বিষয়বস্তুতে চলুন

হিমাংশু সেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হিমাংশু সেন
Freedom fighter Himangshu Sen
জন্ম১৯১১
মৃত্যু১৯৩০
জাতীয়তাব্রিটিশ ভারতীয়
নাগরিকত্বব্রিটিশ ভারত
পরিচিতির কারণচট্টগ্রামের অস্ত্রগার আক্রমণের ব্যক্তি
রাজনৈতিক দলঅনুশীলন সমিতি
আন্দোলনভারতের বিপ্লবী স্বাধীনতা আন্দোলন
পিতা-মাতা
  • জলধর সেন (পিতা)
  • বিনোদিনী দেবী (মাতা)

হিমাংশু বিমল সেন , (১৯১১–১৯৩০) ছিলেন ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনেরচট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের একজন অন্যতম ব্যক্তিত্ব।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

হিমাংশু সেনের জন্ম চট্টগ্রামে সদরঘাট। পিতা জলধর সেন ও মাতা বিনোদিনী দেবী। মাস্টারদা সূর্যসেন ছাত্র। অষ্টম শ্রেণীর ছাত্র থাকাকালীন মাস্টারদার অনুরক্ত। ১৯২৮ সালে তিনি গোপন বিপ্লবী সংগঠনে যোগ দেন।

মৃত্যু

[সম্পাদনা]

১৮ এপ্রিল, ১৯৩০ সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের কার্যক্রমে তিনি অংশগ্রহণ করেন। ১৮/৪/১৯৩০ ইং তারিখে পুলিশ ব্যারাক দখলের পর অস্ত্রাগাররে পেট্রোল তেলে আগুন ধরাতে গিয়ে মারাত্মকভাবে দগ্ধ হন। মাস্টারদার নির্দেশে অনন্ত সিং, গোপেশ ঘোষ, মাখন ঘোষাল ও আনন্দ গুপ্ত তাঁকে বাসায় রেখে যান। পোড়া যা বিষাক্ত হয়ে ৪ দিন পর মৃত্যুবরণ করেন। চট্টগ্রামের চন্দ্রপুরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।[][][] []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 বসু, অঞ্জলি (নভেম্বর ২০১৩)। বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র (সম্পাদকগণ)। সংসদ বাঙালি চরিতাভিধান। খণ্ড ১ (পঞ্চম সংস্করণ, দ্বিতীয় মুদ্রণ সংস্করণ)। কলকাতা: সাহিত্য সংসদ। পৃ. ৮৪৪। আইএসবিএন ৯৭৮-৮১৭৯৫৫১৩৫৬ {{বই উদ্ধৃতি}}: |সংগ্রহের-তারিখ= এর জন্য |ইউআরএল= প্রয়োজন (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক)
  2. ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, জেলে ত্রিশ বছর, পাক ভারতের স্বাধীনতা সংগ্রাম, ধ্রুপদ সাহিত্যাঙ্গন, ঢাকা, ঢাকা বইমেলা ২০০৪, পৃষ্ঠা ১৯৪।
  3. রায়, প্রকাশ (২০২১)। বিস্মৃত বিপ্লবী পঞ্চম খণ্ডচেন্নাই: নোশনপ্ৰেস চেন্নাই তামিলনাড়ু। পৃ. ২৬–৩০। আইএসবিএন ৯৭৮-১-৬৩৯২০-১১৬-৭