হিমাংশু সেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হিমাংশু বিমল সেন, ছিলেন ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব। হিমাংশু সেনের জন্ম চট্টগ্রামে। ১৯২৮ সালে তিনি গোপন বিপ্লবী সংগঠনে যোগ দেন। ১৮ এপ্রিল, ১৯৩০ সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের কার্যক্রমে তিনি অংশগ্রহণ করেন। ১৮/৪/১৯৩০ ইং তারিখে চট্টগ্রাম অস্ত্রাগারে অগ্নিসংযোগ করতে যাওয়ার সময় তিনি মারাত্মকভাবে দগ্ধ হন। চট্টগ্রামের চন্দ্রপুরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।[১][২][৩] তার পিতার নাম চন্দ্রকুমার দস্তিদার।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. বসু, অঞ্জলি (নভেম্বর ২০১৩)। বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র, সম্পাদকগণ। সংসদ বাঙালি চরিতাভিধান (পঞ্চম সংস্করণ, দ্বিতীয় মুদ্রণ সংস্করণ)। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৮৪৪। আইএসবিএন 978-8179551356 
  2. ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, জেলে ত্রিশ বছর, পাক ভারতের স্বাধীনতা সংগ্রাম, ধ্রুপদ সাহিত্যাঙ্গন, ঢাকা, ঢাকা বইমেলা ২০০৪, পৃষ্ঠা ১৯৪।
  3. রায়, প্রকাশ (২০২১)। বিস্মৃত বিপ্লবী পঞ্চম খণ্ডচেন্নাই: নোশনপ্ৰেস চেন্নাই তামিলনাড়ু। পৃষ্ঠা ২৬–৩০। আইএসবিএন 978-1-63920-116-7