার্মানির কাছে ২-০ হেরে যায়। ব্রাজিল অলিম্পিক গেমসে দুইবার রৌপ্য পদক জিতেছিল, ২০০৪ এবং ২০০৮ সালে, আগের দুটি সংস্করণে চতুর্থ স্থান পেয়ে।

ব্রাজিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে সফল নারী জাতীয় দল, কোপা আমেরিকা চ্যাম্পিয়নশিপের নয়টি সংস্করণের মধ্যে আটটি জিতেছে। ১৯৯৯ সাল থেকে, তারা বিশ্ব শিরোপার দাবিদার। ১৯৯৮ এবং ১৯৯৯ সালে, দলটি উইমেনস ইউএস কাপে রানার্স-আপ হয়।

সাফল্য[সম্পাদনা]

টীকা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ফিফা/কোকা-কোলা মহিলা বিশ্ব র‌্যাঙ্কিং"ফিফা। ১৫ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০২৩ 
  2. "Seleção Brasileira Feminina (Brazilian National Womens´ Team) 1986–1995"RSSSF। ২০ সেপ্টেম্বর ২০১৪। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]