বল্লভভাই পটেল
সর্দার বল্লভভাই পটেল | |
---|---|
অক্টোবর ৩১, ১৮৭৫ — ডিসেম্বর ১৫, ১৯৫০ | |
জন্মস্থান: | নয়ডা, গুজরাট, (ব্রিটিশ ভারত) |
মৃত্যুস্থান: | মুম্বাই, মহারাষ্ট্র, ![]() |
জীবনকাল: | অক্টোবর ৩১, ১৮৭৫ — ডিসেম্বর ১৫, ১৯৫০ |
আন্দোলন: | ভারতের স্বাধীনতা আন্দোলন ভারত ছাড় আন্দোলন |
বল্লভভাই পটেল (গুজরাটি: વલ્લભભાઈ પટેલ, হিন্দি: सरदार वल्लभभाई पटेल; Vallabhbhāī Paṭel, pronounced [səɾd̪aːɾ ʋəlləbʰbʰai pʌʈeːl] (সাহায্য·তথ্য)) (৩১ অক্টোবর ১৮৭৫ – ১৫ ডিসেম্বর ১৯৫০) একজন ভারতীয় পণ্ডিত ও জাতীয়তাবাদী নেতা। যিনি সরদার প্যাটেল নামেই বেশি পরিচিত ছিলেন। তাকে ভারতের লৌহমানব বলা হয়। তিনি স্বাধীন ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী।[১]
পরিচ্ছেদসমূহ
জন্ম ও শিক্ষাজীবন[সম্পাদনা]
গুজরাটের কুর্মী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন প্যাটেল। তুলনায় বেশি বয়েসে ম্যাট্রিক পাশ করেন (২২ বছর)।[২]
কর্মজীবন[সম্পাদনা]
শিক্ষা সম্পন্ন করার পর তিনি আইন পড়তে আগ্রহী হন এবং ব্যারিস্টারি পড়ার জন্যে লণ্ডনে যান। দেশে ফিরে একজন আইনজীবী হিসেবে কাজে যোগ দেন। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর তিনি প্রথম উপপ্রধানমন্ত্রী হন।
সম্মননা[সম্পাদনা]
তার সম্মাননায় ভারতের গুজরাতে তার জন্মস্থানে বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য তৈরি করা হয়। যার নাম দেওয়া হয় "ঐক্যের মূর্তি।" যা গত ৩১শে অক্টোবর ২০১৮ইং সালে উদ্ভোধন করা হয়। এইছাড়াও তার নামে একটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে।
স্মৃতিচারণ[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "ভারতে বিশ্বের সর্বোচ্চ ভাস্কর্য"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৮-১০-৩০।
- ↑ "Biography of Sardar Vallabhbhai Patel - History of Sardar Vallabhbhai Patel, Sardar Patel" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-১০-৩১।
বহি:সংযোগ[সম্পাদনা]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |